Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

নবম শ্রেণী : বাংলা : আমরা। MCQ


১. কবিতাটির কবি কে ? 

২. মুক্তবেণীর গঙ্গা কী বিতরণ করে ? পবিত্রতা / জল / শক্তি / মুক্তি। 

৩. মধুক মালা - কথাটির অর্থ - মধু / মৌমাছির চাক / মহুয়া গাছ / ঝিনুক - মালা। 

৪. কমলার ফুল - ডান হাতে / বাম হাতে / দুই হাতে / মাথায়। 

৫. বঙ্গভূমির কপালে শোভা পায় - সোনার মুকুট / হিমালয় / কাঞ্চন - শৃঙ্গ / মহুয়ার বন। 

৬. আমরা কাদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি - বাঘ / সিংহ / নেকড়ে / ভল্লুক - এর সঙ্গে।  
  
৭.  দশানন জয়ী কে ? রাম / রাবন / কুম্ভকর্ণ / শ্রীকৃষ্ণ। 

৮.  দশানন কে ? রাম / রাবন / কুম্ভকর্ণ / শ্রীকৃষ্ণ। 

৯. সাংখ্যকার কে ? কপিল / অতীশ দীপঙ্কর / বিজয়সিংহ / জয়দেব। 

১০. তিব্বতে জ্ঞানের আলো জ্বেলেছিলেন -  কপিল / অতীশ দীপঙ্কর / বিজয়সিংহ / জয়দেব। 
১১. কান্ত - কোমল পদের স্রষ্টা - কপিল / অতীশ দীপঙ্কর / বিজয়সিংহ / জয়দেব। 

১২. কোকনদ বলতে বোঝায় - লাল পদ্ম / নীল পদ্ম / শ্বেত পদ্ম / সোনালী পদ্ম। 
 
১৩. বরভূধর হল একটি - হিন্দু মন্দির / বৌদ্ধ মঠ / বৈদিক শিক্ষালয় / সবগুলি। 

১৪. বরভূধর কোথায় অবস্থিত ? থাইল্যান্ড / ইন্দোনেশিয়া / শ্রীলঙ্কা / ভারত। 

১৫. ওঙ্কার ধাম কোথায় অবস্থিত ? থাইল্যান্ড / ইন্দোনেশিয়া / কম্বোডিয়া / ভারত। 

১৬. কবিতায় কোন দুজন স্থপতির নাম উল্লেখ করা হয়েছে ? 

১৭. পটুয়ার তুলিতে বাঙালির পট অক্ষয় হয়ে আছে - সিংহলে / অজন্তায় / বরভূধরে / ওঙ্কার ধামে। 

১৮. বাঙালি ঘর করে - দুর্যোগ নিয়ে / দুর্ভিক্ষ নিয়ে / মারী নিয়ে / সবগুলি। 

১৯. বাঙালির হিয়া অমিয় মথিয়া কে কায়ারূপ ধারণ করেছেন - বিবেকানন্দ / রামকৃষ্ণ / নিমাই। 

২০. বীর সন্যাসী কাকে বলা হয়েছে ? বিবেকানন্দ / রামকৃষ্ণ / নিমাই / রামমোহন। 
 
২১. কার বাণী জগৎময় ছুটেছে ? 

২২. বাংলার রবি কোন কবিকে বলা হয়েছে ? রবীন্দ্রনাথ ঠাকুর / জয়দেব / কালিদাস / মুকুন্দ দাস। 

২৩. কার মুখের প্রশ্ন বাঙালি কেড়ে নিয়েছে ? প্রশ্নকর্তার / বিক্রমের / বেতালের / জয়সিংহের। 

২৪. কোন কবি জগতে মহামিলনের বাণী শুনিয়েছেন ? রবীন্দ্রনাথ / কালিদাস / জয়দেব / বিবেকানন্দ। 

২৫. বেতাল নামটি কোন ঐতিহাসিক রাজার সঙ্গে সম্পর্কিত ? চন্দ্রগুপ্ত মৌর্য / অশোক / বিক্রমাদিত্য / সমুদ্রগুপ্ত। 

