Class 10 History 2nd Chapter MCQ & SAQ

by - May 08, 2021



Class 10 History 2nd Chapter MCQ & SAQ 


মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় MCQ & SAQ 


১. প্রথম বাঙালি প্রকাশক ছিলেন -  রামানন্দ চট্টোপাধ্যায়  /  গঙ্গাকিশোর ভট্টাচার্য  /  দ্বারকানাথ বিদ্যাভূষণ /  অক্ষয়কুমার দত্ত। 
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য। 

২. বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় - ১৮৩৩ / ১৮৫৯ / ১৮৬০ / ১৮৬৩ সালে। 
উত্তর : আগস্ট ১৮৬৩ খ্রিস্টাব্দে। 

৩. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন - উমেশ চন্দ্র দত্ত / শিশির কুমার ঘোষ / কৃষ্ণচন্দ্র মজুমদার। 
উত্তর : উমেশচন্দ্র দত্ত। 

৪. উনিশ শতকে নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল - হিন্দু প্যাট্রিয়ট / গ্রামবার্তা প্রকাশিকা / সমাচার দর্পণ / বামাবোধিনী। 
উত্তর : বামাবোধিনী পত্রিকা। 

৫. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন ? হরিশ চন্দ্র মুখোপাধ্যায় / শিশির কুমার ঘোষ / উমেশচন্দ্র দত্ত / দ্বারকানাথ বিদ্যাভূষণ। 
উত্তর : শিশির কুমার ঘোষ। 

৬. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন - হরিশ চন্দ্র বন্দোপাধ্যায় / হরিশ চন্দ্র চট্টোপাধ্যায় / হরিশ চন্দ্র গঙ্গোপাধ্যায় / হরিশ চন্দ্র মুখোপাধ্যায়।  
উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 

৭. প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ? হিন্দু প্যাট্রিয়ট / বামাবোধিনী / সম্বাদ প্রভাকর / গ্রামবার্তা প্রকাশিকা। 
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা। 

৮. হুতোম পেঁচার নক্সা - কার লেখা ? গিরিশ চন্দ্র ঘোষ / প্যারিচাঁদ মিত্র / ঈশ্বরচন্দ্র গুপ্ত / কালীপ্রসন্ন সিংহ। 
উত্তর : কালীপ্রসন্ন সিংহ। 

৯. নীলদর্পণ নাটকটি ( ইংরেজি অনুবাদ ) কার নামে প্রকাশিত হয় ? হরিশচন্দ্র মুখোপাধ্যায় / রেভারেন্ড জেমস লং / কালীপ্রসন্ন সিংহ / মাইকেল মধুসূদন দত্ত।     
উত্তর : রেভারেন্ড জেমস লং। 

১০. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য কার কারাদন্ড হয় ?  হরিশচন্দ্র মুখোপাধ্যায় / রেভারেন্ড জেমস লং / কালীপ্রসন্ন সিংহ / মাইকেল মধুসূদন দত্ত।  
উত্তর : রেভারেন্ড জেমস লং।    

১১. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - অক্ষয়কুমার দত্ত / রমেশ চন্দ্র দত্ত / উমেশচন্দ্র দত্ত / দেবেন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : অক্ষয়কুমার দত্ত। 

১২. গ্রামবার্তা প্রকাশিকা - র সম্পাদক ছিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / দ্বারকানাথ বিদ্যাভূষণ / হরিনাথ মজুমদার / গিরিশচন্দ্র বিদ্যারত্ন। 
উত্তর : হরিনাথ মজুমদার। 

১৩. ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় - ১৮০০ / ১৮০১ / ১৮০২ / ১৮১৭ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে।  

১৪. সাধারণ জনশিক্ষা কমিটি কবে স্থাপিত হয় ? ১৭১৩ / ১৯১৩ / ১৮১৩ / ১৮২৩ খ্রিষ্টাব্দে। 
উত্তর : ১৮২৩ খ্রিস্টাব্দে। 
 
১৫. মেকলে মিনিট কবে পেশ করা হয় ? ১৮১৩ / ১৮৫৪ / ১৮৩৫ / ১৮১৭ খ্রিস্টাব্দে।  
উত্তর : ১৮৫৪ খ্রিস্টাব্দে। 

