নবম শ্রেণী : ইতিহাস : পঞ্চম অধ্যায় : MCQ & SAQ

by - June 27, 2023

নবম শ্রেণী : ইতিহাস : পঞ্চম অধ্যায় : MCQ & SAQ 

Class 9 ( Class IX ) History 5th chapter MCQ & SAQ 




এখানে নবম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায়ের ছোট প্রশ্ন আলোচনা করা হল। প্রায় সমস্ত পাঠ্যবইগুলি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলির সংকলন করা হয়েছে। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।    

নবম শ্রেণী : ইতিহাস : পঞ্চম অধ্যায় : MCQ & SAQ 

Class 9 ( Class IX ) History 5th chapter MCQ & SAQ


১. রাশিয়ার রাজারা কী নামে পরিচিত ছিলেন ? 
উত্তর : জার ( Tsar ) 

২. রাশিয়ার রানীরা কী নামে পরিচিত ছিলেন ? 
উত্তর : জারিনা। ( Zarina ) 

৩. কোন রাজবংশ রাশিয়ায় রাজত্ব করতো ? 
উত্তর : রোমানভ বংশ। 

৪. কোন রাজা সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন ? 
উত্তর : ১৫৪৭ সালে রাজা চতুর্থ আইভান। 

৫. কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় ? 
উত্তর : জার পিটার দ্য গ্রেট - কে। 

৬. মীর - কী ? 
উত্তর : রাশিয়ার গ্রামাঞ্চলের পঞ্চায়েত। 

৭. জারের পুলিশ বাহিনী কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : প্রিটোরিয়ান গার্ড। 

৮. কার আমলে রাশিয়ায় নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন শুরু হয় ? 
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। 

৯. কোন রাজা নিহিলিস্ট আন্দোলনে নিহত হয়েছিলেন ? 
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডার। 

১০. কার আমলে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয় ? 
অথবা , কার আমলে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলোপ আইন চালু হয় ? 
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডার। 


১১. প্রাক রুশ বিপ্লব পর্যায়ে যে সকল প্রতিবাদ ও আন্দোলন গড়ে উঠেছিল - তাদের নাম কর। 
উত্তর : ডিসেমব্রিস্ট বা ডেকাব্রিস্ট বিদ্রোহ , নিহিলিস্ট আন্দোলন , নারদনিক আন্দোলন - ইত্যাদি। 

১২. প্রথম কবে , কার আমলে রুশ বিপ্লব দেখা যায় ? এই আন্দোলনের নেতা কে ছিলেন ? 
উত্তর : ১৯০৫ সালে জার দ্বিতীয় নিকোলাসের আমলে। বিদ্রোহের নেতা ছিলেন প্লেখানভ। 

১৩. রুশ - জাপান যুদ্ধ কবে হয়েছিল ? এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল ? 
উত্তর : ১৯০৫ ; রাশিয়া পরাজিত হয়েছিল। 

১৪. রক্তাক্ত রবিবার বলতে কী বোঝ ? 
উত্তর : সরকারি দমননীতি যখন চরমে পৌঁছয় তখন একদল প্রতিবাদী জনতা ১৯০৫ এর ২২শে জানুয়ারি রবিবার ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজকের নেতৃত্বে পেট্রোগ্রাড শহরে জারের উইন্টার প্যালেসের দিকে শোভাযাত্রা নিয়ে এগোলে জারের বাহিনী ওই শোভাযাত্রার উপর নির্বিচারে গুলি চালায় ও বহু প্রতিবাদী নিহত হয়। এই নৃশংস ঘটনা '' রক্তাক্ত রবিবার '' নামে পরিচিত। 

১৫. কোন আন্দোলনকে ১৯১৭ সালের রুশ বিপ্লবের মহড়া বলা হয় ? 
উত্তর : ১৯০৫ এর রুশ বিপ্লবকে। 

১৬. কোন দলের নেতৃত্বে ১৯১৭ এর রুশ বিপ্লব সংগঠিত হয় ? 
উত্তর : বলশেভিক দলের নেতৃত্বে। 

১৭. রুশ বিপ্লবের ফলে কত বছরের স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে ? 
উত্তর : ৩০০ বছরের। 

১৮. মূলতঃ কীসের / কার বিরুদ্ধে রুশ বিপ্লব সংগঠিত হয় ? 
উত্তর : স্বৈরাচারী রাজতন্ত্র , ধনতন্ত্র ও পুঁজিবাদের বিরুদ্ধে। 

১৯. কে , কেন মুক্তিদাতা জার নামে পরিচিত ছিলেন ? 
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডার। তিনি ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিলেন। 

