Class 10 3rd Chapter MCQ & SAQ

by - May 08, 2021


 

Class 10 History 3rd Chapter MCQ & SAQ 


মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ & SAQ 

১. ফরাজী কথার অর্থ কী ? আল্লাহর কাছে নিজেকে নিবেদন / নবজাগরণ / আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য / মহম্মদ নির্দেশিত পথ। 
উত্তর : আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য।  

২. আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / সারদারঞ্জন রায়চৌধুরী / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৩. ফরাজি - নামক ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন ? হাজি শরিয়ত উল্লাহ /  দুদু মিয়াঁ / তিতুমীর / মজনু শাহ। 
উত্তর : হাজি শরিয়ত উল্লাহ। 

৪. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দমঠ উপন্যাসটি রচিত হয় ? পাগলাপন্থী বিদ্রোহের / সন্ন্যাসী বিদ্রোহের / চুয়াড় বিদ্রোহের / নীল বিদ্রোহের - পটভূমিতে। 
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ। 

৫. বারাসাত বিদ্রোহের নেতা কে ? দুদু মিয়াঁ / দিগম্বর বিশ্বাস / তিতুমীর / বিরসা মুন্ডা। 
উত্তর : তিতুমির। 

৬. ভারতে ওয়াহাবী আন্দোলনের প্রসার ঘটান - সৈয়দ আহমেদ / আবদুল ওয়াহাব / তিতুমীর / গোলাম মাসুম। 
উত্তর : সৈয়দ আহমেদ। 

৭. ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংঘঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ? রংপুর বিদ্রোহ / পাবনার কৃষক বিদ্রোহ / নীল বিদ্রোহ / সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ। 

৮. সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন ? তিতুমীর / হাজি শরিয়ত উল্লাহ / ভবানী পাঠক / নোয়া মিয়াঁ। 
উত্তর : ভবানী পাঠক। 

৯. তিতুমীর কাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন ? তিতুমীর / সৈয়দ আহমেদ / মৈনুদ্দিন / গোলাম মাসুম। 
উত্তর : মইনুদ্দিন।  

১০. তিতুমীরের সেনাপতি কে ছিলেন ? তিতুমীর / সৈয়দ আহমেদ / মৈনুদ্দিন / গোলাম মাসুম। 
উত্তর : গোলাম মাসুম। 

১১. '' জমি আল্লাহর দান '' - কথাটি কে বলেছিলেন ? তিতুমীর / দুদু মিয়াঁ / গোলাম মাসুম / শরিয়ত উল্লাহ। 
উত্তর : দুদু মিয়াঁ। 

১২. ঔপনিবেশিক ভারতে প্রথম অরণ্য আইন কবে প্রবর্তিত হয় ? ১৭৬৪ / ১৮৬৫ / ১৮৭৮ / ১৮৫৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৬৫ খ্রিস্টাব্দে।  

১৩.  ঔপনিবেশিক ভারতে দ্বিতীয় অরণ্য আইন কবে প্রবর্তিত হয় ? ১৭৬৪ / ১৮৬৫ / ১৮৭৮ / ১৮৫৫ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

১৪. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কত ভাগে ভাগ করা হয় ? দুই / তিন / চার / পাঁচ - টি স্তরে। 
উত্তর : তিনটি স্তরে। 

১৫. রানী শিরোমনি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন ? চুয়ার / রংপুর / রংপুর / পাবনা / নীল। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

১৬. মেদিনীপুর জেলার জঙ্গলমহল কোন বিদ্রোহের কেন্দ্র ছিল ? চুয়ার বিদ্রোহ / সাঁওতাল বিদ্রোহ /  কোল বিদ্রোহ / মোপালা বিদ্রোহ। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

১৭. জগন্নাথ সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ? রংপুর বিদ্রোহ / চুয়ার বিদ্রোহ / সন্ন্যাসী ফকির বিদ্রোহ / পাগলপন্থী বিদ্রোহ। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