২৬. বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া - কোন বাঙালি সাধকের কথা বলা হয়েছে ? মেঘনাথ সাহা / জগদীশ্চন্দ্র বসু / সত্যেন্দ্রনাথ বসু / আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 

২৭. দেবতা হলেন আমাদের - বন্ধু / শত্রু / আত্মীয় / সহপাঠী। 

২৮. শ্যাম দেশের বর্তমান নাম - থাইল্যান্ড / মালয়েশিয়া / ইন্দোনেশিয়া / সুমাত্রা। 

২৯. কম্বোজ - এর বর্তমান নাম - থাইল্যান্ড / মালয়েশিয়া / ইন্দোনেশিয়া / সুমাত্রা। 
  
৩০. কে পক্ষধরের পক্ষশাতন কে করেছিলেন ? রামচন্দ্র / চৈতন্যদেব / রূপ গোস্বামী / রঘুনাথ শিরোমণি। 

৩১. পক্ষধর কোন শাস্ত্রে পন্ডিত ছিলেন - সাংখ্য দর্শন / বৌদ্ধ শাস্ত্র / ন্যায় শাস্ত্র / তন্ত্র বিদ্যা। 

৩২. কবিতায় কোন বাঙালির লঙ্কা জয়ের উল্লেখ রয়েছে ? 

৩৩. '' মগেরে রুখেছি '' - মগ হল - আরাকান / মুঘল / তুর্কি / পাল - বংশোদ্ভূত। 

৩৪. বিটপাল ও ধীমান কোন যুগের শিল্পী - পাল / সেন / গুপ্ত / মৌর্য। 

৩৫. কোন সংগীতে মনের দ্বার খুলে যায় ? রবীন্দ্রসংগীত / নজরুলগীতি / কীর্তন ও বাউল / ভাটিয়ালি।      

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।   
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : আকাশে সাতটি তারা। MCQ 


১. কবিতাটি কার লেখা ? 

২. আকাশে ফুটে উঠেছে - সাতটি তারা / কয়েকটি তারা / সাতটি উজ্জ্বল তারা / সাতটি নীল তারা। 

৩. আকাশে যখন তারা ফুটে ওঠে , কবি বসে থাকেন - মাঠে / রাস্তায় / ঘাসে / নির্জন অন্ধকার প্রান্তরে। 

৪. মেঘের রং - গঙ্গাসাগরের ঢেউয়ের মত লাল / কামরাঙার মত লাল / মৃত মনিয়ার মত লাল। 

৫. সন্ধ্যা সম্পর্কে কোন বিশেষণটি ব্যবহৃত হয়নি ? শান্ত / স্নিগ্ধ / অনুগত / নীল। 

৬. কেশবতী কন্যা যেন এসেছে - আকাশে / প্রকৃতির মাঝে / তারা উঠবার পর। 

৭. 'চুল তার ভাসে ' - কার চুল ভাসে ? রূপসীর / অন্ধকারের / সন্ধ্যার। 

৮. কবিতায় কোন গাছের উল্লেখ নেই ? হিজল / কাঁঠাল / আম / জাম। 

৯. স্নিগ্ধ গন্ধ ঝরে কোথা থেকে ? বট ফল / পুকুরের জল / রূপসীর চুল / ধান। 

১০. কবিতায় উল্লিখিত ধান হল - নরম / সুগন্ধিত / স্নিগ্ধতায় পরিপূর্ণ / ব্যাথিত গন্ধ যুক্ত। 

১১. কবিতায় উল্লিখিত দুটি মাছ হল - রুই ও চাঁদা / রুই ও কাতলা / সরপুঁটি ও চুনো মাছ / চাঁদা ও সরপুঁটি। 

১২. চালধোয়া ভিজে হাত - কিশোরের / কিশোরীর / কবির / রূপসীর। 

১৩. শীতল হাত -  কিশোরের / কিশোরীর / কবির / রূপসীর।

১৪. মুথা ঘাস পায়ে দলেছে কে ? কিশোর / কিশোরী / কবি / রূপসী। 

১৫. ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা কার ? বটের ফলের / ধানের / পুকুরের জলের / সন্ধ্যার। 

