­

অষ্টম শ্রেণী : বাংলা : পথচলতি : MCQ

by - April 05, 2025

অষ্টম শ্রেণী : বাংলা : পথচলতি : MCQ পূর্ণমান : ২০ 


১. গল্পটি কার লেখা ? 
২. কথক - দিল্লি / দেহরাদুন / ডিব্রুগড় - এক্সপ্রেস ধরবেন। 
৩. কথকের কাছে ছিল - মধ্যম / প্রথম / দ্বিতীয় - শ্রেণীর টিকিট। 
৪. কাবুলিওয়ালার দখলে ছিল - প্রথম / মধ্যম / তৃতীয় - শ্রেণীর বগি। 
৫. আফগানিস্তানের শিক্ষিত লোকের ভাষা - পশতু / আরবি / ফারসি। 
৬. আফগানিস্তানের সরকারি ভাষা - পশতু / আরবি / ফারসি / উর্দু। 
৭. কাবুলিওয়ালারা জাতে - পাঠান / আফগান / মোগল। 
৮. কাবুলিওয়ালাদের মধ্যে একমাত্র ফারসি জানত - একজন বৃদ্ধ / দলের সর্দার / একজন ছোকরা। 
৯. কথক কোথায় যাচ্ছিলেন ? 
১০. কাবুলিওয়ালারা কতজন ছিল ? 
১১. আগা সাহেব মাতৃভাষার মত বলতে পারতেন - বাংলাদেশের / বরিশালের / হিন্দুস্থানের - ভাষা। 
১২. কাবুলিওয়ালারা কথককে - গায়কের / হিসাব রক্ষকের / নায়কের - মর্যাদা দিয়েছিল। 
১৩. গল্পে কোন গজল গায়কের উল্লেখ রয়েছে ? 
১৪. উল্লিখিত গজল গায়ক কোন মোগল সম্রাটের সমসাময়িক ? 
১৫. পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি কে ? 
১৬. জনৈক কাবুলিওয়ালার গজল গানকে কথক - বৃষ্টির বাজ / ঘোড়ার ডাক / ঢাকের বাদ্যি - র সঙ্গে তুলনা করেছেন। 
১৭. '' এ তো দিল ভাঙা কাহিনী '' - কার কাহিনী ? 
১৮. কথক কোন পত্রিকায় এক বাঙালি ভদ্রলোকের পাঠান সম্পর্কে অভিজ্ঞতার কথা পড়েছিলেন ? 
১৯. গল্পে উল্লিখিত সময়কালটি ছিল - রোজার / ঈদের / উৎসবের। 
২০. '' নব্বদ - ও - নও অসমা ই হাসানা '' হল আরবি ভাষায় ঈশ্বরের __________ টি পবিত্র ও সুন্দর নাম।     

You May Also Like

0 comments