­

Class IX Geography 1st chapter MCQ নবম শ্রেণি : ভূগোল : প্রথম অধ্যায়। MCQ

by - March 17, 2025

Class IX Geography 1st chapter MCQ 

নবম শ্রেণি : ভূগোল : প্রথম অধ্যায়। MCQ


১. কে প্রথম ঘোষণা করেছিলেন পৃথিবী চ্যাপ্টা নয় , গোল ? 
উত্তর : পিথাগোরাস। 

২. কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ? 
উত্তর : এরাটোস্থিনিস। 

৩. কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর মানচিত্র তৈরী করেন ? 
উত্তর : টলেমি। 
৪. কে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ? 
উত্তর : আলফ্রেড রাসেল। 

৫. কত খ্রিস্টাব্দে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করা হয় ? 
উত্তর : ১৮৭০

৬. উত্তর গোলার্ধে সমকোণে ( ৯০ ডিগ্রি ) কোন নক্ষত্র দেখা যায় ? 
উত্তর : ধ্রুবতারা। 

৭. দক্ষিণ গোলার্ধে সমকোণে ( ৯০ ডিগ্রি ) কোন নক্ষত্র দেখা যায় ? 
উত্তর : হ্যাডলির অকট্যান্ট। 

৮. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ? 
উত্তর : ১২৭৫৭ কিমি। 

৯. পৃথিবীর মেরু ব্যাস কত ? 
উত্তর : ১২৭১৪ কিমি। 

১০. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত ? 
উত্তর : ৪৩ কিমি। 

১১. পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্য কত ? 
উত্তর : ৫১ কিমি। 

১২. পৃথিবীর আকৃতি হল ______________ গোলক। 
উত্তর : অভিগত। 

১৩. যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় , অভিকর্ষজ বল তত - বেড়ে / কমে - যায়। 
উত্তর : বেড়ে যায়। 

১৪. পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে দোলক ঘড়ির পরীক্ষাটি কে করেছিলেন ? 
উত্তর : জাঁ রিচার। 

১৫. দোলক ঘড়ির পরীক্ষাটি কবে করা হয় ? 
উত্তর : ১৬৭১ 


১৬. দোলক ঘড়ির পরীক্ষাটি কোথায় করা হয় ? 
উত্তর : দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপ ও প্যারিসে। 

১৭. পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি ? 
উত্তর : মাউন্ট এভারেস্ট। 

১৮. পৃথিবীর সর্বোচ্চ স্থানের উচ্চতা কত ? 
উত্তর : ৮৮৪৮ মিটার। 

১৯. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি ? 
উত্তর : মারিয়ানা খাত। 

২০. পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানের পার্থক্য কত ? 
উত্তর : প্রায় ২০ কিমি। 

২১. পৃথিবীর আকৃতি পৃথিবীর মতই। এই ধারণাকে বলা হয় ____________________ 
উত্তর : জিয়ড 

২২. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ? 
উত্তর : বুধ। 

২৩. সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে পৃথিবীর অবস্থান - তৃতীয় / পঞ্চম / ষষ্ঠ / দ্বিতীয়। 
উত্তর : তৃতীয় 

২৪. পৃথিবীর উপগ্রহের সংখ্যা ক'টি ? 
উত্তর : ১টি।  
 
২৫. পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কী ? 
উত্তর : চাঁদ। 

২৬. বৃহস্পতির ক'টি উপগ্রহ ? 
উত্তর : ৬৭ টি। 

২৭. মঙ্গলের ক'টি উপগ্রহ ? 
উত্তর : ২টি। 

২৮. সৌর জগতে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক ? 
উত্তর : বৃহঃস্পতি। 

২৯. সৌর জগতে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই ? 
উত্তর : বুধ ও শুক্র। 

৩০. সৌর জগতে কোন গ্রহ বৃহত্তম ? 
উত্তর : বৃহঃস্পতি।   


৩১. প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবী - অভিগত গোলাকার / চৌকো / সমতল / বক্রাকার। 
উত্তর : সমতল। 

৩২. কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন ? ফ্রান্স / জাপান / আমেরিকা / স্পেন। 
উত্তর : স্পেন। 

৩৩. পিথাগোরাস ছিলেন - গ্রিক / রোমান / জার্মান / ভারতীয় - দার্শনিক। 
উত্তর : গ্রিক। 

