Class IX Geography 7th chapter MCQ নবম শ্রেণী : ভূগোল : সপ্তম অধ্যায় : ভারতের সম্পদ। MCQ

by - March 17, 2025

Class IX Geography 7th chapter MCQ 

নবম শ্রেণী : ভূগোল : সপ্তম অধ্যায় : ভারতের সম্পদ। MCQ


১. সম্পদ শাস্ত্রকার জিমারম্যান কোন দেশের নাগরিক ? জার্মানি / ফ্রান্স / ইতালি / স্পেন। 
উত্তর : জার্মানি। 

২. সম্পদ সম্পর্কে যুক্তিযুক্ত ও বৈজ্ঞানিক ধারণা কে প্রদান করেছেন ? জিমারম্যান / হবসন / ডারউইন / সকলেই। 
উত্তর : জিমারম্যান।

৩. পরিবেশের যে সকল উপাদান মানুষের অভাব পূরণ করেনা - তাদের বলে - গচ্ছিত সম্পদ / ক্ষয়িষ্ণু সম্পদ / পুনর্ভব সম্পদ / নিরপেক্ষ সম্পদ। 
উত্তর : নিরপেক্ষ সম্পদ। 

৪.  The World Resource and Industries - গ্রন্থটি কার লেখা ? জিমারম্যান / হবসন / ডারউইন / গিলবার্ট । 
উত্তর : জিমারম্যান।

৫. সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা - দুই / তিন / এক / চার - প্রকার। 
উত্তর : তিন প্রকার ( সম্পদ সৃষ্টিকারী , সম্পদ ভোগকারী , সম্পদ ধ্বংসকারী। )
  
৬. ১৯৯২ সালে কোন শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ? ভারতের দিল্লি / আমেরিকার নিউইয়র্ক / ফ্রান্সের প্যারিস / ব্রাজিলের রিও - ডি - জেনেরো। 
উত্তর : ব্রাজিলের রিও - ডি - জেনেরো। 

৭. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা কে ?  জিমারম্যান / হবসন / ডারউইন / গিলবার্ট । 
উত্তর : জিমারম্যান।

৮. আন্টার্কটিকার বরফের নীচে জমে থাকা খনিজ পদার্থ হল - সহজলভ্য সম্পদ / দুষ্প্রাপ্য সম্পদ / নিরপেক্ষ সম্পদ / সর্বত্রপ্রাপ্য সম্পদ। 
উত্তর : নিরপেক্ষ সম্পদ। 

৯. সম্পদ সৃষ্টির উপাদানগুলি হল - মানুষ , শিল্প ও সংস্কৃতি / মানুষ , শিক্ষা ও সংস্কৃতি / মানুষ , প্রকৃতি ও সংস্কৃতি / মানুষ , শিল্প ও শিক্ষা। 
উত্তর : মানুষ , প্রকৃতি ও সংস্কৃতি। 

১০. সম্পদের প্রাথমিক ভান্ডার হল - মানুষ / প্রকৃতি / সংস্কৃতি / শিক্ষা। 
উত্তর : প্রকৃতি। 

১১. মানুষ একই সঙ্গে সম্পদ সৃষ্টি ও ধ্বংস করে। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

১২. সংস্কৃতি হল - মানবিক গুণ / প্রাকৃতিক গুণ / উভয়ই / কোনোটিই নয়। 
উত্তর : মানবিক গুণ। 

১৩. সকল প্রকার সম্পদের প্রকৃত জননী হল - মানুষ / জ্ঞান / কৃষি / শিল্প। 
উত্তর : জ্ঞান। 

১৪. নিরপেক্ষ বস্তুর কার্যকারিতা আছে / নেই। 
উত্তর : নেই। 

১৫. সম্পদের কার্যকারিতা আছে / নেই। 
উত্তর : আছে। 


১৬. কোন গ্রন্থে জিমারম্যান সম্পদের ব্যাখ্যা প্রদান করেন ? 
উত্তর : The World Resource and Industries 

১৭. প্রাকৃতিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায়। যেমন - সূর্যালোক , নদীর জল , বায়ুপ্রবাহ - ইত্যাদি। 

১৮. মানবিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ মানুষ তার মানুষের দক্ষতা ও ব্যক্তিত্ব তৈরী করে। যেমন - মানুষের শিক্ষা , নৈপুণ্য। 

