ষষ্ঠ শ্রেণী : ইতিহাস : ষষ্ঠ অধ্যায় : সাম্রাজ্য বিস্তার ও শাসন : MCQ & SAQ

by - August 04, 2023

ষষ্ঠ শ্রেণী : ইতিহাস : ষষ্ঠ অধ্যায় : সাম্রাজ্য বিস্তার ও শাসন : MCQ & SAQ 

Class VI History 6th Chapter MCQ SAQ 



ষষ্ঠ শ্রেণী : ইতিহাস : ষষ্ঠ অধ্যায় : সাম্রাজ্য বিস্তার ও শাসন : MCQ & SAQ 

Class VI History 6th Chapter MCQ SAQ 

ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে প্রতিটি পৃষ্ঠা ধরে ধরে ছোট প্রশ্নোত্তরগুলি সংযোজিত হয়েছে। প্রশ্নগুলি ষষ্ঠ শ্রেণীর ছাত্র - ছাত্রীদের ও যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের ক্ষেত্রে সহায়ক হবে। 
  
পৃষ্ঠা : ৭৮ 

১. ভারতীয় টাকা বা পয়সায় যে সিংহের মুখওয়ালা একটা ছাপ থাকে সেটি হল - পদ্মভূষণ / অশোকচক্র / জাতীয় পতাকা / অশোকস্তম্ভ। 
উত্তর : অশোকস্তম্ভ। 

২. ভারতের জাতীয় প্রতীক হল -  পদ্মভূষণ / অশোকচক্র / জাতীয় পতাকা / অশোকস্তম্ভ। 
উত্তর : অশোকস্তম্ভ। 

৩. অশোকস্তম্ভটি পাওয়া গেছে - বুদ্ধগয়ায় / কপিলাবস্তুতে / সারনাথে / নেপালের রাজদরবারে। 
উত্তর : সারনাথে। 

৪. অশোকস্তম্ভে - একটি / দুটি / তিনটি / চারটি - সিংহের মূর্তি দেখা যায়। 
উত্তর : চারটি। 

৫. অশোকস্তম্ভটি বর্তমানে কোথায় রাখা আছে ? দিল্লির জাতীয় জাদুঘরে / কলকাতার জাদুঘরে / সারনাথের জাদুঘরে / হায়দ্রাবাদের জাদুঘরে। 
উত্তর : সারনাথের জাদুঘরে। 

৬. অশোক স্তম্ভ কবে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়েছে ? ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী / ১৯৪৭ সালের ১৫ই আগস্ট / ১৯৫০ সালের ৫ই সেপ্টেম্বর। 
উত্তর : ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী। 

৭. অশোকস্তম্ভের ওপরে রয়েছে - অশোকচক্র / জাতীয় পতাকা। 
উত্তর : অশোকচক্র। 

৮. অশোকচক্রের বাঁদিকে দেখা যায় - ষাঁড় / ঘোড়া / হাতি / সিংহ - মূর্তি। 
উত্তর : ষাঁড়। 

৯. অশোকচক্রের ডানদিকে দেখা যায় - ষাঁড় / ঘোড়া / হাতি / সিংহ - মূর্তি। 
উত্তর : ঘোড়া। 

পৃষ্ঠা : ৭৯ 

১০. রাজা আর সম্রাট - কথাদুটো - এক / আলাদা। 
উত্তর : আলাদা। 


১১. সাম্রাজ্য হল একটি - বিরাট / ছোট / মাঝারি - অঞ্চল। 
উত্তর : বিরাট অঞ্চল। 

১২. সাম্রাজ্য যিনি শাসন করেন তিনি - রাজা / সম্রাট / মন্ত্রী / সেনাপতি। 
উত্তর : সম্রাট। 

১৩. সম্রাট মহিলা হলে তাকে বলা হয় - সম্রাজ্ঞী / রানী / নেত্রী / সভানেত্রী। 
উত্তর : সম্রাজ্ঞী। 

১৪. মগধে পরপর - দুটি / তিনটি / চারটি - রাজবংশ রাজত্ব করেছিল। 
উত্তর : তিনটি। 

১৫. কোন মহাজনপদকে ঘিরে ভারতের প্রথম সাম্রাজ্য তৈরী হয় ? কোশল / অবন্তী / বৎস / মগধ। 
উত্তর : মগধ।          

