Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

Class 10 History 6th Chapter MCQ, Short Questions.  

মাধ্যমিক ইতিহাস : ষষ্ঠ অধ্যায়। MCQ type questions. 




মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। প্রশ্নগুলি MCQ, শূন্যস্থান পূরণ , স্তম্ভের মিল , ব্যাখ্যা - বিবৃতি , সত্য - মিথ্যা , এক কথায় উত্তর - ইত্যাদি সকল বিভাগের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

১. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে ঘোষণা করেন ? বড়লাট লর্ড কার্জন। 

২. কোন দিন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ? ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই। 

৩. কোন দিন বঙ্গভঙ্গ হবে বলে ঘোষণা করা হয় ? [ কোন দিন বঙ্গভঙ্গের দিন ধার্য হয় ? ] 
১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর। 

৪. বঙ্গভঙ্গ কবে রদ হয় ? ১৯১১ খ্রিস্টাব্দের ১২ই ডিসেম্বর। 

৫. কে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন ? ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ। 

৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান দুটি ধারা কী কী ছিল ? স্বদেশি ও বয়কট। 

৭. কে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে '' এক গভীর জাতীয় বিপর্যয় '' বলে অভিহিত করেছেন ? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

৮. কবে অসহযোগ আন্দোলন শুরু হয় ? ১৯২০ খ্রিস্টাব্দের ১লা অগাস্ট। 

৯. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ? চম্পারণ সত্যাগ্রহ। 

১০. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি ? অহিংস অসহযোগ আন্দোলন। 

১১. কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় ? চৌরিচৌরা ঘটনা। 

১২. চৌরিচৌরা কোথায় অবস্থিত ? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। 

১৩. কার নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলাকালে মেদিনীপুরে কৃষক আন্দোলন শক্তিশালী হয় ? বীরেন্দ্রনাথ শাসমল। 

১৪. বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র। 

১৫. মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? দক্ষিণ ভারতের মালাবার উপকূল অঞ্চলে। 

১৬. মাদারি পাশী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? একা আন্দোলন। 

১৭. বাবা গরীবদাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? একা আন্দোলন। 

১৮. গুজরাটের নিম্নবর্গের কৃষকদের কী বলা হত ? কুনবি। 

১৯. হালিপ্রথা কোথায় প্রচলিত ছিল ? গুজরাটের বারদৌলি তালুকে। 

২০. বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন ? সর্দার বল্লভ ভাই প্যাটেল। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. কোন শতকে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনগুলি সক্রিয় হয়ে ওঠে ? বিংশ শতকে।
 
২২. কোন পরিস্থিতিতে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয় ? ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। 

২৩. এক কথায় স্বদেশী আন্দোলন কী ? বিলাতি দ্রব্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার। 

২৪. এক কথায় বয়কট আন্দোলন কী ? বিলাতি দ্রব্য বর্জন করা। 

২৫. স্বদেশী ও বয়কট আন্দোলন ছিল একে অপরের পরিপূরক। ঠিক / ভুল।  ঠিক। 

২৬. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের নেতা হিসাবে কার আবির্ভাব ঘটে ? মহাত্মা গান্ধী।

২৭. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম তিনটি সত্যাগ্রহ আন্দোলনগুলি কী কী ছিল ?  চম্পারণ , খেদা ও আমেদাবাদ। 

২৮. কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় ? লালা লাজপৎ রায়ের সভাপতিত্বে কলকাতা অধিবেশনে ১৯২০ সালে। 

২৯. কবে , কোথায় কিষান সভা গড়ে ওঠে ? ১৯১৮ খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে [ বর্তমান উত্তরপ্রদেশ ] 

৩০. কিষান সভার প্রধান নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র।  

৩১. কোথায় , কাদের নেতৃত্বে '' পতিদার যুবক মন্ডল '' গড়ে ওঠে ? বারদৌলিতে। সত্যাগ্রহী নেতা কল্যানজি মেহেতা , দয়ালজি দেশাই - প্রমুখের নেতৃত্বে। 

৩২. বারদৌলি সত্যাগ্রহে অংশগ্রহণকারী কয়েকজন মহিলা নেতৃবৃন্দের নাম লেখ। মিঠুবেন প্যাটেল , মনিবেন প্যাটেল , সারদা মেহেতা - প্রমুখ। 

৩৩. বারদৌলি সত্যাগ্রহের সমর্থনে কারা বোম্বে আইনসভা থেকে পদত্যাগ করেন ? 
কে এম মুন্সি ও লালজি নারানজি। 

৩৪. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ? ১৯২৯ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। 

৩৫. কারা , কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করে ? কংগ্রেস , ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি। 

৩৬. কোন দিন আইন অমান্য আন্দোলন শুরু হয় ? ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল। 

৩৭. আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? মহাত্মা গান্ধী। 

৩৮. আইন অমান্য আন্দোলন কোথায় তীব্র আকার ধারণ করে ? যুক্তপ্রদেশে। [বর্তমান উত্তরপ্রদেশ ] 

৩৯. আইন অমান্য আন্দোলন চলাকালীন গুজরাটে কে গ্রেপ্তার হন ? সর্দার বল্লভ ভাই প্যাটেল। 

৪০. Modern India - গ্রন্থটি কার লেখা ? সুমিত সরকার।   

৪১. কবে , কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ খ্রিস্টাব্দে , রাশিয়ার তাসখন্দে। 

৪২. ভারতে কবে , কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে। 

৪৩. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কারা , কবে প্রতিষ্ঠা করেন ? 
কাজী নজরুল ইসলাম , হেমন্ত কুমার সরকার , সামসুদ্দিন হুসেন প্রমুখেরা ১৯২৫ খ্রিস্টাব্দে লেবার স্বরাজ পার্টি গঠন করেন। ১৯২৬ সালে তার নাম হয় - ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 

৪৪. সর্বভারতীয় কিষাণ সভা কবে , কোথায় প্রতিষ্ঠিত হয় ? ১৯৩৬ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের লখনৌ শহরে। 

৪৫. সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন ? স্বামী সহজানন্দ। 

৪৬. শের - ই - বঙ্গাল - নামে কে পরিচিত ? ফজলুল হক। 

৪৭. ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয় ? ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ ই অগাস্ট। 

৪৮. করেঙ্গে ইয়া মরেঙ্গে - এই ধ্বনিটি কার ? মহাত্মা গান্ধী। 

৪৯. করেঙ্গে ইয়া মরেঙ্গে - ধ্বনিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২

৫০. AITUC - এর পুরো কথাটি কী ? All India Trade Union Congress  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৫১. AITUC কবে গঠিত হয় ? ১৯২০ সালে। 

৫২. AITUC - এর প্রথম সভাপতি কে ছিলেন ? লালা লাজপৎ রায়। 

৫৩. AITUC - এর প্রথম সম্পাদক কে ছিলেন ? দেওয়ান চমনলাল। 

৫৪. লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ? নজরুল ইসলাম। 

৫৫. গণবাণী পত্রিকার সম্পাদক কে ? মুজাফের আহমেদ। 

৫৬. সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ? এস এ ডাঙ্গে। 

৫৭. লেবার কিষাণ গেজেট পত্রিকার সম্পাদক কে ? সিঙ্গারভেল্লু চেট্টিয়ার। 

৫৮. কার নেতৃত্বে যুব কমরেড লিগ গড়ে ওঠে ? পি সি যোশি। 

৫৯. সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি- র বামপন্থী নেতৃবৃন্দকে সরকার কোন মামলায় গ্রেপ্তার করে ? ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায়। 