১৯. সাংস্কৃতিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ মানুষ তার জ্ঞান , বিদ্যা বুদ্ধি - ইত্যাদি দ্বারা সৃষ্টি করে। যেমন - বিজ্ঞান চেতনা , কারিগরি বিদ্যার প্রসার। বস্তুতঃপক্ষে সকল সম্পদই মানুষের সংস্কৃতি দ্বারা নিরপেক্ষ বস্তু থেকে সম্পদে পরিণত হয়। 

২০. গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ অফুরন্ত নয় , প্রকৃতিতে তার যোগান সীমাবদ্ধ। ব্যবহারের ফলে একদিন তা নিঃশেষিত হবে। যেমন - কয়লা , খনিজ তেল ও অন্যান্য খনিজ সম্পদ। 

২১. পুনর্ভব সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদের পুনরাবর্তন সম্ভব। যেমন - বৃষ্টির জল। 

২২. অফুরন্ত সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদের যোগান অফুরন্ত ; অর্থাৎ ব্যবহারের ফলে কোনোভাবেই তা নিঃশেষিত হবে না। যেমন - বায়ুশক্তি , সৌরশক্তি , সমুদ্রের জল। 

২৩. সর্বত্রলভ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। যেমন - সূর্যকিরণ , বাতাস - ইত্যাদি। 

২৪. সহজলভ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ সহজেই আহরণ করা যায়। যেমন - নদীর জল , ভূগর্ভস্থ জল - ইত্যাদি। 

২৫. দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ পৃথিবীর মাত্র কয়েকটি স্থানেই পাওয়া যায়। যেমন - সোনা , রুপা - ইত্যাদি। 

২৬. একমাত্রলভ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সম্পদ পৃথিবীর একটি মাত্র স্থানেই পাওয়া যায়। যেমন - গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট। 

২৭. নিরপেক্ষ সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল বস্তুর কার্যকারিতা নেই বা মানুষের অভাবপূরণের কাজে আসেনা। যেমন - আন্টার্কটিকার বরফের নীচে থাকা খনিজ সম্পদ। 

২৮. বর্তমান যুগ - তাম্রযুগ / প্রস্তর যুগ / লৌহ যুগ / সবগুলি। 
উত্তর : লৌহ যুগ। 

২৯. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর লৌহ আকরিক কোনটি ? ম্যাগনেটাইট / হেমাটাইট / লিমোনাইট / সিডেরাইট। 
উত্তর : ম্যাগনেটাইট। 

৩০. কোন আকরিক দিয়ে স্পঞ্জ আয়রন তৈরী হয় ?  ম্যাগনেটাইট / হেমাটাইট / লিমোনাইট / সিডেরাইট। 
উত্তর : ম্যাগনেটাইট।      

৩১. লৌহ - আকরিক উত্তোলনে কোন রাজ্য ভারতে প্রথম ? বিহার / ছত্তিসগড়  / ওড়িশা / ঝাড়খন্ড। 
উত্তর : ওড়িশা।     

৩২. কোন খণিজকে ' ব্ল্যাক ডায়মন্ড ' বলে ? খণিজ তেল / কয়লা / আকরিক লৌহ / তাপবিদ্যুৎ। 
উত্তর : কয়লা। 

৩৩. পেট্রোলিয়াম শব্দটির উৎপত্তি Petra ও Oleum এই দুটি শব্দ থেকে। এই দুটি শব্দ হল - গ্রিক / স্প্যানিশ / ল্যাটিন / ইংরেজি। 
উত্তর : ল্যাটিন। 

৩৪. Petra শব্দের অর্থ - পাথর বা শিলা / খণিজ / খণিজ তেল / সবগুলি। 
উত্তর : পাথর বা শিলা। 

৩৫. Oleum শব্দের অর্থ - পাথর বা শিলা / তেল / খণিজ তেল / সবগুলি। 
উত্তর : তেল। 

৩৬. ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থাটির নাম কী ? 
উত্তর : কোল ইন্ডিয়া লিমিটেড। ( CIL ) 

৩৭. কোন শিলার মধ্যে খণিজ তেল সঞ্চিত থাকে ? পাললিক / আগ্নেয় / রূপান্তরিত / সবগুলি। 
উত্তর : পাললিক। 

