Class 10 History 6th Chapter MCQ, Short Questions. মাধ্যমিক ইতিহাস : ষষ্ঠ অধ্যায়।

by - July 01, 2025

Class 10 History 6th Chapter MCQ, Short Questions.  

মাধ্যমিক ইতিহাস : ষষ্ঠ অধ্যায়। MCQ type questions. 




মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। প্রশ্নগুলি MCQ, শূন্যস্থান পূরণ , স্তম্ভের মিল , ব্যাখ্যা - বিবৃতি , সত্য - মিথ্যা , এক কথায় উত্তর - ইত্যাদি সকল বিভাগের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

১. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে ঘোষণা করেন ? বড়লাট লর্ড কার্জন। 

২. কোন দিন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ? ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই। 

৩. কোন দিন বঙ্গভঙ্গ হবে বলে ঘোষণা করা হয় ? [ কোন দিন বঙ্গভঙ্গের দিন ধার্য হয় ? ] 
১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর। 

৪. বঙ্গভঙ্গ কবে রদ হয় ? ১৯১১ খ্রিস্টাব্দের ১২ই ডিসেম্বর। 

৫. কে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন ? ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ। 

৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান দুটি ধারা কী কী ছিল ? স্বদেশি ও বয়কট। 

৭. কে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে '' এক গভীর জাতীয় বিপর্যয় '' বলে অভিহিত করেছেন ? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

৮. কবে অসহযোগ আন্দোলন শুরু হয় ? ১৯২০ খ্রিস্টাব্দের ১লা অগাস্ট। 

৯. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ? চম্পারণ সত্যাগ্রহ। 

১০. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি ? অহিংস অসহযোগ আন্দোলন। 

১১. কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় ? চৌরিচৌরা ঘটনা। 

১২. চৌরিচৌরা কোথায় অবস্থিত ? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। 

১৩. কার নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলাকালে মেদিনীপুরে কৃষক আন্দোলন শক্তিশালী হয় ? বীরেন্দ্রনাথ শাসমল। 

১৪. বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র। 

১৫. মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? দক্ষিণ ভারতের মালাবার উপকূল অঞ্চলে। 

১৬. মাদারি পাশী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? একা আন্দোলন। 

১৭. বাবা গরীবদাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? একা আন্দোলন। 

১৮. গুজরাটের নিম্নবর্গের কৃষকদের কী বলা হত ? কুনবি। 

১৯. হালিপ্রথা কোথায় প্রচলিত ছিল ? গুজরাটের বারদৌলি তালুকে। 

২০. বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন ? সর্দার বল্লভ ভাই প্যাটেল। 


২১. কোন শতকে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনগুলি সক্রিয় হয়ে ওঠে ? বিংশ শতকে।
 
২২. কোন পরিস্থিতিতে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয় ? ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। 

২৩. এক কথায় স্বদেশী আন্দোলন কী ? বিলাতি দ্রব্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার। 

২৪. এক কথায় বয়কট আন্দোলন কী ? বিলাতি দ্রব্য বর্জন করা। 

২৫. স্বদেশী ও বয়কট আন্দোলন ছিল একে অপরের পরিপূরক। ঠিক / ভুল।  ঠিক। 

২৬. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের নেতা হিসাবে কার আবির্ভাব ঘটে ? মহাত্মা গান্ধী।

২৭. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম তিনটি সত্যাগ্রহ আন্দোলনগুলি কী কী ছিল ?  চম্পারণ , খেদা ও আমেদাবাদ। 

২৮. কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় ? লালা লাজপৎ রায়ের সভাপতিত্বে কলকাতা অধিবেশনে ১৯২০ সালে। 

২৯. কবে , কোথায় কিষান সভা গড়ে ওঠে ? ১৯১৮ খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে [ বর্তমান উত্তরপ্রদেশ ] 

৩০. কিষান সভার প্রধান নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র।  

৩১. কোথায় , কাদের নেতৃত্বে '' পতিদার যুবক মন্ডল '' গড়ে ওঠে ? বারদৌলিতে। সত্যাগ্রহী নেতা কল্যানজি মেহেতা , দয়ালজি দেশাই - প্রমুখের নেতৃত্বে। 

৩২. বারদৌলি সত্যাগ্রহে অংশগ্রহণকারী কয়েকজন মহিলা নেতৃবৃন্দের নাম লেখ। মিঠুবেন প্যাটেল , মনিবেন প্যাটেল , সারদা মেহেতা - প্রমুখ। 

৩৩. বারদৌলি সত্যাগ্রহের সমর্থনে কারা বোম্বে আইনসভা থেকে পদত্যাগ করেন ? 
কে এম মুন্সি ও লালজি নারানজি। 