১৬. 'আমি পাই টের ' - কবি কী টের পান ? বাংলার সৌন্দর্য্য / বাংলার প্রাণ / সন্ধ্যার সৌন্দর্য্য। 

১৭. ' আমি পাই টের ' - কখন ? সন্ধ্যাবেলা / শীতকালে / আকাশে সাতটি তারা ফুটে উঠলে। 

১৮. বটের ফল - কামরাঙার মত লাল / লাল লাল / নরম লাল। 

১৯. সন্ধ্যার এই সৌন্দর্য্য কবি দেখেন নি - বাংলায় / গ্রামের পথে / পৃথিবীর কোনো পথে / আকাশে। 

২০. অজস্র চুলের চুমা ঝরে পড়ে - রূপসী বাংলায় / হিজলে কাঁঠালে জামে / সন্ধ্যার আকাশে। 

২১. কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? রূপসী বাংলা / বনলতা সেন / জীবনানন্দ কবিতা সংগ্রহ। 

২২. কামরাঙা হল এক ধরণের - ফল / ফুল / একটি নদীর নাম / এক ধরণের পতঙ্গ। 

২৩. গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে - মেঘ / মৃত মনিয়া / সন্ধ্যা / রূপসী। 

২৪. কিশোরের পায়ে দলা মুথা ঘাস - এখানে কোন ভাবনার প্রকাশ ঘটেছে ? সৌন্দর্যের / আনন্দের / বেদনার / সবগুলি। 

২৫. বটের ফলের ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা - এখানে কোন ভাবনার প্রকাশ ঘটেছে ? ঝরে যাওয়া বটের ফলের বেদনা / মৃত্যু / মৃত্যুর অনিবার্যতাজনিত বেদনা ও ক্লান্তি।        

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।  
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : আবহমান MCQ 


১. কবি কে ? 

২. উঠোনে দাঁড়াতে হবে - লাউমাচা / পুঁই মাচা / কুমড়োমাচা - র পাশে। 

৩. '' ফুল দুলছে , ফুল দুলছে , ফুল '' - ফুলটি - ছোট্ট / বড় / লাল / হলুদ। 

৪. ফুল দুলছে - সকালের / সাঁঝের / সন্ধ্যার / রাতের - বাতাসে। 

৫. কে এইখানে এসেছিল - দু এক বছর আগে / কয়েক বছর আগে / দু চার বছর আগে। 

৬. সে ঘর বেঁধেছিল - নিবিড় অনুরাগে / প্রচন্ড বিরক্তিতে / স্মৃতি আঁকড়ে ধরে। 

৭. '' কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে '' - কেন ? নিজের বাড়ির টানে / নিবিড় অনুরাগে / সন্ধ্যার বাতাস গায়ে মাখতে / এই মাটি ও হাওয়াকে ভালোবেসে।  

৮. বুড়িয়ে ওঠে , কিন্তু মুড়য় না - লাউগাছ / সজনে গাছ / নটে গাছ / কুমড়ো গাছ। 

৯. কার দুরন্ত পিপাসা ফুরয় না ? কবির / দুরন্ত বালকের / একগুঁয়েটার / সন্ধ্যার বাতাসের। 

১০. ''আপন মনে ঘাসের গন্ধ মাখে'' - কখন ? সারাটা দিন / সারাটা রাত / সারা সন্ধ্যা / সারা সকাল। 

১১. তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে - কখন ? সারাটা দিন / সারাটা রাত / সারা সন্ধ্যা / সারা সকাল। 

১২. তাঁর যন্ত্রণা - নেভেনা / বাসি হয়না / ফুরয় না। 

১৩. তাঁর দুঃখ - নেভেনা / বাসি হয়না / ফুরয় না। 

১৪. তাঁর বাগান থেকে কী হারিয়ে যায়না ? সন্ধ্যার বাতাস / কুন্দফুলের হাসি / সান্ধ্য নদীর হওয়া / লাউমাচা। 