৩৮. আধুনিক শিল্প দানব কাকে বলে ? লৌহ - ইস্পাত / পেট্রো রসায়ন / তাপবিদ্যুৎ / খণিজ তেল। 
উত্তর : পেট্রো - রসায়ন। 

৩৯. তরল সোনা কাকে বলে ? লৌহ - ইস্পাত / পেট্রো রসায়ন / তাপবিদ্যুৎ / খণিজ তেল। 
উত্তর : খণিজ তেল। 

৪০. ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি ? বোম্বে হাই / ডিগবয় / জামনগর / কয়ালি। 
উত্তর : বোম্বে হাই। 

৪১. বোম্বে হাই তে অবস্থিত ভাসমান প্ল্যাটফর্মের নাম কী ? সাগরকুসুম / সাগরসম্রাট / অয়েলকিং / কোনোটিই নয়। 
উত্তর : সাগরসম্রাট। 

৪২. ভারতের পেট্রোলিয়াম নিয়ন্ত্রণকারী সংস্থাটির নাম কী ? ভারত পেট্রোলিয়াম / ভারত অয়েল / ONGC / পেট্রোলিয়াম অথরিটি অব ইন্ডিয়া। 
উত্তর : ONGC 

৪৩. ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ?  বোম্বে হাই / ডিগবয় / জামনগর / কয়ালি।    
উত্তর : ডিগবয়। 

৪৪. ভারতের প্রাচীনতম তৈলখনিটি কোন রাজ্যে অবস্থিত ? মহারাষ্ট্র / গুজরাট / কর্ণাটক / আসাম। 
উত্তর : আসাম। 

৪৫. ONGC - এর পুরো নাম লেখ। 
উত্তর : Oil and Natural Gas Commission 


৪৬. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি ?  বোম্বে হাই / ডিগবয় / জামনগর / কয়ালি।   
উত্তর : জামনগর। 

৪৭. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত ? মহারাষ্ট্র / গুজরাট / কর্ণাটক / আসাম। 
উত্তর : গুজরাট। 

৪৮. কোনটি প্রচলিত শক্তি নয় ? তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ। 
উত্তর : সৌরবিদ্যুৎ। 

৪৯. প্রচলিত শক্তি উৎপাদন ব্যয় - কম / বেশি। 
উত্তর : বেশি। 

৫০. পৃথিবীতে কোন শক্তি ব্যবহারের পরিমাণ সর্বাধিক ?  তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ। 
উত্তর : তাপবিদ্যুৎ। 

৫১. কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয় ? শিল্পক্ষেত্রে / কৃষিক্ষেত্রে / গৃহস্থালির ক্ষেত্রে / পরিবহনের ক্ষেত্রে। 
উত্তর : শিল্পক্ষেত্রে। 

৫২. ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাটি হল - ONGC / NTPS / NTPC / ISTC 
উত্তর : NTPC

৫৩. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখ। 
উত্তর : ফারাক্কা , দুর্গাপুর। 

৫৪. NTPC এর পুরো নাম লেখ। 
উত্তর : National Thermal Power Corporation Limited     

৫৫. তাপবিদ্যুৎকেন্দ্রগুলি অধিক সংখ্যায় গড়ে উঠেছে - উত্তর / দক্ষিণ / পূর্ব / পশ্চিম - ভারতে। 
উত্তর : পূর্ব ভারতে। 

৫৬. জলবিদ্যুতের ক্ষেত্রে - প্রাথমিক খরচ বেশি কিন্তু উৎপাদন ব্যয় কম / প্রাথমিক খরচ কম কিন্তু উৎপাদন ব্যয় বেশি / প্রাথমিক খরচ ও উৎপাদন ব্যয় উভয়ই কম / প্রাথমিক খরচ ও উৎপাদন ব্যয় উভয়ই বেশি। 
উত্তর : প্রাথমিক খরচ বেশি কিন্তু উৎপাদন ব্যয় কম। 

৫৭. কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণের সম্ভাবনা নেই ? তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ। 
উত্তর : জলবিদ্যুৎ। 

৫৮. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ? নাগার্জুনসাগর / সিদ্রাপং / অযোধ্যা পাহাড় / মাইথন। 
উত্তর : সিদ্রাপং ( দার্জিলিং ) । 

