আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব :-

by - December 13, 2021

আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর। 


ইতিহাস রচনার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার ভুমিকা :-  


সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ ই নভেম্বর। এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। প্রকাশকাল থেকেই পত্রিকাটিতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হতে থাকে। বিশেষ করে বিধবা বিবাহ আন্দোলন , নারীশিক্ষার প্রসার , শিল্পায়ন ,  মহারানীর ঘোষণাপত্র , নীল চাষীদের আন্দোলন , জমিদারি ব্যবস্থার কুফল ইত্যাদি ছিল সোমপ্রকাশ পত্রিকার আলোচ্য বিষয়বস্তু। এই পত্রিকা শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের মুখপাত্রে পরিণত হয়েছিল। সাহিত্য , দর্শন , বিজ্ঞান , সমাজতত্ত্ব , রাজনীতি - প্রভৃতি বিভিন্ন বিষয়ে লেখাতে সরকারি নীতির যেমন নির্ভীক সমালোচনা করা হয়েছিল তেমনি সমাজ গঠনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।  আধুনিক ভারতের ইতিহাস রচনায় সোমপ্রকাশ পত্রিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


১. রাজনৈতিক সচেতনতার প্রসার :-  ভারতে তথা বাংলায় সোমপ্রকাশ পত্রিকাতে সর্বপ্রথম নিয়মিত রাজনৈতিক সংবাদ পরিবেশিত হতে শুরু করে। ব্রিটিশ সরকার , নীলকর সাহেব ও জমিদারদের অত্যাচার , সংবাদপত্র আইন , ইলবার্ট বিল , ব্রিটিশ শাসনের স্বরূপ ইত্যাদি বিভিন্ন বিষয়ে লেখার মধ্যে দিয়ে ভারতীয় জনসাধারণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বিস্তার ঘটে। তারা ইংরেজ শাসনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে। 

২. দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের বিরুদ্ধে প্রতিবাদ :- ১৮৭৮ খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করে ভারতীয় সংবাদপত্র গুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেন।  সোমপ্রকাশ পত্রিকা এই সরকারি হস্তক্ষেপ এবং আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এর ফলে সোমপ্রকাশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পত্রিকাটি আবার চালু হয়। 

৩. সমাজ সচেতনতা ;- সোমপ্রকাশ পত্রিকা বিভিন্ন সামাজিক ব্যাধি , কুসংস্কার - ইত্যাদির বিরুদ্ধে প্রচার চালিয়েছিল। যেমন বাল্যবিবাহ , বহুবিবাহ , কৌলিন্য প্রথা , মদ্যপান ইত্যাদির বিরুদ্ধে সোমপ্রকাশ পত্রিকা প্রচার চালিয়ে ছিল আবার অন্যদিকে বিধবা বিবাহ প্রবর্তন , নারী শিক্ষা বিষয়ক লেখনীর মাধ্যমে সোমপ্রকাশ পত্রিকা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 

৪. নীলচাষীদের সমর্থনে সোমপ্রকাশ পত্রিকা : - দরিদ্র নীলচাষীদের সমর্থনে গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছিল এই পত্রিকা। পত্রিকাতে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী , নীলচাষীদের দুরবস্থা -  সম্পর্কে নিরপেক্ষ মতামত দেওয়া হয়। এর ফলে নীলকর ও ইংরেজদের প্রকৃত স্বরূপ ভারতীয়রা অনুধাবন করতে পারে। যা পরবর্তীকালে এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের জন্ম দিয়েছিল। 

৫. মহাবিদ্রোহ সম্পর্কে সোমপ্রকাশ পত্রিকা ;- সোমপ্রকাশ পত্রিকায় ১৮৫৭ এর মহাবিদ্রোহের সংবাদ প্রচারের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 

৬. দার্শনিক ভূমিকা : - ফরাসি বিপ্লবে যেমন দার্শনিকেরা ফরাসীবাসীর মনোজগতে বিপ্লবের জন্ম দিয়েছিলেন - সেই একই ভূমিকা বাংলাতে পালন করেছিল সোমপ্রকাশ সহ অন্যান্য কয়েকটি পত্র - পত্রিকা। প্রকৃত সমাজ ও শাসনের চিত্র উপস্থাপিত করে যে সকল পত্র পত্রিকা মানুষের ভাবজগতে বিপ্লব ঘটিয়েছিল - সোমপ্রকাশ তাদের মধ্যে অন্যতম। 


You May Also Like

0 comments