১৮. ১৭৬৮ খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন ? দেবী সিংহ / দুর্জন সিংহ / জগন্নাথ সিংহ /  ধ্যাদকার শ্যামগঞ্জন। 
উত্তর : দুর্জন সিংহ। 

১৯. খুঁদকাঠি প্রথার অর্থ হল - জমিতে একক মালিকানা / বিদ্রোহ / বেগার শ্রম / জমিতে যৌথ মালিকানা। 
উত্তর : জমিতে যৌথ মালিকানা।  

২০. কাদের মধ্যে খুঁদকাঠি প্রথা প্রচলিত ছিল ? কোল / ভিল / সাঁওতাল / মুন্ডা। 
উত্তর : মুন্ডা। 

২১. রংপুরের ইজারাদার ছিলেন - নুরুলউদ্দিন / দেবী সিংহ / দয়ারাম শীল / জগন্নাথ সিংহ। 
উত্তর : দেবী সিংহ। 

২২. রংপুরে স্বাধীন সরকারের নবাব ছিলেন - দয়ারাম শীল / দেবী সিংহ / তিতুমীর / নুরুলউদ্দিন। 
উত্তর : নুরুলউদ্দিন। 

২৩. মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ? হুল / উলঘুলান / দার উল হারব / দিকু। 
উত্তর : উলঘুলান।  

২৪. হুল - কথার অর্থ - বিদ্রোহ / বিপ্লব / স্বাধীনতা সংগ্রাম / বৈপ্লবিক চেতনা। 
উত্তর : বিদ্রোহ। 

২৫. হুল - কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : সাঁওতাল। 

২৬. সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম - কথাটি কে বলেছেন ? নরহরি কবিরাজ /  সুপ্রকাশ রায় / রমেশ চন্দ্র মজুমদার / বরুন দে। 
উত্তর : নরহরি কবিরাজ। 

২৭. শিউরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : ভিল বিদ্রোহের নেতা। 

২৮. সাঁওতাল বিদ্রোহ কী নামে পরিচিত ? খেরওয়ারি হুল / উলঘুলান / দার উল হারব / দামিন ই কোহ।
উত্তর : খেরওয়ারি হুল।   

২৯. সাঁওতাল বিদ্রোহ দমন করতে কোন ব্রিটিশ সেনাপতি নিযুক্ত হন ? মেজর বারোজ / মেজর হল / ফার্গুসন / মেজর মাকলাম। 
উত্তর : মেজর বারোজ। 

৩০. দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ? চুয়ার / কোল / ভিল / সাঁওতাল। 
উত্তর : চুয়ার বিদ্রোহ। 

৩১. নুরুলউদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিলেন ? চুয়ার / কোল / ভিল / রংপুর। 
উত্তর : রংপুর বিদ্রোহ।  


৩২. দামিন ই কোহ - কথাটির অর্থ কী ? বিদ্রোহ / বিপ্লব / পাহাড়ের প্রান্তদেশ / বিদ্রোহ ও বিপ্লব। 
উত্তর : পাহাড়ের প্রান্তদেশ। 

৩৩. দামিন ই কোহ কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? চুয়ার / সাঁওতাল / মুন্ডা / কোল - বিদ্রোহ। 
উত্তর : সাঁওতাল বিদ্রোহ। 

৩৪. কোন বিদ্রোহের পর দক্ষিণ - পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় ? চুয়ার / কোল / মুন্ডা / সাঁওতাল। 
উত্তর : কোল বিদ্রোহ। 
                                                                                                                                                               
৩৫. কোন দিন সাঁওতাল বিদ্রোহের দিন ধার্য হয় ?  ১৯৫৫ এর ৩০ শে জুন / ১৮৫৫ এর ৩০ জুন / ১৮৫৫ এর ৩০ শে জুলাই / ১৮৯৯ এর ৩০ শে জুন। 
উত্তর : ১৮৫৫ সালের ৩০ জুন।  

৩৬. সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতালদের জন্য কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় ? দক্ষিণ - পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় / সাঁওতাল পরগণা গঠিত হয় / সাঁওতালদের জন্য বিশেষ সংবিধান রচিত হয় / সবগুলি। 
উত্তর : সাঁওতাল পরগণা গঠিত হয়। 