৫৯. পশ্চিমবঙ্গের কোথায় পাম্প স্টোরেজ জল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ? 
উত্তর : পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। 

৬০. পশ্চিমবঙ্গের দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কর। 
উত্তর : অযোধ্যা পাহাড় , ম্যাসাঞ্জোর।    

৬১. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয় নিউক্লিয়াসের - ফিউসন / ফিশন / রিঅ্যাক্ট - ঘটিয়ে। 
উত্তর : ফিশন ( বিভাজন ) । 

৬২. পারমাণবিক শক্তি কেন্দ্রে প্রয়োজন হয় প্রচুর পরিমানে - লোহা / সিমেন্ট /জল / ভারী জল। 
উত্তর : ভারী জল। 

৬৩. 2H2O কীসের সংকেত ? লোহা / সিমেন্ট / জল / ভারী জল। 
উত্তর : ভারী জল। 

৬৪. D2O কীসের সংকেত ? লোহা / সিমেন্ট / জল / ভারী জল। 
উত্তর : ভারী জল।   

৬৫. পারমাণবিক শক্তিকেন্দ্রের প্রধান উপাদানগুলি কী কী ? 
উত্তর : ইউরেনিয়াম , থোরিয়াম , প্লুটোনিয়াম , বেরিলিয়াম। 

৬৬. চেরনোবিলে কীসের দুর্ঘটনা ঘটেছিল ? গ্যাস দুর্ঘটনা / পারমাণবিক দুর্ঘটনা / রাসায়নিক দুর্ঘটনা। 
উত্তর : পারমাণবিক দুর্ঘটনা। 

৬৭. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ? কালাপক্কম / নরোরা / কৈগা / তারাপুর। 
উত্তর : তারাপুর। 

৬৮. কালাপক্কম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ? আসাম / গুজরাট / মহারাষ্ট্র / তামিলনাড়ু। 
উত্তর : তামিলনাড়ু। 

৬৯. তারাপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ? আসাম / গুজরাট / মহারাষ্ট্র / তামিলনাড়ু। 
উত্তর : মহারাষ্ট্র। 

৭০. কোন বছর ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ? ১৯৬৯ / ১৯৭৯ / ১৯৮৯ / ২০০১ সালে। 
উত্তর : ১৯৬৯ সালে। 

৭১. ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের সদর দপ্তর কোথায় অবস্থিত ? কলকাতা / হায়দ্রাবাদ / মুম্বাই / চেন্নাই। 
উত্তর : মুম্বাই। 

৭২. অপ্রচলিত শক্তির উৎসগুলো কী কী ? 
উত্তর : সৌরশক্তি , বায়ুশক্তি , ভূতাপশক্তি , সমুদ্রতরঙ্গ , জোয়ারভাটা , সমুদ্রজলের উষ্ণতার তারতম্য , বায়োমাস - ইত্যাদি। 

৭৩. ভারতে কোন কোন রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হয় ? 
উত্তর : গুজরাট , রাজস্থান , মহারাষ্ট্র , অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ু। 

৭৪. ভারতের কোন কোন রাজ্যে বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় ? 
উত্তর : তামিলনাড়ু , গুজরাট , মহারাষ্ট্র , কর্ণাটক , রাজস্থান। 

৭৫. ভারতের কোথায় প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ? 
উত্তর : কেরলের কাঁঝিকোড়। 


৭৬. আগ্নেয়গিরি , উষ্ণ প্রস্রবণ - ইত্যাদি অঞ্চল কোন ধরণের বিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযুক্ত ? জলবিদ্যুৎ / তাপবিদ্যুৎ / ভূতাপশক্তি / জোয়ার ভাটার শক্তি। 
উত্তর : ভূতাপশক্তি। 

৭৭. পিগ আয়রন কাকে বলে ? 
উত্তর : ব্লাস্ট ফার্নেসে লোহা গলিয়ে তৈরী ছোট টুকরো। 

৭৮. সংকর ইস্পাত কাকে বলে ? 
উত্তর : পিগ আয়রনের সঙ্গে অন্যান্য দ্রব্য মিশিয়ে তৈরী কঠিন ইস্পাত। 

৭৯. স্টেনলেস স্টিল কাকে বলে ? 
উত্তর : ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে তৈরী ইস্পাত। এতে মরচে পড়েনা। 

