বামাবোধিনী পত্রিকায় প্রতিফলিত সমকালীন সমাজের প্রতিচ্ছবি :-

by - December 23, 2021

বামাবোধিনী পত্রিকায় তৎকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে ? 

অথবা , বামাবোধিনী পত্রিকা থেকে তৎকালীন সমাজ সম্পর্কে কী জানা যায় ? 

অথবা , ইতিহাসের উপাদান হিসাবে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 


বামাবোধিনী পত্রিকায় প্রতিফলিত সমকালীন সমাজের প্রতিচ্ছবি :- 


বামাবোধিনী পত্রিকার প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে। এর প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তৎকালীন সময়ের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস জানার জন্য পত্রিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পত্রিকাটিতে সমকালীন সমাজ স্পষ্টরূপে প্রতিফলিত হয়েছে। তাই ইতিহাস লিখনের উপাদান হিসাবেও এর গুরুত্ব অপরিসীম। 


১. উনিশ শতকে বাংলায় বিভিন্ন ধরণের কুপ্রথা ও কুসংস্কার প্রচলিত ছিল। বামাবোধিনী পত্রিকা এই সকল কুসংস্কারগুলি জনগণের সামনে তুলে ধরে জনমত গঠনের চেষ্টা করে। 

২. নারীশিক্ষা সেই সময়কালে কতটা অবহেলিত ছিল সে বিষয়ে পত্রিকাটি থেকে জানা যায়। পত্রিকাটি নারীশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যাপক প্রচার চালিয়েছিল ও জনমত গঠন করেছিল। 

৩. তৎকালীন সময়ে নারীদের কোনোরূপ সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিলনা। নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বামাবোধিনী পত্রিকা যে প্রচার চালিয়েছিল - তা প্রশংসার যোগ্য। 

৪. নারীশিক্ষার বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বামাবোধিনী পত্রিকা নারীদেরকেও লেখার সুযোগ করে দিয়েছিল। 

৫. তৎকালীন সমাজে নারীদের সমস্যা , তাঁদের অবস্থা সম্পর্কে জানার ক্ষেত্রে বামাবোধিনী পত্রিকা সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান। 

৬. যেসকল পত্র - পত্রিকাগুলি নারীদের অন্দরমহল থেকে মুক্তি দিয়ে সমাজের মূলস্রোতে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি উদ্যোগী ছিল - বামাবোধিনী পত্রিকা ছিল তাদের মধ্যে অন্যতম। 

এই সকল কারণগুলির জন্য পত্রিকাটি ইতিহাস রচনার উপাদান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


     

You May Also Like

0 comments