সপ্তম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : বায়ুচাপ : Class VII Geography 3rd Chapter MCQ & SAQ

by - February 21, 2023

সপ্তম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : বায়ুচাপ : MCQ & SAQ 

Class VII Geography 3rd Chapter MCQ & SAQ 



সপ্তম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায়ের সকল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রশ্নোত্তরগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছাড়াও অন্যান্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।   

সপ্তম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : বায়ুচাপ : MCQ & SAQ 

Class VII Geography 3rd Chapter MCQ & SAQ 


১. কোনটি ঠিক ? বাতাসের - বর্ণ ও গন্ধ আছে  / আয়তন ও ওজন আছে / বর্ণ ও গন্ধ নেই কিন্তু আয়তন ও ওজন আছে / বর্ণ , গন্ধ , আয়তন , ওজন - কিছুই নেই। 
উত্তর : বর্ণ ও গন্ধ নেই কিন্তু আয়তন ও ওজন আছে। 

২. মানুষের শরীরের ভেতর বাতাস আছে / নেই। 
উত্তর : আছে। 

৩. শরীরের বাইরে ও ভেতরে বায়ুর চাপ - পরস্পরমুখী / বিপরীতমুখী / উভমুখী / কোনোটিই নয়। 
উত্তর : বিপরীতমুখী। 

৪. শরীরের বাইরের বায়ুর চাপ আমরা বুঝতে পারি / পারিনা। 
উত্তর : পারিনা। 

৫. চাঁদে বাতাস আছে / নেই। 
উত্তর : নেই। 

৬. উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা - বাড়তে থাকে / কমতে থাকে / একই থাকে। 
উত্তর : কমতে থাকে। 

৭. বায়ুর চাপ - একমুখী / দ্বিমুখী / সর্বমুখী / উভমুখী। 
উত্তর : সর্বমুখী। 

৮. সমুদ্র সমতলে বায়ুর চাপ - ৭৪ / ৭২ / ৭৮ / ৭৬ - সেমি পারদ স্তম্ভের সমান। 
উত্তর : ৭৬ সেমি। 

৯. বায়ুচাপ পরিমাপের একক কী ? 
উত্তর : মিলিবার। 

১০. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী ? 
উত্তর : ব্যারোমিটার। 


১১. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত ? 
উত্তর : ১০১৩ . ২৫ মিলিবার। 

১২. কোন বৈজ্ঞানিকের আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরী হয় ? 
উত্তর : বিজ্ঞানী টরিসেলি। 

১৩. উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ - কম হয় / বেশি হয় / একই থাকে। 
উত্তর : কম হয়। 

১৪. চাল , ডাল - ইত্যাদি সেদ্ধ করতে অসুবিধা হয় - সমতলে / উপকূল অঞ্চলে / পার্বত্য অঞ্চলে / মরুভূমিতে। 
উত্তর : পার্বত্য অঞ্চলে। 

১৫. উষ্ণ বায়ু - হালকা / ভারী হয়। 
উত্তর : হালকা হয়। 

১৬. বায়ু উষ্ণ হলে ঘনত্ব - কমে যায় / বেড়ে যায় / একই থাকে। 
উত্তর : কমে যায়। 

১৭. বায়ু উষ্ণ হলে চাপ - কমে যায় / বেড়ে যায় / একই থাকে। 
উত্তর : কমে যায়। 

১৮. শীতল বায়ু - হালকা / ভারী - হয়। 
উত্তর : ভারী। 

১৯. শীতল বায়ুর ঘনত্ব - বেশি / কম / একই। 
উত্তর : বেশি। 

২০. শীতল বায়ুর চাপ - বেশি / কম / একই। 
উত্তর : বেশি। 

২১. শীতল মেরু অঞ্চলে বায়ু চাপ - বেশি / কম। 
উত্তর : বেশি। 

২২. উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ - বেশি / কম। 
উত্তর : কম। 

২৩. ভূমি থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু চাপ - বেড়ে যায় / কমে যায় / একই থাকে। 
উত্তর : কমে যায়। 

২৪. প্রতি - ১০১ / ১০০ / ১১০ / ১১ - মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ১ সেমি পারদ স্তম্ভের সমান কমে যায়। 
উত্তর : ১১০ মিটার। 

২৫. উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক - ১০০ ডিগ্রি / ১০০ ডিগ্রির বেশি / ১০০ ডিগ্রির কম। 
উত্তর : ১০০ ডিগ্রির কম। 

২৬. বাতাসে জলীয় বাস্প থাকলে তা জলীয় বাষ্পহীন বায়ুর তুলনায় - ভারী হয় / হালকা হয় / একই থাকে। 
উত্তর : হালকা হয়। 

২৭. জলীয় বাষ্পযুক্ত বায়ুতে জলীয় বাষ্পহীন বায়ুর তুলনায় চাপ - বেশি হয় / কম হয়। 
উত্তর : কম হয়। 

২৮. ঝড় , বৃষ্টি ও দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরী হয় - নিম্ন বায়ুচাপ / উচ্চ বায়ুচাপ - যুক্ত অঞ্চলে। 
উত্তর : নিম্ন বায়ুচাপযুক্ত অঞ্চলে। 

২৯. নিম্ন বায়ুচাপযুক্ত অঞ্চল - দুর্যোগপূর্ণ হয় / পরিবেশ শান্ত থাকে। 
উত্তর : দুর্যোগপূর্ণ হয়। 

৩০. উচ্চ বায়ুচাপ যুক্ত অঞ্চলে পরিবেশ - দুর্যোগপূর্ণ হয় / শান্ত থাকে। 
উত্তর : শান্ত থাকে। 


৩১. পৃথিবীর বাইরে বাতাস ছিটকে যায় - আবর্তন গতি / পরিক্রমণ গতি - র জন্য। 
উত্তর : আবর্তন গতি। 

৩২. পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি - নিরক্ষীয় অঞ্চলে / মেরু অঞ্চলে / তুন্দ্রা অঞ্চলে / মকরক্রান্তি অঞ্চলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৩৩. নিরক্ষীয় অঞ্চলে বিরাজমান থাকে - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : নিম্নচাপ। 

৩৪. দুই ক্রান্তীয় অঞ্চলে ( কর্কটক্রান্তি ও মকরক্রান্তি ) বিরাজ করে - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : উচ্চচাপ। 

৩৫. সমচাপ রেখাগুলি পরস্পকে স্পর্শ বা ছেদ করতে - পারে / পারেনা। 
উত্তর : পারেনা। 

৩৬. সমচাপ রেখার মানচিত্রে উচ্চচাপ কোন সংকেত দিয়ে দেখানো হয় ? 
উত্তর : H 

৩৭. সমচাপ রেখার মানচিত্রে নিম্নচাপ কোন সংকেত দিয়ে দেখানো হয় ? 
উত্তর : L 

৩৮. শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায় - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : উচ্চচাপ। 

৩৯. উষ্ণ জলবায়ু অঞ্চলে দেখা যায় - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : নিম্নচাপ। 

৪০. বায়ু - উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে / নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে - ছুটে যায়। 
উত্তর : উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। 

৪১. মাউন্ট এভারেস্টের বায়ুচাপ কত ? 
উত্তর : ৯৩০ মিলিবার। 

৪২. পুরীর সমুদ্র সৈকতের বায়ুচাপ কত ? 
উত্তর : ১০০০ মিলিবার।     


You May Also Like

0 comments