VIII / Geography / 5th chapter / মেঘ ও বৃষ্টি

VIII / Geography / 5th chapter / মেঘ ও বৃষ্টি / 
A . বিকল্প চয়ন প্রশ্নাবলী (MCQ ) [ ১০]
১. কোন ধরণের মেঘ দেখতে পেঁজা তুলোর মতো ?
সিরাস  /  সিরোকিউমুলাস /  অল্টোকিউমুলাস / স্ট্র্যাটোকিউমুলাস।
২. কোন ধরণের মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে ?
সিরাস  /  সিরোকিউমুলাস /  অল্টোকিউমুলাস / স্ট্র্যাটোকিউমুলাস।
৩. কোন ধরণের মেঘ Bumpy Cloud নামে পরিচিত ?
 সিরাস  /  সিরোকিউমুলাস /  অল্টোকিউমুলাস / স্ট্র্যাটোকিউমুলাস।
৪. কোন ধরণের মেঘ অনেকটা গম্বুজের মতো দেখতে ?
কিউমুলোনিম্বাস / কিউমুলাস /  অল্টোকিউমুলাস / স্ট্র্যাটোকিউমুলাস।
৫. কোন ধরণের মেঘের অপর নাম বজ্রমেঘ ?
কিউমুলোনিম্বাস / কিউমুলাস /  অল্টোকিউমুলাস / স্ট্র্যাটোকিউমুলাস।
৬. কোন ধরণের মেঘের উপরিভাগ অনেকটা ফুলকপির মতো ?
কিউমুলোনিম্বাস / কিউমুলাস /  অল্টোকিউমুলাস / স্ট্র্যাটোকিউমুলাস।
৭. বায়ুমন্ডলের কোন স্তরে মেঘের সৃষ্টি হয় ?
ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার / ম্যাগনেটোস্ফিয়ার।
৮. সাধারণতঃ মেঘের জলকণাগুলোর ব্যাস কত হয় ?
০.০০২  সেমি / ০.০২ সেমি / ২.০২ মিমি / ০.০২ মিমি।   
৯.  বৃষ্টিচ্ছায় অঞ্চল হল পর্বতের - অনুবাত / প্রতিবাত - ঢাল।
১০. ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে - সাইক্লোন / হ্যারিকেন / টাইফুন / তুফান - নামে পরিচিত।

B. অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী [ ১৫x ২ = ৩০]
১. কোন ধরণের মেঘকে বজ্রমেঘ বলে এবং কেন ?
২. বাষ্পীভবন কাকে বলে ?
৩. সম্পৃক্ত বায়ু কাকে বলে ?
৪. শিশিরাঙ্ক কাকে বলে ?
৫. ঘনীভবন কাকে বলে ?
৬. অধঃক্ষেপন কাকে বলে ?
৭. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ?
৮. ঘূর্ণবাতের চোখ কাকে বলে ?
৯. ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে কী নামে পরিচিত ?
১০. ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত ?
১১. ক্রান্তীয় ঘূর্ণবাত পূর্ব চিন সাগরে কী নামে পরিচিত ?
১২. স্লিট কাকে বলে ?
১৩. বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
১৪. সমবর্ষণ রেখা কাকে বলে ?
১৫. ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ।

C. ব্যাখ্যাধর্মী প্রশ্নাবলী [ ৫x৫= ২৫]
১. চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের সম্পূর্ণ প্রক্রিয়াটির বর্ণনা দাও।
২. চিত্রসহ শৈলৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে লেখ।
৩. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ? চিত্রসহ ও  উদাহরণসহ আলোচনা কর।
৪. ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কিভাবে সৃষ্টি হয় - চিত্রসহ আলোচনা করো।
৫. কীভাবে মেঘ সৃষ্টি হয় - চিত্রসহ আলোচনা করো।  
















  

Share
Tweet
Pin
Share