Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

অষ্টম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VIII History 4th Chapter Descriptive type questions.


অষ্টম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VIII History 4th Chapter Descriptive type questions.


বিভাগ - ক [ এই অংশের সকল প্রশ্নের উত্তর নোট বই থেকে পড়লে ভালো হয়। ] 
 
১. চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা কর। 
২. চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা কর। 
৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলনের উদ্দেশ্যগুলি কী কী ছিল ? 
৪. ঔপনিবেশিক অর্থনীতির বৈশিষ্টগুলি আলোচনা কর। 
৫. কোম্পানির আমলে ভারতে বস্ত্রশিল্পের অবনতির কারণগুলি আলোচনা কর। 
অথবা , অবশিল্পায়ন কাকে বলে ? এর কারণগুলি কী কী ছিল ? 
৬. অবশিল্পায়নের প্রভাব / ফলাফল সম্পর্কে আলোচনা কর। 
৭. ভারতে রেলপথ স্থাপনের পেছনে কোপানির উদ্দেশ্য কী কী ছিল ? 
৮. পলাশীর যুদ্ধের পর থেকে কীভাবে সম্পদের নির্গমন ঘটে - তা আলোচনা কর। 
৯. রেলপথ স্থাপনের প্রভাব / ফলাফল আলোচনা কর। 
১০. টীকা : দাক্ষিণাত্য হাঙ্গামা। 
১১. চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি ও মহালওয়ারি বন্দোবস্তের তুলনামূলক আলোচনা কর।  
১২. ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হত ?   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

বিভাগ : খ [ ২ মার্কের প্রশ্ন ] 

১. চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে ? 
২. চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলনের উদ্দেশ্য কী ছিল ? 
৩. সূর্যাস্ত আইন কাকে বলে ? 
৪. রায়তওয়ারি বন্দোবস্ত কাকে বলে ? 
৫. মহলওয়ারি বন্দোবস্ত কাকে বলে ? 
৬. অর্থনীতির আধুনিকীকরণ কাকে বলে ? 
৭. দাদন প্রথা কাকে বলে ? 
৮. দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয় ? 
৯. প্রজাস্বত্ব আইন কাকে বলে ? 
১০. অবশিল্পায়ন কাকে বলে ? 
১১. ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল ? 
১২. ভারতের প্রথম রেলপথ কার উদ্যোগে , কবে , কোথায় চালু হয় ? 
১৩. কৃষির বাণিজ্যিকীকরণ কাকে বলে ? 
১৪. ভাইয়াচারি বন্দোবস্ত কাকে বলে ? 
১৫. আমিনি কমিশন কী ? 
১৬. পত্তনি প্রথা কাকে বলে ? 
১৭. সম্পদের বহির্গমন কাকে বলে ? 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
 
Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : ইতিহাস দ্বিতীয় অধ্যায় : আঞ্চলিক শক্তির উত্থান : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 

Class VIII History 2nd Chapter. DAQ



অষ্টম শ্রেণী : ইতিহাস দ্বিতীয় অধ্যায় : আঞ্চলিক শক্তির উত্থান : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 

১. মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখ [৫] [পৃষ্ঠা ১৩ বা নোট বই থেকে পড়তে হবে ] 
২. ফারুকশিয়ারের ফরমান। [২/৩] [ পৃষ্ঠা ১৯ ; নাম্বারিং করে লিখতে হবে। ] 
৩. পলাশির যুদ্ধের কারণ। [ পৃষ্ঠা ২১ ; তবে এই প্রশ্নটি নোট বই থেকে পড়লে ভালো হয়। ] 
৪. অন্ধকূপ হত্যা। [ পৃষ্ঠা ২২ ] 
৫. কবে , কাদের মধ্যে অলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ? এই সন্ধির শর্তগুলো কী কী ছিল ? [ পৃষ্ঠা ২৩ ; শর্তগুলো নাম্বারিং করে লিখতে হবে। ] 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৬. পলাশির লুন্ঠন কাকে বলে ? [ পৃষ্ঠা ২৩ ] 
৭. বক্সারের যুদ্ধের কারণগুলি লেখ। [ পৃষ্ঠা ২৪ ; তবে এই প্রশ্নটি নোট বই থেকে পড়লে ভালো হয়। ] 
৮. কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর। [ পৃষ্ঠা ২৫ ] 
৯. দ্বৈত শাসন কাকে বলে ? [ পৃষ্ঠা ২৬ ] 
১০. রেসিডেন্ট কাদের বলা হত ? তাঁদের কাজ কী ছিল ? [ পৃষ্ঠা ২৯ ] 
১১. অধীনতামূলক মিত্রতা নীতি। [ নোট বই থেকে ] 
১২. স্বত্ববিলোপ নীতি। [ নোট বই থেকে ] 
১৩. আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদের উত্থান সম্পর্কে আলোচনা কর। [ পৃষ্ঠা ১৮ ] 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

   
Share
Tweet
Pin
Share
No comments

Class VIII History 1st Chapter. 

অষ্টম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। 



Class VIII History 1st Chapter. 

অষ্টম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। 

১. আধুনিক শব্দটি এসেছে _______________________ শব্দ থেকে। 
২. আধুনিক শব্দের অর্থ - 
৩. আধুনিক ভারতের ইতিহাস শুরু হয়েছে - পলাশীর যুদ্ধের পর থেকে / স্বাধীনতা লাভের পর থেকে / ইতিহাস গবেষণার পর থেকে / আধুনিক যুগ থেকে। 
৪. রাজাবলি কার লেখা ? 
৫. History of British India - কার লেখা ? 
৬. ঔরঙ্গজেব মারা যান - ১৭০৭ / ১৭৫৭ / ১৭৪৭ / ১৮০৭ - সালে। 
৭. পলাশির যুদ্ধ হয় -  ১৭০৭ / ১৭৫৭ / ১৭৪৭ / ১৮০৭ - সালে। 
৮. ইলতুৎমিস কাকে উত্তরাধিকারী নির্বাচন করে যান ? 
৯. ভারত বিভাজন হয় _________________ সালে। 
১০. কাকে জাতীয় কংগ্রেসের জনক হিসাবে মনে করা হয় ? 
১১. হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয় - ১৯৩৭ / ১৯৩৮ / ১৯৩৯ / ১৯৪২ - সালে। 
১২. ত্রিপুরী অধিবেশন অনুষ্ঠিত হয় - ১৯৩৭ / ১৯৩৮ / ১৯৩৯ / ১৯৪২ - সালে। 
১৩. সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেন - ১৯৩৭ / ১৯৩৮ / ১৯৩৯ / ১৯৪২ - সালে। 
১৪. সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন - তিতুমীর / বিরসা মুন্ডা / সিধু / বুদ্ধ ভগৎ। 
১৫. অন্ধকূপ হত্যার তত্ত্ব প্রচার করেছিলেন কে ? 
১৬. অন্ধকূপ হত্যার তত্ত্ব প্রচার করা হয়েছিল কার বিরুদ্ধে ? 
১৭. বাংলায় নীলচাষ করা হত - ভারতের / ইংল্যান্ডের / আমেরিকার - কাপড় কলের কথা মাথায় রেখে। 
১৮. জেম্স মিল ভারতের ইতিহাসকে ক'টি জুগে ভাগ করেছেন ও কী কী ? 
১৯. ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখ। 
২০. যুগ - বলতে কী বোঝ ? 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণি : ইতিহাস দ্বিতীয় অধ্যায় : MCQ & SAQ 



অষ্টম শ্রেণি : ইতিহাস দ্বিতীয় অধ্যায় : MCQ & SAQ 

অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের MCQ , SAQ ও অতি সংক্ষিপ্ত , সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নোত্তরগুলির সংযোজন করা হয়েছে। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য এবং সাধারণ জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীচে দেওয়া প্রশ্নোত্তরগুলি ছাড়াও এই অধ্যায় থেকে যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পাওয়ামাত্র এখানে আপডেট করা হবে।   

