Class IX Geography 4th chapter MCQ নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ
Class IX Geography 4th chapter MCQ
নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ
Topic : A : ভূগাঠনিক প্রক্রিয়া।
১. গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট হয় - ভঙ্গিল পর্বত / স্তূপ পর্বত / ক্ষয়জাত পর্বত / সঞ্চয়জাত পর্বত।
উত্তর : ভঙ্গিল পর্বত।
২. একটি বহিঃস্থ / বহির্জাত প্রক্রিয়া হল - ভূমিকম্প / নদীর কাজ / অগ্নুৎপাত / পাতের সঞ্চালন।
উত্তর : নদীর কাজ।
৩. গিরিজনি আলোড়ন তৈরী হয় - উল্লম্বভাবে / সমান্তরালভাবে / অনুভূমিকভাবে।
উত্তর : অনুভূমিকভাবে। [ অর্থাৎ পৃথিবীর স্পর্শক বরাবর ]
৪. মহীভাবক কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে ? গ্রিক শব্দ epeiros থেকে / গ্রিক শব্দ oros থেকে / গ্রিক শব্দ endon থেকে।
উত্তর : গ্রিক শব্দ epeiros থেকে।
৫. মহীভাবক আলোড়ন তৈরী হয় - উল্লম্বভাবে / সমান্তরালভাবে / অনুভূমিকভাবে।
উত্তর : উল্লম্বভাবে। [ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ]
৬. মহীভাবক / গিরিজনি - আলোরনে শিলায় ভাঁজ পড়ে ও ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।
উত্তর : গিরিজনি।
৭. কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় ? আরোহন / অবরোহন / শোষণ / উৎপাটন।
উত্তর : আরোহন।
৮. কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ? আরোহন / অবরোহন / শোষণ / উৎপাটন।
উত্তর : অবরোহন।
৯. উল্কাপাত একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া।
উত্তর : বহির্জাত প্রক্রিয়া।
১০. আরোহন একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া।
উত্তর : বহির্জাত প্রক্রিয়া।
১১. Orogeny শব্দটির উৎপত্তি - গ্রিক শব্দ epeiros থেকে / গ্রিক শব্দ oros থেকে / গ্রিক শব্দ endon থেকে।
উত্তর : গ্রিক শব্দ oros থেকে।
১২. মহাদেশ ও মহাসাগর হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ক্রমের ভূমিরূপ।
উত্তর : প্রথম।
১৩. পর্বত , মালভূমি , সমভূমি হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ক্রমের ভূমিরূপ।
উত্তর : দ্বিতীয়।
১৪. বিভিন্ন ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ক্রমের ভূমিরূপ।
উত্তর : তৃতীয়।
১৫. অবরোহন একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া।
উত্তর : বহির্জাত প্রক্রিয়া।
১৬. গিরিজনি শব্দটির উৎপত্তি - গ্রিক শব্দ epeiros থেকে / গ্রিক শব্দ oros থেকে / গ্রিক শব্দ endon থেকে।
উত্তর : গ্রিক শব্দ oros থেকে।
১৭. বিশ্বব্যাপী সাগর মহাসাগরের জলধারণ ক্ষমতার হ্রাস - বৃদ্ধির কারণে জলতলের উত্থান ও পতনকে বলে - ইউস্ট্যাটিক / সমস্থিতিক - আলোড়ন।
উত্তর : ইউস্ট্যাটিক।
১৮. পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের মধ্যে উচ্চতার ভারসাম্য লাভের ফলে সংগঠিত ভূআলোড়নকে বলে - ইউস্ট্যাটিক / সমস্থিতিক - আলোড়ন।
উত্তর : সমস্থিতিক আলোড়ন।
১৯. Geomorphology কথাটির অর্থ - ভূগোল / ভূমিরূপ / ভূমিরূপবিদ্যা / ভূবিদ্যা।