৩৪. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ? ১৯২৯ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। 

৩৫. কারা , কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করে ? কংগ্রেস , ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি। 

৩৬. কোন দিন আইন অমান্য আন্দোলন শুরু হয় ? ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল। 

৩৭. আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? মহাত্মা গান্ধী। 

৩৮. আইন অমান্য আন্দোলন কোথায় তীব্র আকার ধারণ করে ? যুক্তপ্রদেশে। [বর্তমান উত্তরপ্রদেশ ] 

৩৯. আইন অমান্য আন্দোলন চলাকালীন গুজরাটে কে গ্রেপ্তার হন ? সর্দার বল্লভ ভাই প্যাটেল। 

৪০. Modern India - গ্রন্থটি কার লেখা ? সুমিত সরকার।   

৪১. কবে , কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ খ্রিস্টাব্দে , রাশিয়ার তাসখন্দে। 

৪২. ভারতে কবে , কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে। 

৪৩. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কারা , কবে প্রতিষ্ঠা করেন ? 
কাজী নজরুল ইসলাম , হেমন্ত কুমার সরকার , সামসুদ্দিন হুসেন প্রমুখেরা ১৯২৫ খ্রিস্টাব্দে লেবার স্বরাজ পার্টি গঠন করেন। ১৯২৬ সালে তার নাম হয় - ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 

৪৪. সর্বভারতীয় কিষাণ সভা কবে , কোথায় প্রতিষ্ঠিত হয় ? ১৯৩৬ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের লখনৌ শহরে। 

৪৫. সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন ? স্বামী সহজানন্দ। 

৪৬. শের - ই - বঙ্গাল - নামে কে পরিচিত ? ফজলুল হক। 

৪৭. ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয় ? ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ ই অগাস্ট। 

৪৮. করেঙ্গে ইয়া মরেঙ্গে - এই ধ্বনিটি কার ? মহাত্মা গান্ধী। 

৪৯. করেঙ্গে ইয়া মরেঙ্গে - ধ্বনিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২

৫০. AITUC - এর পুরো কথাটি কী ? All India Trade Union Congress  


৫১. AITUC কবে গঠিত হয় ? ১৯২০ সালে। 

৫২. AITUC - এর প্রথম সভাপতি কে ছিলেন ? লালা লাজপৎ রায়। 

৫৩. AITUC - এর প্রথম সম্পাদক কে ছিলেন ? দেওয়ান চমনলাল। 

৫৪. লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ? নজরুল ইসলাম। 

৫৫. গণবাণী পত্রিকার সম্পাদক কে ? মুজাফের আহমেদ। 

৫৬. সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ? এস এ ডাঙ্গে। 

৫৭. লেবার কিষাণ গেজেট পত্রিকার সম্পাদক কে ? সিঙ্গারভেল্লু চেট্টিয়ার। 

৫৮. কার নেতৃত্বে যুব কমরেড লিগ গড়ে ওঠে ? পি সি যোশি। 

৫৯. সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি- র বামপন্থী নেতৃবৃন্দকে সরকার কোন মামলায় গ্রেপ্তার করে ? ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায়। 

৬০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ? ১৯৩৯ সালের ৩ রা সেপ্টেম্বর।  
  
৬১. ১৯২০ খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে ? লালা লাজপৎ রায়। 

৬২. দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন ? বীরেন্দ্রনাথ শাসমল। 

৬৩. দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন ? চিত্তরঞ্জন দাস। 

৬৪. চম্পারণ কৃষি বিল কবে পাস হয় ? ১৯১৭ খ্রিস্টাব্দে। 

৬৫. '' খুদা - ই - খিদমদগার '' - কে প্রতিষ্ঠা করেন ? খান আবদুল গফ্ফর খান। 

৬৬. ১৯২৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ? জওহরলাল নেহেরু। 

৬৭. স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন ? চিত্তরঞ্জন দাস। 

৬৮. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 

৬৯. লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কী নাম রাখা হয় ? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 

৭০. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

৭১. রাশিয়ার তাসখন্দে কে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ? মানবেন্দ্রনাথ রায়।
 
৭২. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন ? মানবেন্দ্রনাথ রায়। 

৭৩. কোন বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা যায় ? ১৯২৯ খ্রিস্টাব্দে। 

৭৪. কে , কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন ? ১৯৩৯ , নেতাজি সুভাষ চন্দ্র বসু। 

৭৫. কার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয় ? সিঙ্গারভেল্লু চেট্টিয়ার। 