১৬. ভারতের প্রথম সাম্রাজ্য হল - গুপ্ত সাম্রাজ্য / নন্দ সাম্রাজ্য / মৌর্য সাম্রাজ্য / কুষাণ সাম্রাজ্য। 
উত্তর : মৌর্য সাম্রাজ্য। 

১৭. মগধকে কেন্দ্র করে ভারতে যে প্রথম সাম্রাজ্য তৈরী হয় , তার নাম - গুপ্ত সাম্রাজ্য / নন্দ সাম্রাজ্য / মৌর্য সাম্রাজ্য / কুষাণ সাম্রাজ্য। 
উত্তর : মৌর্য সাম্রাজ্য। 

পৃষ্ঠা : ৮০ 

১৮. কোন গ্রিক শাসক ভারতে এসে পৌঁছেছিলেন ? আলেকজান্ডার / সেলুকাস / জুলিয়াস সিজার / ক্লিওপেট্রা। 
উত্তর : আলেকজান্ডার। 

১৯. কোন পর্বত পেরিয়ে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ? হিমালয় / বিন্ধ্য / হিন্দুকুশ / আরাবল্লী।উত্তর : হিন্দুকুশ। 

২০. ভারতের কোন রাজার সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ খুব বিখ্যাত ? চন্দ্রগুপ্ত মৌর্য / সমুদ্রগুপ্ত / কনিষ্ক / এলডার পোরোস বা পুরু। 
উত্তর : এলডার পোরোস বা পুরু। 

২১. কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ? মিশর / গ্রিস / ফ্রান্স / ব্যাবিলন। 
উত্তর : ব্যাবিলন। 

২২. আলেকজান্ডার ভারতে এগিয়ে ছিলেন - গঙ্গা উপত্যকা পর্যন্ত / পাঞ্জাব পর্যন্ত / হিন্দুকুশ পর্বত পর্যন্ত / দাক্ষিণাত্য পর্যন্ত। 
উত্তর : পাঞ্জাব পর্যন্ত। 

২৩. আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন - গুপ্ত রাজারা / মৌর্য রাজারা / নন্দ রাজারা / শুঙ্গ রাজারা। 
উত্তর : নন্দ রাজারা। 

২৪. কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন ? চাণক্য / সমুদ্রগুপ্ত / বিরবাহু / বৃহদ্রথ। 
উত্তর : চাণক্য। 

২৫. চন্দ্রগুপ্ত মৌর্য কোন নন্দ রাজাকে পরাজিত করে মগধের সিংহাসন অধিকার করেন ? বীরনন্দ / আনন্দ / ধননন্দ / সুনন্দ। 
উত্তর : ধননন্দ। 

পৃষ্ঠা : ৮১

২৬. আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল ? সেলুকাস / অ্যান্টিগোনস / হেলেন / পুরু। 
উত্তর : সেলুকাস। 

২৭. মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন ? অশোক / বিন্দুসার / মহেন্দ্র / চন্দ্রগুপ্ত মৌর্য। 
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য। 

২৮. কোন গ্রিক শাসকের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাদ ঘটে ? আলেকজান্ডার / সেলুকাস /  অ্যান্টিগোনস। 
উত্তর : সেলুকাস 

২৯. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল ? অযোধ্যা / কাশী / পাটলিপুত্র / গৌড়। 
উত্তর : পাটলিপুত্র। 

৩০. অর্থশাস্ত্র কার লেখা ? কৌটিল্য / বরাহমিহির / আর্যভট্ট / শুদ্রক। 
উত্তর : কৌটিল্য।        

৩১. আধুনিক ঐতিহাসিকদের মতে , চাণক্য ও কৌটিল্য - একই ব্যক্তি / আলাদা ব্যক্তি। 
উত্তর : আলাদা ব্যক্তি। 


৩২. চাণক্য কার সমসাময়িক ছিলেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / বিন্দুসার / অশোক / সমুদ্রগুপ্ত। 
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য। 

৩৩. অর্থশাস্ত্র মতে রাষ্ট্রীয় শাসনকাজে প্রধান হলেন - ব্রাহ্মণ / পুরোহিত / সেনাপতি / রাজা। 
উত্তর : রাজা। 

৩৪. অর্থশাস্ত্র থেকে কোন আমলের বা কোন বংশের ইতিহাস জানা যায় ? গুপ্ত বংশ / নন্দ বংশ / মৌর্য বংশ / শুঙ্গ বংশ। 
উত্তর : মৌর্য বংশ। 