৬০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ? ১৯৩৯ সালের ৩ রা সেপ্টেম্বর।  
  
৬১. ১৯২০ খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে ? লালা লাজপৎ রায়। 

৬২. দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন ? বীরেন্দ্রনাথ শাসমল। 

৬৩. দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন ? চিত্তরঞ্জন দাস। 

৬৪. চম্পারণ কৃষি বিল কবে পাস হয় ? ১৯১৭ খ্রিস্টাব্দে। 

৬৫. '' খুদা - ই - খিদমদগার '' - কে প্রতিষ্ঠা করেন ? খান আবদুল গফ্ফর খান। 

৬৬. ১৯২৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ? জওহরলাল নেহেরু। 

৬৭. স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন ? চিত্তরঞ্জন দাস। 

৬৮. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 

৬৯. লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কী নাম রাখা হয় ? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 

৭০. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

৭১. রাশিয়ার তাসখন্দে কে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ? মানবেন্দ্রনাথ রায়।
 
৭২. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন ? মানবেন্দ্রনাথ রায়। 

৭৩. কোন বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা যায় ? ১৯২৯ খ্রিস্টাব্দে। 

৭৪. কে , কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন ? ১৯৩৯ , নেতাজি সুভাষ চন্দ্র বসু। 

৭৫. কার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয় ? সিঙ্গারভেল্লু চেট্টিয়ার। 

৭৬. তেলেঙ্গানা আন্দোলন কোথায় সংগঠিত হয় ? হায়দ্রাবাদ। 

৭৭. নৌ - বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? বোম্বাই। 

৭৮. কোন বছর নৌ - বিদ্রোহ সংগঠিত হয় ? ১৯৪৬ 

৭৯. কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা ঘটে ? তলোয়ার। 

৮০. সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কে ? সর্দার বল্লভ ভাই প্যাটেল।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৮১. রাওলাট সত্যাগ্রহের মূল কেন্দ্র ছিল - বোম্বাই। 

৮২. কোথায় স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় ? বরিশালে। 

৮৩. পূর্ববঙ্গে অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় ? ঢাকা। 

৮৪. ১৯২০ সালে শুধুমাত্র বাংলাতেই ক'টি শ্রমিক ধর্মঘট হয় ? ১১০ টি। 

৮৫. স্বদেশ ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর। 

৮৬. গীতারহস্য কার লেখা ? বালগঙ্গাধর তিলক। 

৮৭. হোমরুল কথার অর্থ কী ? স্বায়ত্তশাসন। 

৮৮. জালিয়ানওলাবাগ কোথায় অবস্থিত ? পাঞ্জাবের অমৃতসরে। 

৮৯. পুনা চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? ১৯৩২, গান্ধী ও আম্বেদকর। 

৯০. সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন ? গান্ধীজি। 

৯১. হিন্দ স্বরাজ - গ্রন্থটি কার লেখা ? গান্ধীজি। 

৯২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর। 

৯৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংগঠিত হয় ? ১৯১৯ এর ১৩ এপ্রিল। 

৯৪. কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগে গুলি চলেছিল ? জেনারেল ও' ডায়ার। 

৯৫. কোথায় গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ? দক্ষিণ আফ্রিকায়। 

৯৬. খান আবদুল গফর খানের অনুগামীদের কী বলা হত ? লাল কোর্তা বাহিনী। 

৯৭. লাঙ্গল যার জমি তার - স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ? তেভাগা আন্দোলন। 

৯৮. তেভাগা আন্দোলনের একজন নেত্রীর নাম উল্লেখ কর। সুদীপা সেন। 

৯৯. তেভাগা আন্দোলন চলাকালীন কোন কমিশন গঠন করা হয় ? ফ্লাইড কমিশন। 

১০০. হায়দ্রাবাদের শাসককে কী বলা হত ? নিজাম। 

১০১. ভারতে বামপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয় ? মানবেন্দ্রনাথ রায়। 

১০২. মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন ? বি পি ওয়াদিয়া। 

১০৩. ইন্ডিয়া ইন ট্রানজিশন - গ্রন্থটি কার লেখা ? মানবেন্দ্রনাথ রায়। 

১০৪. কবে ভারতের প্রথম ফ্যাক্টরি আইন পাস হয় ? ১৮৯১ খ্রিস্টাব্দে। 

১০৫. দ্বিতীয় ফ্যাক্টরি আইন কবে চালু হয় ? ১৯১১ খ্রিস্টাব্দে। 

১০৬. খাজনা বন্ধ আন্দোলনের নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র। 

১০৭. কে , কোন আন্দোলনকে '' সামাজিক দস্যুতা '' বলেছেন ? একা আন্দোলনকে - হবসবম। 

১০৮. দীনবন্ধু নামক পত্রিকার প্রকাশক কে ? জ্যোতিবা ফুলে। 

১০৯. ১৯৩৩ খ্রিস্টাব্দে ভারতে ক'টি শ্রমিক ধর্মঘট পালিত হয় ? ১৪৬ টি। 

১১০. কোন বছর মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ? ১৯২৯ খ্রিস্টাব্দে। 

১১১. রশিদ আলি দিবস কোন দিন পালিত হয় ? ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি। 

১১২. বিহারের দ্বারভাঙা অঞ্চলে কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন ? বিদ্যানন্দ। 

১১৩. তিন কাঠিয়া ব্যবস্থা কোন চাষের সঙ্গে যুক্ত ? নীল। 

১১৪. রাওলাট আইনের প্রতিবাদে কবে সারা ভারত ধর্মঘট পালিত হয় ? ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল। 

১১৫. কোন বছর রাওলাট আইন পাস হয় ? ১৯১৯ 

১১৬. কার নেতৃত্বে রাওলাট কমিশন গঠিত হয় ? স্যার সিডনি রাওলাট। 

১১৭. আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড আরউইন। 

১১৮. কোন বছর সাইমন কমিশন গঠন করা হয় ? ১৯২৭ খ্রিস্টাব্দে। 

১১৯. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? বাল গঙ্গাধর তিলক। 

১২০. কোন বছর ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে ? ১৯৩৪ খ্রিস্টাব্দে।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।  
Share
Tweet
Pin
Share
No comments



Class 10 History 5th Chapter MCQ & SAQ 

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় MCQ & SAQ 

১. কে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেন ? অগাস্টাস হিকি / জোহানেস গুটেনবার্গ / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উইলিয়াম কেরি। 
উত্তর - জোহানেস গুটেনবার্গ। 

২. কাকে ছাপাখানার জনক বলা হয় ? অগাস্টাস হিকি / জোহানেস গুটেনবার্গ / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উইলিয়াম কেরি। 
উত্তর - জোহানেস গুটেনবার্গ। 

৩. ভারতে প্রথম কোথায় ছাপাখানা স্থাপিত হয় ? কলকাতা / গোয়া / শ্রীরামপুর / বরিশাল। 
উত্তর - গোয়া। 

৪. কলকাতায় কে প্রথম ছাপাখানা স্থাপন করেন ? অগাস্টাস হিকি / জোহানেস গুটেনবার্গ / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উইলিয়াম কেরি। 
উত্তর - জেমস অগাস্টাস হিকি। 

