Class X Geography India : Physical : DAQ

by - April 05, 2025

দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


Topic  A : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। 

Mark 2/3 

১. ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তিরেখা প্রসারিত হয়েছে ? 
২. রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা কী ছিল ? 
৩. সার্ক কী ? 

Topic B : ভারতের ভূপ্রকৃতি :- 

2/3 Mark 

১. দুন বলতে কী বোঝ ? 
২. মালনাদ কাকে বলে ? 
৩. ব্যাকওয়াটার্স কী ?
৪. মরুস্থলী - নামকরণ কেন হয়েছে ? 
৫. খাদার ও ভাঙ্গর কাকে বলে ? 
৬. ভাবর কাকে বলে ? 
৭. কয়াল কী ? 
৮. তাল কী ? 
৯. ধান্দ কী ? 
১০. বাগার কাকে বলে ? 
১১. হামাদা কাকে বলে ? 
১২. কারেওয়া কী ? 
১৩. তরাই অঞ্চল কাকে বলে ? 
১৪. ময়দান কী ? 
১৫. কচ্ছের রণ কী ? 
১৬. ডেকান ট্র্যাপ কাকে বলে ? 
১৭. ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলোচনা কর। 
১৮. গাঙ্গেয় সমভূমির কয়েকটি বৈশিষ্ট লেখ। 
১৯. থর মরুভূমি কীভাবে সৃষ্টি হয়েছে ? 
২০. মালনাদ ও ময়দানের পার্থক্য লেখ। 
২১. খাদার ও ভাঙ্গার এর পার্থক্য লেখ। 

5 Mark 

১. ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির উল্লেখ করে যেকোনো একটির পরিচয় দাও। 
২. ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা কর। 
৩. গাঙ্গেয় সমভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্টগুলি লেখ। 
৪. পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্যগুলি লেখ। 


Topic C : ভারতের জলসম্পদ :- 

2/3 Mark 

১. গঙ্গা নদীর দুটি উপনদী ও শাখানদীর নাম লেখ। 
২. অন্তর্বাহিনী নদী কাকে বলে ? উদাহরণ দাও। 
৩. গঙ্গার ডানতীরের ও বামতীরের উপনদীগুলির নাম লেখ। 
৪. ভারতের প্রধান দুটি জলবিভাজিকার নাম লেখ। 
৫. সিন্ধুর পাঁচটি উপনদীর নাম লেখ। 
৬. ভারতের দুটি লবনাক্ত হ্রদের নাম লেখ। 
৭. ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন ? 
৮. দক্ষিণ ভারতের নদীগুলি নৌ - চলাচলের উপযুক্ত নয় কেন ? 
৯. প্লাবন খাল কাকে বলে ? 
১০. নিত্যবহ খাল কাকে বলে ? 
১১. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ। 
১২. পূর্ববর্তী নদী কাকে বলে ? 
১৩. ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন ? 
১৪. পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ নেই কেন ? 
১৫. দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা ও তাপি পশ্চিমবাহিনী কেন ? 
১৬. ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা কর। 
১৭. দক্ষিণ ভারতে জলসেচের মাধ্যমে বেশি চাষ হয় কেন ? 
১৮. জল সংরক্ষণ কাকে বলে ? জল সংরক্ষণের গুরুত্ব আলোচনা কর। 
১৯. বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা আলোচনা কর। 

5 Mark 

১. উত্তর ভারতের নদনদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 
২. দক্ষিণ ভারতের নদনদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 
৩. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীগুলির পার্থক্য লেখ। 
৪. ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা কর। 
৫. ভারতে জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলির পরিচয় দাও। 


Topic D : ভারতের জলবায়ু :- 

2/3 Mark 

১. অশ্বিনের ঝড় কাকে বলে ? 
২. মৌসুমী বায়ু কাকে বলে ? 
৩. কালবৈশাখী ঝড় কী ? 
৪. আম্রবৃষ্টি কাকে বলে ? 
৫. মৌসুমী বিস্ফোরণ কাকে বলে ? 
৬. পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে ? 
৭. লু -কী ? 
৮. আঁধি কী ? 
৯. করমন্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কেন ? 
১০. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ? উদাহরণ দাও। [ চিত্রসহ ] 
১১. ভারতে খরার কারণগুলি লেখ। 
১২. ভারতীয় অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 
১৩. পচিমঘাট পর্বতের পূর্বঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল কেন ? 

5 Mark 

১. ভারতীয় জলবায়ুর বৈশিষ্টগুলি আলোচনা কর। 
২. ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 
৩. ভারতীয় জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 
৪. ভারতীয় জলবায়ুর বৈচিত্রের কারণ কী ? 
৫. ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী ? 

Topic : E : ভারতের মৃত্তিকা। 

2/ 3 Mark 

১. রেগুর কী ? 
২. খাদার কী  ? 
৩. সিরোজেম কী ? 
৪. খাদার ও ভাঙ্গরের পার্থক্য। 
৫. ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখ ? 
৬. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলি কী কী ? 
৭. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে ফলিচাষ ও ধাপচাষের গুরুত্ব। 
৮. মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা কর। 

5 Mark 

১. ভারতের যেকোনো তিনপ্রকার মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট আলোচনা কর। 

Topic F : ভারতের স্বাভাবিক উদ্ভিদ :- 

2/3 Mark 

১. আল্পীয় উদ্ভিদ কাকে বলে ? উদাহরণ দাও। 
২. সামাজিক বনসৃজন কাকে বলে ? 
৩. সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী ? 
৪. কৃষি বনসৃজন কী ? 
৫. মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায় ? 
৬. ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে ? এর বৈশিষ্ট লেখ। 
৭. ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল দেখা যায় কেন ? 

5 Mark 

১. ভারতের যেকোনো তিনপ্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের পরিচয় দাও। 
২. ভারতে অরণ্য ধ্বংসের কারণগুলি কী কী ? 
৩. বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয় কেন ? 
৪. ভারতে অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা কর।       

You May Also Like

0 comments