১৫. নদীর হাওয়া ছুটে আসে কখন ? রাত নামলে / চাঁদ উঠলে / সকাল হলে / সন্ধ্যা নামলে। 

১৬. কবিতায় মোট স্তবক সংখ্যা - ৫ টি / ৬ টি / ৭ টি / ৮ টি। 

১৭. '' যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া '' - কথাটির অন্তর্নিহিত তাৎপর্য - বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে / শৈশবের স্মৃতিভূমিতে দাঁড়াতে বলা হয়েছে / উঠোনে দাঁড়িয়ে শৈশবের স্মৃতিচারণা করতে বলা হয়েছে। 

১৮. '' ফুল দুলছে , ফুল দুলছে , ফুল '' - কথাটির অন্তর্নিহিত অর্থ - সন্ধ্যার বাতাসে ফুল দুলছে / শৈশবের স্মৃতিভূমিতে ফুল দুলছে / শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে। 

১৯. ''ফুরয় না তার কিছুই ফুরয় না '' - কথাটির অন্তর্নিহিত অর্থ হল - সন্ধ্যার বাতাস ফুরিয়ে যায়না / বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও বেঁচে থাকে শৈশবের স্মৃতি / নটে গাছের দুলতে থাকা ফুরয় না। 

২০. '' নটে গাছটা বুড়িয়ে ওঠে , কিন্তু মুড়য় না '' - কথাটির অন্তর্নিহিত তাৎপর্য হল - মানুষের বয়স বাড়লেও শৈশবের স্মৃতি মানুষ কখনো ভোলে না / নটে গাছ বুড়িয়ে গেলেও বেঁচে থাকে / মানুষের জীবন নটে গাছের মত। 

২১. ''ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা '' - কথাটির অন্তর্নিহিত অর্থ হল - বিশ্বের নানা প্রান্তে মানুষের যাওয়া আসা লেগেই থাকে / মানুষের ধর্ম এমনটাই / মানুষ শৈশবের স্মৃতি ভুলতে না পেরে শৈশবের স্মৃতিভূমিতে ফিরে আসে। 

২২. '' আপন মনে ঘাসের গন্ধ মাখে '' - এর অন্তর্নিহিত অর্থ হল - নিজের খেয়ালে শৈশবের স্মৃতিভূমিতে বিচরণ করে / ঘাসের উপর খেলা করে / শৈশব ভুলতে না পেরে বারবার স্মৃতিভূমিতে ফিরে যায়। 

২৩. সারাটা রাত __________ স্বপ্ন এঁকে রাখে।  ঘাসে ঘাসে / নদীর হাওয়ায় / তারায় তারায়। 

২৪. '' দুঃখ হয়না বাসি '' - কথাটির অন্তর্নিহিত অর্থ - মানুষের জীবন দুঃখময় / মানুষ দুঃখ ভুলতে পারেনা / মানুষ সর্বদা আনন্দ পেতে চায় / শৈশব থেকে বিচ্যুত হওয়ার দুঃখ মানুষের চিরকাল থাকে। 

২৫. '' ছুটে আসে সান্ধ্য নদীর হওয়া '' - এর অন্তর্নিহিত অর্থ হল - সন্ধ্যার স্নিগ্ধ বাতাসের মতই শৈশবের স্মৃতি আমাদের প্রাণ জুড়িয়ে দেয় / সন্ধ্যার বাতাস মনোরম / সন্ধ্যা বেলা নদীর ধারে বাতাস বয়ে চলত শৈশবকালে।     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : নোঙর। MCQ  


১. কবি কে ? 

২. পাড়ি দিতে হবে দূর - সমুদ্রপারে / সিন্ধুপারে / নদীর পারে / দূরদেশে। 

৩. নোঙর পড়ে গেছে - তটের কিনারে / নদীর কিনারে / বালুকাভূমিতে / সমুদ্রপারে। 

৪. কথক দাঁড় টানেন - সারাদিন / সারারাত / দিনরাত / সকাল - সন্ধ্যা। 

৫. '' এ তরীতে মাথা ঠুকে '' কোন দিকে ছোটে ? সমুদ্রের দিকে / নৌকার দিকে / তরীর দিকে / মাস্তুলের দিকে। 

৬. '' এ তরীতে মাথা ঠুকে '' - কে ? ভাটার শোষণ / জোয়ারের ঢেউ / নদীর স্রোত / সমুদ্রের তীব্র স্রোত। 