১. ঔরঙ্গজেব কবে মারা যান ? ১৭৫৭ / ১৭৭০ / ১৭০৭ / ১৭১৭ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭০৭ খ্রিস্টাব্দে। 

২. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ? ১৮৩৮-৩৯ / ১৭৩৮-৩৯ / ১৮৫৬-৫৭ / ১৭৫৬-৫৭ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৩৮-৩৯ খ্রিস্টাব্দে। 

৩. অষ্টাদশ / সপ্তদশ / ষোড়শ / ঊনবিংশ - শতকের মাঝামাঝি সময়ে মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। 
উত্তর : অষ্টাদশ। 

৪. মুর্শিদকুলি খান ছিলেন - আকবর / বাবর / ঔরঙ্গজেব / শাহজাহান - কর্তৃক নিযুক্ত বাংলার দেওয়ান। 
উত্তর : ঔরঙ্গজেব। 

৫. বাংলার দেওয়ান পদে মুর্শিদকুলি খানকে পাকাপাকিভাবে নিযুক্ত করেন - ঔরঙ্গজেব / সিরাজউদদৌলা / ফারুখশিয়ার / বাহাদুর শাহ। 
উত্তর : ফারুখশিয়ার।    

৬. কবে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিমপদ দেওয়া হয় ? ১৭০৭ / ১৭৯৭ / ১৭১৭ / ১৭৫৭ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭১৭ খ্রিস্টাব্দে। 

৭. আঞ্চলিক শক্তি হিসাবে কার নেতৃত্বে বাংলার উত্থান ঘটে ? সিরাজউদদৌলা / মিরকাশিম / মীরজাফর / মুর্শিদকুলি খান। 
উত্তর : মুর্শিদকুলি খান। 

৮. মুর্শিদকুলি খানকে লেখা ঔরঙ্গজেবের চিঠিগুলি কোন ভাষায় লেখা ? বাংলা / হিন্দি / উর্দু / ফারসি। 
উত্তর : ফারসি। 

৯. মুর্শিদকুলি খানকে লেখা ঔরঙ্গজেবের চিঠিগুলি বাংলায় অনুবাদ করেছেন কে ? সুমিত সরকার / যদুনাথ সরকার / পার্সিভ্যাল স্পিয়ার / অক্ষয়কুমার দত্ত। 
উত্তর : যদুনাথ সরকার। 

১০. কার আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদারশ্রেণি তৈরী হয় ?   সিরাজউদদৌলা / মিরকাশিম / মীরজাফর / মুর্শিদকুলি খান। 
উত্তর : মুর্শিদকুলি খান। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. মুর্শিদকুলির আমলে সর্বাধিক প্রভাবশালী মূলধন বিনিয়োগকারী বা বণিকরাজা কে ছিলেন ? উমিচাঁদ / খোঁজা ওয়াজিদ / রায়দুর্লভ / জগৎ শেঠ। 
উত্তর : জগৎ শেঠ। 

১২. কবে মুর্শিদকুলি খান মারা যান ? ১৭২৭ / ১৭১৭ / ১৭৫৭ / ১৭১৯ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭২৭ খ্রিস্টাব্দে। 

১৩. মুর্শিদকুলি খানের পর বাংলার নবাব কে হন ? সিরাজউদদৌলা / আলিবর্দি খান / মিরকাশিম / মীরজাফর। 
উত্তর : আলিবর্দি খান। 

১৪. আলিবর্দি খান কবে মারা যান ? ১৭৫৬ / ১৭৫৭ / ১৭৬৪ / ১৭৬৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৫৬ খ্রিস্টাব্দে। 

১৫. আলিবর্দির পর কে বাংলার নবাব হন ? সিরাজউদদৌলা / মিরকাশিম / মিরজাফর / জগৎ শেঠ। 
উত্তর : সিরাজউদদৌলা। 