উত্তর : ভূমিরূপবিদ্যা।
২০. Morph কথার অর্থ - ভূগোল / প্রকৃতি / আকৃতি / ভূবিদ্যা।
উত্তর : আকৃতি।
২১. ভূমিরূপবিদ্যার জনক কাকে বলে ? উইলিয়াম মরিস ডেভিস / জন এডওয়ার্ড / আলফ্রেড / ওরচেস্টার।
উত্তর : উইলিয়াম মরিস ডেভিস।
২২. গ্রিক শব্দ ওরোস ( Oros ) এর অর্থ - পর্বত / ভূমিরূপ / মালভুমি / অন্তর্জাত প্রক্রিয়া।
উত্তর : পর্বত।
২৩. চ্যুতির সৃষ্টি হয় - মহীভাবক / গিরিজনি - আলোড়নের ফলে।
উত্তর : মহীভাবক।
২৪. স্তুপ পর্বত , গ্রস্ত উপত্যকা , শিল্ড মালভূমি , মহাদেশ ও মহাসাগর সৃষ্টি ও ধ্বংস হয় - মহীভাবক / গিরিজনি - আলোড়নের ফলে।
উত্তর : মহীভাবক।
২৫. গ্রিক শব্দ টেকটন - এর অর্থ - নির্মাণ বা গঠন / ধ্বংস / ভূমিরূপ / পাত সঞ্চালন।
উত্তর : নির্মাণ বা গঠন।
২৬. গ্রেড কথাটি কে প্রথম ব্যবহার করেন ? গিলবার্ট / গিলফোর্ড / চেম্বারলেন / স্যালিসবেরি।
উত্তর : গিলবার্ট।
২৭. ভূমিরূপকে প্রধানতঃ ক'টি শ্রেণীতে ভাগ করা যায় ? ২টি / ৩টি / ৪টি / ৫টি।
উত্তর : ৩টি - পর্বত , মালভূমি ও সমভূমি।
২৮. পাত সংস্থান তত্ত্বের প্রকৃত জনক কাকে বলা হয় ? গিলফোর্ড / গিলবার্ট / এক্স লি পিঁচো / তুজো।
উত্তর : এক্স লি পিঁচো।
২৯. মহীসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা কে দেন ? এক্স লি পিঁচো / গিলবার্ট / আলফ্রেড ওয়েগনার।
উত্তর : আলফ্রেড ওয়েগনার।
৩০. বহুকোটি বছর আগে সকল মহাদেশগুলি একটিমাত্র ভূখন্ডের অন্তর্ভুক্ত ছিল। তার নাম - প্যানজিয়া / প্যানথালসা / জিওস্ট্যাটিক।
উত্তর : প্যানজিয়া।
৩১. আলফ্রেড ওয়েগনার প্যানজিয়াকে ঘিরে থাকা সমুদ্রের নাম দেন - প্যানজিয়া / প্যানথালসা / ভুসাগর / মহাসাগর।
উত্তর : প্যানথালসা।
৩২. কোন আলোরনে প্রভাব ব্যাপক হয় ? মহীভাবক / গিরিজনি।
উত্তর : গিরিজনি।
নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ
Topic : B : পর্বত।
১. নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত হল ভূমিকম্পপ্রবণ।
উত্তর : নবীন।
২. ভঙ্গিল শব্দটির উৎপত্তি হয়েছে - ভাঙা / ভঙ্গুর / ভাঁজ / ভাঙন - শব্দ থেকে।
উত্তর : ভাঁজ।
৩. উত্তর আমেরিকার ভঙ্গিল পর্বত হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়।
উত্তর : রকি।
৪. দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়।
উত্তর : আন্দিজ।
৫. আল্পস পর্বতমালা অবস্থিত - উত্তর আমেরিকায় / দক্ষিণ আমেরিকায় / ইউরোপে।
উত্তর : ইউরোপে।
৬. পৃথিবীর উচ্চতম পর্বতমালা হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়।
উত্তর : হিমালয়।
৭. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়।
উত্তর : আন্দিজ।
৮. ভূঅভ্যন্তরস্থ পাতগুলি - গতিশীল / স্থির।
উত্তর : গতিশীল।
৯. পরস্পরের থেকে দূরে সরে যাওয়া পাতগুলি হল - অভিসারী / প্রতিসারী / নিরপেক্ষ - পাত সীমানা।
উত্তর : প্রতিসারী বা অপসারী পাত সীমানা।
১০. যে পাতসীমানাগুলি পরস্পরের দিকে এগিয়ে আসে তাদের বলে - অভিসারী / প্রতিসারী / নিরপেক্ষ - পাত সীমানা।
উত্তর : অভিসারী পাত সীমানা।