৩৪. কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ? 
উত্তর : শুক্র। 

৩৫. পৃথিবী সমতল হলে বেলফোর্ড খালের পরীক্ষাতে তিনটি লাঠিকে কীরকম দেখাত ? সমান দৈর্ঘ্যের / একটু লম্বা দৈর্ঘ্যের / লাঠিগুলি বেঁকে থাকবে / লাঠিগুলিকে দেখা যাবে না। 
উত্তর : সমান দৈর্ঘ্যের। 

৩৬. সৌরজগতের একমাত্র কোন গ্রহে ঋতু পরিবর্তন দেখা যায় ? 
উত্তর : পৃথিবী। 

৩৭. কত কিমি বেগে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ?  
উত্তর : ৩০কিমি /সেকেন্ড। 

৩৮. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম - সেরেস / ডিমোস / ফেবোস / ইরিস। 
উত্তর : সেরেস। 

৩৯. ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় , দিগন্ত রেখার বিস্তার তত - কমে / বাড়ে / একই থাকে। 
উত্তর : বাড়ে। 

৪০. কে প্রথম পৃথিবীর ব্যাস সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন ? 
উত্তর : এরাটোস্থিনিস। 

৪১. পৃথিবীর মেরুদ্বয় কিঞ্চিৎ ( চাপা / স্ফীত ) ও নিরক্ষীয় প্রদেশ কিঞ্চিৎ ( চাপা / স্ফীত ) । 
উত্তর : চাপা , স্ফীত। 

৪২. কোনো বস্তুর ওজন নিরক্ষরেখার সংলগ্ন অঞ্চলে ক্রমশ - কমে / বাড়ে। 
উত্তর : কমে। 

৪৩. ১ স্টেডিও = কত মিটার ? 
উত্তর : ১৮৫ মিটার। 

৪৪. GPS এর সাহায্যে কোনো স্থানের যেকোনো সময়ের - একমাত্রিক / দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক / চতুর্মাত্রিক - অবস্থান জানতে পারি।
উত্তর : ত্রিমাত্রিক। 

৪৫.  Geoid কথার অর্থ কী ? 
উত্তর : পৃথিবী সদৃশ। 

৪৬. পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় ? 
উত্তর : কেন্দ্রাতিগ বল। 

৪৭. নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে কোন মেরুতে দেখা যায় ? 
উত্তর : উত্তর মেরুতে। 

৪৮. দিগন্তরেখার আকৃতি - গোলাকার / লম্বা / বাঁকা / বক্রাকার। 
উত্তর : গোলাকার। 

৪৯. GPS এর পুরো কথাটি কী ? 
উত্তর : Global Positioning System 

৫০. GIS এর পুরো কথাটি কী ? 
উত্তর : Geographical Information System 


৫১. পৃথিবী - পূর্ব থেকে পশ্চিমে / পশ্চিম থেকে পূর্বে / উত্তর থেকে দক্ষিণে - সূর্যকে প্রদক্ষিণ করে। উত্তর : পশ্চিম থেকে পূর্বে। 

৫২. সর্বপ্রথম Geoid কথাটি কে ব্যবহার করেন ? 
উত্তর : জোহান বেনডিক্ট লিসটিং। 

৫৩. এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট = কত কিমি ? 
উত্তর : ১৪.৯৬ কোটি কিমি। 

৫৪. কোন গ্রহকে লাল গ্রহ বলে ? 
উত্তর : মঙ্গল। 

৫৫. কোন গ্রহকে নীল গ্রহ বলে ? 
উত্তর : পৃথিবী। 

৫৬. নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতিকোণ - ০ ডিগ্রি / ১৫ ডিগ্রি  / ৬০ ডিগ্রি  / ৯০ ডিগ্রি। 
উত্তর : ০ ডিগ্রি। 

৫৭. পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? 
উত্তর : ইউরি গ্যাগারিন। 

৫৮. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ? 
উত্তর : ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 

৫৯. ভারতের প্রথম মহাকাশচারী ? 
উত্তর : রাকেশ শর্মা। 

৬০. মহাশুন্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কে ? 
উত্তর : সুনিতা উইলিয়ামস।     