৭. স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে ? ভাটার শোষণ / জোয়ারের ঢেউ / নদীর স্রোত / নোঙর। 

৮. কবি দাঁড় টানাকে বলেছেন - অযথা / অসম্ভব / পন্ডশ্রম / মিছে। 

৯. জোয়ার - ভাঁটায় বাঁধা তটের কাছে কে বাঁধা পড়ে আছে ? কবি / কবির বাণিজ্য তরী / নোঙর। 

১০. কবি পাল বাঁধেন কোথায় ? জাহাজে / নৌকাতে / মাস্তুলে / তরীতে। 

১১. নোঙর করা আছে কী দিয়ে ? কাছি / দড়ি / শেকল / মাস্তুল। 

১২. নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে - জোয়ারের টানে / সাগর গর্জনে / ভাটার শোষণে / দাঁড়ের নিক্ষেপে। 

১৩. প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কী শোনেন ? সাগর গর্জন / স্রোতের বিদ্রুপ / তারার ডাক। 

১৪. কবি দিকের নিশানা ঠিক করেন - তারার দিকে চেয়ে / জোয়ারের ঢেউকে দেখে / দাঁড়ের নিক্ষেপে। 

১৫. কবি দাঁড় টানাকে বলেছেন - ক্লান্তিকর / অবিশ্রান্ত / বিরামহীন / অনন্ত। 

১৬. কবির ছিল - প্রমোদ তরী / বাণিজ্য তরী / যাত্রীবাহী তরী। 

১৭. কবি যখন জেনেছেন তাঁর তরী বাঁধা পড়ে গেছে তখন তিনি - দাঁড় টানা বন্ধ করেছেন / দাঁড় টেনে গেছেন / তারার দিকে চেয়ে দিকের নিশানা ঠিক করেছেন। 

১৮. কবির দাঁড় টানাকে মিছে বলে মনে হয়েছে কেন ? জোয়ার আছে বলে / নোঙর পড়ে গেছে বলে / ভাটার টান আছে বলে / কবির গন্তব্য লক্ষ্যহীন বলে। 

১৯. মিছে দাঁড় টানার অন্তর্নিহিত অর্থ হল - দাঁড় টানার পন্ডশ্রম করা / জোয়ারে দাঁড় টেনে লাভ নেই / ভাটাতে দাঁড় টেনে লাভ নেই / নিষ্ফল প্রচেষ্টা। 

২০. ঢেউগুলি ফুলে উঠেছে কেন ? জোয়ারের জন্য / ভাটার টানে / নোঙর পড়ে আছে বলে। 

২১. '' স্রোতের প্রবল প্রাণ করে আহরণ '' - এর অন্তর্নিহিত অর্থ হল - জোয়ারের ঢেউ অত্যন্ত তীব্র / জোয়ারের জলে তরী ছুটিয়ে নিয়ে যাওয়া উচিত / প্রতিকূল পরিস্থিতিতে জীবনীশক্তি হ্রাস পায়। 

২২. কবিতায় উল্লিখিত জোয়ার ভাটা কীসের প্রতীক ? সমুদ্রের জোয়ার ও ভাটা / দিন ও রাত / জীবনের উত্থান ও পতন / সমুদ্রের জলের হ্রাস বৃদ্ধি। 

২৩. অমিল চিহ্নিত কর। দাঁড় / কাছি / পাল / মাস্তুল। 

২৪. সারারাত তবু দাঁড় টানি। এখানে সারারাত শব্দের অন্তর্নিহিত অর্থ - দিন থেকে রাত / পুরো একটি দিন / সারা জীবন / অনন্তকাল। 

২৫. নোঙর পড়ে গেছে কবির - জ্ঞাতে / অজ্ঞাতে / ঘুমের মাঝে। 

২৬. সারারাত তবু দাঁড় টানি। এখানে তবু শব্দটি ব্যবহৃত হয়েছে - কর্তব্য বোঝাতে / লক্ষ্য পূরণের দুর্দমনীয় প্রচেষ্টাকে বোঝাতে / বৃথা প্রচেষ্টা বোঝাতে। 

