class IX Geography 7th Chapter নবম শ্রেণী : ভূগোল : সপ্তম অধ্যায় : ভারতের সম্পদ। সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।
নবম শ্রেণী : ভূগোল : সপ্তম অধ্যায় : ভারতের সম্পদ। সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।
Topic A : সম্পদের ধারণা।
2/3 Mark
১. সম্পদের কার্যকারিতা তত্ত্ব কী ?
২. সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী ?
৩. নিরপেক্ষ সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও।
৪. সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা কী ?
৫. সম্পদ কাকে বলে ? সম্পদের বৈশিষ্টগুলি কী কী ?
৬. নিরপেক্ষ বস্তু ও সম্পদের দুটি পার্থক্য লেখ।
৭. পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখ।
৮. গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের পার্থক্য লেখ।
৯. সাংস্কৃতিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও।
১০. সামাজিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও।
১১. সম্পদের পুনরাবর্তন কাকে বলে ?
5 Mark
১. উদাহরণসহ সম্পদের শ্রেণীভাগ কর।
২. সম্পদ সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা কর। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি কী ?
Topic B : ভারতের খণিজ সম্পদ। আকরিক লৌহ।
2/3 Mark
১. আকরিক লৌহের শ্রেণীভাগ কর।
২. আকরিক লৌহের ব্যাবহারগুলি লেখ।
৩. আকরিক লৌহকে সভ্যতার ভিত্তি বলা হয় কেন ? [গুরুত্ব ]
৪. পিগ আয়রন কাকে বলে ?
৫. স্ক্র্যাপ আয়রন কাকে বলে ?
5 Mark
১. ভারতের আকরিক লৌহ উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও।
Topic C : ভারতের খণিজ সম্পদ। কয়লা।
2/3 Mark
১. কয়লার শ্রেণীভাগ কর।
২. কয়লাকে কালো হিরে বলা হয় কেন ?
৩. জীবাশ্ম জ্বালানি কাকে বলে ?
5 Mark
১. ভারতে কয়লা উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও।
২. কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যগুলির ব্যবহার সম্পর্কে লেখ।
Topic D : ভারতের খণিজ সম্পদ। খণিজ তৈল।
2/3 Mark
১. খণিজ তৈলকে তরল সোনা বলা হয় কেন ?
২. কেবলমাত্র পাললিক শিলা স্তরেই খণিজ তৈল পাওয়া যায় কেন ?
৩. খণিজ তৈলের ব্যাবহারগুলি লেখ।
৪. ভারতের খণিজ তৈল শোধনাগারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. ONGC সম্পর্কে লেখ।
৬. সাগর সম্রাট ও সাগর বিকাশ কী ?
5 Mark
১. ভারতে খণিজ তেল উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও।
Topic E : ভারতের শক্তি সম্পদ : প্রচলিত শক্তি।
2/3 Mark
১. পারমাণবিক শক্তি কাকে বলে ? ভারতের কয়েকটি প্রধান পারমাণবিক কেন্দ্রের নাম কর।
২. পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
৩. প্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
৪. জলবিদ্যুৎকে সাদা কয়লা কেন বলা হয় ?
5 Mark
১. ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির অবস্থান উল্লেখ কর।
২. পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির একদেশীভবনের কারণগুলি লেখ।
৩. দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলির একদেশীভবনের কারণগুলি লেখ। [ দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা ]
৪. জলবিদ্যুৎ উৎপাদনের বা ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
৫. জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা কর।
৬. ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
Topic F : ভারতের শক্তি সম্পদ : অপ্রচলিত শক্তি।
2/3 Mark
১. সৌর শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
২. বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
৩. ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
৪. ভারতে অপ্রচলিত শক্তির ব্যবহার ও গুরুত্ব ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে কেন ?
5 Mark
১. প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্যগুলো লেখ।
২. অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধাগুলি লেখ [ গুরুত্ব ] ।
৩. ভারতে অপ্রচলিত শক্তির আঞ্চলিক বন্টন [ উৎপাদন কেন্দ্র ] সম্পর্কে আলোচনা কর।
0 comments