৩৭. ভারতের আদিমতম নিবাসী ছিলেন - কোল / ভিল / মুন্ডা / সাঁওতাল - রা। 
উত্তর : মুন্ডা সম্প্রদায়। 

৩৮. মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে সংঘঠিত হয় ? বীরসা মুন্ডা / তিতুমীর / নুরুলউদ্দিন / হাজি শরিয়ত উল্লাহ। 
উত্তর : বীরসা মুন্ডা। 

৩৯. বেট বেগারি - কথাটির অর্থ কী ? বিদ্রোহ বা বিপ্লব / পাহাড়ের প্রান্তদেশ / বেগার শ্রম / ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 
উত্তর : বেগার শ্রম। 

৪০. বেট বেগারি কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : মুন্ডা বিদ্রোহ। 

৪১. উলঘুলান কথাটির অর্থ কী ?    বিদ্রোহ বা বিপ্লব / পাহাড়ের প্রান্তদেশ / বেগার শ্রম / ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 
উত্তর : ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 

৪২. উলঘুলান কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা। 
উত্তর : মুন্ডা বিদ্রোহ। 

৪৩. কে নিজেকে ধরতি আবা বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন ? তিতুমীর / গোলাম মাসুম / বীরসা মুন্ডা / সিধু ও কানু। 
উত্তর : বীরসা মুন্ডা। 

৪৪. সিং বোঙা - কথাটির অর্থ কী ? উপাস্য দেবতা / সূর্য দেবতা / দেবতার উপাসক / প্রধান দেবতা। 
উত্তর : সূর্য দেবতা। 

৪৫. বীরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন ? নোয়া মুন্ডা / গয়া মুন্ডা / নুরুলউদ্দিন / মজনু শাহ। 
উত্তর : গয়া মুন্ডা। 

৪৬. বীরসা মুন্ডা ও তাঁর সেনাদলের প্রধান ঘাঁটি কোথায় ছিল ? বগুড়া / ঢাকা / খুঁটি / পাবনা। 
উত্তর : খুঁটি। 

৪৭. ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন - কোন বিদ্রোহের পাশ হয় ? সাঁওতাল / মুন্ডা / কোল / ভিল। 
উত্তর : মুন্ডা বিদ্রোহ। 

৪৮. মজনু শাহ কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ? সন্ন্যাসী ফকির / সাঁওতাল / মুন্ডা / রংপুর বিদ্রোহ।
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ।  

৪৯. চিরাগ আলি কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ? সন্ন্যাসী ফকির / সাঁওতাল / মুন্ডা / রংপুর বিদ্রোহ। 
উত্তর : সন্ন্যাসী - ফকির বিদ্রোহ। 

৫০. নীল বিদ্রোহ সম্পর্কে লেখা '' The Blue Mutiny '' - গ্রন্থটি কার লেখা ? ভিনসেন্ট স্মিথ / ব্লেয়ার ক্লিং / রমেশ চন্দ্র মজুমদার / মহাশ্বেতা দেবী। 
উত্তর : ব্লেয়ার ক্লিং। 


SAQ 

১. চুয়াড় দের বসবাস কোথায় ছিল ? 

২. চুয়াড় বিদ্রোহের ঘোষণা প্রথম কে করেছিলেন ? 


৩. ১৭৯৮-৯৯  সালে চুয়াড়রা কার নেতৃত্বে বিদ্রোহী হয় ? 


৪. বাংলার কোন রানী চুয়াড় বিদ্রোহীদের সহায়তা করেছেন ? 

৫. কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহ সংঘটিত হয় ? 

৬. রংপুর বিদ্রোহ ছিল মূলত কার বিরুদ্ধে ? 

৭. কোলদের নিবাস কোথায় ছিল ? 


৮.  দিকু কাদের বলা হত ? 

৯. কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম করো। 

১০. কোল বিদ্রোহ দমনের জন্য কার নেতৃত্বে সৈন্য পাঠানো হয় ? 


