কণ্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব :-

by - December 20, 2021

কণ্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 

অথবা , ইতিহাসের উপাদান হিসাবে কণ্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 


কণ্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব :- 


কন্যা ইন্দিরা যখন মুসৌরিতে পড়াশোনা করছিলেন সেই সময়কালে তাঁর পিতা জওহরলাল নেহেরু তাঁকে মোট ৩০ টি চিঠি লেখেন। এই চিঠিগুলির সংকলন '' Letters from a father to his daughter '' নামে পরিচিত। পরবর্তীকালে মুন্সি প্রেমচাঁদ চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন যা  '' পিতা কে পত্র পুত্রী কে নাম '' নামে প্রকাশিত হয়। এর বাংলা অনুবাদের নাম হল '' কল্যাণীয়েষু ইন্দু। '' উক্ত চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব হল - 



১. চিঠিগুলিতে পৃথিবীর এমন সময়ের উল্লেখ করা হয়েছে যখন পৃথিবীতে মানবের কোনো অস্তিত্ব ছিলনা। সেই সময়ের ইতিহাস জানতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান কিভাবে সাহায্য করে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি প্রতিটি শিক্ষার্থী তথা ইতিহাসে কৌতুহলী ব্যক্তিদের ঐতিহাসিক অনুসন্ধানে অনুপ্রাণিত করে। 

২. নেহেরু তাঁর কন্যাকে বলেছেন , শুধু ভারত বা ইংল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতি জানলেই চলবে না। বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি জনজাতি এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। এই আহ্বান এতটাই জোরালো যা তা পাঠককে বিশ্ব নাগরিকে পরিণত করে। 

৩. চিঠিগুলিতে সভ্যতার উদ্ভব , ভাষা ও ধর্মের উদ্ভব , ভিন্ন ভিন্ন সংস্কৃতির উদ্ভব - ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে - যা ইতিহাসের উপাদান হিসাবে অত্যন্ত মূল্যবান হিসাবে গৃহীত। 

৪. ভারতীয় সভ্যতার উন্মেষ ও বিবর্তন সম্পর্কেও চিঠিগুলিতে বহু তথ্য রয়েছে। এই তথ্যগুলি ভারতীয় সভ্যতা ও তার প্রাচীনত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। 

৫. জাতীয়তাবোধের উন্মেষের ক্ষেত্রেও চিঠিগুলির অবদান গুরুত্বপূর্ণ। ভারতের পরাধীনতার কারণ ও ইংল্যান্ডের সাফল্যের কারণগুলি উল্লেখ করে তিনি কার্যত পরাধীনতার শৃঙ্খল কীভাবে মোচন করা যাবে - সে বিষয়ে পথনির্দেশ দিয়েছেন। 

৬. প্রতিটি চিঠিতে ভারতের সাধারণ জীবন , মানুষের দারিদ্রতা , অসহায়তা , নিরক্ষরতা - ইত্যাদি সম্পর্কে বিস্তারে আলোচনা করা হয়েছে - যা একদিক দিয়ে তৎকালীন ভারতকে জানতে সহায়তা করে এবং অন্যদিকে দিয়ে সেই সকল নেতিবাচক অবস্থাগুলি দূর করতে মানুষকে অনুপ্রাণিত করে। 

     

You May Also Like

0 comments