৫. পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা গড়ে ওঠে ? পাবনা / বেগুড়া / বরিশাল / রংপুর। 
উত্তর - রংপুর ( ১৮৪৭ খ্রিস্টাব্দে ) 

৬. শ্রীরামপুর প্রেস কবে গড়ে ওঠে ? ১৮০০ / ১৮০২ / ১৮১৭ / ১৮২০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮০০ খ্রিস্টাব্দে। 

৭. প্রতাপাদিত্য চরিত - গ্রন্থটির প্রকাশক কে ? রাজা রামমোহন রায় / রামরাম বসু / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / উইলিয়াম কেরি। 
উত্তর - রামরাম বসু। 

৮. দিগ্দর্শন পত্রিকার সম্পাদক কে ? উইলিয়াম কেরি /  মার্শম্যান / উইলিয়াম ওয়ার্ড / হিকি। 
উত্তর - মার্শম্যান।  

৯. প্রথম বাঙালি প্রকাশক কে ? গঙ্গাকিশোর ভট্টাচার্য / হিকি / মার্শম্যান / উইলিয়াম কেরি। 
উত্তর - গঙ্গাকিশোর ভট্টাচার্য। 

১০. সম্মাদ কৌমুদী - পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে ? রাজা রামমোহন রায় / ডিরোজিও / গঙ্গাকিশোর ভট্টাচার্য / বিপিন চন্দ্র পাল।  
উত্তর - রামমোহন রায়। 

১১. সম্বাদ প্রভাকর - এর সম্পাদক কে ? রাজা রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র গুপ্ত / দেবেন্দ্রনাথ ঠাকুর / মদনমোহন তর্কালঙ্কার। 
উত্তর - ঈশ্বরচন্দ্র গুপ্ত। 

১২. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮১৭ / ১৮১৮ / ১৮২০ / ১৮০০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮১৭ খ্রিস্টাব্দে। 

১৩. শিশুশিক্ষা গ্রন্থটির রচয়িতা কে ?  রাজা রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র গুপ্ত / দেবেন্দ্রনাথ ঠাকুর / মদনমোহন তর্কালঙ্কার। 
উত্তর - মদনমোহন তর্কালঙ্কার। 

১৪. বর্ণপরিচয় - এর প্রকাশক কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রাজা রামমোহন রায় / রবীন্দ্রনাথ ঠাকুর / মদনমোহন তর্কালঙ্কার। 
উত্তর - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

১৫. বাল্যশিক্ষা গ্রন্থের প্রকাশক কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রামসুন্দর বসাক / গোবিন্দ প্রসাদ দাস / প্রাণলাল চক্রবর্তী। 
উত্তর - রামসুন্দর বসাক। 

১৬. ব্যকরণ সার - এর রচয়িতা কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রামসুন্দর বসাক / গোবিন্দ প্রসাদ দাস / প্রাণলাল চক্রবর্তী। 
উত্তর - গোবিন্দ প্রসাদ দাস। 

১৭. অঙ্কবোধ - এর রচয়িতা কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রামসুন্দর বসাক / গোবিন্দ প্রসাদ দাস / প্রাণলাল চক্রবর্তী। 
উত্তর - প্রাণলাল চক্রবর্তী।  

১৮. অন্নদামঙ্গল গ্রন্থের প্রকাশক কে ? রামচাঁদ রায় / গঙ্গাকিশোর ভট্টাচার্য / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 
উত্তর - গঙ্গাকিশোর ভট্টাচার্য। 

১৯. প্রথম সচিত্র বাংলা বই কোনটি ? অন্নদামঙ্গল / বর্ণপরিচয় / সন্দেশ / কথামালা। 
উত্তর - অন্নদামঙ্গল। 

২০. অন্নদামঙ্গলের ছবি এঁকেছিলেন কে ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / রামচাঁদ রায় / নন্দলাল বসু। 
উত্তর - রামচাঁদ রায়। 

২১. '' পাখি সব করে রব , রাতি পোহাইল '' - গানটি কার লেখা ? গঙ্গাকিশোর ভট্টাচার্য / মদনমোহন তর্কালঙ্কার / ভরতচন্দ্র / অতুল প্রসাদ সেন। 
`উত্তর - মদনমোহন তর্কালঙ্কার। 

২২. '' পাখি সব করে রব , রাতি পোহাইল ''- গানটি কোন গ্রন্থের অন্তর্গত ? বর্ণপরিচয় / অন্নদামঙ্গল / কথামালা / শিশুশিক্ষা। 
উত্তর - শিশুশিক্ষা। 

২৩. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কর্তৃক প্রকাশিত প্রথম পুস্তক কোনটি ? রামায়ণ / ছেলেদের রামায়ণ / সন্দেশ / গুপী গায়েন বাঘা বায়েন। 
উত্তর - ছেলেদের রামায়ণ। 

২৪. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কী ? সুকুমার রায় / সত্যজিৎ রায় / সন্দীপ রায় / বিশ্বজিৎ রায়। 
উত্তর - সুকুমার রায়। 

২৫. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কোন পত্রিকাতে রঙিন ছবি ছাপতে শুরু করেন ? শুকতারা / আনন্দমেলা / নবকল্লোল / সন্দেশ। 
উত্তর - সন্দেশ। 

২৬. সন্দেশ পত্রিকার প্রকাশক কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / অবনীন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

২৭. গুপী গায়েন বাঘা বায়েন - গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

২৮. টুনটুনির বই -   গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

২৯. ছেলেদের রামায়ণ -   গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।    
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

৩০. ছেলেদের মহাভারত -  গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

৩১. ভারতে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোন শতকে ? উনিশ / অষ্টাদশ / বিংশ / একবিংশ - শতকে।
উত্তর - উনিশ শতকে।  

৩২. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ? ডেভিড হেয়ার / আলেকজান্ডার ডাফ / জোনাথন ডানকান / উইলিয়াম জোনস। 
উত্তর - স্যার উইলিয়াম জোনস। 

৩৩. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৭৮৪ / ১৮৭৪ / ১৮১৭ / ১৮২০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৭৮৪ খ্রিস্টাব্দে। 

৩৪. বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে ? আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / জগদীশ চন্দ্র বসু / সতীশ চন্দ্র বসু / আনন্দমোহন বসু। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু। 

৩৫. রুরুকির ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৪৪ / ১৮৭৪ / ১৮৪৭ / ১৮৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৪৭ খ্রিস্টাব্দে। 

৩৬. কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৫৬ / ১৮৭৪ / ১৮৪৭ / ১৮৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৫৬ খ্রিস্টাব্দে। 

৩৭. যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?  ১৯০৫ / ১৯০৭ / ১৯০৬ / ১৯২০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দে। 

৩৮. IACS এর প্রথম অধিকর্তা কে ছিলেন ? প্যারিমোহন মুখোপাধ্যায় / জগদীশ চন্দ্র বোস / মহেন্দ্রলাল সরকার / নীলরতন সরকার। 
উত্তর - প্যারিমোহন মুখোপাধ্যায়। 

৩৯. IACS এর নিজস্ব পত্রিকাটির নাম কী ? ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স / ইন্ডিয়ান জার্নাল অব কেমিস্ট্রি / ইন্ডিয়ান জার্নাল অব সায়েন্স / ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল সায়েন্স। 
উত্তর - ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স। 