৩৫. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মৌর্য সম্রাট হন ? অশোক / বিন্দুসার / ধননন্দ / হর্ষবর্ধন। 
উত্তর : বিন্দুসার। 

৩৬. বিন্দুসারের পর কে মৌর্য সম্রাট হন ? সমুদ্রগুপ্ত / অশোক / মহেন্দ্র / হর্ষবর্ধন। 
উত্তর : অশোক। 

৩৭. গোড়ার দিকে সম্রাট অশোক ছিলেন - প্রজাবৎসল / যুদ্ধপটু / মানবিক / নিষ্ঠুর - রাজা। 
উত্তর : নিষ্ঠুর রাজা। 

৩৮. মৌর্য বংশের ইতিহাস জানার ক্ষেত্রে জরুরি উপাদান হল - অর্থশাস্ত্র / রাজতরঙ্গিনী / অভিজ্ঞান শকুন্তলম / গীতগোবিন্দম। 
উত্তর : অর্থশাস্ত্র। 

পৃষ্ঠা : ৮২ 

৩৯. সম্রাট অশোক সারাজীবনে মোট ক'টি যুদ্ধ করেন ? ১টি / ২টি / ৫টি / ৬টি। 
উত্তর : ১টি। 

৪০. সম্রাট অশোক কোন যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন ? হলদিঘাটের যুদ্ধ / আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ / কলিঙ্গ যুদ্ধ / সেলুকাসের সঙ্গে যুদ্ধ। 
উত্তর : কলিঙ্গ যুদ্ধ। 

৪১. সম্রাট কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন ? ব্রহ্মগুপ্ত / উপগুপ্ত / স্কন্ধগুপ্ত / সমুদ্রগুপ্ত। 
উত্তর : উপগুপ্ত। 

৪২. সম্রাট অশোকের আমলে মৌর্যদের রাজধানী কোথায় ছিল ?  অযোধ্যা / কাশী / পাটলিপুত্র / গৌড়। 
উত্তর : পাটলিপুত্র। 

৪৩. মৌর্য শাসন ব্যবস্থার সর্বোচ্চে ছিলেন - রাজা / প্রধান বিচারপতি / প্রধানমন্ত্রী / সেনাপতি। 
উত্তর : রাজা। 

৪৪. মৌর্য বিচার ব্যবস্থার সর্বোচ্চে ছিলেন - রাজা / প্রধান বিচারপতি / প্রধানমন্ত্রী / সেনাপতি। 
উত্তর : রাজা।    

৪৫. কোন মৌর্য সম্রাট পিয়দসি বা প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / অশোক / বিন্দুসার / মহেন্দ্র। 
উত্তর : অশোক।      

৪৬. মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল কোনটি ? মগধ / কলিঙ্গ / সৌরাষ্ট্র / সুরাট। 
উত্তর : মগধ। 

৪৭. মৌর্য শাসনের প্রধান অঞ্চল ছিল - আর্যাবর্ত বা উত্তর ভারত / দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত / উত্তর - পশ্চিম সীমান্ত অঞ্চল। 
উত্তর : আর্যাবর্ত বা উত্তর ভারত। 

৪৮. মৌর্য আমলে রাজকর্মচারীদের বলা হত - মহামাত্র / মিত্র / মাত্য / অমাত্য। 
উত্তর : অমাত্য। 

৪৯. মৌর্য শাসনে মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে রাজা বা সম্রাট - বাধ্য ছিলেন / বাধ্য ছিলেন না। 
উত্তর : বাধ্য ছিলেন না। 

পৃষ্ঠা : ৮৩

৫০. সম্রাট অশোকের আমলে সবচেয়ে উঁচু পদাধিকারী রাজকর্মচারীরা ছিলেন - অমাত্য / মহামাত্র / ধর্মমহামাত্র / মন্ত্রী। 
উত্তর : মহামাত্র। 

৫১. মৌর্য আমলে কোন গ্রিক দূত ভারতে আসেন ? ফা - হিয়েন / হিউ এন সাং / মেগাস্থিনিস / চান জুয়াং। 
উত্তর : মেগাস্থিনিস। 

৫১. মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে আসেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / আলেকজান্ডার / সেলুকাস / জুলিয়াস সিজার। 
উত্তর : সেলুকাস। 

