Class VIII : History : 8th Chapter DAQ অষ্টম শ্রেণী : ইতিহাস : অষ্টম অধ্যায় : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।

by - September 07, 2025

Class VIII : History : 8th Chapter DAQ 

অষ্টম শ্রেণী : ইতিহাস : অষ্টম অধ্যায় : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 




অষ্টম শ্রেণী : ইতিহাস : অষ্টম অধ্যায় : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


২/৩ মার্ক 

১. আলিগড় আন্দোলনের উদ্দেশ্য। 
২. আলিগড় আন্দোলনের গুরুত্ব। 
৩. টীকা : সিমলা দৌত্য। 
৪. টীকা : জিন্নার চৌদ্দ দফা দাবী। 
৫. টীকা : দ্বি - জাতি তত্ত্ব। 
৬. টীকা : লখনৌ চুক্তি। 
৭. খিলাফৎ আন্দোলনের গুরুত্ব। 
৮. লখনৌ চুক্তির গুরুত্ব। 
৯. টীকা : পুণা চুক্তি। 
১০. ভারতীয় মুসলিমরা খিলাফৎ আন্দোলন শুরু করেছিল কেন ? 
১১. ভারতে হিন্দু - মুসলিম সম্পর্কের ক্ষেত্রে ১৯৩০ সাল গুরুত্বপূর্ণ কেন ?  
১২. টীকা : পাকিস্তান প্রস্তাব। 


৫ মার্ক 

১. আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। 
অথবা , মুসলিম সমাজের আধুনিকীকরণের ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। 

২. ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উত্থানের কারণগুলি লেখ। 
অথবা , হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনের কারণ। 

৩. ভারত বিভাগের প্রক্রিয়াটির বর্ণনা দাও। 
অথবা , ১৯৪০ - ১৯৪৭ খ্রিস্টাব্দের মধ্যে কীভাবে ভারত - ভাগ স্পষ্ট হয়ে উঠল ? 

৪. ভারত বিভাগ কি অনিবার্য ছিল ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।   

You May Also Like

0 comments