Class IX Geography 3rd chapter নবম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায়। সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।
নবম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায়। সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।
১. অক্ষরেখা কাকে বলে ? অক্ষরেখার বৈশিষ্টগুলি লেখ। [৩]
২. নিরক্ষরেখাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ অক্ষরেখা বলার কারণ কী ? [২/৩]
৩. দ্রাঘিমারেখা কাকে বলে ? দ্রাঘিমারেখার বৈশিষ্টগুলি আলোচনা কর। [৩]
৪. আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে ? আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র ১৮০ ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন ? [৩]
৫. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যগুলি লেখ। [৩]
৬. স্থানীয় সময় ও প্রমান সময়ের পার্থক্যগুলি লেখ। [৩/৫]
৭. নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার পার্থক্যগুলি লেখ। [৩]
৮. আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব আলোচনা কর। [৩/৫]
৯. পৃথিবীর কয়েকটি প্রধান অক্ষরেখার পরিচয় দাও। [৩]
সংক্ষিপ্ত প্রশ্নাবলী Mark 2
১. অক্ষরেখা কাকে বলে ?
২. নিরক্ষরেখা কাকে বলে ?
৩. দ্রাঘিমারেখা কাকে বলে ?
৪. কর্কটক্রান্তি রেখা কাকে বলে ?
৫. মকরক্রান্তিরেখা কাকে বলে ?
৬. সুমেরু বৃত্ত কাকে বলে ?
৭. কুমেরু বৃত্ত কাকে বলে ?
৮. দ্রাঘিমারেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন ?
৯. মূলমধ্যরেখা কাকে বলে ?
১০. স্থানীয় সময় কাকে বলে ?
১১. প্রমান সময় কাকে বলে ?
১২. গ্রিনিচ প্রমান সময় ( GMT) কাকে বলে ?
১৩. আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে ?
১৪. প্রতিপাদ স্থান কাকে বলে ?
১৫. জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন ?
১৬. কৌণিক দূরত্ব কাকে বলে ?
১৭. নিরক্ষীয় তল কী ?
১৮. অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন ?
১৯. ভারতীয় প্রমান সময় [ IST ] কাকে বলে ?
২০. AM ও PM কী ?
২১. মহাবৃত্ত কাকে বলে ?
0 comments