২০. কার আমলে ১৯১৭ এর রুশ বিপ্লব সংগঠিত হয় ? 
উত্তর : জার দ্বিতীয় নিকোলাস।      

২১. রাসপুটিন কে ছিলেন ? 
উত্তর : রাসপুটিন ছিলেন সাইবেরিয়ার একজন সন্যাসী এবং তিনি জার দ্বিতীয় নিকোলাসকে নানাভাবে প্রভাবিত করেছিলেন। 

২২. রাশিয়ায় আঞ্চলিক স্তরের প্রতিনিধিসভা কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : জেমস্তভো। 

২৩. রুশ পার্লামেন্ট কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : ডুমা। 

২৪. রুশ সমাজবাদী নেতাদের মধ্যে অন্যতম কে ছিলেন ? 
উত্তর : ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। 

২৫. কোন পত্রিকা ছাপানোর জন্য লেনিনকে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়েছিল ? 
উত্তর : ইসক্রা। 

২৬. ইসক্রা - কথাটির অর্থ কী ? 
উত্তর : স্ফুলিঙ্গ। 

২৭. লেনিন কোথা থেকে তাঁর '' এপ্রিল থিসিস '' ঘোষণা করেন ? 
উত্তর : সুইজারল্যান্ড থেকে। 

২৮. এপ্রিল থিসিসের মূল বিষয়বস্তু কী ছিল ? 
উত্তর : (ক ) সাধারণ মানুষকে নিয়ে গঠিত ' সোভিয়েত ' গুলির হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে। 
(খ ) কারখানাগুলির দায়িত্ব শ্রমিকদের হাতে তুলে দিতে হবে। 
(গ ) যুদ্ধ বিরতি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 
(ঘ ) জমিদারদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করতে হবে। 
(ঙ ) উৎপাদন , বন্টন , ব্যাংক - ইত্যাদির ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। 
(চ ) শিল্পকে জাতীয়করণ করতে হবে। 
(ছ ) কৃষক , শ্রমিক , সাধারণ মানুষ সকলকে নিয়ে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। ``

২৯. পেট্রোগ্রাড শহরের পূর্বনাম কী ছিল ? 
উত্তর : সেন্ট পিটার্সবার্গ। জার নিকোলাস এর নাম দেন পেট্রোগ্রাড। 

৩০. লেনিন রচিত বিভিন্ন গ্রন্থগুলির নাম কী ? 
উত্তর : সর্বপ্রধান গ্রন্থ - '' সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের চরম পর্যায় '' ( Imperialism : the Highest stage of Capitalism ) । এছাড়াও অন্যান্য গ্রন্থগুলি হল - State and Revolution , What is to be done - ইত্যাদি। 


৩১. রুশ বিপ্লবে কোন কোন দার্শনিক ও সাহিত্যিকদের উল্লেখযোগ্য প্রভাব ছিল ? 
উত্তর : আলেকজান্ডার পুশকিন , নিকোলাই গোগোল , কবি মিখাইল ,  তুর্গোনিভ , দস্তয়েভস্কি , লিও তলস্তয় - প্রমুখ। 

৩২. রোমানভ বংশের পতন ঘটে কোন শাসকের আমলে ? 
উত্তর : দ্বিতীয় নিকোলাস। 

৩৩. কবে বলশেভিক দল প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : ১৯০৩ খ্রিস্টাব্দে। 

৩৪. কার নেতৃত্বে রাশিয়ায় '' কালো সন্ত্রাসের রাজত্ব '' শুরু হয় ? 
উত্তর : স্টোলিপিন - এর নেতৃত্বে। 

৩৫. কে রাশিয়ায় নৈরাজ্যবাদী চিন্তাবিদ ছিলেন ? 
উত্তর : বাকুনিন। 

৩৬. রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে গঠিত অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের বিচারবিভাগের দায়িত্ব পান কে ? 
উত্তর : কেরেনস্কি। 

৩৭. কে লালফৌজ প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : ট্রটস্কি। 

৩৮. সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? 
উত্তর : ভি আই লেনিন। 

৩৯. ৭ই নভেম্বর ১৯১৭ খ্রিস্টাব্দে পেট্রোগ্রাড শহরে লালফৌজের অভিযানে কে নেতৃত্ব প্রদান করেছিলেন ? 
উত্তর : ট্রটস্কি। 

৪০. '' আভান্তি '' পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে ছিলেন ? 
উত্তর : মুসোলিনি। 

৪১. রাশিয়ায় কে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : মিখাইল রোমানভ। 

৪২. থার্ড সেকশন কী ? 
উত্তর : রাশিয়ার কুখ্যাত পুলিশ বাহিনী। 

৪৩. নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম কর। 
উত্তর : ল্যাভরফ , বাকুনিন - প্রমুখ। 

৪৪. '' Fathers and Sons '' - গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তর : তুর্গোনিভ। 

