ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব :-

by - December 21, 2021

ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর। 


অথবা , আধুনিক ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর। 


ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব :- 


সরকারি বিভিন্ন প্রতিবেদন , চিঠিপত্র , দলিল - দস্তাবেজ , নির্দেশনামা , চুক্তিপত্র - ইত্যাদি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত। এইগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। কেননা , এগুলির সত্যতা সাধারণতঃ সন্দেহের উর্দ্ধে। সরকারি নথিপত্রের ঐতিহাসিক গুরুত্বগুলি হল - 


১. ভারতে স্বাধীনতা আন্দোলন একটি বিশেষ অধ্যায়। সেই সমকালের সরকারি বিভিন্ন নথিপত্র থেকে আন্দোলন সম্পর্কে প্রকৃত তথ্য জানা যায় এবং নির্দিষ্ট ঘটনার পরিপ্রক্ষিতে সরকারের মনোভাব ও ভূমিকা সম্পর্কে জানতে সরকারি নথিপত্রগুলি অত্যন্ত কার্যকরী। 

২. বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরণের বৈপ্লবিক আন্দোলনগুলিকে দমন করতে ব্রিটিশ সরকার বদ্ধপরিকর ছিল। সরকারি চিঠিপত্র ও নির্দেশনামাগুলির মধ্যে দিয়ে কোন বিদ্রোহ কিভাবে দমন করা হয়েছিল তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। 

৩. ব্রিটিশ আমলের সরকারি নথিপত্রগুলি সাম্রাজ্যবাদি শাসকের প্রকৃত স্বরূপ তুলে ধরে। যেমন চার্চিল এর চিঠি থেকে জানা যায় যে তিনি বাংলার দুর্ভিক্ষের সময় বিদেশ থেকে খাদ্য আমদানির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। এ থেকে ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপ জনসমক্ষে তুলে ধরা যায়। 

৪. ভারতের বিভিন্ন সংস্কার আন্দোলনগুলি ব্রিটিশদের কতটা প্রভাবিত করেছিল - সে সম্পর্কেও নথিপত্রগুলি থেকে জানা সম্ভব। যেমন রাজা রামমোহন রায়ের আন্দোলনকে কোম্পানি মান্যতা দিয়ে সতীদাহ প্রথা রদ করেছিলেন। 

৫. ইংরেজ আমলে ভারতে প্রচলিত বিভিন্ন ধরণের প্রথা , সংস্কার , কুসংস্কার - ইত্যাদি সম্পর্কে জানতেও নথিপত্রগুলি বিশেষভাবে সহায়ক। নথিপত্রগুলি থেকেই তৎকালীন সময়ে প্রচলিত বহুবিবাহ , গঙ্গা সাগরে সন্তান বিসর্জন , সতীদাহ - এসকল প্রথা সম্পর্কে জানা যায়। 

৬, ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষক , শ্রমিক , বামপন্থী ও ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়। ওই সকল আন্দোলনগুলি এবং সেগুলিকে দমন করতে ব্রিটিশ সরকারের পদক্ষেপ ও আন্দোলনগুলির ব্যাপকতা ইত্যাদি সপর্কেও নথিপত্রগুলি থেকে জানা যায়। 

৭. ইংরেজ আমলে ইংরেজ বিরোধী বহু যুদ্ধ ও বিপ্লব অনুষ্ঠিত হয়। যেমন - সিপাহী বিদ্রোহ , নৌ বিদ্রোহ , অসহযোগ আন্দোলন , আইন অমান্য আন্দোলন - ইত্যাদি। সরকারি দলিল - দস্তাবেজ থেকে ঐসকল বিদ্রোহগুলি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব। 

৮. ভারত ভাগ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারত ভাগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য সরকারি নথিপত্র থেকে জানা যায়। 

৯. সর্বপরি সরকারি নথিপত্রগুলিকেই সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান হিসাবে মনে করা হয়।   


    

You May Also Like

0 comments