Class VIII Geography 9th chapter : North America MCQ & SAQ অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ )

by - August 03, 2025

Class VIII Geography 9th chapter : North America MCQ & SAQ  

অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ )   


                                      


অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ ) 


১. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি ? সুপিরিয়র। 

২. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি ? আটলান্টা। 

৩. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? গ্রিনল্যান্ড। 

৪. উত্তর আমেরিকায় অবস্থিত বিখ্যাত গিরিখাতটির নাম কী ? গ্র্যান্ড ক্যানিয়ন। 

৫. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবী বিখ্যাত জলপ্রপাতটির নাম কী ? নায়াগ্রা। 

৬. উত্তর আমেরিকা পৃথিবীর - উত্তর / দক্ষিণ - গোলার্ধে অবস্থিত।

৭. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন ভারতের - ৫ / / ১৬ / ৮ - গুন।

৮. কে , কবে - উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন ? আমেরিগো ভেসপুচি ১৫০১ খ্রিস্টাব্দে। 

৯. উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে ? বেরিং প্রণালী / পানামা খাল / লোহিত সাগর / পক প্রণালী।  

১০. উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কে ? বেরিং প্রণালী / পানামা খাল / লোহিত সাগর / পক প্রণালী।  

১১. উত্তর আমেরিকার প্রধান নদীটির নাম কী ? মিসিসিপি - মিসৌরি। 

১২. উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কী ? ম্যাককিনলে।  

১৩. উত্তর আমেরিকায় মোট দেশের সংখ্যা ক'টি ? ২৩ / ৩৩ / ২৬ / ৩৫ টি। 

১৪. উত্তর আমেরিকার দুটি বিখ্যাত শহরের নাম কর। ওয়াসিংটন , নিউইয়র্ক , ক্যালিফোর্নিয়া , মেক্সিকো সিটি , শিকাগো , টরেন্টো। 

১৫. কত সালে পানামা খাল কাটা হয় ? ১৯০৪ / ১৯০৬ / ১৯১৪ / ১৯১৬ সালে। 

১৬. উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল হলো - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত।

১৭. কর্ডিলেরা - শব্দের অর্থ কী ? শৃঙ্খল। 

১৮. উত্তর আমেরিকায় মৃত্যু উপত্যকা অবস্থিত - পশ্চিমের পার্বত্য অঞ্চলে / মধ্যভাগের সমভূমি অঞ্চলে / পূর্বের উচ্চ ভূমিতে।

১৯. পঞ্চহ্রদের নামগুলি লেখ।
মিশিগান , হুরন , ইরি , অন্টারিও , সুপিরিয়র।  

২০. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা।


২১. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সিয় মালভূমিকে পৃথক করেছে কে ? সেন্ট লরেন্স নদীর অববাহিকা / লরেন্সিয় মালভূমি / পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা।    

২২. সেন্ট লরেন্স নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৩. মিসিসিপি - মিসৌরি নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৪. কলোরাডো নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৫. মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কী ? মিসৌরি। 

২৬. উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কী ? মিসিসিপি - মিসৌরি। 

২৭. কোন নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ? সেন্ট লরেন্স। 

২৮. কোন নদীর শুস্ক প্রবাহপথে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে ? কলোরাডো। 

২৯. কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে ? টেনেসি। 

৩০. মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী ?
কলোরাডো। 

৩১. উত্তর আমেরিকার কোন জলবায়ু অঞ্চলে নরম কাঠের অরণ্য দেখা যায় ?
তৈগা জলবায়ু অঞ্চলে। 

৩২. কোন রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ? ডাকোটা। 

৩৩. কোন অঞ্চলকে '' পৃথিবীর রুটির ঝুড়ি '' বলা হয় ? প্রেইরি তৃণভূমি অঞ্চল। 

৩৪. কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে ? ইরি ও অন্টারিও। 

৩৫. উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ - ইস্পাত কেন্দ্র কোনটি ? শিকাগো - গ্যারি। 

৩৬. উত্তর আমেরিকার বৃহত্তম মোটরগাড়ি নির্মানকেন্দ্র কোনটি ? ডেট্রয়েট। 

৩৭. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ? শিকাগো। 

৩৮. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি ? বাফেলো। 

৩৯. পৃথিবীর রবার রাজধানী কাকে বলে ? অ্যাক্রন।   

৪০. শস্যাবর্তন পদ্ধতি কাকে বলে ? 
একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে বিভিন্ন ফসলের চাষ পর্যায়ক্রমে করা হল শস্যাবর্তন।   