১১. বহু কোটি বছর আগে বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত সেখানে ছিল - টেথিস / প্যানথালসা / প্যানজিয়া - নামক এক মহাসমুদ্র।
উত্তর : টেথিস।
১২. ভঙ্গিল পর্বত মূলতঃ কোন শিলা দ্বারা গঠিত ? গ্রানাইট / পাললিক / রূপান্তরিত / আগ্নেয়।
উত্তর : পাললিক শিলা।
১৩. ভঙ্গিল পর্বতে জীবাশ্ম লক্ষ্য করা - যায় / যায়না।
উত্তর : যায়।
১৪. প্রাচীন মালভূমিকে - গন্ডোয়ানাল্যান্ড / শিল্ড / পোলডারভুমি - বলা হয়।
উত্তর : শিল্ড বলা হয়।
১৫. ফ্রান্সে অবস্থিত স্তুপ পর্বতটি হল - ভোজ / ব্ল্যাক ফরেস্ট / উরাল / আল্পস।
উত্তর : ভোজ।
১৬. ব্ল্যাক ফরেস্ট নামক স্তুপ পর্বতমালাটি অবস্থিত - ফ্রান্স / জার্মানি / উত্তর আমেরিকা / আফ্রিকা - তে।
উত্তর : জার্মানি - তে।
১৭. হিমালয় - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা।
উত্তর : নবীন।
১৮. যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে প্রথম সংঘর্ষ ঘটে তাকে বলে - গিবন রেখা / সিবন রেখা / চ্যুতি।
উত্তর : সিবন রেখা।
১৯. রকি - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা।
উত্তর : নবীন।
২০. আন্দিজ - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা।
উত্তর : নবীন।
২১. ফুজিয়ামা নামক আগ্নেয় পর্বতটি কোথায় অবস্থিত ? জাপান / ইতালি / ফ্রান্স / স্পেন।
উত্তর : জাপান।
২২. ইতালিতে অবস্থিত আগ্নেয় পর্বতটি হল - ফুজিয়ামা / ভিসুভিয়াস / ব্যারেন / মৌনালোয়া।
উত্তর : ভিসুভিয়াস।
২৩. পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয় পর্বতটি হল - ফুজিয়ামা / ভিসুভিয়াস / ব্যারেন / মৌনালোয়া।
উত্তর : মৌনালোয়া।
২৪. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়।
উত্তর : আন্দিজ।
২৫. আগ্নেয় পর্বত সাধারণতঃ - শঙ্কু / পিরামিড / নল - আকৃতির হয়।
উত্তর : শঙ্কু আকৃতির।
২৬. ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল - ব্যারেন / নারকোন্ডাম / মাউন্ট এভারেস্ট / গডউইন অস্টিন।
উত্তর : ব্যারেন।
২৭. ভারতের নারকোন্ডাম হল - সক্রিয় / সুপ্ত / মৃত - আগ্নেয়গিরি।
উত্তর : মৃত আগ্নেয়গিরি।
২৮. যেসব আগ্নেয়গিরি থেকে ঘনঘন অগ্নুৎপাত ঘটে তাদের বলে - অবিরাম / সবিরাম - আগ্নেয়গিরি।
উত্তর : অবিরাম আগ্নেয়গিরি।
২৯. যেসব আগ্নেয়গিরি থেকে দীর্ঘদিন পরপর বা বিরামসহ অগ্নুৎপাত ঘটে তাদের বলে - অবিরাম / সবিরাম - আগ্নেয়গিরি।
উত্তর : সবিরাম আগ্নায়গিরি।
৩০. ভিসুভিয়াস ও স্ট্রোম্বলি হল - সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরি।
উত্তর : সক্রিয়।
৩১. ফুজিয়ামা হল - সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরি।
উত্তর : সুপ্ত ।
৩২. ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলে ? ভিসুভিয়াস / স্ট্রোম্বলি / ফুজিয়ামা / ব্যারেন।
উত্তর : স্ট্রোম্বলি।
৩৩. মায়ানমারের পোপো হল - সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরি।
উত্তর : মৃত।
৩৪. ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে - প্লিউম / নিক পয়েন্ট / লাভা - বলে।
উত্তর : প্লিউম।