৫২. মেগাস্থিনিস ভারতে কার রাজত্বকালে বা , কার রাজসভাতে আসেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / অশোক / বিন্দুসার / সমুদ্রগুপ্ত। 
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য। 

৫৩. মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কী ? ইন্ডিয়া / ফো কুও কিং / আল রিহলা / ইন্ডিকা। 
উত্তর : ইন্ডিকা। 

৫৪. ইন্ডিকা কার লেখা ? চন্দ্রগুপ্ত মৌর্য / আলেকজান্ডার / সেলুকাস / মেগাস্থিনিস। 
উত্তর : মেগাস্থিনিস। 

৫৫. ইন্ডিকা গ্রন্থ থেকে কোন রাজবংশের কথা জানা যায় বা , কোন শাসনকাল সম্পর্কে জানা যায় ? নন্দ বংশ / মৌর্য বংশ / গুপ্ত সাম্রাজ্য / মুঘল সাম্রাজ্য। 
উত্তর : মৌর্য বংশ। 

৫৬. মৌর্য বংশের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ বিদেশি উপাদান হল - রাজতরঙ্গিনী / অর্থশাস্ত্র / ইন্ডিকা / কথামালা। 
উত্তর : ইন্ডিকা। 

৫৭. মহাস্থান বা মহাস্থানগড় বর্তমানে কোথায় অবস্থিত ? বাংলাদেশের চট্টগ্রামে / পশ্চিমবঙ্গের নদীয়ায় / বাংলাদেশের রাজশাহীতে / বাংলাদেশের বগুড়া জেলায়। 
উত্তর : বাংলাদেশের বগুড়া জেলায়। 

৫৮. মহাস্থানগড়ে মৌর্য আমলের যে শিলালিপিটি পাওয়া গেছে তা কোন লিপিতে লেখা ? কীলক লিপি / ব্রাহ্মী লিপি / পালি লিপি / খরোষ্ঠী লিপি। 
উত্তর : ব্রাহ্মী লিপি। 

পৃষ্ঠা : ৮৪ 

৫৯. একজন রাজাকে কী কী করা উচিত তার তালিকা দিয়েছেন কে ? চন্দ্রগুপ্ত মৌর্য / মেগাস্থিনিস / ফা হিয়েন / কৌটিল্য। 
উত্তর : কৌটিল্য। 

পৃষ্ঠা : ৮৫

৬০. কারা প্রথম কর বা রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন ? গুপ্তরা / নন্দরা / মৌর্যরা / পাল সম্রাটরা।উত্তর : মৌর্যরা।  


৬১. মৌর্য আমলে রাজস্বের বেশিরভাগটাই আসত - শিল্প / বাণিজ্য / কৃষি / আয়কর - থেকে। 
উত্তর : কৃষি থেকে। 

৬২. ফসলের কত অংশ রাজস্ব হিসাবে ধার্য হত ? এক - দ্বিতীয়াংশ / এক - তৃতীয়াংশ / এক - চতুর্থাংশ / এক - ষষ্ঠাংশ। 
উত্তর : এক - ষষ্ঠাংশ। 

৬৩. মৌর্য আমলে প্রচলিত দুই ধরণের ভূমি - রাজস্ব হল - কর ও পাণি / ভাগ ও বলি / সিজদা ও পাইবস। 
উত্তর : ভাগ ও বলি। 

৬৪. গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে বলি কর ছাড় দিয়েছেলেন কে ? চন্দ্রগুপ্ত মৌর্য / অশোক / সমুদ্রগুপ্ত / বিক্রমাদিত্য। 
উত্তর : অশোক। 

৬৫. মৌর্য আমলে জেলা প্রশাসনকে - বিভাগ / আহার / সমিতি / ব্যবহার - বলা হত। 
উত্তর : আহার। 

৬৬. মৌর্য সাম্রাজ্যের উত্তরাংশে ব্যবহৃত হত - প্রাকৃত / পালি / সংস্কৃত - ভাষা। 
উত্তর : পালি ভাষা। 

৬৭. মৌর্য সাম্রাজ্যের দক্ষিণাংশে ব্যবহৃত হত - প্রাকৃত / পালি / সংস্কৃত - ভাষা। 
উত্তর : প্রাকৃত ভাষা। 

