সপ্তম শ্রেণী : ভূগোল : পঞ্চম অধ্যায় : নদী MCQ & SAQ ; Class VII Geography 5th Chapter MCQ & SAQ

by - April 11, 2023

সপ্তম শ্রেণী : ভূগোল : পঞ্চম অধ্যায় : নদী MCQ & SAQ 

Class VII Geography 5th Chapter MCQ & SAQ 



সপ্তম শ্রেণী : ভূগোল : পঞ্চম অধ্যায় : নদী MCQ & SAQ 

Class VII Geography 5th Chapter MCQ & SAQ 

সপ্তম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় নদী থেকে সমস্ত ছোট প্রশ্ন MCQ ও SAQ প্রকাশ করা হল। প্রশ্নগুলি পাঠ্যপুস্তক থেকে পৃষ্ঠা ধরে ধরে সংযোজন করা হয়েছে। প্রশ্নগুলি বিদ্যালয়ের যেকোনো পরীক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

১. নদী সৃষ্টি হয় - সমভূমি অঞ্চলে / উপকূলবর্তী অঞ্চলে / পার্বত্য অঞ্চল ও উঁচু মালভূমি অঞ্চলে / নদীর মোহনায়। 
উত্তর : পার্বত্য অঞ্চলে ও উঁচু মালভূমি অঞ্চলে। 

২. নদী যেখানে সৃষ্টি হয় , তাকে বলে নদীর - উৎস / মোহনা / বদ্বীপ / হিমবাহ। 
উত্তর : উৎস। 

৩. নদী যখন অন্য কোনো নদী , সমুদ্র বা জলাশয়ে মেশে , তাকে বলে নদীর - মোহনা / উৎস / বদ্বীপ / হিমবাহ। 
উত্তর : মোহনা। 

৪. গঙ্গা নদীর মোহনা হল - আরব সাগর / ভারত মহাসাগর / বঙ্গোপসাগর / খাম্বাত উপসাগর। 
উত্তর : বঙ্গোপসাগর। 

৫. নদী বয়ে চলে - উৎস থেকে মোহনার দিকে / উৎস থেকে হিমবাহের দিকে / মোহনা থেকে উৎসের দিকে / কোনোটিই নয়। 
উত্তর : উৎস থেকে মোহনার দিকে। 

৬. গঙ্গার উৎস হল - তিব্বতের মানস সরোবর / বঙ্গোপসাগর / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / মাউন্ট এভারেস্ট। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। 

৭. নদী হল প্রবহমান - স্বাভাবিক / কৃত্রিম - জলধারা। 
উত্তর : স্বাভাবিক। 

৮. নদী ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে - অভিকর্ষজ বলের টানে / ফেরেলের সূত্র অনুসারে / নিউটনের গতিসূত্র অনুসারে / পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে। 
উত্তর : অভিকর্ষজ বলের টানে। 

৯. আফ্রিকার দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : নীলনদ। 

১০. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : আমাজন।


১১. এশিয়ার দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : ইয়াংসি। 

১২. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : নীলনদ।   

১৩. গঙ্গার প্রধান উপনদীগুলি কী কী ? 
উত্তর : যমুনা , গোমতী , ঘর্ঘরা , কোশী , গন্ডক - ইত্যাদি। 

১৪. গঙ্গার দুটি শাখানদীর নাম লেখ। 
উত্তর : ভাগীরথী , হুগলি। 

১৫. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি ? আমাজন / গঙ্গা / নীলনদ / ইয়াংসি - নদীর অববাহিকা। 
উত্তর : আমাজন নদীর অববাহিকা। 

১৬. একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তি স্থানকে বলে - জলবিভাজিকা / দোয়াব / পাঞ্জাব / ধায়া। 
উত্তর : দোয়াব। 

১৭. ভারতের অন্তর্বাহিনী নদীটির নাম কী ? গঙ্গা / যমুনা / লুনি / নর্মদা। 
উত্তর : লুনি। 

১৮. আমুদরিয়া কী ? একটি দোয়াব / রাশিয়ার অন্তর্বাহিনী নদী / একটি সরোবর / আরব উপদ্বীপের একটি নদী। 
উত্তর : রাশিয়ার অন্তর্বাহিনী নদী। 

১৯. কয়েকটি আন্তর্জাতিক নদীর নাম কর। 
উত্তর : সিন্ধু , ব্রহ্মপুত্র , ইউরোপের রাইন , দানিয়ুব - ইত্যাদি। 

২০. একটি নিত্যবহ নদীর উদাহরণ হল গঙ্গা। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

২১. একটি অনিত্যবহ নদীর উদাহরণ দাও। 
উত্তর : বাঁকুড়ার গন্ধেশ্বরী। 

২২. মানচিত্রে নিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয় ? নীল / কালো / লাল / সবুজ। 
উত্তর : নীল। 

২৩. মানচিত্রে অনিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয় ? নীল / কালো / লাল / সবুজ। 
উত্তর : কালো। 

২৪. নদীর কাজ কত প্রকার ও কী কী ? 
উত্তর : ৩ প্রকার - ক্ষয়কাজ , বহন কাজ ও সঞ্চয় কাজ। 

২৫. উচ্চগতিতে নদীর প্রধান কাজ - ক্ষয় / বহন / সঞ্চয় / সবগুলি। 
উত্তর : ক্ষয়। 

২৬. মধ্য গতিতে নদীর প্রধান কাজ - ক্ষয় / বহন / সঞ্চয় / বহন ও সঞ্চয় । 
উত্তর : বহন ও সঞ্চয় ।

২৭. নিম্ন  গতিতে নদীর প্রধান কাজ - ক্ষয় / বহন / সঞ্চয় / সবগুলি। 
উত্তর : সঞ্চয়।