৬১. কোন গ্রহ মিথেন গ্যাসে পরিপূর্ণ ? মঙ্গল / ইউরেনাস / নেপচুন / শুক্র। 
উত্তর : ইউরেনাস। 

৬২. কোন গ্রহকে ' গুরু গ্রহ ' বলে ? 
উত্তর : বৃহঃস্পতি। 

৬৩. মঙ্গল গ্রহের রং কেন লাল ? 
উত্তর : মাটিতে লোহার ভাগ বেশি থাকায়। 

৬৪. ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ। 
উত্তর : INSAT , IRS 

৬৫. সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কী ? 
উত্তর : পৃথিবী। 

৬৬. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ? 
উত্তর : স্যার আইজ্যাক নিউটন। 

৬৭. পৃথিবীর তুলনায় সূর্য কত বড় ? 
উত্তর : ১৩ লক্ষ গুন। 

৬৮. ২০০৬ সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয় ? 
উত্তর : প্লুটো। 

৬৯. পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কত ? 
উত্তর : ১৫ কোটি ২০ লক্ষ কিমি। 

৭০. সৌরজগতের কেন্দ্রে রয়েছে - সূর্য / বৃহঃস্পতি / পৃথিবী / চাঁদ। 
উত্তর : সূর্য। 

৭১. GPS নিয়ন্ত্রণকারী কেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে। 

৭২. GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যুনতম ক'টি উপগ্রহ প্রয়োজন ? 
উত্তর : ৩ টি। 

৭৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ? 
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড। 

৭৪. সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ - বুধ / শুক্র / বৃহঃস্পতি / পৃথিবী। 
উত্তর : বৃহঃস্পতি। 

৭৫. পৃথিবীর কক্ষপথের পরিধি কত ? 
উত্তর : ৯৬ কোটি কিমি। 


৭৬. পৃথিবীর কক্ষপথ - বৃত্তাকার / উপবৃত্তাকার / বক্রাকার / সরলরেখা বিশিষ্ট। 
উত্তর : উপবৃত্তাকার। 

৭৭. সৌরজগতের কোন গ্রহের বলয় আছে ? 
উত্তর : শনি। 

৭৮. পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে ? 
উত্তর : ২৭  ১/৩ দিন।   

৭৯. কেইন দ্বীপ কোথায় অবস্থিত ? উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / ব্রাজিল / দক্ষিণ আফ্রিকা। উত্তর : দক্ষিণ আমেরিকা। 

৮০. বেলফোর্ড খাল কোথায় অবস্থিত ? ইংল্যান্ড / ফ্রান্স / জার্মানি / ইতালি। 
উত্তর : ইংল্যান্ড। 

৮১. পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল সর্বাধিক হয় - নিরক্ষীয় অঞ্চলে / ক্রান্তীয় অঞ্চলে / মেরু অঞ্চলে / হিমমন্ডলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৮২. পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হয় - নিরক্ষীয় অঞ্চলে / সমুদ্র সমতলে / মেরু অঞ্চলে / সমুদ্রের তলদেশে। 
উত্তর : মেরু অঞ্চলে। 

৮৩. কোন গতির ফলে পৃথিবীর মধ্যভাগ স্ফীত ? পরিক্রমণ গতি / আবর্তন গতি। 
উত্তর : আবর্তন গতি। 

৮৪. পৃথিবীর গড় উষ্ণতা - ১৫ / ২৫ / ৩২ / ৪২ - ডিগ্রি সেলসিয়াস। 
উত্তর : ১৫ ডিগ্রি। 

৮৫. পৃথিবী একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : অন্তঃস্থ। 
 
৮৬. মঙ্গল একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : অন্তঃস্থ। 

৮৭. বৃহঃস্পতি একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : বহিঃস্থ। 
 
৮৮. সৌরজগৎ কোন ছায়াপথের ( Galaxy ) অন্তর্গত ? 
উত্তর : আকাশগঙ্গা বা Milky Way 

৮৯. মঙ্গলের দুটি উপগ্রহ কী কী ? 
উত্তর : ফোবোস ও ডাইমোস। 

৯০. প্রথম কোন মহাকাশযান মঙ্গল গ্রহে পৌঁছয় ? 
উত্তর : রোভার।   

You May Also Like

0 comments