Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

অষ্টম শ্রেণী : বাংলা : ছন্নছাড়া MCQ 


১. একটা গাছ দাঁড়িয়ে - কোথায় ? রাস্তার মোড়ে / গলির ধারে / গলির মোড়ে / রাস্তার ধারে। 

২. ওই পথ দিয়ে যাচ্ছিলাম - বাসে / ট্যাক্সি / ট্রেন / অটো - করে। 

৩. ওই পথ দিয়ে যাচ্ছিলাম - জরুরি দরকারে / হাওয়া খেতে / গাছটিকে দেখতে। 

৪. ছন্নছাড়া কটা বেকার ছোকরা - গাছের পাসে  / গলির মোড়ে / রাস্তার মাঝে - দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। 

৫. ছন্নছাড়া ছোকরাদের প্যান্ট - চোঙা / বাঁকা / ছেঁড়া / চোখা। 

৬. ছন্নছাড়া ছোকরাদের জুতো  - চোঙা / বাঁকা / ছেঁড়া / চোখা।    

৭. ছন্নছাড়া ছোকরাদের মেজাজ - কড়া / চোখা / রোখা / বদমেজাজ। 

৮. ''বলবে হাওয়া খাওয়ান '' - কে বলবে ? ছন্নছাড়ারা / ড্রাইভার / কথক। 

৯. ওদের প্রতি সম্ভাষণে কারো - স্নেহ / দরদ / মায়া / মমতা - নেই। 

১০. একচিলতে ফালতু এক রক ছিল - দরিদ্র / মধ্যবিত্ত / ধণী - বাড়ির। 

১১. তাও দিয়েছে লোপাট করে - কী লোপাট করেছে ? একচিলতে রক / গাছ / গাড়ি। 

১২. '' না ওখান দিয়েই যাব '' - বক্তা কে ? ছন্নছাড়ারা / ড্রাইভার / কথক। 

১৩. বক্তা ওখান দিয়েই যাবেন কেন ? ওখানে রুগ্ন গাছটি আছে / ওখানে ছন্নছাড়ারা দাঁড়িয়ে আছে / ওটা শর্টকার্ট। 

১৪. ছন্নছাড়ারা ট্যাক্সি করে কোথায় যাবে ? কলকাতা / বেলঘরিয়া / গাছের কাছে। 

১৫. ক'টি ছোকরা গাড়িতে উঠে পড়ল ? ২টি / ৩টি / ৩-৪টি / ২-৩টি। 

১৬. ওই দেখতে পাচ্ছেন না ভিড় - ভিড় কেন ? ছন্নছাড়ারা দাঁড়িয়ে আছে তাই / ওখানে রুগ্ন গাছ আছে তাই / ওখানে হাসপাতাল আছে তাই / এক নিরীহ লোক চাপা পড়েছে তাই। 

১৭. গাড়ি চাপা পড়েছে কে ? গাছটি / এক ছন্নছাড়া ছোকরা / এক নিরীহ লোক / ড্রাইভার। 

১৮. প্রাণ আছে , এখনও প্রাণ আছে - বক্তা কে ? ছন্নছাড়ারা / কথক / ড্রাইভার / এক ভিখিরি। 

১৯. আমি নেমে পড়লুম তাড়াতাড়ি - বক্তা কেন নেমে পড়লেন ? গাড়ি চাপা পড়া লোকটিকে ধরাধরি করে গাড়িতে তোলার জন্য / রক্তের দাগ থেকে বাঁচার জন্য / হাসপাতালে যাওয়ার জন্য। 

২০. এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি - কী ? পেয়ে গেছি পেয়ে গেছি / প্রাণ আছে এখনও প্রাণ আছে / হাওয়া খাওয়ান। 

২১. কবি কবিতায় কাকে আশ্চর্য সম্পদ বলেছেন ? প্রাণকে / গাছকে / সবুজ পাতাকে / ছন্নছাড়াদেরকে। 

২২. মর্মরিত হচ্ছে বাতাসে  - কী মর্মরিত হচ্ছে ? ছন্নছাড়াদের উল্লাস / গাছের সোনালি কচি পাতা / ভিখিরিটির চিৎকার। 

২৩. শুরু করেছে কলকন্ঠের কাকলি - কারা ? পাখিরা / ছন্নছাড়ারা / ভিখিরিরা / পথের রুক্ষতা। 

২৪. ____________ থাকলেই স্থান আছে , মান আছে। প্রাণ / গাছ / টাকা  / মানুষ। 

২৫. কবিতার কবি - অচিন্ত্যকুমার সেনগুপ্ত / সলিল চৌধুরী / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : বাংলা : পথচলতি : MCQ পূর্ণমান : ২০ 


১. গল্পটি কার লেখা ? 
২. কথক - দিল্লি / দেহরাদুন / ডিব্রুগড় - এক্সপ্রেস ধরবেন। 
৩. কথকের কাছে ছিল - মধ্যম / প্রথম / দ্বিতীয় - শ্রেণীর টিকিট। 
৪. কাবুলিওয়ালার দখলে ছিল - প্রথম / মধ্যম / তৃতীয় - শ্রেণীর বগি। 
৫. আফগানিস্তানের শিক্ষিত লোকের ভাষা - পশতু / আরবি / ফারসি। 
৬. আফগানিস্তানের সরকারি ভাষা - পশতু / আরবি / ফারসি / উর্দু। 
৭. কাবুলিওয়ালারা জাতে - পাঠান / আফগান / মোগল। 
৮. কাবুলিওয়ালাদের মধ্যে একমাত্র ফারসি জানত - একজন বৃদ্ধ / দলের সর্দার / একজন ছোকরা। 
৯. কথক কোথায় যাচ্ছিলেন ? 
১০. কাবুলিওয়ালারা কতজন ছিল ? 
১১. আগা সাহেব মাতৃভাষার মত বলতে পারতেন - বাংলাদেশের / বরিশালের / হিন্দুস্থানের - ভাষা। 
১২. কাবুলিওয়ালারা কথককে - গায়কের / হিসাব রক্ষকের / নায়কের - মর্যাদা দিয়েছিল। 
১৩. গল্পে কোন গজল গায়কের উল্লেখ রয়েছে ? 
১৪. উল্লিখিত গজল গায়ক কোন মোগল সম্রাটের সমসাময়িক ? 
১৫. পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি কে ? 
১৬. জনৈক কাবুলিওয়ালার গজল গানকে কথক - বৃষ্টির বাজ / ঘোড়ার ডাক / ঢাকের বাদ্যি - র সঙ্গে তুলনা করেছেন। 
১৭. '' এ তো দিল ভাঙা কাহিনী '' - কার কাহিনী ? 
১৮. কথক কোন পত্রিকায় এক বাঙালি ভদ্রলোকের পাঠান সম্পর্কে অভিজ্ঞতার কথা পড়েছিলেন ? 
১৯. গল্পে উল্লিখিত সময়কালটি ছিল - রোজার / ঈদের / উৎসবের। 
২০. '' নব্বদ - ও - নও অসমা ই হাসানা '' হল আরবি ভাষায় ঈশ্বরের __________ টি পবিত্র ও সুন্দর নাম।     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates