Class V Poribesh 9th chapter. পঞ্চম শ্রেণী : পরিবেশ : নবম অধ্যায় : জনবসতি ও পরিবেশ।

by - October 05, 2023

Class V Poribesh 9th chapter. 

পঞ্চম শ্রেণী : পরিবেশ : নবম অধ্যায় : জনবসতি ও পরিবেশ। 




Class V Poribesh 9th chapter. 

পঞ্চম শ্রেণী : পরিবেশ : নবম অধ্যায় : জনবসতি ও পরিবেশ। 

সামাজিক পরিবেশ [ পৃষ্ঠা ১৫৩ ] 

১. সামাজিক পরিবেশ সুস্থ রাখার উপায়গুলি আলোচনা কর। [৩] 

স্বাস্থ্য ভালো করতে হবে [ পৃষ্ঠা ১৫৪ ] 

২. নোংরা জলের পুকুরে স্নান করলে ত্বকের সমস্যা হয়। ঠিক / ভুল। 
৩. জলে সাঁতার দেওয়া একটি - তপস্যা / সাধনা / ব্যায়াম। 


পড়া আর শেখা [ পৃষ্ঠা ১৫৫ ] 

৪. প্রকৃত শিক্ষিত কাকে বলা যেতে পারে ? [২] 
৫. প্যাপিরাস কী ? [২] 
৬. কাগজের ইংরেজি নাম কীভাবে পেপার হল ? [২] 
৭. প্রথম কাগজ তৈরী হয় কোন দেশে ? ভারত / চীন / জাপান / ইংল্যান্ড। 
৮. ভারতে প্রাচীন যুগে লেখা হত - তালপাতায় / নারকেলপাতায় / খেজুর পাতায়। 
৯. পুঁথি কাকে বলা হয় ? [২] 
১০. শুধুমাত্র পুঁথি বা বই পড়লেই সবকিছু শেখা যায়। ঠিক / ভুল।   

গীতালির সাইকেল [ পৃষ্ঠা ১৫৭ ] 

১১. রাস্তায় যাওয়া - আসার ক্ষেত্রে সুবিধাজনক হল - পায়ে হাঁটা / সাইকেলে যাওয়া। 

প্রাকৃতিক দুর্যোগ : সুনামি , আয়লা [ পৃষ্ঠা ১৫৮ ] 

১২. ঝড়ের সম্ভাবনার কথা আমরা জানতে পারি - সিনেমা থেকে / বইপত্র থেকে / রেডিও থেকে। 
১৩. ঝড়ের সময় সমুদ্রে মাছ ধরতে যাওয়া - উচিত / উচিত নয়। 
১৪. সমুদ্রের ধারে যাঁরা থাকেন তাঁরা কীভাবে ঝড়ের হাত থেকে বাঁচবেন ?  
১৫. আয়লা কী ? একপ্রকার আয়না / একপ্রকার বন্যা / একপ্রকার ঝড় / একপ্রকার ভূমিকম্প। 
১৬. কবে আয়লা হয়েছিল ? ২০০৭ / ২০০৯ / ২০১৫ / ২০২০ সালে। 
১৭. সুনামি কী ? তীব্র সামুদ্রিক জলোচ্ছাস / একপ্রকার ঝড় / একপ্রকার ভূমিকম্প । 
১৮. সুনামি কবে হয় ? ২০০০ / ২০০৪ / ২০১৬ / ২০২০ - সালে। 
১৯. সুনামির ফলে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় ? কেরালা / কর্ণাটক / তামিলনাড়ু / পশ্চিমবঙ্গ। 
২০. সুনামি কীভাবে ক্ষতি করে ? [২] 

প্রাকৃতিক দুর্যোগ : ভূমিকম্প এবং হড়পা বান [ পৃষ্ঠা ১৬০ ] 

২১. যেসব এলাকায় বেশি ভূমিকম্প হয় সেইসব এলাকায় বাড়ি তৈরী হয় - ইঁট দিয়ে / মাটি দিয়ে / কাঠ দিয়ে / প্লাস্টিক দিয়ে। 
২২. ভূমিকম্পপ্রবণ এলাকায় কেন কাঠের বাড়িঘর তৈরী করা হয় ? [২] 
২৩. ভূমিকম্প হলে প্রথমেই আমাদের কী করা উচিত ? [২] 
২৪. হড়পা বান কাকে বলে ? [২] 
২৫. কোথায় কোথায় হড়পা বান দেখা গেছে ? [২] 

পূর্বাভাস [ পৃষ্ঠা ১৬১ ] 

২৬. আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে ? [২] 
২৭. কোন কোন মাধ্যম থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি ? [২] 
২৮. সুনামি কবে হবে তা আগে থেকে - জানা যায় / জানা যায় না।       
২৯. কে টেলিস্কোপ আবিষ্কার করেন ? 
৩০. চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় - তিন / চার / পাঁচ / পনেরো - লক্ষ কিলোমিটার দূরে। 
৩১. চাঁদ ও সূর্যের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব - আছে / নেই। 
৩২. পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বাতাস - আছে / নেই।  


You May Also Like

0 comments