২৭. কবিতায় উল্লিখিত নোঙর শব্দের অন্তর্নিহিত অর্থ - মানবজীবনের পিছুটান ও বন্ধন / জাহাজ ও নৌকায় ব্যবহৃত নোঙর / সমগ্র জীবনের ব্যার্থ প্রচেষ্টা। 

২৮. কবিতায় নোঙর শব্দটি কতবার আছে ? দুইবার / তিনবার / চারবার। 

২৯. কবি স্রোতের বিদ্রুপ শোনেন - প্রতিবার / বারবার / কয়েকবার। 

৩০. কবিতায় কোন চরণটি আগে আছে ? সারারাত মিছে দাঁড় টানি / সারারাত তবু দাঁড় টানি।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।   
Share
Tweet
Pin
Share
No comments

ব্যোমযাত্রীর ডায়রি MCQ + SAQ  

নবম শ্রেণি : বাংলা সহায়ক পাঠ : প্রফেসর শঙ্কু : ব্যোমযাত্রীর ডায়রি। 




নবম শ্রেণীর বাংলা বিষয়ে সহায়ক পাঠ অংশ অর্থাৎ প্রফেসর শঙ্কু থেকে প্রতিটি ইউনিট টেস্ট বা বার্ষিক পরীক্ষায় ১০ নম্বরের প্রশ্ন থাকবে। এই ১০ নম্বরের মধ্যে ৫ নম্বর আসবে MCQ ও SAQ  । পাঠ্যবইটি ভালোকরে দুবার পড়ে নিয়ে নিম্নে আলোচিত প্রশ্নোত্তরগুলি অভ্যাস করলেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ হবে। 

১. প্রফেসর শঙ্কু - দশ / পনেরো / কুড়ি / পাঁচ - বছর ধরে নিরুদ্দেশ।  
উত্তর : পনেরো। 

২. গল্পটিতে গোল্ড মাইন কাকে বলা হয়েছে ? 
উত্তর : শঙ্কুর ডায়রিকে। 
 
৩. প্রফেসর শঙ্কুর পুরো নাম কী ? 
উত্তর : প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। 

৪. প্রফেসর শঙ্কু ছিলেন - গবেষক / পাগলাটে বুড়ো / গোয়েন্দা / বৈজ্ঞানিক। 
উত্তর : বৈজ্ঞানিক। 

৫. লেখক শঙ্কুর ডায়রিটি কার কাছ থেকে পেয়েছিলেন ? 
উত্তর : তারক চাটুজ্যের কাছ থেকে। 

৬. বছরখানেক আগে একটি উল্কাখন্ড সুন্দরবনের কোন অঞ্চলে এসে পড়েছিল ? 
উত্তর : মাথারিয়া অঞ্চলে। 

৭. '' সুন্দরবনের ব্যাপারটা মনে আছে তো ? '' ব্যাপারটি হল - বাঘের উপদ্রব / উল্কাপাত / তুষারপাত। 
উত্তর : উল্কাপাত। 

৮. লেখক শঙ্কুর ডায়রিটি কত টাকা দিয়ে কিনেছিলেন ? ১০ / ২০ / ২০০ / ২৫ টাকা। 
উত্তর : ২০ টাকা। 

৯. লেখক শঙ্কুর ডায়েরিকে ৫/৬/৭/৮ - ঘন্টা উনুনে ফেলে রেখেছিলেন। 
উত্তর : ৫ ঘন্টা। 

১০. দেয়ালের উপর / দরজার উপর / আয়নার উপর / জানালার উপর - শঙ্কু ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলেন। 
উত্তর : আয়নার উপর। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. '' শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হল। '' এই বিদঘুটে চেহারার লোকটি কে ? লেখক / শঙ্কু / প্রহ্লাদ / বিধুশেখর। 
উত্তর : শঙ্কু। 

১২. নস্যাস্ত্র প্রয়োগ করলে - ৩২ / ৩৩ / ১৬ / ১৯ - ঘন্টার আগে হাঁচি থামবে না। 
উত্তর : ৩৩ ঘন্টা। 

১৩. প্রহ্লাদ কত বছর ধরে শঙ্কুর সাথে কাজ করছে ? ২০ / ২২ / ২৫ / ২৭ - বছর ধরে। 
উত্তর : ২৭ বছর। 