৬৮. সম্রাট অশোকের প্রচারিত ধর্ম ছিল - বৌদ্ধ ধর্ম / হিন্দু ধর্ম / জৈন ধর্ম / ধম্ম। 
উত্তর : ধম্ম। 

৬৯. সম্রাট অশোকের প্রচারিত ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। ঠিক / ভুল। 
উত্তর : ভুল। 

৭০. সম্রাট অশোকের ধর্মে বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ বা নির্বাণের বিষয়ে কোনো কথা নেই। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৭১. কোন মৌর্য সম্রাট প্রজাদের নিজের সন্তান বলেছিলেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / বিন্দুসার / অশোক / মহেন্দ্র। 
উত্তর : সম্রাট অশোক। 

৭২. অটবি শব্দের অর্থ - বন / বনবাসী / শহরবাসী। 
উত্তর : বন। 

৭৩. আটবিক শব্দের অর্থ - বন / বনবাসী / শহরবাসী। 
উত্তর : বনবাসী। 

পৃষ্ঠা : ৮৬ 

৭৪. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ? পুষ্যমিত্র শুঙ্গ / বৃহদ্রথ / মহেন্দ্র / কণিষ্ক। 
উত্তর : বৃহদ্রথ। 

৭৫. কে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে মগধের সিংহাসন দখল করেন ? পুষ্যমিত্র শুঙ্গ / বৃহদ্রথ / মহেন্দ্র / কণিষ্ক। 
উত্তর : পুষ্যমিত্র শুঙ্গ। 

৭৬. শুঙ্গদের প্রধান দুজন শাসক কে কে ছিলেন ? পুষ্যমিত্র ও অগ্নিমিত্র / মিনান্দার ও কণিষ্ক। 
উত্তর : পুষ্যমিত্র ও অগ্নিমিত্র। 

৭৭. মৌর্যদের পর কারা সাম্রাজ্য তৈরী করতে সফল হয় ? শুঙ্গরা / কাহ্নরা / ব্যাক্টরিয় গ্রিকরা / কুষাণরা। 
উত্তর : কুষাণরা। 

পৃষ্ঠা : ৮৮ 

৭৮. কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার ? কণিষ্ক / মিনান্দার / কুজুল কদফিসেস / সকলের। 
উত্তর : কুজুল কদফিসেস। 

৭৯. ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা কে চালু করেন ? কণিষ্ক / কুজুল কদফিসেস / বিম কদফিসেস / কলিঙ্গরাজ খারবেল। 
উত্তর : বিম কদফিসেস। 

৮০. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ? কণিষ্ক / কুজুল কদফিসেস / বিম কদফিসেস / কলিঙ্গরাজ খারবেল। 
উত্তর : কণিষ্ক।       

৮১. কবে কণিষ্ক শাসক হন ? ৭৮ / ২১৬ / ৫৪ / ৬৮ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ৭৮ খ্রিস্টাব্দে। 

৮২. কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয় ?  ৭৮ / ২১৬ / ৫৪ / ৬৮ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ৭৮ খ্রিস্টাব্দে। 

৮৩. কণিষ্কের রাজধানী কোথায় ছিল ? অযোধ্যা / পাটলিপুত্র / পুরুষপুর বা পেশোয়ার / মগধ। 
উত্তর : পুরুষপুর বা পেশোয়ার। 

৮৪. হাতিগুম্ফা শিলালেখ থেকে কার কথা জানা যায় ? সমুদ্রগুপ্ত / কলিঙ্গরাজ খারবেল / চন্দ্রগুপ্ত মৌর্য / প্রথম চন্দ্রগুপ্ত। 
উত্তর : কলিঙ্গরাজ খারবেল। 

৮৫. মৌর্য সাম্রাজ্যের পর দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে কোন বংশের শাসন শুরু হয় ? শুঙ্গ / কাহ্ন / সাতবাহন / চোল। 
উত্তর : সাতবাহন। 

৮৬. সাতবাহন বংশের প্রথম সম্রাট কে ছিলেন ? সাতকর্ণী / কৃষ্ণদেব রায় / সিমুক / রুদ্রদামন। 
উত্তর : সিমুক। 

৮৭. কোন সম্রাটের আমলে সাতবাহনদের প্রভাব - প্রতিপত্তি বেড়ে যায় ?  সাতকর্ণী / কৃষ্ণদেব রায় / সিমুক / রুদ্রদামন। 
উত্তর : সাতকর্ণী।