২৮. উৎস থেকে সমভূমি পর্যন্ত নদীর - উচ্চগতি / মধ্যগতি / নিম্নগতি / কোনোটিই নয়। 
উত্তর : উচ্চগতি। 

২৯. নদী উপত্যকার আকৃতি - I আকৃতি / I ও V আকৃতি /  U আকৃতি / সবগুলি। 
উত্তর : I ও V আকৃতি। 

৩০. নদী উপত্যকার আকৃতি I ও V আকৃতির হলে তাকে বলে - ____________________ । 
উত্তর : গিরিখাত। 


৩১. গিরিখাত সুগভীর হলে তাকে বলে - __________________________ । 
উত্তর : ক্যানিয়ন। 

৩২. বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে , শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে বলে ________________ ।
উত্তর : ক্যানিয়ন। 

৩৩. একটি গিরিখাতের উদাহরণ দাও। 
উত্তর : পেরুর এল ক্যানন দ্য কলকা। 

৩৪. একটি ক্যানিয়নের উদাহরণ দাও। 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো নদীর নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 

৩৫. গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো নদীতে। 

৩৬. ক্যানিয়ন সৃষ্টি হয় নদীর - উচ্চগতিতে / মধ্যগতিতে / নিম্নগতিতে। 
উত্তর : উচ্চগতিতে। 

৩৭. জলপ্রপাত সৃষ্টি হয় নদীর - উচ্চগতিতে / মধ্যগতিতে / নিম্নগতিতে। 
উত্তর : উচ্চগতিতে।    

৩৮. একটি জলপ্রপাতের উদাহরণ দাও। 
উত্তর : পশ্চিমঘাট পর্বতের যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। 

৩৯. আদর্শ নদী কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে নদীতে উচ্চগতি , মধ্যগতি ও নিম্নগতি - এই তিনটি প্রবাহ স্পষ্টরূপে দেখা যায় - তাকে বলে আদর্শ নদী। যেমন গঙ্গা। 

৪০. মধ্যগতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলে __________________ । 
উত্তর : মিয়েন্ডার।               

৪১. অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর - উচ্চ / মধ্য / নিম্ন - গতিতে। 
উত্তর : মধ্যগতি বা মধ্যপ্রবাহ। 

৪২. গঙ্গার নিম্নপ্রবাহ কোথা থেকে কতদূর ? 
উত্তর : মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। 

৪৩. নিম্নপ্রবাহে নদীর প্রধান কাজ হল - ক্ষয় / বহন / সঞ্চয় / সবগুলি। 
উত্তর : সঞ্চয়। 

৪৪. প্লাবনভূমি দেখা যায় নদীর - উচ্চ / মধ্য / নিম্ন - গতিতে।     
উত্তর : নিম্নগতি বা নিম্নপ্রবাহ। 

৪৫. বদ্বীপ সৃষ্টি হয় নদীর - উচ্চ / মধ্য / নিম্ন - গতিতে। 
উত্তর : নিম্নগতি বা নিম্নপ্রবাহ। 

৪৬. একটি প্লাবনভূমির উদাহরণ দাও। 
উত্তর : চীনের হোয়াং - হো নদীর নিম্নগতিতে সৃষ্ট প্লাবনভূমি। 

৪৭. একটি বদ্বীপের উদাহরণ দাও। 
উত্তর : গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ। 

৪৮. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি ? নীলনদ / আমাজন / গঙ্গা / হোয়াংহো। 
উত্তর : আমাজন। 

৪৯. কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি ? আমাজন / গঙ্গা / নীলনদ / সবগুলি।   
উত্তর : আমাজন। 

৫০. পশ্চিমবঙ্গের কোথায় খাঁড়ি দেখা যায় ? 
উত্তর : সুন্দরবন এলাকায়। 

৫১. সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? গঙ্গা / সিন্ধু / ঝিলম / গোদাবরী। 
উত্তর : সিন্ধু। 

৫২. মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? সিন্ধু / গঙ্গা / নীলনদ / আমাজন। 
উত্তর : নীলনদ। 

৫৩. সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? হোয়াংহো / মিসিসিপি মিসৌরি / টাইগ্রিস - ইউফ্রেটিস / সিকিয়াং। 
উত্তর : টাইগ্রিস - ইউফ্রেটিস। 

পাঠ্যপুস্তকের ৬০ নং পৃষ্ঠার '' শব্দগুলো খুঁজে বের করো '' । 

উত্তর :- 

নদী যেখানে মেশে ----- মোহনা। 

যে নদীতে সারা বছর জল থাকে ----- নিত্যবহ নদী। 

মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় ----- শাখানদী। 

যে ভূখন্ড বৃষ্টির জলকে বিভিন্ন ভাগে ভাগ করে দেয় ------ জলবিভাজিকা। 

শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে যা বলে ----- ক্যানিয়ন। 

নদীর জল ওপর থেকে নীচে ঝাঁপিয়ে পড়ে __________________ সৃষ্টি করে। ------ জলপ্রপাত। 

নদীর দু - ধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে __________________ সৃষ্টি করে। ------ প্লাবনভূমি। 

উচ্চপ্রবাহে , মধ্যপ্রবাহে এবং নিম্ন প্রবাহে নদী যে প্রধান কাজগুলো করে।   
উচ্চপ্রবাহ ----- ক্ষয়কার্য ; 
মধ্যপ্রবাহ -----  কিছুটা ক্ষয় এবং প্রধানতঃ বহন। 
নিম্নপ্রবাহ ----- কিছুটা বহন এবং প্রধানতঃ সঞ্চয়।   

   

You May Also Like

0 comments