৪০. রমন ক্রিয়া বা রমন এফেক্ট - তত্ত্বের প্রবক্তা কে ? মেঘনাদ সাহা / চন্দ্রশেখর ভেঙ্কট রমন / উপেন্দ্রনাথ ব্রহ্মচারী / বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। 
উত্তর - চন্দ্রশেখর ভেঙ্কট রমন। 

৪১. চন্দ্রশেখর ভেঙ্কট রমন কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ? রসায়ন / মহাকাশবিদ্যা / পদার্থ বিদ্যা / আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা। 
উত্তর - পদার্থ বিদ্যা। 

৪২. চন্দ্রশেখর ভেঙ্কট রমন কবে নোবেল পুরস্কার লাভ করেন ? ১৯৩০ / ১৯১১ / ১৯০৫ / ১৯০৭ - খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯৩০ সালে। 

৪৩. কার উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় ? জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - আশুতোষ মুখোপাধ্যায়। 

৪৪. বেঙ্গল কেমিক্যাল - এর প্রতিষ্ঠাতা কে ?   জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 

৪৫. বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় ? ৩০ নভেম্বর - ১৯১৯ / ১৯১৭ / ১৯১৪ / ১৯২১ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯১৭ খ্রিস্টাব্দে। 

৪৬. অব্যক্ত কার লেখা ?  জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু। 

৪৭. ক্রেসকোগ্রাফ কে আবিষ্কার করেন ? জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু। 

৪৮. উদ্ভিদের প্রাণ আছে - একথা কে প্রমাণ করেন ?  জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু।  

৪৯. কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণ আছে - একথা প্রমাণ করা হয় ? রেডিওগ্রাফ / ক্রেসকোগ্রাফ / হাইড্রোমিটার / স্টেথোস্কোপ।
উত্তর - ক্রেসকোগ্রাফ।  

৫০. কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদীঘির গোলামখানা বলা হত ? আশুতোষ কলেজ / কলকাতা বিশ্ববিদ্যালয় / রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় / বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 
উত্তর - কলকাতা বিশ্ববিদ্যালয়। 

৫১. জাতীয় শিক্ষা - কথাটি কে প্রথম ব্যবহার করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / প্রসন্নকুমার ঠাকুর / দ্বারকানাথ ঠাকুর / অরবিন্দ ঘোষ। 
উত্তর - প্রসন্নকুমার ঠাকুর। 

৫২. সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় কোথায় স্থাপিত হয় ? কলকাতা / বরিশাল / ঢাকা / রংপুর। 
উত্তর - রংপুর ( ১৯০৫ এর ৮ নভেম্বর ) ।  

৫৩. জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ? ১৯০৫ / ১৯০৬ / ১৯০৭ / ১৯১৯ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দের ১১ ই মার্চ ৯২ জন সদস্যকে নিয়ে। 

৫৪. কার নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে ? সত্যেন্দ্রনাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / অরবিন্দ ঘোষ। 
উত্তর - সত্যেন্দ্রনাথ ঠাকুর। 

৫৫. বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ - এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?   সত্যেন্দ্রনাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / অরবিন্দ ঘোষ। 
উত্তর - অরবিন্দ ঘোষ। 

৫৬. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে গঠিত হয় ? ১৯০৫ / ১৯০৬ / ১৯০৭ / ১৯০৯ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দের ২৫ জুলাই। 

৫৭. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কার উদ্যোগে গঠিত হয় ? মহেন্দ্রলাল সরকার / তারকনাথ পালিত / জগদীশ্চন্দ্র বোস / আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 
উত্তর - তারকনাথ পালিত। 

৫৮. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? দ্বারকানাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / লর্ড ক্যানিং / লর্ড ডালহৌসি। 
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫৯. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ? ১৯১৯ / ১৯২৩ / ১৯৩৫ / ১৯২১ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯২১ খ্রিস্টাব্দে। 

৬০. শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত ? বীরভূম / বাঁকুড়া / পুরুলিয়া / কলকাতা। 
উত্তর - বীরভূম। 

৬১. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীকার কে ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / প্রভাতকুমার মুখোপাধ্যায় / প্রসন্নকুমার চট্টোপাধ্যায়। 
উত্তর - প্রভাতকুমার মুখোপাধ্যায়। 

৬২. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / রথীন্দ্রনাথ ঠাকুর / অরবিন্দ ঘোষ / বারীণ চট্টোপাধ্যায়। 
উত্তর - কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। 

৬৩. কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে ? ১৯২১ / ১৯৩৫ / ১৯৪৭ / ১৯৫১ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯৫১ খ্রিস্টাব্দে। 

৬৪. অরণ্যদেবতা কার লেখা ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / রবীন্দ্রনাথ ঠাকুর / সুকুমার রায়। 
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর। 

৬৫. রবীন্দ্রনাথের মৃত্যুদিন কোনটি ? ২২ শে বৈশাখ / ২২ শে অগ্রহায়ণ / ২২ শে শ্রাবন / ২২ শে পৌষ। 
উত্তর - ২২ শে শ্রাবন। 

৬৬. কোথায় মহর্ষি দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয় ? কলকাতায় / শান্তিনিকেতনে / শিলাইদহে / ভুবনডাঙায়। 
উত্তর - শিলাইদহে। 

৬৭. হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে কে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / পঞ্চানন কর্মকার / চার্লস উইলকিন্স / গুটেনবার্গ। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

৬৮. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরী করেন কে ?   উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / পঞ্চানন কর্মকার / চার্লস উইলকিন্স / গুটেনবার্গ।      
উত্তর - চার্লস উইলকিনস।     


   

 














Share
Tweet
Pin
Share
No comments

History 4th Chapter MCQ & SAQ 

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ & SAQ  




দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি পাঠ্য বই ( Text Book ) থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপার গুলি থেকেও প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে। তাছাড়া , নীচে আলোচিত প্রশ্নোত্তরগুলি ছাড়াও অন্য যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে। 

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ & SAQ  

( A ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি :- 

১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ? ফারুকশিয়ার / আলমগীর / দ্বিতীয় বাহাদুর শাহ / সুজা উদ দৌলা। 
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ। 

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন ? লর্ড ক্যানিং / লর্ড ডালহৌসি / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ক্লাইভ। 
উত্তর : লর্ড ক্যানিং। 

Eighteen Fifty Seven গ্রন্থটির লেখক কে ? বিনায়ক দামোদর সাভারকর / রমেশ চন্দ্র মজুমদার / সুরেন্দ্রনাথ সেন / শশীভূষণ চৌধুরী। 
উত্তর : ডক্টর সুরেন্দ্রনাথ সেন। 

অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেন কে ? নানা সাহেব / হজরত মহল / কুনওয়ার সিং / বাবা রামচন্দ্র।
উত্তর : হযরত মহল।  

কার্ল মার্কস মহাবিদ্রোহকে কী বলে অভিহিত করেছেন ?  সিপাহী বিদ্রোহ / সামন্ত বিদ্রোহ / ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ / জাতীয় বিদ্রোহ। 
উত্তর : জাতীয় বিদ্রোহ। 

কে ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ? সুভাষচন্দ্র বসু / জওহরলাল নেহেরু / বিনায়ক দামোদর সাভারকর / রাসবিহারী বসু। 
উত্তর : বিনায়ক দামোদর সাভারকর। 