৩৫. কোন বলয়ে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি অবস্থিত ? প্রশান্ত মহাসাগরীয় বলয় / মধ্য আটলান্টিক বলয় / ভূমধ্যসাগরীয় বলয়।
উত্তর : প্রশান্ত মহাসাগরীয় বলয়।
৩৬. সল্টরেঞ্জ নামক স্তুপ পর্বতটি কোথায় অবস্থিত ? উত্তর আমেরিকা / পাকিস্তান / ফ্রান্স / জার্মানি।
উত্তর : পাকিস্তান।
৩৭. ভারতের একটি স্তুপ পর্বতের উদাহরণ হল - হিমালয় / সাতপুরা / কারাকোরাম।
উত্তর : সাতপুরা।
৩৮. ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় - পর্বতে গ্রস্ত উপত্যকার অবস্থান লক্ষ্য করা যায়।
উত্তর : স্তুপ পর্বতে।
৩৯. The Great Rift Valley হল - হিমালয় উপত্যকা / পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা / গ্রাবেন।
উত্তর : পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা।
৪০. জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ হল - স্তুপ / ভঙ্গিল / আগ্নেয় - পর্বত।
উত্তর : স্তুপ পর্বত।
৪১. স্তুপ পর্বতের উপরিভাগ - চ্যাপ্টা / খাড়া / গোলাকার / মসৃন - হয়।
উত্তর : চ্যাপ্টা।
৪২. গ্রাবেন শব্দের অর্থ - স্তুপ পর্বত / আগ্নেয় পর্বত থেকে লাভা নির্গমন / খাতসদৃশ অবনমন।
উত্তর : খাতসদৃশ অবনমন।
৪৩. স্তুপ পর্বতের উৎপত্তি - হঠাৎ করে ঘটে / ভঙ্গিল পর্বতের মত ধীরে ধীরে ঘটে / আগ্নেয় পদার্থ জমাট বেঁধে ঘটে।
উত্তর : হঠাৎ করে ঘটে।
৪৪. সকল স্তুপ পর্বতই হোর্স্ট। ঠিক / ভুল।
উত্তর : ভুল।
৪৫. ভারতের নর্মদা ও তাপ্তি উপত্যকা কীসের উদাহরণ ? গ্রস্ত উপত্যকা / হোর্স্ট / গ্রাবেন / আগ্নেয় বলয়।
উত্তর : গ্রস্ত উপত্যকা।
৪৬. সকল হোর্স্ট স্তুপ পর্বত। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
৪৭. ভারতের আরাবল্লী আদিতে ছিল - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত।
উত্তর : ভঙ্গিল পর্বত।
৪৮. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ - দোদাবেতা / আনাইমুদি / ভাবুলমালা / গুরুশিখর।
উত্তর : গুরুশিখর।
৪৯. ক্ষয়জাত পর্বতগুলি বয়সে - নবীন / প্রাচীন।
উত্তর : প্রাচীন।
৫০. ক্ষয়জাত পর্বতের অপর নাম - অবশিষ্ট পর্বত / ভঙ্গুর পর্বত / ক্ষয়িষ্ণু পর্বত / রূপান্তরিত পর্বত।
উত্তর : অবশিষ্ট পর্বত।
৫১. ভারতের আরাবল্লী হল একটি - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত।
উত্তর : ক্ষয়জাত পর্বত।
৫২. ইউরাল , অ্যাপেলেসিয়ান - এগুলি হল - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত।
উত্তর : ক্ষয়জাত পর্বত।
৫৩. ভারতের মহাদেব ও মহাকাল পর্বতদুটি হল - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত।
উত্তর : ক্ষয়জাত পর্বত।
৫৪. ক্ষয়জাত পর্বতের উচ্চতা ভঙ্গিল পর্বতের তুলনায় - বেশি / কম / একই।
উত্তর : কম।
৫৫. পার্বত্য অঞ্চলে চাষ হয় মূলতঃ কোন পদ্ধতিতে ? ধাপ চাষ / ঝুম চাষ / মালচিং পদ্ধতি।
উত্তর : ধাপ চাষ।
৫৬. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল - হিমালয় / সাতপুরা / আরাবল্লী / অযোধ্যা।
উত্তর : আরাবল্লী।
৫৭. অগভীর সংকীর্ণ সমুদ্রকে বলে - মহীখাত / মহীসোপান / টেথিস / চ্যানেল।
উত্তর : মহীখাত।
