সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা কর।

by - December 17, 2021

সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা কর। 


সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য :- 


সংবাদপত্র ও সাময়িকপত্রের  মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ - 


১. জন্মলগ্নের নিরীখে : - আধুনিককালে অষ্টাদশ শতকে সাময়িকপত্রগুলি প্রকাশিত হতে শুরু করেছে। কিন্তু সংবাদপত্রের জন্মকাল যীশুখ্রিস্টের জন্মের পূর্বে। 

২. প্রকৃতিগত ক্ষেত্রে :- সাময়িকপত্রগুলি প্রধানতঃ বিশ্লেষণমূলক লেখা , সমালোচনা , সাহিত্য  - ইত্যাদি বিষয়কে উৎসাহ দিয়ে থাকে। কিন্তু সংবাদপত্রগুলিতে দৈনন্দিন ঘটে যাওয়া রাজনৈতিক , সামাজিক - বিভিন্ন কর্মকান্ড প্রকাশিত হয়। 


৩. বিষয়ভিত্তিক পার্থক্য :- সাময়িকপত্রগুলিতে বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ হতে দেখা যায়। কোনো কোনো সাময়িক পত্র বিশেষ বিষয় কেন্দ্রিকও হতে পারে - যেমন সাহিত্যমূলক , ঐতিহাসিক বা বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু সংবাদপত্রগুলো শুধুমাত্র সার্বিক ও সাধারণ সংবাদ প্রকাশের দিকে নজর রাখে। 

৪. মৌলিক বিষয় প্রকাশের ক্ষেত্রে পার্থক্য :- সংবাদপত্রগুলোতে মৌলিক বিষয় নিয়ে লেখালিখির সংখ্যা খুব কম বা থাকে না বললেই চলে। কিন্তু সাময়িক পত্রগুলিতে মৌলিক বিষয় , গবেষণাকেন্দ্রিক বিষয় - এসব কিছুরই প্রাধান্য দেখা যায়। 

৫. আকৃতিগত ক্ষেত্রে পার্থক্য :- সংবাদপত্র কখনোই বিরাট মাপের বা প্রচুর পৃষ্ঠা সংযোজিত হয়না। কিন্তু সাময়িকপত্রগুলি অনেক ক্ষেত্রেই বহু পৃষ্ঠা সংযোজিত বিরাট আকৃতির হয়ে থাকে। 

৬. প্রকাশকালের অন্তরভেদ :- সংবাদপত্রগুলি সাধারণত প্রতিনিয়ত দিনে একবার বা দুবার প্রকাশিত হয়ে থাকে। কিন্তু সাময়িক পত্রগুলি একটি নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর প্রকাশিত হয়। সামযিকত্রগুলি সাধারণত সাপ্তাহিক , পাক্ষিক , মাসিক - এইরূপ সময়ের অন্তরে প্রকাশিত হয়। 

৭. জ্ঞান সঞ্চারের উপাদান হিসাবে পার্থক্য : - সংবাদপত্রগুলো থেকে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ লাভ করা যায় - যা আমাদের তথ্য সমৃদ্ধ করে বর্তমান সমাজ ও জগৎ সম্পর্কে ধারণা প্রদান করে। কিন্তু সাময়িকপত্রগুলিতে সেইরূপ তাৎক্ষণিক সংবাদের পরিবর্তে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে তথ্যসমৃদ্ধ জ্ঞান প্রদান করে। 


      

You May Also Like

0 comments