১৬. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল - রাজা রামমোহন রায় / কালীপ্রসন্ন সিংহ / ডেভিড হেয়ার / বেথুন সাহেব। 
উত্তর : কালীপ্রসন্ন সিংহ।  

১৭. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন ? মিডলটন / আলেকজান্ডার ডাফ / উইলিয়াম কেরি / মার্শম্যান। 
উত্তর : আলেকজান্ডার ডাফ। 

১৮. হিন্দু বালিকা বিদ্যালয় কবে স্থাপিত হয় ? ১৮৪৭ / ১৮৪৮ / ১৮৪৯ / ১৮৫০ সালে। 
উত্তর : ১৮৫৯ খ্রিস্টাব্দে।  

১৯. পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম কী ? হেয়ার স্কুল / বেথুন স্কুল / কলেজিয়েট স্কুল / হিন্দু স্কুল। 
উত্তর : হেয়ার স্কুল। 
 
২০.  জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন - এর বর্তমান নাম কী ? স্কটিশ চার্চ কলেজ / বিদ্যাসাগর কলেজ / প্রেসিডেন্সি কলেজ / চিত্তরঞ্জন কলেজ। 
উত্তর - স্কটিশ চার্চ কলেজ। 

২১. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮০০ / ১৮৩৫ / ১৮১৭ / ১৮৫৭ খ্রিস্টাব্দে।  
উত্তর : ১৮১৭ খ্রিস্টাব্দে। 

২২. কলকাতা মেডিক্যাল কলেজে কে প্রথম শব ব্যাবচ্ছেদ করেন ? নবীন চন্দ্র মিত্র / দ্বারকানাথ গুপ্ত / উমাচরণ ধর / মধুসূদন গুপ্ত। 
উত্তর : মধুসূদন গুপ্ত। 

২৩. ভারতের কোথায় প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ? বাংলা / বোম্বাই / মাদ্রাজ / দিল্লি।
উত্তর : বাংলা।  

২৪. দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূল ভিত্তি ছিল - পুরাণ / বেদ / রামায়ণ / মহাভারত। 
উত্তর : বেদ। 

২৫. সতীদাহ প্রথার বিরুদ্ধে কে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন ? রাধাকান্ত দেব / দেবেন্দ্রনাথ ঠাকুর / রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
উত্তর : রামমোহন রায়। 

২৬. কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ? ১৮২৫ / ১৮২৬ / ১৮২৭ / ১৮২৮ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮২৭ খ্রিস্টাব্দে। 

২৭. মহসীন তহবিল প্রতিষ্ঠায় কে উদ্যোগী হন ? হাজি মহম্মদ মহসীন / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ক্যানিং / চার্লস মেটাকাফ। 
উত্তর : চার্লস মেটাকাফ। 

২৮. ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা - রামমোহন রায় / কেশবচন্দ্র সেন / দেবেন্দ্রনাথ ঠাকুর / শিবনাথ শাস্ত্রী। 
উত্তর : কেশবচন্দ্র সেন। 

২৯. নবিধান কে প্রতিষ্ঠা করেন ? দয়ানন্দ সরস্বতী / কেশবচন্দ্র সেন / স্বামী বিবেকানন্দ / দেবেন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : কেশবচন্দ্র সেন। 

৩০. সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? রামমোহন রায় / কেশবচন্দ্র সেন / দেবেন্দ্রনাথ ঠাকুর / শিবনাথ শাস্ত্রী। 
উত্তর : শিবনাথ শাস্ত্রী। 

৩১. কে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন ?    রামমোহন রায় / কেশবচন্দ্র সেন / দেবেন্দ্রনাথ ঠাকুর / শিবনাথ শাস্ত্রী। 
উত্তর : কেশবচন্দ্র সেন। 

৩২. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন ? শিবনাথ শাস্ত্রী / স্বামী বিবেকানন্দ / শ্রীরামকৃষ্ণ / রামমোহন রায়। 
উত্তর : শ্রীরামকৃষ্ণ। 

৩৩. যত মত তত পথ - এই আদর্শ কে প্রচার করেন ? স্বামী বিবেকানন্দ / শ্রীরামকৃষ্ণ / বিজয়কৃষ্ণ গোস্বামী / লালন ফকির। 
উত্তর : শ্রীরামকৃষ্ণ। 

