­

Class X Geography 3rd Chapter DAQ

by - April 05, 2025

মাধ্যমিক ভূগোল : তৃতীয় অধ্যায় : বারিমন্ডল। সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


Topic A সমুদ্রস্রোত। 

2/3 Mark 

১. উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে - উদাহরণসহ লেখ। 
২. হিমশৈল কাকে বলে ? 
৩. মগ্নচড়া সৃষ্টির কারণগুলি লেখ [ নিউফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টির কারণ ] 
৪. গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের অনুকূল কেন ? 
৫. শৈবাল সাগর কাকে বলে ? উদাহরণ দাও।      
৬. সমুদ্রস্রোত কাকে বলে ? 
৭. সমুদ্রতরঙ্গ কাকে বলে ? 
৮. মগ্নচড়া কাকে বলে ? 
৯. হিমপ্রাচীর কাকে বলে ? 
১০. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন ?    

5 Mark 

১. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা কর। 
২. পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা কর। 
৩. সমুদ্রস্রোত বলে ? সমুদ্র তরঙ্গ কাকে বলে ? সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্যগুলো লেখ।  


Topic B : জোয়ারভাটা। 

2/3 Mark 

১. তেজ কোটাল ও মরা কোটাল - চিত্রসহ বর্ণনা। 
২.  মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার - চিত্রসহ বর্ণনা। 
৩. অ্যাপোজি ও পেরিজি - চিত্রসহ বর্ণনা। 
৪. সিজিগি - চিত্রসহ বর্ণনা। 
৫. প্রতিযোগ ও সংযোগ। 
৬. অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয়  কেন ? 
৭. বানডাকা কাকে বলে ? 
৮. ষাঁড়াষাঁড়ির বান কাকে বলে ? 
৯. অ্যাপোজি ও পেরিজি - পার্থক্য। 
১০. ভরা কোটাল ও মরা কোটাল - পার্থক্য। 
১১. সমুদ্রস্রোত ও জোয়ারভাটা - পার্থক্য।    

5Mark 

১. জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি লেখ। 
২. মানবজীবনে জোয়ারভাটার ফলাফল আলোচনা কর।    

You May Also Like

0 comments