কে ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে '' নৈরাজ্যবাদী '' বলে অভিহিত করেছেন ? সুরেন্দ্রনাথ সেন / রমেশ চন্দ্র মজুমদার / হরিশ চন্দ্র মুখোপাধ্যায় / রাজনারায়ণ বসু। 
উত্তর : রাজনারায়ণ বসু। 

The Sepoy Mutiny and the Revolt of 1857 - গ্রন্থটি কার রচনা ? আউট্রাম / ম্যালেসন / রমেশ চন্দ্র মজুমদার / সুরেন্দ্রনাথ সেন। 
উত্তর : ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। 

মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় ? ১৮৫৮ এর ১ নভেম্বর /  ১৮৫৭ এর ১ নভেম্বর /  ১৮৫৭ এর ৩১ মার্চ / ১৮৫৮ এর ১ ডিসেম্বর। 
উত্তর : ১৮৫৮ এর ১ নভেম্বর। 

মহারানীর ঘোষণাপত্র কোথা থেকে প্রকাশিত হয় ?  কলকাতা / বোম্বাই / মাদ্রাজ / এলাহাবাদ।
উত্তর : এলাহাবাদ।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের শাসনভার গ্রহণ করেন - লর্ড ক্যানিং / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ডালহৌসি / লর্ড কার্জন। 
উত্তর : লর্ড ক্যানিং। 

'' ভাইসরয় '' কথাটির অর্থ কী ? রাজকর্মচারী /  ভারতের সর্বোচ্চ রাজকর্মচারী / রাজপ্রতিনিধি / মহারানীর সচিব। 
উত্তর : রাজপ্রতিনিধি। 

ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?   লর্ড ক্যানিং / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ডালহৌসি / লর্ড কার্জন। 
উত্তর : লর্ড ক্যানিং। 

ভারতে মহারানীর ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন কে ?    লর্ড ক্যানিং / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ডালহৌসি / লর্ড কার্জন। 
উত্তর : লর্ড ক্যানিং। 

কোন আইন বলে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?  মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৮৫৮ / ১৮১৩ এর সনদ আইন / চার্লস উডের নির্দেশনামা। 
উত্তর : ভারত শাসন আইন ১৮৫৮  । 

মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ? ঝাঁসির রানী লক্ষীবাঈ / নানা সাহেব / তাঁতিয়া টোপি / মঙ্গল পান্ডে।
উত্তর : মঙ্গল পান্ডে। 

মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন ? মঙ্গল পান্ডে / দ্বিতীয় বাহাদুর শাহ / ফারুকশিয়ার / দ্বিতীয় আকবর। 
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ। 

মহাবিদ্রোহের পর মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় ? আন্দামানে / রেঙ্গুনে / অযোধ্যায় / দিল্লিতে। 
উত্তর : রেঙ্গুনে। 

( B ) সভাসমিতির যুগ : বৈশিষ্ট ও বিশ্লেষণ :-  

বঙ্গভাষা প্রকাশিকা সভা - কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৩৫ / ১৮৩৬ / ১৯৩৬ / ১৮৫৮ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৩৬ খ্রিস্টাব্দে। 

ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান - ভারতসভা / ভারতের জাতীয় কংগ্রেস / বঙ্গভাষা প্রকাশিকা সভা / জমিদার সভা। 
উত্তর : বঙ্গভাষা প্রকাশিকা সভা। 

জমিদার সভার সভাপতি কে ছিলেন ? দ্বারকানাথ ঠাকুর / রাধাকান্ত দেব / জমিদার কৃষ্ণদেব রায় / জমিদার জগন্নাথ সিংহ। 
উত্তর : রাধাকান্ত দেব। 

হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৭৬ / ১৮৬৭ / ১৯৬৭ / ১৯০২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৬৭ খ্রিস্টাব্দে। 

কার উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয় ? আনন্দমোহন বসু / দয়ানন্দ সরস্বতী / আনন্দমোহন বসু / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯৭৬ / ১৮৭৬ / ১৮৭০ / ১৮৮৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে। 

ভারতসভার প্রাণপুরুষ ছিলেন - আনন্দমোহন বসু / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / শিবনাথ শাস্ত্রী / দ্বারকানাথ বিদ্যাভূষণ। 
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন ? রাজনারায়ণ বসু / শিবনাথ শাস্ত্রী / কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় / মনমোহন ঘোষ। 
উত্তর : কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয় ? অষ্টাদশ / ঊনবিংশ / বিংশ / একবিংশ - শতককে। 
উত্তর : ঊনবিংশ শতক। 

হিন্দু মেলার অপর নাম - পৌষমেলা / ঋতুমেলা / হিন্দু সভা / চৈত্র মেলা। 
উত্তর : চৈত্রমেলা। 

হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন - নবগোপাল মিত্র / জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর / দ্বারকানাথ ঠাকুর / রাজনারায়ণ বসু। 
উত্তর : জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।   

জাতীয় কংগ্রেস কোন বছর প্রতিষ্ঠিত হয় ? ১৭৭৫ / ১৮৮৫ / ১৯০৫ / ১৯০২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৮৫ খ্রিস্টাব্দে। 

ভারত সভার অপর নাম কী ? Indian Freedom Association / Indian Freedom Movement / Indian National Movement / Indian Association 
উত্তর : Indian Association 

পুণা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৬৭ / ১৮৮৫ / ১৯০৫ / ১৯০২ 
উত্তর : ১৮৬৭ খ্রিস্টাব্দে। 

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে প্রবর্তিত হয় ? ১৯৭৬ / ১৮৭৬ / ১৮৮৫ / ১৮৫৮ 
উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে। 

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয় ? ১৮৭৮ / ১৮৫৭ / ১৯১৯ / ১৯১৭ 
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

অস্ত্র আইন কবে প্রবর্তিত হয় ? ১৮৭৮ / ১৮৭৬ / ১৮৮৫ / ১৮১৭ 
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

সারেন্ডার নট নামে কে পরিচিত ছিলেন ? বাল গঙ্গাধর তিলক / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / অরবিন্দ ঘোষ / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

ইলবার্ট বিল আন্দোলনের সাথে যুক্ত সংগঠনটির নাম কী ? Indian Association /  জাতীয় কংগ্রেস / অনুশীলন সমিতি / বঙ্গভাষা প্রকাশিকা সভা। 
উত্তর :  Indian Association বা ভারতসভা।     


( C ) লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ , বৈশিষ্ট ও বিশ্লেষণ :- 

আনন্দমঠ - উপন্যাসটি কে রচনা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রনাথ ঠাকুর / সরলাদেবী চৌধুরানী / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
 
আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে ? ১৮৮১ / ১৮৮২ / ১৮৮৩ / ১৮৮৪ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৮২ খ্রিস্টাব্দে। 

বন্দেমাতরম কার রচনা ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / দ্বিজেন্দ্রলাল রায় / রবীন্দ্রনাথ ঠাকুর / অতুলপ্রসাদ সেন। 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

বন্দেমাতরম - সংগীতটিতে সুর প্রদান করেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / রবীন্দ্রনাথ ঠাকুর / ভীমসেন যোশি / যদু ভট্ট। 
উত্তর : যদু ভট্ট। 

মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত - উক্তিটি কার ? নেতাজি সুভাষ চন্দ্র বসু / অরবিন্দ ঘোষ / স্বামী বিবেকানন্দ / মহাদেব গোবিন্দ রাণাডে। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