৮৮. সাতবাহনদের প্রধান বিপক্ষ বা প্রতিপক্ষ কারা ছিল ? গ্রিকরা / কুষাণরা / চোলরা / শক - ক্ষত্রপ। 
উত্তর : শক - ক্ষত্রপ। 

৮৯. কোন সাতবাহন শাসক শক - ক্ষত্রপদের পরাজিত করেন ? সাতকর্ণী / কৃষ্ণদেব রায় / সিমুক / রুদ্রদামন। 
উত্তর : সাতকর্ণী। 

৯০. কোন লেখ থেকে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায় ? হাতিগুম্ফা শিলালেখ / এলাহাবাদ প্রশস্তি / নাসিক প্রশস্তি / অর্থশাস্ত্র। 
উত্তর : নাসিক প্রশস্তি। 


৯১. কোন শক - ক্ষত্রপ শাসক মহাক্ষত্রপ উপাধি গ্রহণ করেছিলেন ?   সাতকর্ণী / কৃষ্ণদেব রায় / সিমুক / রুদ্রদামন। 
উত্তর : রুদ্রদামন।

৯২. জুনাগড় শিলালেখ থেকে কার কথা জানা যায় ?  সাতকর্ণী / কৃষ্ণদেব রায় / হর্ষবর্ধন / রুদ্রদামন। 
উত্তর : রুদ্রদামন।

৯৩. কুষাণরা আদতে এসেছিলেন - চীন / দক্ষিণ আফ্রিকা / সুমের / সিরিয়া - থেকে। 
উত্তর : চীন থেকে। 

৯৪. কোন শক রাজার কাছে গৌতমীপুত্র সাতকর্ণী পরাজিত হয়েছিলেন ? বস্টন / চষ্টন / রুদ্রদামন / মিনান্দার। 
উত্তর : চষ্টন। 

পৃষ্ঠা : ৯০ 

৯৫. কুষাণদের পূজা - অর্চনার মন্দির কী নামে পরিচিত ছিল ? দেবমন্দির / দেবকুল / দেবস্থান। 
উত্তর : দেবকুল। 

৯৬. কুষাণ আমলে প্রদেশের শাসকদের কী বলা হত ? ক্ষত্রপ / মহাক্ষত্রপ / অমাত্য / মহামাত্য। 
উত্তর : ক্ষত্রপ। 

পৃষ্ঠা : ৯১. 

৯৭.  সাতবাহন আমলে প্রচলিত দুই ধরণের ভূমি - রাজস্ব হল - কর ও পাণি / ভাগ ও বলি / সিজদা ও পাইবস। 
উত্তর : ভাগ ও বলি।  

৯৮.  সাতবাহন আমলে ফসলের কত অংশ রাজস্ব হিসাবে ধার্য হত ? এক - দ্বিতীয়াংশ / এক - তৃতীয়াংশ / এক - চতুর্থাংশ / এক - ষষ্ঠাংশ। 
উত্তর : এক - ষষ্ঠাংশ। 

৯৯. কুষাণ সম্রাট প্রথম কণিষ্কের মূর্তি পাওয়া গেছে কোথায় ? অযোধ্যার কাছে / বারাণসীর কাছে / রাজগৃহের কাছে / মথুরার কাছে। 
উত্তর : মথুরার কাছে। 

১০০. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ? শ্রীগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / সমুদ্রগুপ্ত / বিক্রমাদিত্য। 
উত্তর : শ্রীগুপ্ত। 

১০১. কার আমল থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয় ?  শ্রীগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / সমুদ্রগুপ্ত / বিক্রমাদিত্য। 
উত্তর : প্রথম চন্দ্রগুপ্ত ।

১০২. গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ? শ্রীগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / সমুদ্রগুপ্ত / বিক্রমাদিত্য। 
উত্তর : সমুদ্রগুপ্ত । 

১০৩. উত্তর ভারতের কতজন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন ? ৯জন / ১২জন / ১৫জন। 
উত্তর : ৯ জন। 

১০৪.  দক্ষিণ ভারতের কতজন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন ? ৯জন / ১২জন / ১৫জন। 
উত্তর : ১২ জন। 

পৃষ্ঠা : ৯২

১০৫. উত্তর / দক্ষিণ - ভারতের পরাজিত রাজাদের রাজত্ব সমুদ্রগুপ্ত ফিরিয়ে দেন। 
উত্তর : দক্ষিণ ভারতের। 