৪৫. নারোদনিক - শব্দটির অর্থ কী ? 
উত্তর : জনগণের আন্দোলন। 

৪৬. নারোদনিয়া ভলিয়া কী ? 
উত্তর : রাশিয়ার বিপ্লবী গুপ্ত সমিতি। 

৪৭. রাশিয়ার সোশ্যাল ডেমোক্র্যাটিক দল কোন কোন দলে বিভক্ত হয়ে যায় ? 
উত্তর : বলশেভিক ও মেনশেভিক ( ১৯০৩ সালে ) । 

৪৮. মেনশেভিক - কথাটির অর্থ কী ? 
উত্তর : সংখ্যালঘিষ্ঠ। 

৪৯. বলশেভিক - কথাটির অর্থ কী ? 
উত্তর : সংখ্যাগরিষ্ঠ। 

৫০. রানী আলেকজান্দ্রা কে ছিলেন ? 
উত্তর : জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী।      

৫১. কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ - জাপান যুদ্ধ সংগঠিত হয় ? 
উত্তর : রাশিয়া কর্তৃক কোরিয়া ও মাঞ্চুরিয়া দখলের ঘটনাকে কেন্দ্র করে। 

৫২. The State and Revolution গ্রন্থের লেখক কে ? 
উত্তর : লেনিন। 

৫৩. রুশ বিপ্লব অপর কী নামে পরিচিত ? 
উত্তর : বলশেভিক বিপ্লব , সমাজতান্ত্রিক বিপ্লব - ইত্যাদি। 

৫৪. বলশেভিক দলের মুখপত্রের নাম কী ? 
উত্তর : প্রাভদা। 

৫৫. কে , কবে , কোন পত্রিকায় '' এপ্রিল থিসিস '' ঘোষণা করেন ? 
উত্তর : লেনিন , ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ই এপ্রিল , প্রাভদা পত্রিকায়। 

৫৬. কেরেনস্কি কে ছিলেন ? 
উত্তর : মেনশেভিক দলের নেতা এবং বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের প্রতিনিধি। 

৫৭. লালফৌজ কী ? 
উত্তর : রাশিয়ার বলশেভিক দলের স্বেচ্ছাসেবক সৈন্যবাহিনী। এর প্রতিষ্ঠাতা ট্রটস্কি। 

৫৮. বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কী হয় ? 
উত্তর : USSR বা Union of Soviet Socialist Republics. 

৫৯. NEP কী ? 
উত্তর : লেনিন কর্তৃক প্রবর্তিত অর্থনৈতিক সংস্কার বা , New Economic Policy. 

৬০. ব্ল্যাক হানড্রেড কী ? 
উত্তর : রাশিয়ার কুখ্যাত অপরাধী গোষ্ঠী। 


৬১. রুশ সাম্রাজ্যে বসবাসকারীরা অধিকাংশ কোন জাতিগোষ্ঠীভুক্ত ছিল ? 
উত্তর : স্লাভ জাতিগোষ্ঠীভুক্ত। 

৬২. স্লাইফেন পরিকল্পনা কী ? 
উত্তর : জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়ামের নির্দেশে আলফ্রেড ভন স্লাইফেন কর্তৃক পরিকল্পিত জার্মান বাহিনীর ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা। 

৬৩. জারতন্ত্র বলতে কী বোঝ ? 
উত্তর : মিখাইল রোমানভ ১৬১৩ খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশ প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজারা জার এবং রানীরা জারিনা উপাধি গ্রহণ করেন। এই বংশ প্রায় তিনশো বছর রাশিয়ায় রাজত্ব করে। এই বংশের শাসন জারতন্ত্র নামে পরিচিত। 

৬৪. নারোদনিক আন্দোলন কী ? 
উত্তর : রুশ শব্দ '' নারোদ '' থেকে নারোদনিক শব্দের উৎপত্তি। রুশ ভাষায় এর অর্থ জনগণ। ১৮৭০ সালে রাশিয়ার বুদ্ধিজীবী সম্প্রদায় কর্তৃক কৃষকদের অবস্থার উন্নতির জন্য যে আন্দোলন সংগঠিত হয় - তা জনগণের আন্দোলন বা নারোদনিক আন্দোলন নামে পরিচিত। 

৬৫. ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল ? 
উত্তর : রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারী করেন। এতে বলা হয় - 
(ক ) সামন্তপ্রভুদের অধীনতা থেকে ভূমিদাসরা মুক্তি পাবে। 
(খ ) মুক্ত ভূমিদাসদের উপর সামন্তপ্রভুদের কোনো অধিকার থাকবে না। 
(গ ) মুক্ত ভূমিদাসরা স্বাধীন নারিকের মর্যাদা ও অধিকার লাভ করবে। 
(ঘ ) সামন্তপ্রভুদের জমির অর্ধাংশ ভূমিদাসদের দেওয়া হবে। 
(ঙ ) জমিদার বা সামন্তপ্রভুরা তাঁদের হারানো জমির জন্য ক্ষতিপূরণ পাবেন। 