৮০. সৌরপুকুর কাকে বলে ? 
উত্তর : বাণিজ্যিকভাবে সৌরশক্তির সাহায্যে জল গরম করার স্থান। 

৮১. অফসোর বায়ুশক্তি কী ? 
উত্তর : সমুদ্রগর্ভে উইন্ডমিল বসিয়ে উৎপাদিত বায়ুবিদ্যুৎ। 

৮২. বায়লাডিলা লৌহখনিটি কোন রাজ্যে অবস্থিত ? ওড়িশা / ছত্তিসগড় / গোয়া / ঝাড়খন্ড। 
উত্তর : ছত্তিসগড়।  

৮৩. ভারতের বৃহত্তম লৌহখনি কোনটি ? বায়লাডিলা / গরুমহিষানি / নোয়ামুন্ডি / বাবুবাদান। 
উত্তর : বায়লাডিলা।  

৮৪.  বায়লাডিলা লৌহখনির আকরিক কোন বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয় ? মুম্বাই / কলকাতা / চেন্নাই / বিশাখাপত্তনম। 
উত্তর : বিশাখাপত্তনম। 

৮৫. কোন রাজ্যে প্রচুর পরিমানে ম্যাগনেটাইট সঞ্চিত আছে ? ওড়িশা / ছত্তিসগড় / ঝাড়খন্ড / কর্ণাটক। 
উত্তর : কর্ণাটক। 

৮৬. আকরিক লোহা সঞ্চয়ে ভারতের স্থান - প্রথম / তৃতীয় / পঞ্চম / দশম। 
উত্তর : পঞ্চম। 

৮৭. ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি ? ঝরিয়া / তালচের / বোকারো / গিরিডি। 
উত্তর : ঝরিয়া ( ধানবাদ জেলা ) ।  

৮৮. ওড়িশার বৃহত্তম কয়লাখনি কোনটি ? তালচের / রামপুর / শাহপুর / কানহা উপত্যকা। 
উত্তর : তালচের। 

৮৯. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা উত্তোলিত হয় ? 
উত্তর : রানিগঞ্জ , আসানসোল , অন্ডাল। 

৯০. ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার কোনটি ? 
উত্তর : তামিলনাড়ুর আর্কট জেলার নেভেলি।     

৯১. সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি ? অ্যানথ্রাসাইট / লিমোনাইট / লিগনাইট / বিটুমিনাস। 
উত্তর : লিগনাইট। 
[ উপরোক্ত চারটি বিকল্পের মধ্যে নিম্নমানের কয়লা হল লিগনাইট। কিন্তু সামগ্রিক বিচারে সবচেয়ে নিম্নমানের কয়লা হল পিট কয়লা। ] 

৯২. কয়লার একটি উপজাত দ্রব্য হল - মিথেন / ন্যাপথা / আলকাতরা / প্লাস্টিক। 
উত্তর : আলকাতরা। 

৯৩. ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হল - আকরিক লোহা / খনিজ তেল / কয়লা / ম্যাঙ্গানিজ। 
উত্তর : আকরিক লোহা। 

৯৪. কোন ক্ষেত্রে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি ? লৌহ - ইস্পাত শিল্পে / তাপবিদ্যুৎ কেন্দ্রে / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে / গৃহস্থালির কাজে। 
উত্তর : তাপবিদ্যুৎ কেন্দ্রে। 

৯৫. ভারতে কোন ভূতাত্ত্বিক যুগের কয়লা বেশি পাওয়া যায় ? জুরাসিক / গন্ডোয়ানা / টার্শিয়ারি / কার্বোনিফেরাস। 
উত্তর : গন্ডোয়ানা। 

৯৬. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কয়লা খনি অঞ্চল কোনটি ? রানীগঞ্জ / অন্ডাল / আসানসোল / দুর্গাপুর। 
উত্তর : রানীগঞ্জ। 

৯৭. কোল ইন্ডিয়া লিমিটেড ( CIL ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? চেন্নাই / কলকাতা / মুম্বাই / নেভেলি। 
উত্তর : কলকাতা। 

৯৮. দক্ষিণ ভারতের প্রধান লিগনাইট খনির নাম - নেভেলি / চেন্নাই / কোচি / সালেম। 
উত্তর : নেভেলি। 