১৪. শঙ্কুর প্রথম রকেট অভিযানে কার মুলোর ক্ষেত নষ্ট হয়েছিল ? সেজন্য তিনি শঙ্কুর কাছে কত টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন ? 
উত্তর : অবিনাশবাবুর মুলোর ক্ষেত নষ্ট হয়েছিল। এজন্য তিনি পাঁচশো টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। 

১৫. প্রহ্লাদকে মঙ্গল অভিযানে নেওয়ার কারণ - প্রহ্লাদ রকেট চালাতে জানে / প্রহ্লাদ খুব বুদ্ধিমান / যাদের বুদ্ধি কম হয় - ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে / সবগুলি। 
উত্তর : যাদের বুদ্ধি কম হয় - ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। 

১৬. শঙ্কুর রোবট বা যন্ত্রমানবটির নাম কী ? 
উত্তর : বিধুশেখর। 
 
১৭. বিধুশেখরের ওজন - দু'মন সাত সের / এক মন এগারো সের / পাঁচ মন / কুড়ি মন। 
উত্তর : পাঁচ মন। 

১৮. শঙ্কুর রকেটে মোট কত ওজন নেওয়া যেতে পারে ? দু'মন সাত সের / এক মন এগারো সের / পাঁচ মন / কুড়ি মন। 
উত্তর : কুড়ি মন। 

১৯. অবিনাশবাবুকে শায়েস্তা করার জন্য আইডিয়াটা শঙ্কু পেয়েছিলেন মহাভারতের - ব্রহ্মাস্ত্র / জৃম্ভনাস্ত্র / দিব্যাস্ত্র / পশুপত অস্ত্র - থেকে।   
উত্তর : জৃম্ভনাস্ত্র থেকে। 
   
২০. অবিনাশবাবু শঙ্কুর রকেটকে কী বলে ঠাট্টা করতেন ? 
উত্তর : হাউই। 
 
২১. ডায়রির কালির রং যেভাবে পরিবর্তিত হয়েছিল তার সঠিক ক্রমটি হল - লাল - নীল - সবুজ - হলদে / সবুজ - লাল - নীল - হলদে  / নীল - সবুজ - হলদে - লাল। 
উত্তর : সবুজ - লাল - নীল - হলদে। 

২২. অবিনাশবাবু চায়ে চিনির বদলে ____________________________________ খান। 
উত্তর : স্যাকারিন। 

২৩. হেলমেট পরানোর সময় আপত্তি করছিল - প্রহ্লাদ / বিধুশেখর / নিউটন / শঙ্কু। 
উত্তর : নিউটন। 

২৪. একটি বটিক ইন্ডিকার বড়ি খেলে ৩৬ / ৪৮ / ৭২ / ২৪ - ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 
উত্তর : ২৪ ঘন্টা। 
 
২৫. একটি ফিশ পিল খেলে - ৭ দিন / ১২ দিন / ৭ বছর / ১ বছর - এর খাওয়া হয়ে যায়। 
উত্তর : ৭ দিনের। 

২৬. ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা - গানটি কার লেখা ? 
উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়। 

২৭. বটফলের রস থেকে তৈরী বাড়ির নাম কী ? 
উত্তর : বটিক ইন্ডিকা। 

২৮. উল্কাপাতের পর - গোলাপ / গোলঞ্চ / ঝাউ / বটগাছে - নতুন রকমের ফুল হচ্ছে। 
উত্তর : গোলঞ্চ গাছে। 
 
২৯. শঙ্কু উল্কাপাত দেখেছিলেন - আশ্বিন / কার্তিক / আশ্বিন - কার্তিক মাসে।  
উত্তর : আশ্বিন। 

৩০. মঙ্গল গ্রহে নদীর রং - লাল / নীল / সবুজ / হলুদ। 
উত্তর : লাল। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. মঙ্গল গ্রহে আকাশের রং - লাল / নীল / সবুজ / হলুদ। 
উত্তর : সবুজ। 