৫৮. শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয় - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় - পর্বত।
উত্তর : ভঙ্গিল পর্বত।
৫৯. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল - মাউন্ট এভারেস্ট / গডউইন অস্টিন / কাঞ্চনজঙ্ঘা।
উত্তর : গডউইন অস্টিন।
৬০. আগ্নেয় পর্বতের অপর নাম - অবশিষ্ট পর্বত / লাভা পর্বত / সঞ্চয়জাত পর্বত / স্তুপ পর্বত।
উত্তর : সঞ্চয়জাত পর্বত।
৬১. গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি হল - রাইন / গোদাবরী / গঙ্গা / আমাজন।
উত্তর : রাইন।
৬২. বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি হল - গঙ্গা / মহানদী / গোদাবরী / নর্মদা।
উত্তর : নর্মদা।
৬৩. ঝাড়খন্ডের রাজমহল একটি - ভঙ্গিল / আগ্নেয় / ক্ষয়জাত / স্তুপ - পর্বত।
উত্তর : ক্ষয়জাত পর্বত।
৬৪. Valley of Ten Thousand Smokes বলা হয় - ম্যাকেঞ্জি পর্বত / কাটমাই পর্বত / মাউন্ট পোপো।
উত্তর : কাটমাই পর্বত।
৬৫. আগ্নেয় মেখলা দেখা যায় - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে / ভারত মহাসাগরীয় অঞ্চলে / আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে।
উত্তর : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
৬৬. হিমালয় পর্বত তৈরী হয় - টার্শিয়ারি যুগে / কার্বোনিফেরাস যুগে।
উত্তর : টার্শিয়ারি যুগে।
৬৭. ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ? মাউন্ট এভারেস্ট / গডউইন অস্টিন / কাঞ্চনজঙ্ঘা।
উত্তর : কাঞ্চনজঙ্ঘা।
৬৮. কোন পর্বতগ্রন্থি থেকে হিমালয়ের উৎপত্তি ? পামির গ্রন্থি / আর্মেনীয় গ্রন্থি।
উত্তর : পামির গ্রন্থি।
৬৯. পর্বত হতে গেলে ন্যুনতম কত উচ্চতা হওয়া দরকার ? ১০০ / ১০০০ / ১০০০০ মিটার।
উত্তর - ১০০০ মিটার।
৭০. অনেকগুলি পর্বতের মিলনস্থলকে বলে - পর্বতশৃঙ্গ / পর্বতগ্রন্থি / উপত্যকা / পাদদেশ।
উত্তর : পর্বতগ্রন্থি।
নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ
Topic : C : মালভূমি।
১. টেবিলল্যান্ড বলা হয় - পর্বত / মালভূমি / সমভুমি / পাহাড়ের পাদদেশ - কে।
উত্তর : মালভূমি।
২. মালভূমির উচ্চতা সাধারণতঃ - ১০০০ / ৩০০ / ৩০০০ / ৫০০ - মিটারের বেশি।
উত্তর : ৩০০ মিটারের বেশি।
৩. হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে - তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি।
উত্তর : তিব্বত মালভূমি।
৪. উচ্চ হিমালয় ও কারাকোরামের মাঝে আছে - তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি।
উত্তর : লাদাখ মালভূমি।
৫. পর্বতবেষ্টিত মালভূমিগুলির চারদিক সাধারণত - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা।
উত্তর : নবীন।
৬. নগ্নীভবন প্রক্রিয়া কার্যকর হয় - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি গঠনের ক্ষেত্রে।
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি গঠনের ক্ষেত্রে।
৭. ভারতের মালনাদ , বুন্দেলখন্ড , বাঘেলখন্ড , হাজারিবাগ - ইত্যাদি মালভূমি হল - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি গঠনের ক্ষেত্রে।
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি।