৭৬. তেলেঙ্গানা আন্দোলন কোথায় সংগঠিত হয় ? হায়দ্রাবাদ। 

৭৭. নৌ - বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? বোম্বাই। 

৭৮. কোন বছর নৌ - বিদ্রোহ সংগঠিত হয় ? ১৯৪৬ 

৭৯. কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা ঘটে ? তলোয়ার। 

৮০. সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কে ? সর্দার বল্লভ ভাই প্যাটেল।    


৮১. রাওলাট সত্যাগ্রহের মূল কেন্দ্র ছিল - বোম্বাই। 

৮২. কোথায় স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় ? বরিশালে। 

৮৩. পূর্ববঙ্গে অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় ? ঢাকা। 

৮৪. ১৯২০ সালে শুধুমাত্র বাংলাতেই ক'টি শ্রমিক ধর্মঘট হয় ? ১১০ টি। 

৮৫. স্বদেশ ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর। 

৮৬. গীতারহস্য কার লেখা ? বালগঙ্গাধর তিলক। 

৮৭. হোমরুল কথার অর্থ কী ? স্বায়ত্তশাসন। 

৮৮. জালিয়ানওলাবাগ কোথায় অবস্থিত ? পাঞ্জাবের অমৃতসরে। 

৮৯. পুনা চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? ১৯৩২, গান্ধী ও আম্বেদকর। 

৯০. সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন ? গান্ধীজি। 

৯১. হিন্দ স্বরাজ - গ্রন্থটি কার লেখা ? গান্ধীজি। 

৯২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর। 

৯৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংগঠিত হয় ? ১৯১৯ এর ১৩ এপ্রিল। 

৯৪. কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগে গুলি চলেছিল ? জেনারেল ও' ডায়ার। 

৯৫. কোথায় গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ? দক্ষিণ আফ্রিকায়। 

৯৬. খান আবদুল গফর খানের অনুগামীদের কী বলা হত ? লাল কোর্তা বাহিনী। 

৯৭. লাঙ্গল যার জমি তার - স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ? তেভাগা আন্দোলন। 

৯৮. তেভাগা আন্দোলনের একজন নেত্রীর নাম উল্লেখ কর। সুদীপা সেন। 

৯৯. তেভাগা আন্দোলন চলাকালীন কোন কমিশন গঠন করা হয় ? ফ্লাইড কমিশন। 

১০০. হায়দ্রাবাদের শাসককে কী বলা হত ? নিজাম। 

১০১. ভারতে বামপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয় ? মানবেন্দ্রনাথ রায়। 

১০২. মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন ? বি পি ওয়াদিয়া। 

১০৩. ইন্ডিয়া ইন ট্রানজিশন - গ্রন্থটি কার লেখা ? মানবেন্দ্রনাথ রায়। 

১০৪. কবে ভারতের প্রথম ফ্যাক্টরি আইন পাস হয় ? ১৮৯১ খ্রিস্টাব্দে। 

১০৫. দ্বিতীয় ফ্যাক্টরি আইন কবে চালু হয় ? ১৯১১ খ্রিস্টাব্দে। 

১০৬. খাজনা বন্ধ আন্দোলনের নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র। 

১০৭. কে , কোন আন্দোলনকে '' সামাজিক দস্যুতা '' বলেছেন ? একা আন্দোলনকে - হবসবম। 

১০৮. দীনবন্ধু নামক পত্রিকার প্রকাশক কে ? জ্যোতিবা ফুলে। 

১০৯. ১৯৩৩ খ্রিস্টাব্দে ভারতে ক'টি শ্রমিক ধর্মঘট পালিত হয় ? ১৪৬ টি। 

১১০. কোন বছর মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ? ১৯২৯ খ্রিস্টাব্দে। 

১১১. রশিদ আলি দিবস কোন দিন পালিত হয় ? ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি। 

১১২. বিহারের দ্বারভাঙা অঞ্চলে কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন ? বিদ্যানন্দ। 

১১৩. তিন কাঠিয়া ব্যবস্থা কোন চাষের সঙ্গে যুক্ত ? নীল। 

১১৪. রাওলাট আইনের প্রতিবাদে কবে সারা ভারত ধর্মঘট পালিত হয় ? ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল। 

১১৫. কোন বছর রাওলাট আইন পাস হয় ? ১৯১৯ 

১১৬. কার নেতৃত্বে রাওলাট কমিশন গঠিত হয় ? স্যার সিডনি রাওলাট। 

১১৭. আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড আরউইন। 

১১৮. কোন বছর সাইমন কমিশন গঠন করা হয় ? ১৯২৭ খ্রিস্টাব্দে। 

১১৯. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? বাল গঙ্গাধর তিলক। 

১২০. কোন বছর ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে ? ১৯৩৪ খ্রিস্টাব্দে।

You May Also Like

0 comments