বর্তমান ভারত কার লেখা ? স্বামী বিবেকানন্দ / অমর্ত্য সেন / ডিরোজিও / রবীন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

গোরা উপন্যাসটি কার রচনা ? স্বামী বিবেকানন্দ / রবীন্দ্রনাথ ঠাকুর / রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

খল ব্রাহ্মণ - এই ব্যাঙ্গচিত্রটি কার সৃষ্টি ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / নন্দলাল বসু / রামকিঙ্কর বেইজ। 
উত্তর : গগনেন্দ্রনাথ ঠাকুর। 

ভারতমাতা চিত্রটি কার সৃষ্টি ?  অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / নন্দলাল বসু / রামকিঙ্কর বেইজ।    
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর। 

আলাদা কোনটি ? ভারতমাতা / বর্তমান ভারত / গোরা / আনন্দমঠ। 
উত্তর : ভারতমাতা। [ এটি একটি চিত্র ; অন্যান্যগুলি উপন্যাস। ] 

আনন্দমঠ উপন্যাসটির ইংরেজি অনুবাদটির নাম কী ? The Play Ground /  Happy Playground / The Abbey of Bliss / The Bliss of Freedom 
উত্তর : The Abbey of Bliss 

আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয় ? রাজনারায়ণ বসু / অরবিন্দ ঘোষ / বিপ্লবী রাসবিহারী বোস / দীনবন্ধু মিত্র।  
উত্তর : রাজনারায়ণ বসু। 

কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের উল্লেখ পাওয়া যায় ? আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত / জীবনস্মৃতি। 
উত্তর : আনন্দমঠ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

কোন গ্রন্থে সন্ন্যাসী - ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ?   আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত / জীবনস্মৃতি। 
উত্তর : আনন্দমঠ। 

কোন গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত ? আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত / জীবনস্মৃতি। 
উত্তর : আনন্দমঠ। 

কোন হিন্দু দেবীর অনুকরণে ভারতমাতা চিত্রটি অঙ্কিত হয়েছে ? দেবী দূর্গা / দেবী লক্ষী / দেবী সরস্বতী / সকলকেই। 
উত্তর : দেবী লক্ষী। 

বর্তমান ভারত কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ? ১৯০২ / ১৯০৭ / ১৮১৭ / ১৯০৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে। [ এর আগে ১৮৯৯ খ্রিস্টাব্দে বর্তমান ভারত প্রবন্ধাকারে প্রকাশিত হয়। ] 

কোন ঘটনার পরিপ্রেক্ষিতে '' ভারতমাতা '' চিত্রটি আঁকা হয় ? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন / অসহযোগ আন্দোলন / আইন অমান্য আন্দোলন / ভারত ছাড়ো আন্দোলন। 
উত্তর : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 

গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ? প্রবাসী / দেশ / নবকল্লোল / হিন্দু প্যাট্রিয়ট।
উত্তর : প্রবাসী পত্রিকায়। 

কে বন্দেমাতরম এর ইংরেজি অনুবাদ করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / অরবিন্দ ঘোষ / মাইকেল মধুসূদন দত্ত। 
উত্তর : অরবিন্দ ঘোষ ১৯০৯ খ্রিস্টাব্দে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

বন্দেমাতরম এর ইংরেজি অনুবাদ কোনটি ? The Abbey of Bliss / The Nation is My Mother / I pray for my mother / Mother , I bow to thee 
উত্তর : Mother , I bow to thee 

রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৯৩ / ১৮৯৭ / ১৮৯৮ / ১৮৯২ 
উত্তর : ১৮৯৭ খ্রিস্টাব্দে। 

রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ? শ্রীরামকৃষ্ণ / স্বামী বিবেকানন্দ / মা সারদাদেবী / সকলেই। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

রামকৃষ্ণ মিশনের মুখপত্রের নাম কী ? বর্তমান ভারত / পথে প্রবাসে / উদ্বোধন / পরিব্রাজক।
উত্তর : উদ্বোধন। 

ভারতমাতার হাতে কোন কোন অস্ত্র রয়েছে ? তীর ধনুক / তলোয়ার / ত্রিশুল / কোনো অস্ত্র নেই। 
উত্তর : কোনো অস্ত্র নেই। 

Share
Tweet
Pin
Share
No comments

 

Class 10 History 3rd Chapter MCQ & SAQ 


মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ & SAQ 

১. ফরাজী কথার অর্থ কী ? আল্লাহর কাছে নিজেকে নিবেদন / নবজাগরণ / আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য / মহম্মদ নির্দেশিত পথ। 
উত্তর : আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য।  

২. আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / সারদারঞ্জন রায়চৌধুরী / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৩. ফরাজি - নামক ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন ? হাজি শরিয়ত উল্লাহ /  দুদু মিয়াঁ / তিতুমীর / মজনু শাহ। 
উত্তর : হাজি শরিয়ত উল্লাহ। 

৪. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দমঠ উপন্যাসটি রচিত হয় ? পাগলাপন্থী বিদ্রোহের / সন্ন্যাসী বিদ্রোহের / চুয়াড় বিদ্রোহের / নীল বিদ্রোহের - পটভূমিতে। 
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ। 

৫. বারাসাত বিদ্রোহের নেতা কে ? দুদু মিয়াঁ / দিগম্বর বিশ্বাস / তিতুমীর / বিরসা মুন্ডা। 
উত্তর : তিতুমির। 

৬. ভারতে ওয়াহাবী আন্দোলনের প্রসার ঘটান - সৈয়দ আহমেদ / আবদুল ওয়াহাব / তিতুমীর / গোলাম মাসুম। 
উত্তর : সৈয়দ আহমেদ। 

৭. ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংঘঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ? রংপুর বিদ্রোহ / পাবনার কৃষক বিদ্রোহ / নীল বিদ্রোহ / সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ। 

৮. সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন ? তিতুমীর / হাজি শরিয়ত উল্লাহ / ভবানী পাঠক / নোয়া মিয়াঁ। 
উত্তর : ভবানী পাঠক। 

৯. তিতুমীর কাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন ? তিতুমীর / সৈয়দ আহমেদ / মৈনুদ্দিন / গোলাম মাসুম। 
উত্তর : মইনুদ্দিন।  

১০. তিতুমীরের সেনাপতি কে ছিলেন ? তিতুমীর / সৈয়দ আহমেদ / মৈনুদ্দিন / গোলাম মাসুম। 
উত্তর : গোলাম মাসুম। 

১১. '' জমি আল্লাহর দান '' - কথাটি কে বলেছিলেন ? তিতুমীর / দুদু মিয়াঁ / গোলাম মাসুম / শরিয়ত উল্লাহ। 
উত্তর : দুদু মিয়াঁ। 

১২. ঔপনিবেশিক ভারতে প্রথম অরণ্য আইন কবে প্রবর্তিত হয় ? ১৭৬৪ / ১৮৬৫ / ১৮৭৮ / ১৮৫৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৬৫ খ্রিস্টাব্দে।  

১৩.  ঔপনিবেশিক ভারতে দ্বিতীয় অরণ্য আইন কবে প্রবর্তিত হয় ? ১৭৬৪ / ১৮৬৫ / ১৮৭৮ / ১৮৫৫ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

১৪. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কত ভাগে ভাগ করা হয় ? দুই / তিন / চার / পাঁচ - টি স্তরে। 
উত্তর : তিনটি স্তরে। 