৮. ডেকানট্র্যাপ হল - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি গঠনের ক্ষেত্রে।
উত্তর : লাভা মালভূমি।
৯. কোন ধরণের মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায় ? পর্বত বেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি।
উত্তর : লাভা মালভূমি।
১০. ডেকানট্র্যাপ - গ্রানাইট / ব্যাসল্ট / নিস - শিলা দ্বারা গঠিত।
উত্তর : ব্যাসল্ট।
১১. সুইডিশ শব্দ Trap এর অর্থ - বন্ধন / ফাঁদে ফেলা / মালভূমি / সিঁড়ি বা ধাপ।
উত্তর : সিঁড়ি বা ধাপ।
১২. পর্বতবেষ্টিত মালভূমিগুলি বয়সে - নবীন / প্রাচীন।
উত্তর : নবীন।
১৩. ব্যবচ্ছিন্ন মালভূমিগুলি বয়সে - নবীন / প্রাচীন।
উত্তর : প্রাচীন।
১৪. মূলতঃ পাললিক শিলা দ্বারা গঠিত - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি।
উত্তর : পর্বতবেষ্টিত মালভূমি।
১৫. শিল্ড অঞ্চল বা শিল্ড মালভূমি বলা হয় - পর্বতবেষ্টিত / মহাদেশীয় / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমিকে।
উত্তর : মহাদেশীয় মালভূমিকে।
২০. সকল শিল্ড অঞ্চল হল মালভূমি। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
২১. সকল মালভূমি হল শিল্ড অঞ্চল। ঠিক / ভুল।
উত্তর : ভুল।
২২. বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি ? কানাডিয়ান শিল্ড / সাইবেরিয়া শিল্ড / আরব শিল্ড।
উত্তর : সাইবেরিয়া শিল্ড।
২৩. কাকে ভারতের খনিজ ভান্ডার বলে ? ছোটনাগপুর মালভূমি / লাদাখ মালভূমি / ডেকানট্র্যাপ।
উত্তর : ছোটনাগপুর মালভূমি।
২৪. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হল - তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি।
উত্তর : তিব্বত মালভূমি।
২৫. ছোটনাগপুর মালভূমি হল - মহাদেশীয় / পর্বতবেষ্টিত / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমি।
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি।
২৬. মেঘালয় মালভূমি হল - মহাদেশীয় / পর্বতবেষ্টিত / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমি।
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি।
২৭. ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ? ছোটনাগপুর / মেঘালয় / দাক্ষিণাত্য / লাদাখ - মালভূমি।
উত্তর : দাক্ষিণাত্য মালভূমি।
২৮. তিব্বত ও লাদাখ মালভূমি হল - মহাদেশীয় / পর্বতবেষ্টিত / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমি।
উত্তর : পর্বতবেষ্টিত মালভূমি।
২৯. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় ? তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি।
উত্তর : পামির মালভূমি।
৩০. জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে আছে - পামির / তিব্বত / ইরান / কলম্বিয়া - মালভূমি।
উত্তর : ইরান মালভূমি।
নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ
Topic : D : সমভূমি।
১. সমভূমিগুলির গড় উচ্চতা - ৩০০ মিটারের কম / ৩০০ মিটারের বেশি / ১০০০ মিটারের বেশি।
উত্তর : ৩০০ মিটারের কম।
২. ভারতের পূর্ব উপকূলের সমভূমি হল - উন্নত / অবনত / গঠনগত - সমভূমি।