৬৬. কবে , কোথায় সোশ্যাল ডেমোক্র্যাটিক দল প্রতিষ্ঠিত হয় এবং কবে এই দলের বিভাজন ঘটে ? 
উত্তর : ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ায়। সোশ্যাল ডেমোক্র্যাটিক দল ১৯০৩ খ্রিস্টাব্দে দুই ভাগে বিভক্ত হয় ; যথা - বলশেভিক ( সংখ্যাগরিষ্ঠ ) ও মেনশেভিক ( সংখ্যালঘিষ্ঠ ) । 

৬৭. অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ঘোষণাপত্র কী ? 
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দের ৩০শে অক্টোবর সদ্য সংগঠিত বিপ্লবের পরিপ্রেক্ষিতে জার দ্বিতীয় নিকোলাস এক ঘোষণাপত্র জারী করেন। এটিই অক্টোবর ইস্তেহার নামে পরিচিত। এতে -  
(ক ) নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা 
(খ ) সর্বজনীন ভোটাধিকার 
(গ ) সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ডুমা গঠন 
(ঘ ) ডুমা - র হাতে সরকারি নীতি নির্ধারণের ক্ষমতা প্রদান - ইত্যাদি সম্পর্কে বলা হয়। 

৬৮. ১৯০৫ - এর রুশ বিপ্লব ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখ। 
(ক ) বিপ্লবীদের পরিকল্পনার অভাব। 
(খ ) কৃষক ও শ্রমিকদের মধ্যে অনৈক্য। 
(গ ) সেনাদলের বৃহদাংশ জারের পক্ষে থাকা। 
(ঘ ) বিপ্লবীদের ওপর জারের কঠোর দমন নীতি প্রয়োগ - ইত্যাদি। 

৬৯. রুশ বিপ্লবের ক'টি পর্যায় ও কী কী ? 
উত্তর : তিনটি পর্যায় ; যথা -
(i) ১৯০৫ এর বিপ্লব। 
(ii) ১৯১৭ এর মার্চ মাসের বিপ্লব। এতে জারতন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ায় বুর্জোয়া শ্রেণী ক্ষমতা দখল করে। 
(iii) ১৯১৭ এর নভেম্বর বিপ্লব। এতে রাশিয়ায় সর্বহারা শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 

৭০. লেনিনের NEP - র মূল বক্তব্যগুলি কী ছিল ? 
উত্তর : লেনিন কর্তৃক প্রবর্তিত অর্থনৈতিক সংস্কার বা , New Economic Policy - র মূল বক্তব্যগুলি ছিল - 
(ক ) কৃষকদের উদ্বৃত্ত ফসল কেড়ে নেওয়া হবেনা। 
(খ ) রাষ্ট্রের কর্তৃত্বাধীনে জমিতে কৃষকদের মালিকানা থাকবে। 
(গ ) ছোট ও মাঝারি শিল্পগুলিতে ব্যক্তিগত মালিকানা বজায় থাকবে। 
(ঘ ) বৈদেশিক বাণিজ্য সরকারের হাতে থাকলেও অভ্যন্তরীণ বাণিজ্য ব্যক্তিগত মালিকানাধীন থাকবে।   

৭১. সর্ব স্লাভ আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিল কোন দেশ ? 
উত্তর : সার্বিয়া। 

৭২. জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে ? 
উত্তর : ১৯১৮ এর ১১ই নভেম্বর। 

৭৩. কোন সময়কালকে ঐতিহাসিকরা সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করেছেন ? 
উত্তর : ১৮৭১ থেকে ১৯১৩ পর্যন্ত। 

৭৪. কোন দুটি দেশ মরক্কো সংকটে জড়িয়ে পড়েছিল ? 
উত্তর : ফ্রান্স ও জার্মানি। 

৭৫. কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে ? 
উত্তর : ১৯১৯ সালে ভার্সাই সন্ধি। 

৭৬. প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয় ? 
অথবা , প্রথম বিশ্বযুদ্ধকে বিশ্বযুদ্ধ বলার কারণ কী ? 
উত্তর : ১৯১৪ খ্রিস্টাব্দের প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের বহু ছোট - বড় রাষ্ট্র যেমন - ইংল্যান্ড , ফ্রান্স , রাশিয়া , রোমানিয়া , চীন , জাপান , পোর্তুগাল এবং অন্যপক্ষে জার্মানি , অস্ট্রিয়া , ইটালি , তুরস্ক ও বুলগেরিয়া। এছাড়াও বিশ্বের প্রায় প্রতিটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এত ব্যাপক , ভয়াবহ ও সর্বগ্রাসী যুদ্ধ এর আগে কখনো সংগঠিত হয়নি। তাই প্রথম বিশ্বযুদ্ধকে বিশ্বযুদ্ধ বা সর্বাত্মক যুদ্ধ বলা হয়। 