৩৪. শিবজ্ঞানে জীবসেবা - র কথা কে বলেছেন ?   স্বামী বিবেকানন্দ / শ্রীরামকৃষ্ণ / বিজয়কৃষ্ণ গোস্বামী / লালন ফকির। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

৩৫. নব্য বঙ্গীয় আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ? রসিককৃষ্ণ মল্লিক / রামমোহন রায় / ডিরোজিও / দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। 
উত্তর : ডিরোজিও। 

৩৬. নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল - বামাবোধিনী / এথেনিয়াম / সোমপ্রকাশ / সমাচার দর্পণ। 
উত্তর : এথেনিয়াম। 

৩৭. উনিশ শতকের বাংলার নবজাগরণকে কে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন ? বিপিনচন্দ্র / অনিতা শীল / অনিল শীল / রবীন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : অনিল শীল। 

৩৮. কে বলেছেন , '' বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী '' ? যদুনাথ সরকার / সুপ্রকাশ রায় / অমলেশ ত্রিপাঠি / বিনয় ঘোষ। 
উত্তর : সুপ্রকাশ রায়। 

৩৯. উনিশ শতকে প্রথম কোথায় নবজাগরণ শুরু হয়েছিল ? ঢাকায় / ফরিদপুরে / কলকাতায় / মুর্শিদাবাদে। 
উত্তর : কলকাতায়। 

৪০. সম্বাদ প্রভাকর এর প্রকাশক কে ছিলেন ? ঈশ্বরচন্দ্র গুপ্ত / কাঙাল হরিনাথ / হরিশ্চন্দ্র মুখার্জি / অক্ষয়কুমার দত্ত। 
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত। 

১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং।  

২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? 
উত্তর : জেমস উইলিয়াম কোলভিল। 

৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ? 
উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 

৪. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী ? 
উত্তর : হুতোম পেঁচা। 

৫. বামা কথাটির অর্থ কী  ? 
উত্তর : নারী। 

৬. কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় ? 
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা। 

৭. হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কী  নামে পরিচিত ছিলেন ? 
উত্তর : কাঙাল হরিনাথ। 

৮. গ্রামবার্তা প্রকাশিকা কোথা থাকে প্রকাশিত হত ? 
উত্তর : অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালি গ্রাম থেকে।  

৯. কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্য কীর্তি কোনটি ? 
উত্তর : হুতোমপ্যাঁচার নকশা।   

১০. কে , কবে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : কালীপ্রসন্ন সিংহ , ১৮৫৫ খ্রিস্টাব্দে। 

১১. নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয় ? 
উত্তর : নীলদর্পণ ( দীনবন্ধু মিত্র ) । 

১২. রেভারেন্ড জেমস লং সাহেবের জরিমানার এক হাজার টাকা কে পরিশোধ করেন ? 
উত্তর : কালীপ্রসন্ন সিংহ। 

১৩. কে , কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : লর্ড ওয়ারেন হেস্টিংস , ১৭৮১ খ্রিস্টাব্দে। 

১৪. কে , কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : স্যার উইলিয়াম জোন্স। 

১৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন ? 
উত্তর : লর্ড ক্যানিং। 

১৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? 
উত্তর : জেমস উইলিয়াম কোলভিল। 

১৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ? 
উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 

১৮. চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা কে ? 
উত্তর : মেকলে। 

১৯. ব্রিটিশ কোম্পানি কোন আইন দ্বারা জনশিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয় ? 
উত্তর : ১৮১৩ এর সনদ আইন বা চার্টার অ্যাক্ট।   

২০. কোন নির্দেশনামাকে ভারতীয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে '' ম্যাগনাকার্টা '' বলা হয় ? 
উত্তর : ১৮৫৪ খ্রিস্টাব্দের স্যার চার্লস উড - এর নির্দেশনামা।  

২১. কোন নির্দেশনামা বা সুপারিশ অনুসারে লর্ড বেন্টিঙ্ক ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের সিদ্ধান্ত গ্রহণ করেন ? 
উত্তর : ১৮৩৫ এর মেকলে মিনিট। 

২২. ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি ?   
উত্তর : বেথুন কলেজ। 

২৩. কলকাতা মেডিক্যাল কলেজের বিল্ডিং তৈরির জন্য কে জমিদান করেছিলেন ? 
উত্তর : মতিলাল শীল। 