১৫. রানী শিরোমনি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন ? চুয়ার / রংপুর / রংপুর / পাবনা / নীল। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

১৬. মেদিনীপুর জেলার জঙ্গলমহল কোন বিদ্রোহের কেন্দ্র ছিল ? চুয়ার বিদ্রোহ / সাঁওতাল বিদ্রোহ /  কোল বিদ্রোহ / মোপালা বিদ্রোহ। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

১৭. জগন্নাথ সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ? রংপুর বিদ্রোহ / চুয়ার বিদ্রোহ / সন্ন্যাসী ফকির বিদ্রোহ / পাগলপন্থী বিদ্রোহ। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

১৮. ১৭৬৮ খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন ? দেবী সিংহ / দুর্জন সিংহ / জগন্নাথ সিংহ /  ধ্যাদকার শ্যামগঞ্জন। 
উত্তর : দুর্জন সিংহ। 

১৯. খুঁদকাঠি প্রথার অর্থ হল - জমিতে একক মালিকানা / বিদ্রোহ / বেগার শ্রম / জমিতে যৌথ মালিকানা। 
উত্তর : জমিতে যৌথ মালিকানা।  

২০. কাদের মধ্যে খুঁদকাঠি প্রথা প্রচলিত ছিল ? কোল / ভিল / সাঁওতাল / মুন্ডা। 
উত্তর : মুন্ডা। 

২১. রংপুরের ইজারাদার ছিলেন - নুরুলউদ্দিন / দেবী সিংহ / দয়ারাম শীল / জগন্নাথ সিংহ। 
উত্তর : দেবী সিংহ। 

২২. রংপুরে স্বাধীন সরকারের নবাব ছিলেন - দয়ারাম শীল / দেবী সিংহ / তিতুমীর / নুরুলউদ্দিন। 
উত্তর : নুরুলউদ্দিন। 

২৩. মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ? হুল / উলঘুলান / দার উল হারব / দিকু। 
উত্তর : উলঘুলান।  

২৪. হুল - কথার অর্থ - বিদ্রোহ / বিপ্লব / স্বাধীনতা সংগ্রাম / বৈপ্লবিক চেতনা। 
উত্তর : বিদ্রোহ। 

২৫. হুল - কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : সাঁওতাল। 

২৬. সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম - কথাটি কে বলেছেন ? নরহরি কবিরাজ /  সুপ্রকাশ রায় / রমেশ চন্দ্র মজুমদার / বরুন দে। 
উত্তর : নরহরি কবিরাজ। 

২৭. শিউরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : ভিল বিদ্রোহের নেতা। 

২৮. সাঁওতাল বিদ্রোহ কী নামে পরিচিত ? খেরওয়ারি হুল / উলঘুলান / দার উল হারব / দামিন ই কোহ।
উত্তর : খেরওয়ারি হুল।   

২৯. সাঁওতাল বিদ্রোহ দমন করতে কোন ব্রিটিশ সেনাপতি নিযুক্ত হন ? মেজর বারোজ / মেজর হল / ফার্গুসন / মেজর মাকলাম। 
উত্তর : মেজর বারোজ। 

৩০. দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ? চুয়ার / কোল / ভিল / সাঁওতাল। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

৩১. নুরুলউদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিলেন ? চুয়ার / কোল / ভিল / রংপুর। 
উত্তর : রংপুর বিদ্রোহ।  


৩২. দামিন ই কোহ - কথাটির অর্থ কী ? বিদ্রোহ / বিপ্লব / পাহাড়ের প্রান্তদেশ / বিদ্রোহ ও বিপ্লব। 
উত্তর : পাহাড়ের প্রান্তদেশ। 

৩৩. দামিন ই কোহ কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? চুয়ার / সাঁওতাল / মুন্ডা / কোল - বিদ্রোহ। 
উত্তর : সাঁওতাল বিদ্রোহ। 

৩৪. কোন বিদ্রোহের পর দক্ষিণ - পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় ? চুয়ার / কোল / মুন্ডা / সাঁওতাল। 
উত্তর : কোল বিদ্রোহ। 
                                                                                                                                                               
৩৫. কোন দিন সাঁওতাল বিদ্রোহের দিন ধার্য হয় ?  ১৯৫৫ এর ৩০ শে জুন / ১৮৫৫ এর ৩০ জুন / ১৮৫৫ এর ৩০ শে জুলাই / ১৮৯৯ এর ৩০ শে জুন। 
উত্তর : ১৮৫৫ সালের ৩০ জুন।  

৩৬. সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতালদের জন্য কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় ? দক্ষিণ - পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় / সাঁওতাল পরগণা গঠিত হয় / সাঁওতালদের জন্য বিশেষ সংবিধান রচিত হয় / সবগুলি। 
উত্তর : সাঁওতাল পরগণা গঠিত হয়। 

৩৭. ভারতের আদিমতম নিবাসী ছিলেন - কোল / ভিল / মুন্ডা / সাঁওতাল - রা। 
উত্তর : মুন্ডা সম্প্রদায়। 

৩৮. মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে সংঘঠিত হয় ? বীরসা মুন্ডা / তিতুমীর / নুরুলউদ্দিন / হাজি শরিয়ত উল্লাহ। 
উত্তর : বীরসা মুন্ডা। 

৩৯. বেট বেগারি - কথাটির অর্থ কী ? বিদ্রোহ বা বিপ্লব / পাহাড়ের প্রান্তদেশ / বেগার শ্রম / ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 
উত্তর : বেগার শ্রম। 

৪০. বেট বেগারি কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : মুন্ডা বিদ্রোহ। 

৪১. উলঘুলান কথাটির অর্থ কী ?    বিদ্রোহ বা বিপ্লব / পাহাড়ের প্রান্তদেশ / বেগার শ্রম / ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 
উত্তর : ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 

৪২. উলঘুলান কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : মুন্ডা বিদ্রোহ। 

৪৩. কে নিজেকে ধরতি আবা বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন ? তিতুমীর / গোলাম মাসুম / বীরসা মুন্ডা / সিধু ও কানু। 
উত্তর : বীরসা মুন্ডা। 

৪৪. সিং বোঙা - কথাটির অর্থ কী ? উপাস্য দেবতা / সূর্য দেবতা / দেবতার উপাসক / প্রধান দেবতা। 
উত্তর : সূর্য দেবতা। 

৪৫. বীরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন ? নোয়া মুন্ডা / গয়া মুন্ডা / নুরুলউদ্দিন / মজনু শাহ। 
উত্তর : গয়া মুন্ডা। 

৪৬. বীরসা মুন্ডা ও তাঁর সেনাদলের প্রধান ঘাঁটি কোথায় ছিল ? বগুড়া / ঢাকা / খুঁটি / পাবনা। 
উত্তর : খুঁটি। 

৪৭. ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন - কোন বিদ্রোহের পাশ হয় ? সাঁওতাল / মুন্ডা / কোল / ভিল। 
উত্তর : মুন্ডা বিদ্রোহ। 

৪৮. মজনু শাহ কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ? সন্ন্যাসী ফকির / সাঁওতাল / মুন্ডা / রংপুর বিদ্রোহ।
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ।  

৪৯. চিরাগ আলি কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ? সন্ন্যাসী ফকির / সাঁওতাল / মুন্ডা / রংপুর বিদ্রোহ। 
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ। 

৫০. নীল বিদ্রোহ সম্পর্কে লেখা '' The Blue Mutiny '' - গ্রন্থটি কার লেখা ? ভিনসেন্ট স্মিথ / ব্লেয়ার ক্লিং / রমেশ চন্দ্র মজুমদার / মহাশ্বেতা দেবী। 
উত্তর : ব্লেয়ার ক্লিং। 


SAQ 

১. চুয়াড় দের বসবাস কোথায় ছিল ? 

