আধুনিক ইতিহাসচর্চায় নারী ইতিহাসের গুরুত্ব :

by - December 06, 2021

আধুনিক ইতিহাসচর্চায় নারী ইতিহাসের গুরুত্ব কী ?


অথবা, সাম্প্রতিককালে নারী ইতিহাস প্রাসঙ্গিক কেন?


ভূমিকা : প্রচলিত ইতিহাসচর্চা পুরুষকেন্দ্রিক হওয়ায় ইতিহাসে নারীর ভূমিকা ও গুরুত্বকে উপেক্ষা ও অবহেলা করা হয়েছে। সভ্যতা-সংস্কৃতির উন্নতিতে নারীর কর্মকাণ্ড তুলে ধরার উদ্দেশ্যে ইতিহাসচর্চার সমান্তরাল ধারা হিসেবে নারী ইতিহাসচর্চা শুরু হয়। ১৯৭০-এর দশকে প্রথমে আমেরিকা ও ব্রিটেনের ঐতিহাসিক ও গবেষকদের হাত ধরে এই ধারার ইতিহাসচর্চার আবির্ভাব ও বিকাশ ঘটে। জোয়ান কেলি, জোয়ান স্কট, জেরাল্ডিন ফোর্বস, মীরা দেশাই, বি. আর. নন্দ প্রমুখের লেখার মধ্য দিয়ে নারীবাদী ইতিহাসচর্চা। জনপ্রিয় হয়ে উঠেছে।


আধুনিক ইতিহাসচর্চায় নারী ইতিহাসের গুরুত্ব : 


(১) ইতিহাস ধারণার পরিবর্তন :- সমাজ-সভ্যতার ধারাবাহিক বিকাশে পুরুষের ন্যায় নারীর ভূমিকা ও কর্মকাণ্ডের কথা নারী ইতিহাসের মধ্য দিয়ে উঠে আসে। এই অনালােকিত ও অনালােচিত বিষয়ে তথ্য  আবিষ্কারের ফলে পুরুষকেন্দ্রিক প্রচলিত ইতিহাস ও ইতিহাস রচনার পদ্ধতির পরিবর্তন ঘটে।

 (২) সামাজিক মানসিকতার পরিচয় :- 
নারী ইতিহাসচর্চার মধ্য দিয়ে বিভিন্ন সময়ে সমাজে নারীর অবস্থান, নারীর অধিকার ও স্বাধীনতা, আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গবৈষম্য আছে কিনা তার ভিত্তিতে সামাজিক রক্ষণশীলতা ও প্রগতিশীলতার পরিচয় পাওয়া যায়। 

৩) নারীর স্থান ও ভূমিকার প্রতিফলন :- সমাজে নারীকেন্দ্রিক রীতিনীতি বা প্রথা যেমন—বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহপ্রথা, বিধবাবিবাহ, নারী শিক্ষা, নারী নির্যাতন প্রভৃতি লক্ষ করে সমাজে নারীর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নতিতে নারীর ভূমিকা কতটা তা নারী ইতিহাসচর্চার মধ্য দিয়ে সামনে আসে। 

(৪) সচেতনতা বৃদ্ধি :- 
নারী ইতিহাসচর্চার প্রসারের সঙ্গে সঙ্গে সামাজিক সাম্য এবং গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। নারীরা পিছিয়ে থাকলে সমগ্র সমাজই পিছিয়ে পড়বে—এই বিষয়ে সচেতন হয়ে নারী ক্ষমতায়নের পথ সুগম করা হয় এবং নারীরা সামাজিক সাম্য প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করে। 

উপসংহার : নারী ইতিহাসচর্চার বিকাশের ফলে ইতিহাসচর্চার নবদিগন্ত উন্মােচিত হয়। প্রচলিত ইতিহাসের পরিবর্তন যেমন ঘটে তেমনি অনালােকিত ও উপেক্ষিত তথ্য সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে। তবে কোনাে কোনাে ক্ষেত্রে নারীর ভূমিকাকে বেশি গুরুত্ব দিয়ে নারীবাদীরা তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপন করেন এবং অপেশাদারী নারীবাদী লেখিকাদের লেখনীর কারণে ইতিহাস রচনার পদ্ধতিগত কিছু ত্রুটিবিচ্যুতি লক্ষ করা যায়।


You May Also Like

0 comments