২৪. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? 
উত্তর : জোসেফ ব্রামলি। 

২৫. এশিয়ার প্রথম ডি লিট্ কে ছিলেন ? 
উত্তর : বেণীমাধব বড়ুয়া। 

২৬. শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ? 
উত্তর : উইলিয়াম কেরী , উইলিয়াম ওয়ার্ড , জোসুয়া মার্সম্যান। 

২৭. কে , কবে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : জোনাথান ডানকান , ১৭৯২ খ্রিস্টাব্দে। 

২৮. কে , কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : স্যার উইলিয়াম জোন্স , ১৭৮৪ খ্রিস্টাব্দে। 

২৯. কবে , কাদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : ১৮১৮ খ্রিস্টাব্দে , শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে। 

৩০. প্রথম কে , কবে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন ? 
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

৩১. কে '' স্ত্রী শিক্ষা বিধায়ক '' নামে একটি পুস্তিকা প্রকাশ করেন ? 
উত্তর : রাধাকান্ত দেব , ১৮২২ খ্রিস্টাব্দে। 

৩২. কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : রাজা রামমোহন রায়। 

৩৩. কবে , কোন নির্দেশনামার ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়  ১৮৫৪ খ্রিস্টাব্দে স্যার চার্লস উড - এর সুপারিশের ভিত্তিতে। 

৩৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ বা স্নাতক কারা ছিলেন ? 
উত্তর : যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৩৫. কে , কবে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : রাজা রামমোহন রায় , ১৮১৫ খ্রিস্টাব্দে।  

৩৬. কে , কবে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : রাজা রামমোহন রায় , ১৮২৮ খ্রিস্টাব্দে। 

৩৭. তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত পত্রিকার নাম কী ছিল ? 

৩৮. বিধবা বিবাহ আইন প্রবর্তনের পর প্রথম কোন বিধবার বিবাহ হয় ? 

৩৮. কে , কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন ? 

৩৯. নব্যবঙ্গ গোষ্ঠী কর্তৃক প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম কর। 

৪০. কে বাংলায় নব্যবৈষ্ণব আন্দোলনের সূচনা করেন ? 

৪১. স্বামী বিবেকানন্দ কবে , কোথায় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করেন ? 

৪২. ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন ? 

৪৩. বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন ? 

৪৪. কোন শতকে বাংলায় নবজাগরণ ঘটে ? 

৪৫. হিন্দু পেট্রিয়ট প্রকাশকালে ভারতের বড়লাট কে ছিলেন ? 

৪৬. কোন সাহিত্যিক রচনায় কলকাতার বাবু কালচারের ব্যাঙ্গাত্মক চিত্র পাওয়া যায় ? 

৪৭. কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদারের জীবনীকার কে ছিলেন ? 

৪৮. মেকলে কে ছিলেন ? 

৪৯. কারা , কবে , কোথায় ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন ? 

৫০. কবে , কোথায় এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় ? 

৫১. স্যার চার্লস উড কে ছিলেন ? 

৫২. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ? 

৫৩. ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন ? 

৫৪. ক্যালকাটা ফিমেল স্কুলের বর্তমান নাম কী ? 

৫৫. বিদ্যাসাগর মোট ক'টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ? 

৫৬. প্রথম কোন বাঙালি মহিলা এম এ পাশ করেন ? 

৫৭. '' ভারতীয় নবজাগরণের অগ্রদূত '' কাকে বলা হয় ? 

৫৮. কোন ঐতিহাসিক রামমোহনকে আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন ? 

৫৯. প্রথম কোন ভারতীয় নারী চিকিৎসা শিক্ষার অনুমতি পান ? 

৬০. কোন আইনবলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? 

৬১. কোন দিনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ? 

৬২. তিন আইন কবে প্রবর্তিত হয় ? 

৬৩. রামমোহনের সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের বিরোধিতা কারা করেন ? 

৬৪. কবে , কার আমলে , কোন আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ? 

৬৫. কে কেশবচন্দ্র সেন কে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেছিলেন ? 

৬৬. Man making religion বা মানুষ তৈরির ধর্ম - এই মতবাদের প্রবক্তা কে ? 

৬৭. কে , কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ? 

৬৮. Practical Vedanta এর প্রবক্তা কে ? 

You May Also Like

0 comments