১০৬. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে শাসক হন ? ৭৮ খ্রিস্টাব্দে / ৭২ খ্রিস্টাব্দে / ২১২ খ্রিস্টাব্দে / ৩৭৬ খ্রিস্টাব্দে। 
উত্তর : ৩৭৬ খ্রিস্টাব্দে ( ৫৬ গুপ্তাব্দে ) । 

১০৭. কোন গুপ্ত সম্রাট গুজরাট থেকে শক শাসনের উচ্ছেদ করেন ? সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

১০৮. কোন গুপ্ত সম্রাট শকারি উপাধি নিয়েছিলেন ?  সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

১০৯. প্রথম চন্দ্রগুপ্তের পর কে সম্রাট হন ?  সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : সমুদ্রগুপ্ত । 

১১০. সমুদ্রগুপ্তের  পর কে সম্রাট হন ?  সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত । 

১১১. দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কে সম্রাট হন ?  সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : প্রথম কুমারগুপ্ত । 

১১২. কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা মহাবিহার স্থাপিত হয় ? সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : প্রথম কুমারগুপ্ত । 

১১৩. প্রথম কুমারগুপ্তের পর কে সম্রাট হন ?  সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / স্কন্দগুপ্ত । 
উত্তর : স্কন্দগুপ্ত। 

১১৪. কোন গুপ্ত সম্রাট হূণ আক্রমণ প্রতিহত করেছিলেন ? সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / স্কন্দগুপ্ত । 
উত্তর : স্কন্দগুপ্ত। 

১১৫. স্কন্দগুপ্তের আমলে কবে হুণরা ভারত আক্রমণ করে ? ২৭৫ / ৩৭৬ / ৪৫৮ / ৪২৮ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ৪৫৮ খ্রিস্টাব্দে। 

১১৬. দ্বিতীয় রুদ্রসেন কোন বংশের শাসক ছিলেন ? শুঙ্গ / কাহ্ন / বাকাটক / সাতবাহন। 
উত্তর : বাকাটক। 

১১৭. দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার বিবাহ হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম - প্রভাবতীগুপ্ত / প্রভাতীগুপ্ত / অপালা / গার্গী। 
উত্তর : প্রভাবতীগুপ্ত। 

১১৮. এলাহাবাদ প্রশস্তি কার লেখা ? বাণভট্ট / শুদ্রক / হরিষেণ / আর্যভট্ট। 
উত্তর : হরিষেণ। 

১১৯. এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায় ?  সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : সমুদ্রগুপ্ত । 

পৃষ্ঠা : ৯৩

১২০. কুতুব মিনারের কাছে যে লৌহ স্তম্ভ পাওয়া গেছে তাতে কোন রাজার নাম উল্লেখ আছে ? চন্দ্র / চন্দ্রগুপ্ত মৌর্য / প্রথম চন্দ্রগুপ্ত / সমুদ্রগুপ্ত। 
উত্তর : চন্দ্র। 


১২১. কুতুব মিনারের কাছে যে লৌহ স্তম্ভ পাওয়া গেছে তাতে উল্লিখিত রাজা চন্দ্র - কে বলে মনে করা হয় ?   সমুদ্রগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / প্রথম কুমারগুপ্ত। 
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত । 

পৃষ্ঠা : ৯৪ 

১২২. গুপ্ত আমলে প্রদেশগুলিকে কী বলা হত ? প্রদেশ / ভুক্তি / রাজ্য / সাম্রাজ্য। 
উত্তর : ভুক্তি। 

১২৩. হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন ? মৌর্য / গুপ্ত / পুষ্যভূতি / পল্লব। 
উত্তর : পুষ্যভূতি। 

১২৪. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ? পুরুষপুর বা পেশোয়ার / থানেশ্বর / পাটলিপুত্র / অস্মক। 
উত্তর : থানেশ্বর। 

১২৫. হর্ষবর্ধনের সময়কালে গৌড়ের রাজা কে ছিলেন ? সিরাজদৌল্লা / গোপাল / বল্লাল সেন / শশাঙ্ক। 
উত্তর : শশাঙ্ক। 

পৃষ্ঠা : ৯৫

১২৬. কোন বছর হর্ষবর্ধন সিংহাসনারোহন করেন ? ৬৭৮ / ৬০৬ / ৬৪২ / ৬৬০ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ৬০৬ খ্রিস্টাব্দে। 

