দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন।

by - April 16, 2023

দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 



দশম শ্রেণীর ভারতের প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নাবলী প্রকাশিত হল। প্রতিটি প্রশ্ন ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 


Topic : A ভারতের কৃষি। 

১. ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট। 
২. খরিফ শস্য ও রবি শস্যের পার্থক্য। 
৩. তন্তু ফসল ও বাগিচা ফসলের পার্থক্য। 
৪. ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
৫. ধান উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
৬. গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
৭. গম উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন।  
৮. মিলেট উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
৯. মিলেট উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
১০. চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
১১. চা উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
১২. কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
১৩. কফি উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
১৪. ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান। 


Topic : B ভারতের শিল্প । 

১. TISCO গড়ে ওঠার কারণ। 
২. DSP গড়ে ওঠার কারণ। 
৩. পূর্ব ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 
৪. ভারতে লৌহ - ইস্পাত শিল্পের আঞ্চলিক বন্টন। 
৫. যেকোনো তিনটি লৌহ - ইস্পাত শিল্পের পরিচয় ও গড়ে ওঠার কারণ। 
৬. কার্পাস বস্ত্র বয়ন শিল্পের আঞ্চলিক বন্টন। 
৭. পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র - বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 
৮. ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ। 
৯. ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের অবস্থান। 
১০. ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের কারণ। 
১১. BPO বা আউটসোর্সিং কী ? 

Topic : C ভারতের জনসংখ্যা :- 

১. ধারণযোগ্য উন্নয়ন কী ? কোন কোন বিষয়গুলি এতে গুরুত্ব পায় ? 

Topic : D নগর ও নগরায়ন :- 

১. ভারতে নগরায়নের কারণ বা নগর গড়ে ওঠার কারণ। 
২. ভারতে নগরায়নের সমস্যা। 

Topic : E পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 

১. ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব। 
২. ভারতের অর্থনীতিতে সড়ক পথের গুরুত্ব। 
৩. সোনালী চতুর্ভুজ। 
৪. হীরক চতুর্ভুজ। 
৫. পাতাল রেলের গুরুত্ব। 
৬. কয়েকটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার পরিচয় দাও। 
৭. পরিবহন ও যোগাযোগের পার্থক্য।    


You May Also Like

0 comments