৭৭. মরক্কো সংকট কী ? 
উত্তর : জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম মরক্কোয় ফ্রান্সের আধিপত্যের প্রতিবাদ করে মরোক্কোর মুসলিমদের রক্ষাকর্তা হিসাবে ঘোষণা করেন এবং তাঞ্জিয়ান বন্দরে হাজির হন। ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। এটিই মরক্কো সংকট নামে পরিচিত। 

৭৮. প্রথম বিশ্বযুদ্ধের প্রধান রণাঙ্গনগুলি কী কী ছিল ? 
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের প্রধান রণাঙ্গন ছিল দুটি। যথা - 
(ক ) পশ্চিম রণাঙ্গন - এখানে জার্মানির পশ্চিম সীমান্তে জার্মানির সঙ্গে ফ্রান্স ও বেলজিয়ামের যুদ্ধ হয়।(খ ) পূর্ব রণাঙ্গন - এখানে রাশিয়ার সঙ্গে জার্মানির যুদ্ধ হয়। 

৭৯. প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কোন দেশ ? 
উত্তর : আমেরিকা। 

৮০. কবে প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে। 

৮১. পোলিশ করিডর কোন দুই দেশকে বিভক্ত করেছে ? 
উত্তর : ইস্ট ও ওয়েস্ট প্রাশিয়া। 

৮২. সভ্যতার সংকট - গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

৮৩. মহামন্দার অবসান ঘটানোর জন্য কোথায় বিশ্ব অর্থনৈতিক সম্মেলন আয়োজিত হয় ? 
উত্তর : লন্ডনে। 

৮৪. কামাল পাশা কোথাকার শাসক ছিলেন ? 
উত্তর : তুরস্ক। 

৮৫. কবে বিশ্ব অর্থনৈতিক মন্দা বা মহামন্দা দেখা দিয়েছিল ? 
উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে। 

৮৬. হুভার মোরাটোরিয়াম কোন দিন থেকে কার্যকরী হয় ? 
উত্তর : ১৯৩১ খ্রিস্টাব্দের ১লা জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য। 

৮৭. প্যারিস শান্তি সম্মেলনের সভাপতি কে ছিলেন ? 
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। 

৮৮. কোথায় , কবে , কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে। 

৮৯. চৌদ্দ - দফা নীতির উদ্ভাবক কে ? 
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। 

৯০. ভার্সাই সন্ধিতে ক'টি ধারা ছিল ? 
উত্তর : ৪৩৯ টি।      


৯১. ভার্সাই সন্ধি দ্বারা কোন বন্দরকে '' উন্মুক্ত বন্দর '' হিসাবে ঘোষণা করা হয় ? 
উত্তর : জার্মানির ডানজিগ বন্দর। 

৯২. কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় ? 
উত্তর : ভার্সাই সন্ধিকে। 

৯৩. কাকে জাতিসংঘের জনক বলা হয় ? 
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। 

৯৪. মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় কোন দেশ ? 
উত্তর : জার্মানি। 

৯৫. কোন বছরকে ঐতিহাসিক ই এইচ কার '' বিপ্লবের বছর '' বলে অভিহিত করেছেন ? 
উত্তর : ১৯৩১ খ্রীস্টাব্দকে। 

৯৬. প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্ব কারা ছিলেন ? 
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন , ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ , ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লোমাঁশু , ইতালির প্রধানমন্ত্রী ভিট্টোরিও অর্লান্ডো। 

৯৭. চোদ্দ - দফা নীতি কী ? 
উত্তর : বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ এর ৮ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট চোদ্দটি শর্ত বা নীতি ঘোষণা করেন - তা চোদ্দ দফা নীতি নামে পরিচিত। 

৯৮. ভার্সাই সন্ধির মূল নীতিগুলি কী ছিল ? 
উত্তর : (i) প্রথম বিশ্বযুদ্ধের জন্য সার্বিকভাবে জার্মানিকে দায়ী করা। 
(ii) ভবিষ্যতে জার্মানি যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। 
(iii) ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠা করা। 
(iv) বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন স্থাপন করা - ইত্যাদি। 

৯৯. পোলিশ করিডর কী ? 
উত্তর : পোল্যান্ড যাতে সমুদ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে সে উদ্দেশ্যে ভার্সাই সন্ধির দ্বারা পোল্যান্ডকে জার্মানির মধ্যে দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পোলিশ করিডর নামে পরিচিত। 