১৬. বর্গি কাদের বলা হত ? মোগলদের / ইংরেজদের / ফরাসিদের / মারাঠাদের। 
উত্তর : মারাঠাদের। 

১৭. কবে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয় ? ১৭৫১ / ১৭৫৭ / ১৭৬৪ / ১৭৬৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৫১ খ্রিস্টাব্দে। 

১৮. কে ঔরঙ্গজেবের কাছ থেকে '' চিন কুলিচ খান '' উপাধি কে পেয়েছিলেন ? ফারুখশিয়ার / কামারুদ্দিন খান সিদ্দিকি / হোসেন শাহ / শওকত জঙ্গ।  
উত্তর : কামারুদ্দিন খান সিদ্দিকি। 

১৯. আসফ খাঁ কবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ? ১৭১৭ / ১৭২৪ / ১৭৩৫ / ১৭৫৭ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭২৪ খ্রিস্টাব্দে। 

২০. হায়দ্রাবাদের শাসককে বলা হত - রাজা / সুলতান  / নবাব / নিজাম। 
উত্তর : নিজাম। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে ? উমর খান / সফদর জং / সাদাৎ খান / ফারুখশিয়ার। 
উত্তর : সাদাৎ খান। 

২২. ফারুখশিয়ার কবে ফরমান জারি করেন ? ১৭১৭ / ১৭৫৭ / ১৭৭০ / ১৭৬৪ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭১৭ খ্রিস্টাব্দে। 

২৩. সিরাজদৌলা - গ্রন্থের লেখক কে ? অক্ষয়কুমার দত্ত / যদুনাথ সরকার / সুমিত সরকার / অক্ষয়কুমার মৈত্রেয়। 
উত্তর : অক্ষয়কুমার মৈত্রেয়। 

২৪. কবে সিরাজের বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে ? ১৯৫৬ এর ১৪ ই জুন / ১৯৫৬ এর ২৩ জুন / ১৭৫৬ এর ২০ জুন / ১৭৫৬ এর ২৩ জুন। 
উত্তর : ১৭৫৬ এর ২০ জুন। 

২৫. কলকাতা দখল করে সিরাজ কলকাতার নাম দেন - আলিনগর / মায়ানগর / সিরাজনগর / পলাশি। 
উত্তর : আলিনগর। 

২৬. অন্ধকূপ হত্যা তত্ত্বের প্রবক্তা কে ? লর্ড ক্লাইভ / লর্ড ওয়েলেসলি / হলওয়েল / টমাস মুনরো। 
উত্তর : হলওয়েল। 

২৭. কে অন্ধকূপ হত্যা তত্ত্বকে '' অতিরঞ্জন '' বলে প্রমাণ করেছিলেন ? অক্ষয়কুমার মৈত্রেয় / সুমিত সরকার / যদুনাথ সরকার / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
উত্তর : অক্ষয়কুমার মৈত্রেয়। 

২৮. সিরাজ ও ক্লাইভের মধ্যে অলিনগরের সন্ধি কবে হয় ? ১৭৫৬ / ১৭৫৭ / ১৭৬০ / ১৭৬৪ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৫৭ খ্রিস্টাব্দে। 

২৯. পলাশির যুদ্ধ কবে হয় ? ১৭৫৭ এর ২৩ জুন / ১৭৫৭ এর ২০ জুন / ১৭৫৭ এর ২৩ জুলাই / ১৭৫৭ এর ২৩ ডিসেম্বর। 
উত্তর : ১৭৫৭ এর ২৩ জুন। 

৩০. পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ? মুর্শিদকুলি খান / আলিবর্দি খান / মীরজাফর / মিরকাশিম। 
উত্তর : মীরজাফর। 

৩১. মীরজাফরের পর কোম্পানি কাকে বাংলার নবাবী পদে অধিষ্ঠিত করে ? মীরণ / মিরকাশিম / রেজা খাঁ / নিজামউদদৌলা। 
উত্তর : মিরকাশিম। 