১২৭. কোন বছর থেকে হর্ষাব্দ গণনা শুরু হয় ?  ৬৭৮ / ৬০৬ / ৬৪২ / ৬৬০ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ৬০৬ খ্রিস্টাব্দে। 

১২৮. কোন চালুক্য শাসকের সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধ হয় ? দ্বিতীয় পুলকেশী / রাজরাজ চোল / রাজেন্দ্র চোল / প্রথম পুলকেশী। 
উত্তর : দ্বিতীয় পুলকেশী। 

১২৯. আইহোল প্রশস্তি কার রচনা ? বাণভট্ট / হর্ষবর্ধন / রবিকীর্তি / বিশাখদত্ত। 
উত্তর : রবিকীর্তি। 

১৩০. রবিকীর্তি কার সভাকবি ছিলেন ? হর্ষবর্ধন / দ্বিতীয় পুলকেশী / শশাঙ্ক। 
উত্তর : দ্বিতীয় পুলকেশী। 

১৩১. কাকে সকলোত্তরপথনাথ বলে অভিহিত করা হয় ? হর্ষবর্ধন / দ্বিতীয় পুলকেশী / শশাঙ্ক।   
উত্তর : হর্ষবর্ধন। 

১৩২. শিলাদিত্য - উপাধি কে নিয়েছিলেন ? হর্ষবর্ধন / দ্বিতীয় পুলকেশী / শশাঙ্ক।   
উত্তর : হর্ষবর্ধন।     

১৩৩. উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে কে সবচেয়ে বেশি বিখ্যাত ?   হর্ষবর্ধন / দ্বিতীয় পুলকেশী / শশাঙ্ক।   
উত্তর : হর্ষবর্ধন। 

১৩৪. কার মৃত্যুর পর পুষ্যভূতি শাসন লোপ পায় ? হর্ষবর্ধন / দ্বিতীয় পুলকেশী / শশাঙ্ক।   
উত্তর : হর্ষবর্ধন। 

১৩৫. হর্ষচরিত কার লেখা ? বাণভট্ট / হর্ষবর্ধন / রবিকীর্তি / বিশাখদত্ত। 
উত্তর : বাণভট্ট। 

১৩৬. হর্ষচরিত কী ধরণের সাহিত্য ? মহাকাব্য / গীতিকাব্য / প্রশস্তিকাব্য / নীতিকথা। 
উত্তর : প্রশস্তিকাব্য। 

১৩৭. হর্ষচরিত গ্রন্থে কোন রাজার কথা জানা যায় ?  হর্ষবর্ধন / দ্বিতীয় পুলকেশী / শশাঙ্ক।   
উত্তর : হর্ষবর্ধন। 

১৩৮. কোন গ্রন্থে শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে ? আইহোল প্রশস্তি / অর্থশাস্ত্র / ইন্ডিকা / হর্ষচরিত। 
উত্তর : হর্ষচরিত। 

পৃষ্ঠা : ৯৬ 

১৩৯. সপ্তম শতকের প্রথমভাগে কোন চীনা বৌদ্ধ ভিক্ষু ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ? ফা - হিয়েন / হিউ - এন - সাং / সুয়ান জাং। 
উত্তর : সুয়ান জাং। 

১৪০. সুয়ান - জাং লিখিত গ্রন্থের নাম কী ? সি - ইউ - কি / ফো - কুও - কিং / ইন্ডিকা। 
উত্তর : সি - ইউ - কি। 

১৪১. কার আমলে সুয়ান - জাং ভারতে আসেন ? সমুদ্ৰগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / চন্দ্রগুপ্ত মৌর্য / হর্ষবর্ধন। 
উত্তর : হর্ষবর্ধন। 

১৪২. সুয়ান জাং - এর রচনায় কোন রাজার গুণকীর্তন করা হয়েছে ? সমুদ্ৰগুপ্ত / প্রথম চন্দ্রগুপ্ত / চন্দ্রগুপ্ত মৌর্য / হর্ষবর্ধন। 
উত্তর : হর্ষবর্ধন। 

১৪৩. সুয়ান - জাং এর মতে হর্ষবর্ধন প্রতি - ২ / ৩ / ৪ / ৫ - বছর অন্তর বৌদ্ধ উৎসব পালন করতেন। 
উত্তর : ৫ বছর অন্তর। 

    

You May Also Like

0 comments