Class VIII Geography 3rd Chapter অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।

by - March 03, 2024

অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


১. শিলা কাকে বলে ? শিলা কত প্রকার ও কী কী ? [১+১] [ পৃষ্ঠা : ১৯] 

২. সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ কাকে বলে ? [১+১] [ পৃষ্ঠা ১৯] 

৩. শিলার প্রবেশ্যতা ও সছিদ্রতা বলতে কী বোঝ ? [১+১] [ পৃষ্ঠা ১৯ ] 

৪. চিত্রসহ আগ্নেয় শিলার শ্রেণীভাগ কর। [৫] [ পৃষ্ঠা ২০ ] 

৫. আগ্নেয় শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [১+১] [ পৃষ্ঠা ২০ ] 

৬. কোন শিলাকে কেন প্রাথমিক শিলা বলে ? [১] [ পৃষ্ঠা ২০ ] 

৭. কাকে বলে লেখ ও প্রতিটির উদাহরণ দাও। [২+২+২+২] [ পৃষ্ঠা ২০] 
(ক ) নিঃসারী আগ্নেয় শিলা 
(খ ) উদভেদী আগ্নেয় শিলা 
(গ ) উপপাতালিক শিলা 
(ঘ ) পাতালিক শিলা।  

৮. আগ্নেয় শিলার বৈশিষ্টগুলি উল্লেখ কর [২/৩] [ পৃষ্ঠা ২০ ] 

৯. টীকা লেখ। (ক ) গ্রানাইট (খ ) ব্যাসল্ট।  
অথবা , যেকোনো ২ প্রকার আগ্নেয় শিলার পরিচয় দাও। [ ২+২] [ পৃষ্ঠা ২১ ] 

১০. পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় ? পাললিক শিলার উদাহরণ দাও। [২+১] [পৃষ্ঠা ২১ ] 

১১. জীবাশ্ম কাকে বলে ? [২] [ পৃষ্ঠা ২২] 

১২. পাললিক শিলায় কীভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয় ? [২/৩] [ পৃষ্ঠা ২২] 

১৩. রূপান্তরিত শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২+১] [ পৃষ্ঠা ২৩] 

১৪. রূপান্তরিত শিলার বৈশিষ্টগুলি আলোচনা কর। [৫] [পৃষ্ঠা ২৩] 

১৫. দুটি / তিনটি রূপান্তরিত শিলার পরিচয় দাও। [৩] [ পৃষ্ঠা ২৪] 

১৬. শিলাচক্র কাকে বলে ? [২] [পৃষ্ঠা ২৫] 

১৭. কার্স্ট ভূমিরূপ কাকে বলে ? [২] [পৃষ্ঠা ২৫] 

১৮. শিলা গঠনকারী খনিজগুলির নাম লেখ। [২] [পৃষ্ঠা ২৭] 

১৯. কাকে কেন ভারতের খনিজ ভান্ডার বলে ? [২] [পৃষ্ঠা ২৭] 

২০. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ? [৩] [ পৃষ্ঠা ২৭]    


You May Also Like

0 comments