২. চুয়াড় বিদ্রোহের ঘোষণা প্রথম কে করেছিলেন ? 


৩. ১৭৯৮-৯৯  সালে চুয়াড়রা কার নেতৃত্বে বিদ্রোহী হয় ? 


৪. বাংলার কোন রানী চুয়াড় বিদ্রোহীদের সহায়তা করেছেন ? 

৫. কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহ সংঘটিত হয় ? 

৬. রংপুর বিদ্রোহ ছিল মূলত কার বিরুদ্ধে ? 

৭. কোলদের নিবাস কোথায় ছিল ? 


৮.  দিকু কাদের বলা হত ? 

৯. কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম করো। 

১০. কোল বিদ্রোহ দমনের জন্য কার নেতৃত্বে সৈন্য পাঠানো হয় ? 


১১. কোল বিদ্রোহের পর উপজাতিদের জন্য কোন ভুখন্ড নির্দিষ্ট করে দেওয়া হয় ? 

১২. ভীলেরা কোথায় বসবাস করত ? 


১৩. সাঁওতালদের নিবাস কোথায় ছিল ? 


১৪. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব প্রদানকারী প্রধান দুই ভাইয়ের নাম কি ? 

১৫. কোন দিন , কোথায় স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয় ? 

১৬. সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব প্রদানকারী নেতৃবৃন্দ কারা ছিল ? 


১৭. কোন ঐতিহাসিকেরা সাঁওতাল বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত বলে মনে করেছেন ? 


১৮. মুন্ডারা কোথায় বসবাস করত ? 

১৯. কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয় ? 


২০. স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা কার উদ্দেশ্য ছিল ? 

২১. কোন দিন মুন্ডা বিদ্রোহের দিন ধার্য করা হয় ? 

২২. কোন যুদ্ধে মুন্ডাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয় ? 

২৩. কবে , কোন রোগে বীরসা মুন্ডার মৃত্যু হয় ? 

২৪. মুন্ডা বিদ্রোহের পর কোন আইন পাশ হয় ? 


২৫. সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্ব কারা ছিলেন ? 

২৬. মুন্ডা বিদ্রোহে কোন দুই ইংরেজ সেনাপতির মৃত্যু হয় ? 


২৭. কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে ? 

২৮. আনন্দমঠ ও দেবীচৌধুরানী উপন্যাস দুটি কার লেখা ? 


২৯. কে মুন্ডা বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলে অভিহিত করেছেন ? 

৩০. কবে , কোথায় , কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হয় ?

৩১. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ? 

৩২. ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল ?  

৩৩. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

৩৪. সৈয়দ আহমেদ ইংরেজ অধিকৃত ভারতকে কি বলে সম্বোধন করেন ?


৩৫. সৈয়দ আহমেদ যে সেনাদল গঠন করেন তার মূল কেন্দ্র কোথায় ছিল ?

৩৬. কোন যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত ও নিহত হন ? 

৩৭. বাংলায় বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? 

৩৮. কোন জমিদারের সাথে তিতুমীরের বিবাদ ঘটে ? 

৩৯. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ?

৪০. কোন বড়লাট তিতুমীরের বিরুদ্ধে সেনা প্রেরণ করেন ?

৪১. কবে ইংরেজরা বাঁশেরকেল্লা ধ্বংস করে ? 


৪২. কারা তিতুমীরের আন্দোলনকে '' ধর্মোন্মাদ মুসলমানদের কান্ড '' বলে অভিহিত করেছেন ? 

৪৩. ফকির করম শাহ কোন আন্দোলনের সাথে যুক্ত ? 

৪৪. ফকির করম শাহের পুত্রের নাম কি ? তিনি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? 

৪৫. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ? 

৪৬. ফরাজী শব্দের অর্থ কি ? 

৪৭. শরীয়ৎ উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন কে ?


৪৮. দুদুমিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল ? 

৪৯. দুদুমিয়ার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?

৫০. তারিখ ই মহম্মদিয়া কথাটির অর্থ কি ? 

৫১. তারিখ ই মহম্মদিয়া কথাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? 

৫২. ভারতের প্রথম নীলকর সাহেব কে ছিলেন ? 

৫৩. কে প্রথম ভারতে নীল শিল্প গড়ে তোলেন ? 

৫৪. কোন আইন দ্বারা নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত হয় ? 

৫৫. নীল চাষের ক্ষেত্রে '' নিজ - আবাদী '' বা '' এলাকা চাষ '' কাকে বলা হত ? 

৫৬. '' রায়তি '' , '' দাদনী'' বা '' বে - এলাকা চাষ '' কাকে বলা হত ? 

৫৭. নীলকর সাহেবদের অন্যতম প্রধান কে ছিলেন ? 

৫৮. কোন ইংরেজ কর্মচারী বলেছিলেন - নীল চুক্তিগুলি নীতিগতভাবে আপত্তিকর ? 

৫৯. নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 

৬০. কার লেখা , কোন নাটকে নীলকরদের অত্যাচারের চিত্র ফুটে উঠেছে ? 

৬১. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ? 

৬২. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদে জড়িত থাকার জন্য কার জরিমানা হয় ? 

৬৩. রেভারেন্ড জেমস লং এর জরিমানার অর্থ কে প্রদান করেন ? 

৬৪. পঞ্চম আইন কি ? 

৬৫. কবে , কোথায় প্রথম নীল বিদ্রোহ সূচনা হয় ? 

৬৬. নদিয়ার চৌগাছা গ্রামে নীল চাষিরা কার নেতৃত্বে বিদ্রোহী হয় ? 

৬৭. কোন পত্রিকায় ধারাবাহিকভাবে নীল বিদ্রোহের সংবাদ প্রকাশিত হতে থাকে ? 

৬৮. '' বাংলার নানাসাহেব '' কাকে বলা হত ? 

৬৯. '' বাংলার ওয়াট টাইটেলর '' বলে কাদের অভিহিত করা হয়েছে ? 


৭০. কার বিরুদ্ধে নীলকররা মানহানির মামলা করে ? 

৭১. কবে নীল কমিশন গঠিত হয় ? 

৭২. কবে , কোন আইন দ্বারা '' নীলচুক্তি আইন '' রদ করা হয় ? 



৭৩. কারা , কি উদ্দেশ্যে '' রায়ত সমিতি '' গঠন করেন ? 

৭৪. কোন আইন দ্বারা রায়তদের দখলিস্বত্ব রক্ষিত হয় ? 


৭৫. পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ? 

৭৬. সন্দীপ বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৭৭. পলিগার বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৭৮. মোপলা বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৭৯. থাম্পি বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৮০. '' অরণ্যের অধিকার '' গ্রন্থটি কার লেখা ? 

৮১. '' দাদন '' কথার অর্থ কী ? 

৮২. নীলকুঠিগুলি কী নামে পরিচিত ছিল ? 

৮৩. The Annals of Rural Bengal গ্রন্থটি কার লেখা ? 

৮৪. পাবনার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন ? 

৮৫. কবে রেন্টস কমিশন গঠিত হয় ? 

Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates