ইতিহাসের উপাদান হিসেবে জীবনস্মৃতির গুরুত্ব :-

by - December 06, 2021

রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ থেকে কীভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায় ?


ইতিহাসের উপাদান হিসেবে জীবনস্মৃতির গুরুত্ব :- 


ভূমিকা : উনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথম পর্বের ভারতের ইতিহাস রচনার অন্যতম উপাদান হল রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘জীবনস্মৃতি’। প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে এবং পরে ১৯১২ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে ‘জীবনস্মৃতি' প্রকাশিত হয়। শিক্ষালয়, ঘর ও বাহির, বাংলাশিক্ষার অবসান, গীতচর্চা, বিলাত, ভগ্নহৃদয়, বাল্মীকি প্রতিভা, স্বাদেশিকতা প্রভৃতি ছােটো ছােটো অংশে নিজস্ব আঙ্গিকে এই গ্রন্থে তিনি স্মৃতিচারণ করেছেন, যা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ইতিহাসের উপাদান হিসেবে জীবনস্মৃতির গুরুত্ব : - 


১) ঠাকুরবাড়ির অন্দরমহলের পরিচয় :-  ‘জীবনস্মৃতি' গ্রন্থে ঠাকুরবাড়ির শিশুদের ছেলেবেলা, ভৃত্যদের কাজকর্ম, শিশু ও বালকদের শিক্ষাগ্রহণ, সংগীতচর্চা, নারী স্বাধীনতা, উৎসব-অনুষ্ঠান প্রভৃতির বিবরণ আছে, যা থেকে ঊনবিংশ শতাব্দীর কলকাতার অভিজাত পরিবার সম্পর্কে ধারণা লাভ করা যায়। 

২) রাজনৈতিক তথ্য ও স্বাদেশিকতা :-  জীবনস্মৃতির 'স্বাদেশিকতা’ অংশে স্বদেশের প্রতি বাঙালির অনুরাগের পরিচয় পাওয়া যায়। তৎকালীন অভিজাত বাঙালি পরিবারের সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি তাদের টান লক্ষ করা যায়। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ধুতি ও পাঞ্জাবির ব্যবহার, স্বদেশীয় দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠার উদ্যোগ এই গ্রন্থে দেখা যায়। এ ছাড়া। নবগােপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং হিন্দুমেলা ও স্বাদেশিকতা সভা সম্পর্কে এই গ্রন্থ থেকে তথ্য পাওয়া যায়। 

৩) সমকালীন শিক্ষাব্যবস্থা : ‘জীবনস্মৃতি'-র শিক্ষারম্ভ, নর্মাল স্কুল, নানা বিদ্যার আয়ােজন, বাংলা শিক্ষার অবসান প্রভৃতি অংশ থেকে তৎকালীন শিক্ষাব্যবস্থার পরিচয় পাওয়া যায়। স্কুলের পাঠ্যক্রমের বাইরে অতিরিক্ত বিভিন্ন বিষয় ঠাকুরবাড়ির ছেলেদের পড়তে হত। শিক্ষকদের সঙ্গে তাদের সম্পর্কের কথাও জানা যায় এই গ্রন্থ থেকে। 

৪) সাহিত্য ও সংগীতচর্চা : ‘জীবনস্মৃতি’-র কবিতা-রচনারম্ভ, কাব্যরচনা চর্চা, গীতচর্চা, বিলিতি সংগীত, প্রভাত সংগীত প্রভৃতি অংশ থেকে ঠাকুরবাড়ির সাহিত্য, সংগীতচর্চার পরিচয় যেমন পাওয়া যায় তেমনি কলকাতার অভিজাত বা বনেদি সংস্কৃতি সম্পর্কেও ধারণা করা যায়। 

উপসংহার : ‘জীবনস্মৃতি' সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং লিখেছেন- ‘জীবনস্মৃতি’ জীবন কথা নয়, স্মৃতি কথা’, ইতিহাসের উপাদান হিসেবে ঐতিহাসিকদের কতটা কাজে লাগবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। এটা স্পষ্ট যে, এই গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতচর্চা বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর’ হয়ে ওঠার জীবন্ত দলিল। একই সঙ্গে এতে সমকালীন সমাজ, রাজনীতির ছবিও ধরা পড়েছে।


You May Also Like

0 comments