১০০. ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় ? 
উত্তর : ১৯১৯ এর ২৮শে জুন বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধিতে সমস্তরকম অপমানজনক শর্ত জার্মানির উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। এই শর্তগুলির মাধ্যমে জার্মানিকে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে পঙ্গু ও হীনবল করে দেওয়া হয়। তাই জার্মানির উপর বলপূর্বক আরোপিত ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়।     

১০১. ভার্সাই সন্ধির সপক্ষে দুটি যুক্তি দাও। 
উত্তর : (ক ) বিজয়ীপক্ষ সর্বদা পরাজিতের ওপর শর্তের বোঝা চাপিয়ে দেয় - ভার্সাই সন্ধিতে তার পুনরাবৃত্তি হয়েছে মাত্র। 
(খ ) যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে জার্মানির বিরুদ্ধে যে ঘৃণা ছড়িয়ে পড়েছিল তাতে সন্ধির শর্তগুলি একতরফাভাবে চাপিয়ে দেওয়াই স্বাভাবিক ছিল। 

১০২. অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝ ? 
উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ১৯৩৩ পর্যন্ত বিদ্যমান অর্থনৈতিক সংকট '' বিশ্ব অর্থনৈতিক মহামন্দা '' নামে পরিচিত। 

১০৩. অর্থনৈতিক মহামন্দার কয়েকটি ফলাফল আলোচনা কর। 
উত্তর : (ক ) আমেরিকায় শিল্প উৎপাদন ব্যাপক হ্রাস পায়। 
(খ ) বহু কারখানা বন্ধ হয়ে যায়। 
(গ ) বহু মানুষ বেকার হয়ে পড়ে। 
(ঘ ) শেয়ার বাজারে ধ্বস নামে। 
(ঙ ) বহু মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ে। 

১০৪. হুভার মোরাটোরিয়াম কী ? 
উত্তর : আমেরিকা তথা সমগ্র বিশ্বে অর্থনৈতিক সংকটের (১৯২৯ - ১৯৩৩ ) পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুভার ঘোষণা করেন যে , ১৯৩১ এর ১লা জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঋণশোধ স্থগিত থাকবে। এই ঘোষণা হুভার মোরাটোরিয়াম নামে পরিচিত। 

১০৫. সেন্ট জার্মেইন সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 
উত্তর : বিজয়ী মিত্রশক্তি ও পরাজিত অস্ট্রিয়ার মধ্যে ১৯১৯ খ্রিস্টাব্দের ১০ই সেপ্টেম্বর। 

১০৬. ভার্সাই সন্ধিকে কে '' মৃত্যু পরোয়ানা '' বলে অভিহিত করেছেন ? 
উত্তর : জার্মান চ্যান্সেলর ফিলিপ সিডম্যান। 

১০৭. কে বলেছেন - '' ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল '' ? 
উত্তর : ঐতিহাসিক ই এইচ কার। 

১০৮. ইল - ডুচে / দুচে - কার উপাধি ছিল ? 
উত্তর : মুসোলিনি। 

১০৯. কোথায় ফ্যাসিবাদের উত্থান ঘটে ? 
উত্তর : মুসোলিনির নেতৃত্বে ইতালিতে। 

১১০. কোথায় নাৎসীবাদের উত্থান ঘটে ? 
উত্তর : হিটলারের নেতৃত্বে জার্মানিতে। 

১১১. নাৎসী দলের প্রতিষ্ঠাতা কে ? 
উত্তর : হিটলার। 

১১২. নাৎসী দলের পুরো নাম কী ? 
উত্তর : ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। 

১১৩. '' ফ্যাসেস '' কথাটির অর্থ কী ? 
উত্তর : শক্তি ( সর্বময় ক্ষমতার প্রতীক ) । 

১১৪. '' গমের যুদ্ধ '' কে ঘোষণা করেন ? 
উত্তর : মুসোলিনি। 

১১৫. হিটলারের প্রচার সচিব কে ছিলেন ? 
উত্তর : গোয়েবলস। 

১১৬. স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা কে ছিলেন ? 
উত্তর : জেনারেল ফ্রাঙ্কো। 

১১৭. স্পেনের গৃহযুদ্ধে কে জয়লাভ করেন ? 
উত্তর : জেনারেল ফ্রাঙ্কো। 

১১৮. কোন ঘটনাকে , কে '' ক্ষুদ্র বিশ্বযুদ্ধ '' বলেছেন ? 
উত্তর : স্পেনের গৃহযুদ্ধকে ; ঐতিহাসিক ল্যাংসাম। 

১১৯. গেস্টাপো কী ? এর প্রধান কে ছিলেন ? 
উত্তর : নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনী ; এর প্রধান ছিলেন হিটলার। 

১২০. জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে ? 
উত্তর : ১৯৩১ খ্রিস্টাব্দে। 


