আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন ' পত্রিকার গুরুত্ব :-

by - December 08, 2021

আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন ' পত্রিকার গুরুত্ব :- 


আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন' পত্রিকা :- 


ভূমিকা :- আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সমসাময়িক যেসব সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযােগ্য হল অত্যন্ত জনপ্রিয় ‘বঙ্গদর্শন' পত্রিকা। আধুনিক ভারতের বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর ইতিহাস রচনার জন্য যেসব সাময়িকপত্র গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে ১৮৭২ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকা ‘বঙ্গদর্শন অন্যতম। এই পত্রিকায় সাহিত্য, ইতিহাস, পুরাতত্ত্ব, দর্শন, সংগীত, বিজ্ঞান, ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব, বাঙালির জীবনচর্চা প্রভৃতি বিষয়ে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, দীনবন্ধু মিত্র, চন্দ্রনাথ বসু প্রমুখ লেখক কবিতা, গান, প্রবন্ধ, গল্প লিখতেন, যা থেকে সমকালীন ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। পত্রিকাটি প্রকাশের প্রথম থেকেই বঙ্কিমচন্দ্র ছিলেন এর সম্পাদক, লেখক ও প্রধান পরিচালক।



শিক্ষিত সমাজের মুখপত্র: ‘বঙ্গদর্শন' পত্রিকা আত্মপ্রকাশের পর থেকেই তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের প্রধান মুখপত্র হয়ে ওঠে। এই পত্রিকাতেই বাঙালি জাতির আধুনিক চিন্তার প্রতিফলন ঘটত। বঙ্কিমচন্দ্র ছাড়াও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ প্রতিভাবান লেখক এই পত্রিকায় নিয়মিত লিখতেন। 

কৃষক প্রজাদের দুরবস্থার পরিচয়  : ‘বঙ্গদর্শন’ পত্রিকার বিভিন্ন প্রবন্ধে কৃষক প্রজাদের ওপর জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার ও শােষণের ছবি তুলে ধরা হয়েছে। কৃষক, প্রজারা জমিদারদের ভূমিরাজস্ব ছাড়াও কত রকমের উপরি কর দিতে বাধ্য হত, মহাজনরা কৃষকদের অশিক্ষা ও দারিদ্র্যের সুযােগ নিয়ে কীভাবে ঋণের জালে বেঁধে রেখেছিল তার পরিচয় পাওয়া যায় এই পত্রিকায়। 

সাহিত্যের উন্নতি : এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বিষবৃক্ষ, ‘আনন্দমঠ’, ‘কমলাকান্তের দপ্তর’ প্রভৃতি উপন্যাস ধারাবাহিকভাবে এবং ‘সাম্য প্রবন্ধ, 'বন্দেমাতরম্ সংগীত প্রকাশ করেন। বঙ্কিমচন্দ্র ছাড়া তাঁর অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয়কুমার দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, রমেশচন্দ্র দত্ত, আরও পরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ লেখকগােষ্ঠীর লেখা প্রকাশের অন্যতম ক্ষেত্র হল ‘বঙ্গদর্শন’। তাই এই পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যগােষ্ঠী ও উন্নতির দিকটিও ধরা পড়ে।

সমকালীন তথ্য: ‘বঙ্গদর্শন' পত্রিকায় সমাজ, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, দর্শন, ধর্মতত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ ও বিভিন্ন উপন্যাস প্রকাশিত হত। এসব রচনা থেকে সেসময় বাংলায় ইংরেজ সরকার ও জমিদারের শােষণ ও অত্যাচার, সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা, সাহিত্য, রাজনীতি, দর্শন, ধর্মতত্ত্ব প্রভৃতি সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়।

জাতীয়তাবাদী ইতিহাসের উপাদান :-  ‘বঙ্গদর্শন' পত্রিকার দ্বারা সমকালীন ভারতীয়
জাতীয়তাবাদ যথেষ্ট প্রভাবিত হয়। বঙ্কিমচন্দ্রের লেখা ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম ‘বঙ্গদর্শন' পত্রিকাতেই প্রকাশিত হয়। ‘বন্দেমাতরম’ পরবর্তীকালে ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্রে পরিণত হয়। ‘বঙ্গদর্শন’-এ প্রকাশিত ‘সাম্য’-সহ বিভিন্ন প্রবন্ধ বাঙালি সমাজে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসারে যথেষ্ট সহায়তা করে।


 
আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব।    

You May Also Like

0 comments