উত্তর : উন্নত সমভূমি।
৩. তুরানের নিম্নভূমি হল - উন্নত / অবনত / গঠনগত - সমভূমি।
উত্তর : অবনত সমভূমি।
৪. অযোধ্যা ও শুশুনিয়া পাহাড় হল - সমপ্রায়ভূমি / পেডিমেন্ট / মোনাডনক / কার্স্ট।
উত্তর : মোনাডনক।
৫. পেডিমেন্টে যে অনুচ্চ টিলা থাকে তাকে বলে - ইনসেলবার্জ / মোনাডনক / পেডিপ্লেন / কার্স্ট।
উত্তর : ইনসেলবার্জ।
৬. সমপ্রায়ভূমিতে যে অনুচ্চ টিলা থাকে তাকে বলে - ইনসেলবার্জ / মোনাডনক / পেডিপ্লেন / কার্স্ট।
উত্তর : মোনাডনক।
৭. কার্স্ট সমভূমি প্রধানতঃ দেখা যায় - বেলেপাথর / কাদাপাথর / চুনাপাথর - যুক্ত এলাকায়।
উত্তর : চুনাপাথর।
৮. হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স হল - পলিগঠিত / প্লাবন / হিমবাহ / হ্রদ - সমভূমি।
উত্তর : পলিগঠিত বা পিডমন্ড সমভূমি।
৯. আসামের ব্রহ্মপুত্র সমভূমি , নীলনদ সমভূমি হল - পলিগঠিত / প্লাবন / হিমবাহ / হ্রদ - সমভূমি।
উত্তর : প্লাবন সমভূমি।
১০. চিনের হোয়াং হো অববাহিকা হল - বাজাদা / লোয়েশ / হিমবাহ / হ্রদ - সমভূমি।
উত্তর : লোয়েশ সমভূমি।
১১. প্লায়া হ্রদকে কেন্দ্র করে গড়ে ওঠে - বাজাদা / লোয়েশ / হিমবাহ / হ্রদ - সমভূমি।
উত্তর : বাজাদা সমভূমি।
১২. গ্রেট বেসিন হল - বাজাদা / লোয়েশ / হিমবাহ / হ্রদ - সমভূমি।
উত্তর : হ্রদ সমভূমি।
১৩. পর্বতের পাদদেশের ভূমিভাগ হল - পিডমন্ড / পেডিপ্লেন / ইনসেলবার্জ / কার্স্ট।
উত্তর : পিডমন্ড।
১৪. লোয়েশ সমভূমি সৃষ্টি হয় - জল / বায়ু / হিমবাহ / সূর্যালোক - দ্বারা।
উত্তর : বায়ুর দ্বারা।
১৫. বাজাদা একপ্রকার - ক্ষয়জাত / সঞ্চয়জাত / ভূগাঠনিক - সমভূমি।
উত্তর : সঞ্চয়জাত সমভূমি।
১৬. লোয়েশ সমভূমি একপ্রকার - ক্ষয়জাত / সঞ্চয়জাত / ভূগাঠনিক - সমভূমি।
উত্তর : সঞ্চয়জাত সমভূমি।
১৭. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় - গঙ্গা / গোদাবরী / তিস্তা / নর্মদা - অববাহিকায়।
উত্তর : গঙ্গা অববাহিকায়।
১৮. লোয়েশ মাটি দিয়ে গঠিত সমভূমি দেখা যায় - ভারতে / চিনে / জাপানে / মিশরে।
উত্তর : চিনে।
১৯. স্বাভাবিক বাঁধ গঠিত হয় নদীর - ক্ষয়কার্য / সঞ্চয়কার্য / বহন কার্যের - ফলে।
উত্তর : নদীর সঞ্চয়কার্যের ফলে।
২০. পেডিমেন্ট গঠিত হয় - নদীর ক্ষয়কার্যের ফলে / বায়ুর ক্ষয়কার্যের ফলে / বায়ুর সঞ্চয়কার্যের ফলে।
উত্তর : বায়ুর ক্ষয়কার্যের ফলে।
২১. পৃথিবীর বৃহত্তম সমভূমি হল - গঙ্গা সমভূমি / সাইবেরিয়া সমভূমি / নীলনদ সমভূমি।
উত্তর : সাইবেরিয়া সমভূমি।
২২. অন্ধ্রপ্রদেশের বোরা গুহা হল - মোনাডনক / পেডিমেন্ট / পিডমন্ড / কার্স্ট - ভূমিরূপ।
উত্তর : কার্স্ট ভূমিরূপ।
২৩. সমভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব - বেশি / কম / মাঝারি - হয়।
উত্তর : বেশি হয়।
২৪. পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই - সমভূমি / মালভূমি / পার্বত্য অঞ্চল।
উত্তর : সমভূমি।
২৫. মরুপ্রায় অঞ্চলে পেডিমেন্ট তৈরি হয়। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
২৬. ভূগাঠনিক সমভূমি - ২ / ৩ / ৪ / ৫ - প্রকার।
উত্তর : ৩ প্রকার।
0 comments