৯৯. কয়লার একটি উপজাত দ্রব্য হল স্যাকারিন। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

১০০. কয়লা রূপান্তরের সবশেষে কী পাওয়া যায় ? স্যাকারিন / হিরে / গ্রাফাইট / আলকাতরা। 
উত্তর : গ্রাফাইট। 
[ গ্রাফাইট কয়লার উপজাত দ্রব্য হলেও জ্বালানির কাজে ব্যবহৃত হয়না। ]


১০১. কয়লা হল - জীবাশ্মের / কার্বনের / ম্যাঙ্গানিজের / লোহার - একটি রূপভেদ। 
উত্তর : কার্বন। 

১০২. কয়লার প্রধান উপাদান কী ? 
উত্তর : কার্বন। 

১০৩. ONGC - র সদর দপ্তর কোথায় অবস্থিত ? মুম্বাই /  হায়দ্রাবাদ / মুসৌরি / দেরাদুন । 
উত্তর : দেরাদুন। 

১০৪. OIL এর পুরো নাম লেখ। 
উত্তর : Oil India Limited   

১০৫. পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল উত্তোলনের সম্ভাবনা দেখা দিয়েছে ? মালভূমি অঞ্চল / দার্জিলিং পার্বত্য অঞ্চল / সুন্দরবন অঞ্চল / সবগুলি। 
উত্তর : সুন্দরবন অঞ্চল। 

১০৬. খনিজ তেলে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমানে থাকে ? হাইড্রোকার্বন / কার্বন / ন্যাপথা / সিলিকন। 
উত্তর : হাইড্রোকার্বন। 

১০৭. তরল সোনা কাকে বলে ? জল / ভারী জল / খনিজ তেল / সবগুলি। 
উত্তর : খনিজ তেল। 

১০৮. শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ? যমুনা / কৃষ্ণা / গোদাবরী / কাবেরী।উত্তর : কাবেরী। 

১০৯. ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হল - তারাপুর / নারোরা / কালপক্কম / ফারাক্কা। 
উত্তর : তারাপুর। 

১১০. পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ। 
উত্তর : জলঢাকা। 

১১১. সাদা কয়লা কাকে বলে ? খনিজ তেল / জলবিদ্যুৎ / সৌরশক্তি / বায়ুশক্তি। 
উত্তর : জলবিদ্যুৎ। 

১১২. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান কাঁচামাল কোনটি ? 
উত্তর : ইউরেনিয়াম। 

১১৩. পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হল - তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সূর্য। 
উত্তর : সূর্য। 

১১৪. বিদ্যালয় কী ধরণের সম্পদ ? সামাজিক / অর্থনৈতিক / রাজনৈতিক / শিক্ষা মূলক - সম্পদ। 
উত্তর : সামাজিক সম্পদ। 

১১৫. একটি অধাতব খনিজ সম্পদের উদাহরণ দাও। 
উত্তর : চুনাপাথর। 

১১৬. থোরিয়াম কোথা থেকে সংগ্রহ করা হয় ? 
উত্তর : মোনাজাইট বালি থেকে। 

১১৭. আঙ্কলেশ্বর কী জন্য বিখ্যাত ? ভারতের দ্বিতীয় বৃহত্তম - কয়লা খনি / লৌহ আকরিক উৎপাদক অঞ্চল / ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চল / খনিজ তৈল উৎপাদক অঞ্চল। 
উত্তর : ভারতের দ্বিতীয় বৃহত্তম খনিজ তৈল উৎপাদক অঞ্চল। 

১১৮. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বায়ুশক্তি উৎপাদিত হচ্ছে ? 
উত্তর : ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ। 

১১৯. পরিবেশ দূষণমুক্ত রাখতে কোন ধরণের জ্বালানির ব্যবহার কমানো দরকার ? জীবাশ্ম জ্বালানি / জল বিদ্যুৎ / সৌরশক্তি / জোয়ার ভাটার শক্তি। 
উত্তর : জীবাশ্ম জ্বালানি। 

১২০. একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ দাও। 
উত্তর : গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট। [ অদ্বিতীয় সম্পদ ও একমাত্রলভ্য সম্পদ একই কথা। ]  

You May Also Like

0 comments