৩২. মিরকাশিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে কোথায় স্থানান্তরিত করেন ? কলকাতা / ভাগলপুর / মুঙ্গের / পাটনা। 
উত্তর : মুঙ্গের। 

৩৩. বক্সারের যুদ্ধ কবে সংঘঠিত হয় ? ১৭৫৭ / ১৭৫৯ / ১৭৬৪ / ১৭৬৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৬৪ খ্রিস্টাব্দে। 

৩৪. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা , বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ?   ১৭৫৭ / ১৭৫৯ / ১৭৬৪ / ১৭৬৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৬৫ খ্রিস্টাব্দে।    

৩৫. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বাংলা , বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ? মোগল সম্রাট ঔরঙ্গজেব / সিরাজউদদৌলা / মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ  / মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম।   
উত্তর : মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 

৩৬. বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন ?  মোগল সম্রাট ঔরঙ্গজেব / সিরাজউদদৌলা / মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ  / মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম।  
উত্তর : উত্তর : মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 

৩৭. দেওয়ানি লাভের পর দ্বৈত শাসন ব্যবস্থা কতদিন চলেছিল ? ১৭৬৫ - ৭২ / ১৭৭২ - ৭৭ / ১৭৫৭ - ৬৫ / ১৭৬৫ - ৮২। 
উত্তর : ১৭৬৫ - ১৭৭২ খ্রিস্টাব্দ। 

৩৮. ছিয়াত্তরের মন্বন্তর কোন বঙ্গাব্দে হয়েছিল ? ১৭৭৬ / ১৭৭০ / ১১৭০ / ১১৭৬ - বঙ্গাব্দে। 
উত্তর : ১১৭৬ খ্রিস্টাব্দে। 

৩৯. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল ?  ১৭৭৬ / ১৭৭০ / ১১৭০ / ১১৭৬ - খ্রিস্টাব্দে । 
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে। 

৪০. মন্বন্তর প্রবন্ধটি কার লেখা ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / রবীন্দ্রনাথ ঠাকুর / অক্ষয়কুমার মৈত্রেয় / অক্ষয়কুমার দত্ত। 
উত্তর : অক্ষয়কুমার মৈত্রেয়। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৪১. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ? লর্ড কার্জন / লর্ড কর্নওয়ালিস / লর্ড ওয়েলেসলি / লর্ড ডালহৌসি। 
উত্তর : লর্ড ওয়েলেসলি। 

৪২. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ? লর্ড কার্জন / লর্ড কর্নওয়ালিস / লর্ড ওয়েলেসলি / লর্ড ডালহৌসি। 
উত্তর : লর্ড ডালহৌসি। 

৪৩. কোন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেছিলেন ? বাংলার নবাব / হায়দ্রাবাদের নিজাম / পাঞ্জাবের রণজিৎ সিং / বালাজি বাজিরাও। 
উত্তর : হায়দ্রাবাদের নিজাম। 

৪৪. মোট ক'টি ইঙ্গ - মহীশুর যুদ্ধ সংঘটিত হয়েছিল ? ২ / ৩ / ৪ / ৫ - টি। 
উত্তর : চারটি। 

৪৫. কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন ? প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ - ইঙ্গ মহীশুর যুদ্ধে।
উত্তর : চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধে। 

৪৬. কোন বছর চতুর্থ ইঙ্গ - মহীশুর যুদ্ধ সংগঠিত হয় ? ১৭৮২ / ১৮০৩ / ১৭৯২ / ১৭৯৯ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৯৯ খ্রিস্টাব্দে। 

৪৭. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ? ত্রিবান্দম / সাতারা / শ্রীরঙ্গপত্তম / পুনে। 
উত্তর : শ্রীরঙ্গপত্তম। 

৪৮. কোন যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে ? পলাশির যুদ্ধ / বক্সারের যুদ্ধ / শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ / বন্দিবাসের যুদ্ধ। 
উত্তর : বন্দিবাসের যুদ্ধ। 

