নবম শ্রেণী : বাংলা : নোঙর। MCQ
নবম শ্রেণী : বাংলা : নোঙর। MCQ
১. কবি কে ?
২. পাড়ি দিতে হবে দূর - সমুদ্রপারে / সিন্ধুপারে / নদীর পারে / দূরদেশে।
৩. নোঙর পড়ে গেছে - তটের কিনারে / নদীর কিনারে / বালুকাভূমিতে / সমুদ্রপারে।
৪. কথক দাঁড় টানেন - সারাদিন / সারারাত / দিনরাত / সকাল - সন্ধ্যা।
৫. '' এ তরীতে মাথা ঠুকে '' কোন দিকে ছোটে ? সমুদ্রের দিকে / নৌকার দিকে / তরীর দিকে / মাস্তুলের দিকে।
৬. '' এ তরীতে মাথা ঠুকে '' - কে ? ভাটার শোষণ / জোয়ারের ঢেউ / নদীর স্রোত / সমুদ্রের তীব্র স্রোত।
৭. স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে ? ভাটার শোষণ / জোয়ারের ঢেউ / নদীর স্রোত / নোঙর।
৮. কবি দাঁড় টানাকে বলেছেন - অযথা / অসম্ভব / পন্ডশ্রম / মিছে।
৯. জোয়ার - ভাঁটায় বাঁধা তটের কাছে কে বাঁধা পড়ে আছে ? কবি / কবির বাণিজ্য তরী / নোঙর।
১০. কবি পাল বাঁধেন কোথায় ? জাহাজে / নৌকাতে / মাস্তুলে / তরীতে।
১১. নোঙর করা আছে কী দিয়ে ? কাছি / দড়ি / শেকল / মাস্তুল।
১২. নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে - জোয়ারের টানে / সাগর গর্জনে / ভাটার শোষণে / দাঁড়ের নিক্ষেপে।
১৩. প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কী শোনেন ? সাগর গর্জন / স্রোতের বিদ্রুপ / তারার ডাক।
১৪. কবি দিকের নিশানা ঠিক করেন - তারার দিকে চেয়ে / জোয়ারের ঢেউকে দেখে / দাঁড়ের নিক্ষেপে।
১৫. কবি দাঁড় টানাকে বলেছেন - ক্লান্তিকর / অবিশ্রান্ত / বিরামহীন / অনন্ত।
১৬. কবির ছিল - প্রমোদ তরী / বাণিজ্য তরী / যাত্রীবাহী তরী।
১৭. কবি যখন জেনেছেন তাঁর তরী বাঁধা পড়ে গেছে তখন তিনি - দাঁড় টানা বন্ধ করেছেন / দাঁড় টেনে গেছেন / তারার দিকে চেয়ে দিকের নিশানা ঠিক করেছেন।
১৮. কবির দাঁড় টানাকে মিছে বলে মনে হয়েছে কেন ? জোয়ার আছে বলে / নোঙর পড়ে গেছে বলে / ভাটার টান আছে বলে / কবির গন্তব্য লক্ষ্যহীন বলে।
১৯. মিছে দাঁড় টানার অন্তর্নিহিত অর্থ হল - দাঁড় টানার পন্ডশ্রম করা / জোয়ারে দাঁড় টেনে লাভ নেই / ভাটাতে দাঁড় টেনে লাভ নেই / নিষ্ফল প্রচেষ্টা।
২০. ঢেউগুলি ফুলে উঠেছে কেন ? জোয়ারের জন্য / ভাটার টানে / নোঙর পড়ে আছে বলে।
২১. '' স্রোতের প্রবল প্রাণ করে আহরণ '' - এর অন্তর্নিহিত অর্থ হল - জোয়ারের ঢেউ অত্যন্ত তীব্র / জোয়ারের জলে তরী ছুটিয়ে নিয়ে যাওয়া উচিত / প্রতিকূল পরিস্থিতিতে জীবনীশক্তি হ্রাস পায়।
২২. কবিতায় উল্লিখিত জোয়ার ভাটা কীসের প্রতীক ? সমুদ্রের জোয়ার ও ভাটা / দিন ও রাত / জীবনের উত্থান ও পতন / সমুদ্রের জলের হ্রাস বৃদ্ধি।
২৩. অমিল চিহ্নিত কর। দাঁড় / কাছি / পাল / মাস্তুল।
২৪. সারারাত তবু দাঁড় টানি। এখানে সারারাত শব্দের অন্তর্নিহিত অর্থ - দিন থেকে রাত / পুরো একটি দিন / সারা জীবন / অনন্তকাল।
২৫. নোঙর পড়ে গেছে কবির - জ্ঞাতে / অজ্ঞাতে / ঘুমের মাঝে।
২৬. সারারাত তবু দাঁড় টানি। এখানে তবু শব্দটি ব্যবহৃত হয়েছে - কর্তব্য বোঝাতে / লক্ষ্য পূরণের দুর্দমনীয় প্রচেষ্টাকে বোঝাতে / বৃথা প্রচেষ্টা বোঝাতে।
২৭. কবিতায় উল্লিখিত নোঙর শব্দের অন্তর্নিহিত অর্থ - মানবজীবনের পিছুটান ও বন্ধন / জাহাজ ও নৌকায় ব্যবহৃত নোঙর / সমগ্র জীবনের ব্যার্থ প্রচেষ্টা।
২৮. কবিতায় নোঙর শব্দটি কতবার আছে ? দুইবার / তিনবার / চারবার।
২৯. কবি স্রোতের বিদ্রুপ শোনেন - প্রতিবার / বারবার / কয়েকবার।
৩০. কবিতায় কোন চরণটি আগে আছে ? সারারাত মিছে দাঁড় টানি / সারারাত তবু দাঁড় টানি।
0 comments