১২১. কবে জাপান জাতি সংঘের সদস্যপদ ত্যাগ করে ? 
উত্তর : ১৯৩৩ খ্রিস্টাব্দে।      

১২২. ভাইমার প্রজাতন্ত্র কার নেতৃত্বে , কোথায় গড়ে ওঠে ? 
উত্তর : ইবার্ট - এর নেতৃত্বে জার্মানিতে। (১৯১৮) 

১২৩. ভাইমার প্রজাতন্ত্রের প্রথম ও শেষ রাষ্ট্রপতি কে ছিলেন ? 
উত্তর : ফ্রেডরিখ ইবার্ট , হিন্ডেনবার্গ। 

১২৪. জার্মানির আইনসভা কী নামে পরিচিত ? 
উত্তর : রাইখস্ট্যাগ। 

১২৫. জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি কী নামে পরিচিত ? 
উত্তর :   আনশ্লুস। 

১২৬. আনশ্লুস - কথার অর্থ কী ? 
উত্তর : বৃহত্তর সাম্রাজ্য। 

১২৭. ফ্যাসিবাদ শব্দটির উদ্ভব হয়েছে কোথা থেকে ? 
উত্তর : '' ফ্যাসেস '' শব্দ থেকে। এর অর্থ সর্বময় ক্ষমতার প্রতীক। 

১২৮. কোন গ্রন্থকে নাৎসী বাইবেল বলা হয় ? 
উত্তর : অ্যাডলফ হিটলারের আত্মজীবনী '' মেইন ক্যাম্ফ '' - গ্রন্থকে। 

১২৯. মেইন ক্যাম্ফ - কথাটির অর্থ কী ? 
উত্তর : আমার সংগ্রাম। 

১৩০. স্পেনের জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর উপাধি কী ছিল ? 
উত্তর : কডিলো।  

১৩১. স্পেনে কার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : জেনারেল ফ্রাঙ্কো। 

১৩২. স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে ছিলেন ? 
উত্তর : জেনারেল ফ্রাঙ্কো। 

১৩৩. কে , কবে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : মুসোলিনি ১৯১৯ সালে ইতালির মিলান শহরে। 

১৩৪. ফ্যাসিস্ট দলের প্রতীক কী ছিল ? 
উত্তর : দড়িবাঁধা কাষ্ঠদন্ড। 

১৩৫. পোপুলা দ্য ইতালিয়া - পত্রিকাটি কে প্রকাশ করেন ? 
উত্তর : বেনিটো মুসোলিনি। 

১৩৬. কবে , কাদের মধ্যে কমিন্টার্ন বিরোধী চুক্তি হয় ? 
উত্তর : ১৯৩৬ সালে জার্মানি ও জাপানের মধ্যে। 

১৩৭. হিটলার কোন শাসনের পতন ঘটিয়ে জার্মানির শাসন ক্ষমতা দখল করেন ? 
উত্তর : ১৯৩৩ সালে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে। 

১৩৮. নাৎসী দলের মুখপত্রের নাম কী ? 
উত্তর : পিপলস অবজারভার। 

১৩৯. ম্যাজিনো লাইন কী ? 
উত্তর : জার্মান আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত ফ্রান্স যে নিরাপত্তা বলয় গড়ে তোলে - তা ম্যাজিনো লাইন নামে পরিচিত। 

১৪০. মুসোলিনির ফ্যাসিস্ট দলের সদস্যরা কী নামে পরিচিত ? 
উত্তর : ব্ল্যাক শার্টস। 

১৪১. হিটলারের জীবনীকার কে ছিলেন ? 
উত্তর : ঐতিহাসিক অ্যালান বুলক।     

১৪২. হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন ? 
উত্তর : ১লা সেপ্টেম্বর ১৯৩৯ খ্রিস্টাব্দে। এর মধ্যে দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। 

১৪৩. কবে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৯৩৯ খ্রিস্টাব্দে। 

১৪৪. হেরেনভেক তত্ত্ব কী ? 
উত্তর : নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে , জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং কেল্টিক রক্তের অধিকারী। তাই একমাত্র জার্মানরাই বিশ্বের অন্য সব জাতির ওপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী। এই তত্ত্বই হেরেনভেক তত্ত্ব নামে পরিচিত।

১৪৫. ভাইমার প্রজাতন্ত্র কি? 
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় উইলিয়ামের পদত্যাগের ফলে জার্মানিতে রাজতন্ত্রের অবসান ঘটে এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ফ্রেডরিক ইবার্ট এর নেতৃত্বে ভাইমার বা ওয়েমার শহরে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।একেই ভাইমার প্রজাতন্ত্র বলা হয়।