৪৯. সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে সংঘঠিত হয় ? ইংরেজ ও মারাঠা / ইংরেজ ও বাংলার নবাব / ইংরেজ ও অযোধ্যার নবাব / ইংরেজ ও হায়দ্রাবাদের নিজাম। 
উত্তর : মারাঠা ও ইংরেজ। 

৫০. সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? ১৭৯২ / ১৭৮২ / ১৮০৩ / ১৭৯৯ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৭৮২ খ্রিস্টাব্দে। 

৫১. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? কোম্পানি ও পেশোয়া / কোম্পানি ও নিজাম / কোম্পানি ও বাংলার নবাব / কোম্পানি ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 
উত্তর : কোম্পানি ও পেশোয়া। 

৫২. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? ১৮০৩ / ১৭৯২ / ১৭৯৯ / ১৮০২ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮০২ খ্রিস্টাব্দে। 

৫৩. কোন যুদ্ধের পর মারাঠা রাজ্যে পেশোয়া পদ বিলুপ্ত করে দেওয়া হয় ? প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ইঙ্গ - মারাঠা যুদ্ধে। 
উত্তর : তৃতীয় ইঙ্গ - মারাঠা যুদ্ধে। 

৫৪. লাহোরের চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ১৮৪০ / ১৮৪২ / ১৮৪৪ / ১৮৪৬ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৪৬ খ্রিস্টাব্দে।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
   
                    
১. মুঘল রাষ্ট্রের অধীনস্থ তিনটি প্রধান আঞ্চলিক শক্তির নাম কী কী ? 
উত্তর : বাংলা , হায়দ্রাবাদ ও অযোধ্যা। 
 
২. মুর্শিদকুলি খানের আমলে একজন প্রধান হিন্দু ব্যবসায়ী ও একজন প্রধান আর্মেনীয় ব্যবসায়ীর নাম কর।  
উত্তর :  হিন্দু ব্যবসায়ী ছিলেন উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ীর নাম খোজা ওয়াজিদ।  

৩. বণিকরাজা কাদের বলা হত ? উদাহরণ দাও। 
উত্তর : মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। এদের বণিকরাজা বলা হত। এই বণিকরাজাদের মধ্যে প্রধান ছিলেন - উমিচাঁদ , খোজা ওয়াজিদ , জগৎ শেঠ। 
  
৪. মারাঠাখাল কী ? 
উত্তর : বর্গিহানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া হয়েছিল। একে বলা হত মারাঠাখাল। 
 
৫. বাংলায় কোন তিনটি বিদেশি কোম্পানি ক্ষমতাশালী হয়ে উঠেছিল ? 
উত্তর : ব্রিটিশ , ওলন্দাজ ও ফরাসি। 

৬. ফারুখশিয়ার কর্তৃক যে ফরমান জারি করা হয়েছিল , তার মূল বক্তব্য কী ছিল ? 
উত্তর : ১৭১৭ খ্রিস্টাব্দে জারি করা ফারুখশিয়ারের ফরমানের মূল বক্তব্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সুযোগ - সুবিধা দেওয়া হবে। যেমন - 
(ক ) ব্রিটিশ কোম্পানি বার্ষিক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করতে পারবে। 
(খ ) ব্রিটিশ কোম্পানিকে বাণিজ্যের জন্য কোনো শুল্ক দিতে হবে না। 
(গ ) ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি ৩৮ টি গ্রামের জমিদারি ক্রয় করতে পারবে। 
(ঘ ) কোম্পানির পণ্য কেউ চুরি করলে নবাব তার ক্ষতিপূরণ দেবেন। 
(ঙ ) কোম্পানির জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। 
(চ ) কোম্পানি কলকাতায় নবাবের টাঁকশাল ব্যবহার করতে পারবে। 