৪১. শিকাগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? মিশিগান। 

৪২. কানাডার শিল্ড অঞ্চলটির আকৃতি কীরূপ ? V

৪৩. কানাডার শিল্ড অঞ্চলটি কোন শিলা দ্বারা গঠিত ? গ্রানাইট ও ফেল্ডসপার / চুনাপাথর ও বেলেপাথর / গ্রানাইট ও নিস।  

৪৪. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ? সাডবেরি। 

৪৫. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি ? টিমিনিস। 

৪৬. উত্তর আমেরিকার কোন দেশ নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে ?
কানাডা। 

৪৭. কানাডার শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই চামড়া বা ফার শিল্প গড়ে উঠেছে।  সত্য / মিথ্যা।

৪৮. উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয়।  সত্য / মিথ্যা।

৪৯. উত্তর আমেরিকার উত্তরে অবস্থিত আটলান্টিক মহাসাগর।  সত্য / মিথ্যা

৫০. উত্তর আমেরিকার পূর্বদিকের উচ্চভূমিকে লরেন্সিয় মালভূমিও বলা হয়।  সত্য / মিথ্যা।  

৫১. কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান উপাদান - গাছ / পাতা / কাঠ / কার্পাস। 

৫২. কোনটি কানাডার শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ নয় ? বনভূমির পর্যাপ্ত কাঠ / উন্নত কৃষি উৎপাদন / উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা / সমৃদ্ধ খনিজ সম্পদ। 

৫৩. কানাডার শিল্ড অঞ্চল হল - নবীন পার্বত্য অঞ্চল / প্রাচীন পার্বত্য অঞ্চল / ক্ষয়প্রাপ্ত মালভূমি। 

৫৪. শিল্ড কথার অর্থ - শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখন্ড / শক্ত পাথুরে অনুর্বর ভূখন্ড / নদী তীরবর্তী শিল্পাঞ্চল। 

৫৫. পৃথিবীতে মোট - ৯ / ১০ / ১১ / ১৫ - টি শিল্ড অঞ্চল রয়েছে। 

৫৬. পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল হল - কানাডিয়ান শিল্ড / অস্ট্রেলিয়ান শিল্ড / আরবীয় শিল্ড। 

৫৭. কানাডীয় শিল্ডের অপর নাম - কানাডীয় শিল্পাঞ্চল / লোরেন্সিয় মালভূমি / প্রেইরি সমভূমি। 

৫৮. কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর - নবীনতম / প্রাচীনতম - ভূখন্ডের অন্তর্গত। 

৫৯. কানাডার শিল্ড অঞ্চলের উত্তর অংশটি কোন জলবায়ুর অন্তর্গত ? অতি শীতল তুন্দ্রা জলবায়ু / শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু  / নিরক্ষীয় জলবায়ু। 

৬০. উত্তর আমেরিকার কোন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় ? শিকাগো / মিশিগান / উইসকনসিন। 

৬১. কে উত্তর আমেরিকার পাঁচটি হ্রদকে যুক্ত করেছে ? সেন্ট লরেন্স / সুপিরিয়র / ওহিও / মিশিগান। 

৬২. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির ? অতি শীতল তুন্দ্রা জলবায়ু / শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু  / নিরক্ষীয় জলবায়ু।  

৬৩. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি - মিশিগান / ইন্ডিয়ানা / মেসাবি / ওহিও। 

৬৪. স্বাভাবিক উদ্ভিদ এলাকায় '' বৃহৎ চাঁদোয়া '' দেখা যায় - তুন্দ্রা / তৈগা / লরেন্সিয় / শীতল নাতিশীতোষ্ণ - জলবায়ু অঞ্চলে। ******

৬৫. কোন জলবায়ু অঞ্চলে মিশ্র অরণ্য দেখা যায় ? তুন্দ্রা / তৈগা / লরেন্সিয় / শীতল নাতিশীতোষ্ণ - জলবায়ু অঞ্চলে। 

৬৬. উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি - ত্রিভুজের মত / ওল্টানো সরার মত / ওল্টানো ত্রিভুজের মত। 

৬৭. কর্ডিলেরা সৃষ্টি হয়েছে কতকগুলো সমান্তরাল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা নিয়ে। 

৬৮. কোন অঞ্চল বৃহৎ সমভূমি বা Great Plain নামে পরিচিত ? কর্ডিলেরা / মধ্যভাগের সমভূমি / লরেন্সিয় উচ্চভূমি। 

৬৯. কানাডীয় শিল্ড অঞ্চলে বৃষ্টিপাত হয় - গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে। 

৭০. উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা হল - হ্রদ অঞ্চল / কানাডার শিল্ড অঞ্চল / প্রেইরি তৃণভূমি অঞ্চল / লরেন্সিয় উচ্চভূমি। 

You May Also Like

0 comments