১৪৬. ফ্যাসিবাদ কী?
উত্তর : ফ্যাসিবাদ প্রকৃতপক্ষে ইতালিতে বেনিটো মুসোলিনির নেতৃত্বে গঠিত একটি বিশেষ রাজনৈতিক মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, উগ্র জাতীয়তাবাদী ও আগ্রাসী সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় , একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা এবং সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদটিই হল ফ্যাসিবাদ।

১৪৭. উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো?
উত্তর : উনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের শুরুর দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সঙ্কীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচারিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ ও অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে মনে করে করে তাঁদের উপর আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে। এই ভাবধারা উগ্র জাতীয়তাবাদ নামে পরিচিত।

১৪৮. কবে , কেন ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? 
উত্তর : মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করলে 1936 সালে আবিসিনিয়া জাতিসংঘের কাছে তার প্রতিকারের দাবি জানায়। জাতিসংঘ আবিসিনিয়া থেকে ইতালিকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করলে মুসোলিনি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন।

১৪৯. স্টর্ম ট্রুপার্স বা SA সম্পর্কে কী জানো ? অথবা , কাদের কেন ব্রাউন শার্টস বলা হত ? 
উত্তর : নাৎসি দলের আধা সামরিক ঝটিকা বাহিনীর নাম ছিল স্টর্ম ট্রুপার্স বা SA ; এরা নাৎসি বাহিনীর সভা - সমিতিগুলি পাহারা দিত এবং হামলা চালিয়ে অন্য দলের সভা - সমিতিগুলিকে ভেঙে দিত। এরা বাদামি রঙের পোষাক পরতো বলে এরা ব্রাউন শার্টস নামেও পরিচিত ছিল। 

১৫০. কবে , কাদের মধ্যে রোম - বার্লিন - টোকিও অক্ষশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৯৩৬ এর অক্টোবর মাসে। ইতালি , জার্মানি ও জাপানের মধ্যে। 

১৫১. নাৎসিবাদ বলতে কী বোঝ ? 
উত্তর : হিটলার ও নাৎসিদল কর্তৃক প্রতিষ্ঠিত স্বৈরাচারী , একদল - কেন্দ্রিক শাসন ব্যবস্থা হল নাৎসিবাদ। এই শাসনে সমস্ত প্রকার গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করা হয় এবং জার্মানিতে হিটলারের একনায়কতন্ত্রী শাসন চলতে থাকে।  

১৫২. নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সাদৃশ্যগুলি কী কী ? 
উত্তর : (ক ) উভয় আদর্শই গণতন্ত্রের ঘোর বিরোধী। 
(খ ) উভয়ই একনায়কতন্ত্রের উগ্র সমর্থক। 
(গ ) উভয়ই বিরোধী দলের কণ্ঠ রোধে অতি সক্রিয়। 
(ঘ ) উভয়ই কমিউনিস্ট মতবাদের ঘোরতর শত্রু। 

১৫৩. ফ্যাসিবাদ ও গণতন্ত্রের দুটি পার্থক্য লেখ। 
উত্তর : (ক ) ফ্যাসিবাদ রাষ্ট্রনায়কের একক ইচ্ছায় পরিচালিত শাসন ব্যবস্থা ; অন্যদিকে গণতন্ত্র জনগণের মতের উপর প্রতিষ্ঠিত। 
(খ ) ফ্যাসিস্ট রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা নেই ; কিন্তু গণতন্ত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

১৫৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গণতন্ত্র বিরোধী দুটি রাজনৈতিক আদর্শ কী কী ছিল ? 
উত্তর : (ক ) ইতালিতে মুসোলিনি কর্তৃক প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ এবং 
(খ ) জার্মানিতে হিটলার কর্তৃক প্রতিষ্ঠিত নাৎসিবাদ। 

১৫৫. হিটলার কবে এবং কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন ? 
উত্তর : ১৯৩৩ সালে হিন্ডেনবার্গের সঙ্গে যুগ্মভাবে। 

১৫৬. নাৎসি দলের কোন সংগঠন SS নামে পরিচিত ? 
উত্তর : নাৎসি দলের শাখা সংগঠন শ্যুটস স্ট্যাকেল বা SS নামে পরিচিত। 

১৫৭. কারা ব্ল্যাক শার্টস নামে পরিচিত ছিল ? 
উত্তর : ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবক বাহিনী কালো পোশাক পরিধান করত বলে এদের নাম রাখা হয় ব্ল্যাক শার্টস। 

১৫৮. হিটলারের উপাধি কী ছিল ? 
উত্তর : ফুয়েরার। 

১৫৯. ওয়াল স্ট্রিট কী ? 
উত্তর : নিউ ইয়র্কের শেয়ার বাজার। 

১৬০. কে New Deal ঘোষণা করেন ? 
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট।     

                               

                    












 

You May Also Like

0 comments