   
৭. কবে , কাদের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ? এই সন্ধির ফলে ইংরেজ কোম্পানি কী কী সুবিধালাভ করেছিল ? বা , আলিনগরের সন্ধির শর্তগুলো কী কী ছিল ?   
উত্তর : ১৭৫৭ সালের ফেব্রুয়ারি মাসে কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদদৌলার আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে - 
(ক ) ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। 
(খ ) নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান করেন। 
(গ ) কোম্পানি কলকাতায় নিজেদের দুর্গ নির্মাণের অধিকার পায়। 
(ঘ ) কোম্পানি নিজেদের মুদ্রা বা সিক্কা তৈরির অধিকার পায়। 
  
৮. পলাশির লুন্ঠন কাকে বলে ? 
উত্তর : পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে ১ কোটি ৭৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করে কোম্পানি। এছাড়াও ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদাধিকারীরা মীরজাফরের কাছ থেকে মোট প্রায় তিন কোটি টাকার সম্পদ আদায় করে। কোম্পানির তরফে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকে পলাশির লুন্ঠন বলা হয়। এর ফলে নবাবের কোষাগার শুন্যে পরিণত হয়। 
      
৯. কোম্পানির বিরুদ্ধে মিরকাশিমের বিভিন্ন পদক্ষেপগুলি কীকী ছিল ? 
উত্তর : (ক ) রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। 
(খ ) আধুনিক সেনাবাহিনী গড়ে তোলেন। 
(গ ) সেনাবাহিনীতে ফরাসি , আফগান , পর্তুগিজ - প্রমুখ যোদ্ধা জাতিকে নিজ সেনাদলে অন্তর্ভুক্ত করেন। 
(ঘ ) ক্ষমতাবান জগৎ শেঠদের থেকে দূরত্ব বজায় রাখেন। 
        
১০. বক্সারের যুদ্ধে মিরকাশিম কাদের নিয়ে ইংরেজ বিরোধী জোট গঠন করেন ? 
উত্তর : অযোধ্যার শাসক সুজা - উদ - দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে নিয়ে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
 
১১. কবে , কোন সন্ধির মাধ্যমে কোম্পানি বাংলা , বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ? 
উত্তর : ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তির মাধ্যমে। 
(ক ) প্রথম চুক্তি হয় অযোধ্যার নবাব সুজা উদ দৌলার সঙ্গে। এই চুক্তির মাধ্যমে কোম্পানিকে বার্ষিক ৫০ লক্ষ টাকা প্রদানের বিনিময়ে সুজা উদ দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান। 
(খ ) দ্বিতীয় চুক্তিটি হয় কোম্পানি ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে। এই চুক্তির শর্ত অনুসারে কোম্পানি মোগল সম্রাটকে বার্ষিক ২৬ লক্ষ টাকা প্রদানের বিনিময়ে বাংলা , বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।             

১২. দ্বৈত শাসন কাকে বলে ? 
উত্তর : ১৭৬৫ সালে কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় এক নতুন ধরণের শাসনতন্ত্র কায়েম হয়। একদিকে রাজনৈতিক ও নিয়ামতের দায়িত্ব ছিল নবাবের হাতে ; অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে থাকলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 

১৩. কোম্পানির রাজত্বে '' রেসিডেন্ট '' নামে কারা পরিচিত ছিলেন ? 
উত্তর : ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলেই ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাত। নিজেদের ব্যবসায়িক স্বার্থরক্ষার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত কোম্পানি। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল।   

১৪. লর্ড ওয়েলেসলি কীভাবে অধীনতামূলক মিত্রতানীতি প্রয়োগের মাধ্যমে দেশীয় রাজ্য গ্রাস করতেন ? 
উত্তর : ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি ঐ নীতি প্রয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভারতের আঞ্চলিক শক্তিগুলির বিবাদজনিত অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসাবে তুলে ধরতেন। তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করতেন। 
 
১৫. কবে , কোন যুদ্ধে ইংরেজদের হাতে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে ? 
উত্তর : ১৭৬০ খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে বা তৃতীয় কর্ণাটক যুদ্ধে ইংরেজদের হাতে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।


Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates