ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বৎসর - এর গুরুত্ব :-

by - December 06, 2021

বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর’ কেন ইতিহাসের উপাদানরূপে গুরুত্বপূর্ণ ?


ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বৎসর - এর গুরুত্ব :- 

 
ভূমিকা : বিখ্যাত চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পাল ‘প্রবাসী ' পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরােধে আত্মজীবনী লিখতে শর করেন এবং ধারাবাহিকভাবে ওই পত্রিকায় তা প্রকাশিত হয়। কিন্তু অসম্পূর্ণ অবস্থাতেই লেখাটি বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যুর পর ১৯৫৪ খ্রিস্টাব্দে ' সত্তর বৎসর’ নামে প্রকাশ করা হয়। এই গ্রন্থে তার জীবনের প্রথম ২২ বছরের (১৮৫৮-৮০ খ্রিস্টাব্দ) কথা আছে, যা থেকে সমকালীন বিভিন্ন বিষয়ের তথ্য পাওয়া যায়।


ইতিহাসের উপাদানরূপে ‘সত্তর বৎসর’-এর গুরুত্ব : - 


১) জন্মভূমির পরিচয় :-  ‘সত্তর বৎসরে’ বিপিনচন্দ্র পাল তার জন্মস্থান বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার পৈল গ্রামের পরিচয়, জন্ম ও বংশের কথা, গ্রামাঞ্চলে হিন্দু-মুসলিম সম্পর্ক, খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ প্রভৃতি বিভিন্ন ঘটনার কথা লিখেছেন, যা স্থানীয় ইতিহাস ও গ্রামীণ পরিচয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 

২) শিক্ষা সংক্রান্ত তথ্য :-  ‘সত্তর বৎসর’ থেকে গ্রামীণ ও শহুরে শিক্ষাব্যবস্থা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। টোল, মাদ্রাসা, মক্তব প্রভৃতি প্রাচ্য শিক্ষাপ্রতিষ্ঠান যেমন ছিল তেমনি উনবিংশ শতাব্দীর প্রধানত কলকাতায় উচ্চশিক্ষাকেন্দ্রও ছিল। বিপিনচন্দ্র পাল স্বয়ং ফারসি শেখার জন্য নিজ গ্রামে মৌলবির কাছে ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীতে শ্রীহট্টের একটি ইংরেজি বিদ্যালয়ে ও আরও পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভরতি হয়েছিলেন। 

৩) সমাজসংস্কার ;-  উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রচলিত সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এবং শিক্ষাবিস্তারে ব্রাহ্ম সমাজের অবদানের কথা সত্তর বৎসর’-এ উল্লিখিত আছে। বিপিনচন্দ্র পাল নিজে যােগদান করেছিলেন সে কথাও জানা যায়।

৪) সমকালীন রাজনীতি : - ব্রিটিশ বিরােধী আন্দোলন, সভাসমিতির কার্যকলাপ, জাতীয়তাবাদ ও স্বদেশভাবনা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা ‘সত্তর বৎসর’-এ বিভিন্ন সময় উল্লেখ করেছেন বিপিনচন্দ্র পাল। নবগােপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমােহন বসু, শিবনাথ শাস্ত্রী, রাজনারায়ণ বসু প্রমুখের কথা ও আদর্শ তার আত্মজীবনীতে ঠাই পেয়েছে। 

উপসংহার : বস্তুত উনবিংশ ও বিংশ শতাব্দীর রাজনৈতিক ও সমাজজীবনের পটপরিবর্তনের সাক্ষী ‘সত্তর বৎসর। গ্রাম ও শহরেরা চিত্র, প্রাদেশিক ও জাতীয় স্তরের বিভিন্ন ঘটনাবলি, উপনিবেশিক শাসনের ধ্বংসাত্মক দিক ও প্রতিবাদী আন্দোলন, পরিবার ও সমাজব্যবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে মূল্যবান তথ্য পাওয়া যায় এই গ্রন্থ থেকে।।


You May Also Like

0 comments