৩২. মঙ্গল গ্রহে গাছ - পালার রং কী ?  
উত্তর : নীল। 

৩৩. রকেট থেকে যেটাকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে - নদী / গাছপালা / আকাশ / বড় পাথর।
উত্তর : ঘাস আর গাছপালা। 
 
৩৪. মঙ্গলের নদীর জলকে শঙ্কু বলেছেন - মিষ্টি / টাটকা / সুস্বাদু / অমৃত। 
উত্তর : অমৃত। 

৩৫. '' বিভং '' কথাটি কে বলেছিল ? কথাটির অর্থ কী ? 
উত্তর : কথাটি বলেছিল বিধুশেখর ; এর অর্থ বিপদ। 

৩৬. বিধুশেখরকে অকেজো করে দেওয়ার বোতামটা ছিল তার - কাঁধের কাছে / কানের কাছে / মাথার কাছে / গলার কাছে। 
উত্তর : কাঁধের কাছে। 

৩৭. মঙ্গল গ্রহে প্রহ্লাদ নদীর ধারে - নুড়ি / মাছ / পাথর / জেলি - কুড়োচ্ছিল। 
উত্তর : পাথর। 

৩৮. শঙ্কু একবার - জয়ন্তী / গারো / অযোধ্যা - পাহাড়ের ঝরনার জল পান করেছিলেন।    
উত্তর : গারো পাহাড়। 

৩৯. মঙ্গলের প্রাণীকে কামড়ে দিয়েছিল কে ? বুধুশেখর / প্রহ্লাদ / শঙ্কু / নিউটন। 
উত্তর : নিউটন। 

৪০. '' ওর গোঁ সাংঘাতিক '' - কার ?  নিউটন / বিধুশেখর / প্রহ্লাদ / মঙ্গলবাসী।  
উত্তর : বিধুশেখর। 

৪১. অজানা গ্রহের পথে যাওয়ার সময় ইষ্টনাম জপ করছিল - বিধুশেখর / প্রহ্লাদ / শঙ্কু / নিউটন। 
উত্তর : প্রহ্লাদ। 

৪২. অজানা গ্রহের পথে যাওয়ার সময় টেবিলের তলে ঢুকে থরথর করে কাঁপছিল -  বিধুশেখর / প্রহ্লাদ / শঙ্কু / নিউটন।
উত্তর : নিউটন। 

৪৩. অজানা গ্রহটির নাম - মঙ্গল / তোফা / টাফা / বিভং। 
উত্তর : টাফা। 
 
৪৪. অজানা গ্রহটির প্রাণীরা - অতিকায় মাছের মত / মাছ ও পিঁপড়ের সংমিশ্রণ / অতিকায় পিঁপড়ের মত / অতিকায় ব্যাঙের মত। 
উত্তর : অতিকায় পিঁপড়ের মত। 

৪৫. নতুন অজানা গ্রহে - গাছপালা আছে কিন্তু ঘরবাড়ি নেই / ঘরবাড়ি আছে কিন্তু গাছপালা নেই / গাছপালা ও ঘরবাড়ি উভয়ই আছে / গাছপালা ও ঘরবাড়ি কোনোটিই নেই। 
উত্তর : গাছপালা ও ঘরবাড়ি কোনোটিই নেই। 

৪৬. শঙ্কুর ডায়রিটি কারা খেয়ে ফেলেছিল - ভেলো কুকুর / মঙ্গল গ্রহের প্রাণী / অজানা নতুন গ্রহের প্রাণী / লেখকের বাড়ির শ -খানেক বুভুক্ষু ডেঁয়োপিঁপড়ে। 
উত্তর : লেখকের বাড়ির শ -খানেক বুভুক্ষু ডেঁয়োপিঁপড়ে। 

৪৭. ব্যোমযাত্রীর ডায়রি গল্পটির লেখক কে ? 
উত্তর : সত্যজিৎ রায়। 

৪৮. গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 
উত্তর : সন্দেশ পত্রিকায়। 

৪৯. গল্পটি প্রথম কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৩৬৮ বঙ্গাব্দে। 

৫০. গল্পটি কোন কোন সংখ্যায় প্রকাশিত হয় ?  
উত্তর : আশ্বিন , কার্তিক , অগ্রহায়ণ।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।   


Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates