CLASS VII HISTORY 6TH CHAPTER SAQ MCQ

CLASS VII HISTORY 6TH CHAPTER SAQ MCQ


সপ্তম শ্রেণী ; ইতিহাস ; ষষ্ঠ অধ্যায় :-
১. নগর - শব্দটা এসেছে - ফারসি / বাংলা / সংস্কৃত / হিন্দি - থেকে।
Ans . - সংস্কৃত। 

২. শহর - শব্দটা এসেছে - ফারসি / বাংলা / সংস্কৃত / হিন্দি - থেকে।
Ans . - ফারসি। 

৩. মধ্যযুগে ভারতের নগরগুলি কোন সময়কালের মধ্যে গড়ে উঠেছিল ?
Ans . - খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে। 

৪. মধ্যযুগে রাজনীতি ও অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র ছিল কোন শহরটি ?
Ans . - দিল্লি। 

৫. মধ্যযুগে বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলির নাম কর।
Ans . - পান্ডুয়া , গৌড় , নবদ্বীপ , চট্টগ্রাম - ইত্যাদি। 

৬. আকবরের তৈরী নগরটির কী নাম ছিল ?
Ans . - ফতেপুর সিকরি। 

৭. মধ্যযুগে দাক্ষিণাত্যের প্রধান শহরগুলির নাম কর।
Ans . - বুরহানপুর , গোলকোন্ডা , বিজাপুর - ইত্যাদি। 

৮. মধ্যযুগে পশ্চিম ভারতের প্রধান শহরগুলির কী নাম ছিল ?
Ans . - আহমেদাবাদ ও সুরাট। 

৯. দিল্লি শহরটি কোন শৈলশিরার নিকট অবস্থিত ?
Ans . - আরাবল্লি। 

১০. দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans . - যমুনা। 

১১. মহাভারতে উল্লিখিত কোন নগরকে কেউ কেউ আধুনিক দিল্লির পূর্ববর্তী রূপ বলে মনে করেন ?
Ans . - ইন্দ্রপ্রস্থ। 

১২. কে , কবে দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন ?
Ans . - ১২০৬ খ্রিস্টাব্দে সুলতান কুতুবউদ্দিন আইবক। 

১৩. কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরী হয়েছিল কোন অঞ্চলকে কেন্দ্র করে ?
Ans . - রাজপুত শাসকদের শহর কিলা রাই পিথোরাকে কেন্দ্র করে। 

১৪. প্রথম দিল্লি বা কুতুব দিল্লি কাকে বলা হয় ?
 Ans . - কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরী হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলা রাই পিথোরাকে কেন্দ্র করে। একেই প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হয়। 

১৫.  গিয়াসপুর নামক শহরতলিটি কে তৈরী করেছিলেন ?
Ans . - গিয়াসউদ্দিন বলবন। 

১৬. কে নতুন শহর বা '' শহর - ই - নও '' তৈরী করেন ?
Ans . - জালালউদ্দীন খলজি। ( ইতিপূর্বে ইলতুৎমিশ - ও নতুন শহর তৈরী করেছিলেন। )

*** পাঠ্য পুস্তকে ৯৩ পাতায় যে শহর ও তাদের নির্মাতাদের নামের তালিকা দেওয়া হয়েছে - সেটা পড়তে হবে। 

১৭. কোন ঐতিহাসিক সুলতান ইলতুৎমিশের আমলে দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বর্ণনা দিয়েছেন ?
Ans . - ঐতিহাসিক ইসামি। 

১৮. মধ্যযুগে কোন শহর মুসলমান সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র ছিল ?
Ans . - বাগদাদ। 

১৯. বাগদাদের দুরবস্থার ফলে কোন শহরের গুরুত্ব বেড়ে যায় ?
Ans . - দিল্লি। 

২০. কীভাবে দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে ?
Ans . - মধ্যযুগে মুসলমান সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র ছিল বাগদাদ। কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। এইভাবে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের পীঠস্থান।  

২১. দিল্লির নাম কেন '' হজরত ই দিল্লি '' হয়েছিল ?
উত্তর :- মধ্যযুগে বাগদাদ ছিল ইসলাম সভ্যতার প্রধান কেন্দ্র। কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এর ফলে দিলির নামই হয়ে গিয়েছিল হজরত ই দিল্লি। 

২২. মধ্যযুগে দিল্লির সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিলেন ?
উত্তর :-নিজামউদ্দিন আউলিয়া। 

২৩. কার রাজত্বকালে নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে অবস্থান করেছিলেন ?
উত্তর :-সুলতান গিয়াসউদ্দিন তুঘলক। 

২৪. ফিরোজাবাদ শহরটি কে তৈরী করেছিলেন ?
উত্তর :-ফিরোজ তুঘলক। 

২৫. ফিরোজাবাদ শহরটির মধ্যমনি কী ছিল ? বা , প্রধান স্থান কোনটি ছিল ?
উত্তর :-ফিরোজ শাহ কোটলা। 

২৬. কোটলা - শব্দটির অর্থ কী ?
উত্তর :-দুর্গ। 

২৭. ফিরোজ শাহ কোটলা - শহরটি কোন নদীর পাড় বরাবর অবস্থিত ছিল ?
উত্তর :-যমুনা। 

২৮. ফিরোজ শাহ কোটলা - শহরটির স্থাপনের ফলে কী কী সুবিধা হয়েছিল ?
উত্তর :-(ক ) শহরে জলের সমস্যা দূর করা সম্ভব হয়েছিল। 
(খ ) নদীপথে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হল। 

২৯. দিল্লির বসতি কী ধরণের ছিল ? মিশ্র / একক / সমন্বিত / ধর্ম - বিভাজিত। 
উত্তর :-মিশ্র। 

৩০. '' কসবা '' বলতে কী বোঝ ?
উত্তর :-দিলির আশেপাশে প্রচুর ছোট শহর বা শহরতলি গড়ে উঠেছিল। এই শহরতলি গুলিকে কসবা বলা হত। 

৩১. মধ্যযুগে দিল্লির প্রধান সমস্যা ছিল - যোগাযোগ ব্যবস্থার সমস্যা / বৈদ্যুতিন আলোর সমস্যা / জলের সমস্যা / যমুনা নদীতে বন্যার সমস্যা। 
উত্তর :-জলের সমস্যা। 

৩২. সুলতানি আমলে '' হৌজ '' কাকে বলা হত ?
উত্তর :-জলের সমস্যা থেকে মুক্তির জন্য সুলতানরা বহু স্থানে পুকুর খুঁড়তেন। এই পুকুর গুলোকেই বলা হত '' হৌজ। '' 

৩৩. সুলতানি আমলে দিল্লি শহর ধীরে ধীরে যমুনা নদীর দিকে চলে যেতে থাকে কেন ?
উত্তর :-জলের সমস্যার জন্য। 

৩৪. দিল্লি শহরের জল সরবরাহের প্রধান উৎস কী ছিল ?
উত্তর :-হৌজ বা তালাও। 

৩৫. '' হৌজ ই সুলতানি '' বা '' হৌজ ই শামসি '' কে খনন করেছিলেন ?
উত্তর :-সুলতান ইলতুৎমিশ। 

৩৬. কার বর্ণনা থেকে  '' হৌজ ই সুলতানি '' বা '' হৌজ ই শামসি '' -র কথা জানা যায় ?
উত্তর :-ইবন বতুতা। 

৩৭. '' হৌজ ই আলাই '' কে খনন করেছিলেন ?
উত্তর :-আলাউদ্দিন খলজি। 

৩৮. '' হৌজ ই আলাই '' এর পরবর্তী নাম কী হয় ?
উত্তর :-হৌজ ই খাস। 

৩৯. কোন সুলতানের আমলে দিল্লি ও দৌলতাবাদের মধ্যে সড়কপথ প্রস্তুত করা হয় ?
উত্তর :-মহম্মদ বিন তুঘলক। 

৪০. সাড়ে তিনশো বছরের সুলতানি শাসনে দিল্লির শাসকেরা মোট কতবার তাদের শাসনকেন্দ্র বদলিয়েছিলেন ?
উত্তর :-এগারোবার। 

৪১. কার আমলে আগ্রা শহরের বিকাশ শুরু হয় ?
উত্তর :-১৫০৫ খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির আমলে। 

৪২. শেরশাহের রাজধানী কোন অঞ্চলে ছিল ?
উত্তর :-যমুনার পশ্চিম দিকে '' কিলা ই কুহনা '' বা পুরোনো কেল্লা। 

৪৩. শাহজানাবাদ শহরের পত্তন কে করেন ?
উত্তর :-মুঘল বাদশাহ শাহজাহান। 

৪৪. শাহজাহানের আমলে দিল্লির অবস্থা কীরূপ ছিল ?
উত্তর :-খ্রিস্টীয় সপ্তদশ শতকের মধ্য ভাগে মুঘল বাদশাহ শাহজাহান - এর সময়ে যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ নগরের পত্তন হলে দিল্লি পুনরায় রাজনৈতিক কেন্দ্র হিসেবে সরগরম হয়ে ওঠে। 

৪৫. ফতেপুর সিকরি কে তৈরী করেন ?
উত্তর :-সম্রাট আকবর। 

৪৬. কার স্মৃতির উদ্দেশে আকবর ফতেপুর সিকরি নগরটি নির্মাণ করেন ?
উত্তর :-শেখ সেলিম চিস্তির স্মৃতিধন্য সিকরি গ্রামে আকবর তাঁর নতুন রাজধানী ফতেপুর সিকরি শহরটি নির্মাণ করেন। 

৪৭. এলাহাবাদ দুর্গটি কোন দুই নদীর সন্ধিস্থলে অবস্থিত ছিল ?
উত্তর :-গঙ্গা ও যমুনা। 

৪৮. রাজপুতানায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দুর্গের নাম কর। 
উত্তর :-রোহটাস দুর্গ। 

৪৯. আকবরের আমলে মোগলরা কোন কোন গুরুত্বপূর্ণ দুর্গগুলি দখল করেছিল ?
উত্তর :-বুন্দেলখণ্ডের প্রধান দুর্গনগরী গোয়ালিয়র , রাজপুতানার চিতোর ও রণথম্ভোর এবং দাক্ষিণাত্যের আসিরগড় দুর্গ। 

৫০. মুঘলদের প্রধান শক্তি কেন্দ্র ছিল - উত্তর / দক্ষিণ - ভারতের দুর্গগুলি। 
উত্তর :-উত্তর ভারতের দুর্গগুলি। 

৫১. লালকেল্লার আয়তন ছিল আগ্রা দুর্গের - বহুগুন / দ্বিগুন / তিনগুন / চারগুন।
দ্বিগুন। 

৫২. শাহজাহানাবাদ শহর তৈরী প্রয়োজন হয়েছিল কেন ?
যমুনা নদীর পাড় বরাবর আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্থ হচ্ছিল। শহরের পথঘাটও ঘিঞ্জি হয়ে পড়ছিল। তাই একটি নতুন শহর তৈরির প্রয়োজন হয়েছিল। এর ফলে শাহজাহানাবাদ নগরের পত্তন ঘটে। 

৫৩. কোন শহরকে শাহজাহানের শহর বলা হয় ?
শাহজাহানাবাদ। 

৫৪. কবে শাহজাহানাবাদ শহরটি তৈরী করা হয় ?
১৬৩৯ খ্রিস্টাব্দে। 

৫৫. কবে শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন ?
১৬৪৮ খ্রিস্টাব্দে। 

৫৬. শাহজাহানের কন্যার নাম কী ?
জাহান আরা। 

৫৭. শাহজাহানাবাদের মুখ্য স্থাপত্যগুলো কী ছিল ?
লাল রঙের বেলে পাথরের তৈরী '' কিলা মুবারক '' যা '' লালকেল্লা '' নামেই পরিচিত ও জামা মসজিদ। 

৫৮. হাভেলি - কাকে বলা হত ?
শাহজাহানাবাদের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলিকে বলা হত হাভেলি। 

৫৯. শাহজাহানাবাদের নীচুস্তরের বাড়িগুলিকে কী বলা হত ?
মকান বা কোঠি। 

৬০. শাহজাহানাবাদের সবচেয়ে ছোট ঘরগুলিকে কী বলা হত ?
কোঠরি। 

৬১. শাহজাহানাবাদের রাজপথকে বাজার বলা হত কেন ?
শাহজাহানাবাদের রাজপথের দুপাশে সারিবদ্ধ দোকান ছিল - তাই শাহজাহানাবাদের রাজপথকে বাজার বলা হত। 

৬২. শাহজাহানাবাদে রাজপথ ক'টি ছিল ?
২ টি। 

৬৩. দেওয়ালির সময় শাহজাহানাবাদে প্রধান উৎসব ছিল কোনটি ?
দেওয়ালির সময় শাহজাহানাবাদের হিন্দু ও মুসলিম একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন '' চিরাগ - ই - দিল্লি ''- র ( দিল্লির প্রদীপ ) দরগায় আলোর উৎসব পালন করতো। 

৬৪. সুলতানি যাতায়াতের জন্য কোন কোন পথ ব্যবহার করা হত ?
সড়কপথ ও জলপথ। 

৬৫.  সুলতানি আমলে কত ধরণের বাণিজ্য হত ও কী কী ?
দুই ধরণের বাণিজ্য হত - প্রথমতঃ - গ্রাম ও শহরের বাণিজ্য ; দ্বিতীয়তঃ - দুটি শহরের মধ্যেকার বাণিজ্য। 

৬৬. সুলতানি আমলে গ্রাম থেকে শহরে প্রধানতঃ কোন কোন পণ্য আমদানি করা হত ?
নানা রকমের খাদ্যশস্য , খাবার তেল , ঘি , আনাজ , ফল , লবণ - ইত্যাদি। 

৬৭. সুলতানি আমলে কোন কোন অঞ্চলের সুতির কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র ?
বাংলাদেশ , করমন্ডল ও গুজরাটের সুতির কাপড়ের। 

৬৮. কোন যুগে / আমলে ভারতে প্রথম কাগজ তৈরী করা শুরু হয় ?
সুলতানি আমলে। 

৬৯. সুলতানি আমলে কোন কোন মুদ্রা প্রচলিত ছিল ?
রুপোর মুদ্রা '' তঙ্কা '' বা '' টঙ্কা '' এবং তামার মুদ্রা '' জিতল '' । 

৭০. সুলতানি আমলে সোনার মুদ্রা কী নামে পরিচিত ছিল ?
মোহর।

৭১. মুঘল আমলে সোনার মুদ্রা কী নামে পরিচিত ছিল ?
'' মোহর '' বা '' আশরফি '' । 

৭২. মুঘল আমলে রুপোর মুদ্রা কী নামে পরিচিত ছিল ?
রুপায়া। 

৭৩. মুঘল আমলে তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল ?
দাম। 

৭৪. দক্ষিণ ভারতে মধ্যযুগে সোনা দিয়ে তৈরী প্রধান মুদ্রাটির নাম কী ছিল ?
হোন। 

৭৫. সমস্ত মধ্যযুগীয় শাসকেরা ঘোড়া আমদানিকে উৎসাহ দিত কেন ?
কেননা , ভারতে উন্নত মানের ঘোড়া জন্মাতো না। 

৭৬. ভারতে কোথা থেকে ঘোড়া আমদানি করা হত ?
প্রধানতঃ পারস্য , এডেন ও ইয়ামেন থেকে ভারতে ঘোড়া আমদানি করা হত। 

৭৭. মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি ছিল ?
সুরাট ( গুজরাটে অবস্থিত )। 

৭৮. মধ্যযুগে সড়কপথে বাণিজ্য হত মূলতঃ কোন কোন অঞ্চলের সাথে ?
সড়কপথে প্রধানতঃ মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সাথে। 

৭৯. সড়কপথে বাণিজ্যের ক্ষেত্রে মধ্যযুগে প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কোনটি ?
মুলতান শহর। 

৮০. মধ্যযুগে সড়কপথে কোন কোন পণ্য আমদানি করা হত ?
সোনা , রুপা ও মূল্যবান রত্ন।        

৮১. সরাফ কী ? 
উত্তর : সরাফরা মধ্যযুগে ব্যাংকের মত টাকা বিনিময়ের কাজ করত। ধাতুর মুদ্রা কতটা খাঁটি - তা'ও পরীক্ষা করত। 

৮২. দালাল কারা ? 
উত্তর : মধ্যযুগে দালালরা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ বজায় রাখত ও জিনিসপত্রের দাম ঠিক করে দিত। 

৮৩. হুন্ডি কী ? 
উত্তর : তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা এক ধরণের কাগজ চালু করেছিল যা টাকার মত বিনিময়ের কাজ করত। একেই বলা হত হুন্ডি। 

৮৪. মধ্যযুগে বাণিজ্যের ক্ষেত্রে কারা সুনাম অর্জন করেছিল ? 
উত্তর : গুজরাটি , মালাবারি , তামিল , ওড়িয়া , তেলেগু ও বাঙালি বণিকরা। 

৮৫. মধ্যযুগে বণিক সম্রাট কাদের বলা হত ? 
উত্তর : মধ্যযুগে কোনো কোনো বণিক ছিল খুব ধনী। এঁদের বলা হত বণিক রাজা। 

৮৬. মধ্যযুগে উত্তর ভারতের প্রধান জলপথ কোনগুলি ছিল ? 
উত্তর : গঙ্গা ও যমুনা নদী। 

৮৭. তৈমুর লং কবে দিল্লি আক্রমণ করেন ? 
উত্তর : ১৩৯৮ খ্রিস্টাব্দে। 

৮৮. ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য কারা প্রথম উৎসাহ প্রদান করেছিল ? 
উত্তর : পোর্তুগিজরা। 

৮৯. জলপথে ভারতে আসার পেছনে পর্তুগিজদের উদ্দেশ্য কী ছিল ? 
উত্তর : ভারত ও দক্ষিণ - পূর্ব এশিয়ার মসলার বাজার দখল করা। 

৯০. কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতে আসেন ? কবে ও কোন বন্দরে তিনি অবতরণ করেন ? 
উত্তর : ভাস্কো - ডা - গামা , ১৪৯৮ খ্রিস্টাব্দে , দক্ষিণ ভারতের কালিকট বন্দরে। 

৯১. কালিকট বন্দর কোন সাগরের তীরে অবস্থিত ? 
উত্তর : আরব সাগরের তীরে মালাবার উপকূলে। 

৯২. ভাস্কো - ডা - গামার পর কোন পর্তুগিজ ভারতে আসেন ? 
উত্তর : পোর্তুগিজ নৌ সেনাপতি ডিউক অব আলবুকার্ক। 

৯৩. কার হাত ধরে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর : পোর্তুগিজ নৌ সেনাপতি ডিউক অব আলবুকার্ক। 

৯৪. কবে , কোথায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে ? 
উত্তর : ১৬০০ খ্রিস্টাব্দে , লন্ডনে। 

৯৫. কবে কোথায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরী হয় ? 
উত্তর : ১৬০২ খ্রিস্টাব্দে আমস্টারডামে। 

৯৬. কবে , কোথায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরী হয় ? 
উত্তর : ১৬৬৪ খ্রিস্টাব্দে প্যারিসে। 

৯৭. বাংলার কোথায় পর্তুগিজরা তাঁদের ঘাঁটি নির্মাণ করেছিল ? 
উত্তর : ব্যান্ডেল। 

৯৮. ডাচরা কোথায় তাঁদের ঘাঁটি নির্মাণ করেছিল ? 
উত্তর : চুঁচুড়ায়। 

৯৯. ফরাসিরা কোথায় তাঁদের ঘাঁটি নির্মাণ করেছিল ? 
উত্তর : চন্দননগর। 

১০০. দিনেমাররা কোথায় তাঁদের ঘাঁটি নির্মাণ করেছিল ? 
উত্তর : শ্রীরামপুরে। 

১০১. ইংরেজরা কোথায় তাঁদের ঘাঁটি নির্মাণ করেছিল ? 
উত্তর : কলকাতায়। 

১০২. সপ্তদশ শতকে যেসকল বাণিজ্যিক কোম্পানির পত্তন ঘটে - তাদের মধ্যে প্রধান কারা ছিল ? 
উত্তর : ইংরেজ , ডাচ বা ওলন্দাজ , ফরাসি , দিনেমার - প্রমুখ। 

১০৩. ওলন্দাজ বণিকেরা মসুলিপটনমের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন ? 
উত্তর : ইউরোপে দক্ষিণ ভারতের ছিট কাপড়ের চাহিদা খুব বেশি ছিল এবং সুরাট ছিল পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর। 

১০৪. কোন ইংরেজ দূত জাহাঙ্গীরের রাজসভায় ভারতে এসেছিলেন ?
উত্তর : টমাস রো। 

১০৫. কোন মুঘল বাদশাহ , কোন অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন ? 
উত্তর : শাহজাহান , দাস ব্যবসা করার অপরাধে। 

১০৬. বাণিজ্যিক চাষ কাকে বলা হত ? 
উত্তর : মধ্যযুগে কৃষকরা বাজারে ফসল বেচে লাভ করার জন্য যেধরনের চাষ করত - তাকেই বলা হত বাণিজ্যিক চাষ। যেমন - আফিম ও রেশমের চাষ। 

১০৭. ডাচ কাদের বলা হয় ? 
উত্তর : নেদারল্যান্ডস দেশের অধিবাসীদের বলা হয় ডাচ বা ওলন্দাজ । 

১০৮. নেদারল্যান্ডস দেশটি অপর কী নামে পরিচিত ? 
উত্তর : হল্যান্ড। 

১০৯. দিনেমার কাদের বলা হত ? 
উত্তর : ডেনমার্কের অধিবাসীদের। 

১১০. কোন চারটি অঞ্চল ছিল ইউরোপীয় বণিকদের প্রধান ঘাঁটি ? 
উত্তর : মুসলিপত্তনম , পুলিকট , সুরাট ও হুগলি। 

১১১. মুঘল শাসকেরা কীভাবে বণিকদের উৎসাহ প্রদান করত ? 
উত্তর : পণ্যের উপর শুল্ক ছাড় দিয়ে ও কুঠি বানানোর অনুমতি দিয়ে। 

১১২. মধ্যযুগে অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল ? 
উত্তর : কৃষি।        
               
 














    

Share
Tweet
Pin
Share