১১. কোল বিদ্রোহের পর উপজাতিদের জন্য কোন ভুখন্ড নির্দিষ্ট করে দেওয়া হয় ? 

১২. ভীলেরা কোথায় বসবাস করত ? 


১৩. সাঁওতালদের নিবাস কোথায় ছিল ? 


১৪. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব প্রদানকারী প্রধান দুই ভাইয়ের নাম কি ? 

১৫. কোন দিন , কোথায় স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয় ? 

১৬. সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব প্রদানকারী নেতৃবৃন্দ কারা ছিল ? 


১৭. কোন ঐতিহাসিকেরা সাঁওতাল বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত বলে মনে করেছেন ? 


১৮. মুন্ডারা কোথায় বসবাস করত ? 

১৯. কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয় ? 


২০. স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা কার উদ্দেশ্য ছিল ? 

২১. কোন দিন মুন্ডা বিদ্রোহের দিন ধার্য করা হয় ? 

২২. কোন যুদ্ধে মুন্ডাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয় ? 

২৩. কবে , কোন রোগে বীরসা মুন্ডার মৃত্যু হয় ? 

২৪. মুন্ডা বিদ্রোহের পর কোন আইন পাশ হয় ? 


২৫. সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্ব কারা ছিলেন ? 

২৬. মুন্ডা বিদ্রোহে কোন দুই ইংরেজ সেনাপতির মৃত্যু হয় ? 


২৭. কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে ? 

২৮. আনন্দমঠ ও দেবীচৌধুরানী উপন্যাস দুটি কার লেখা ? 


২৯. কে মুন্ডা বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলে অভিহিত করেছেন ? 

৩০. কবে , কোথায় , কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হয় ?

৩১. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ? 

৩২. ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল ?  

৩৩. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

৩৪. সৈয়দ আহমেদ ইংরেজ অধিকৃত ভারতকে কি বলে সম্বোধন করেন ?


৩৫. সৈয়দ আহমেদ যে সেনাদল গঠন করেন তার মূল কেন্দ্র কোথায় ছিল ?

৩৬. কোন যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত ও নিহত হন ? 

৩৭. বাংলায় বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? 

৩৮. কোন জমিদারের সাথে তিতুমীরের বিবাদ ঘটে ? 

৩৯. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ?

৪০. কোন বড়লাট তিতুমীরের বিরুদ্ধে সেনা প্রেরণ করেন ?

৪১. কবে ইংরেজরা বাঁশেরকেল্লা ধ্বংস করে ? 


৪২. কারা তিতুমীরের আন্দোলনকে '' ধর্মোন্মাদ মুসলমানদের কান্ড '' বলে অভিহিত করেছেন ? 

৪৩. ফকির করম শাহ কোন আন্দোলনের সাথে যুক্ত ? 

৪৪. ফকির করম শাহের পুত্রের নাম কি ? তিনি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? 

৪৫. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ? 

৪৬. ফরাজী শব্দের অর্থ কি ? 

৪৭. শরীয়ৎ উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন কে ?


৪৮. দুদুমিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল ? 

৪৯. দুদুমিয়ার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?

৫০. তারিখ ই মহম্মদিয়া কথাটির অর্থ কি ? 

৫১. তারিখ ই মহম্মদিয়া কথাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? 

৫২. ভারতের প্রথম নীলকর সাহেব কে ছিলেন ? 

৫৩. কে প্রথম ভারতে নীল শিল্প গড়ে তোলেন ? 

৫৪. কোন আইন দ্বারা নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত হয় ? 

৫৫. নীল চাষের ক্ষেত্রে '' নিজ - আবাদী '' বা '' এলাকা চাষ '' কাকে বলা হত ? 

৫৬. '' রায়তি '' , '' দাদনী'' বা '' বে - এলাকা চাষ '' কাকে বলা হত ? 

৫৭. নীলকর সাহেবদের অন্যতম প্রধান কে ছিলেন ? 

৫৮. কোন ইংরেজ কর্মচারী বলেছিলেন - নীল চুক্তিগুলি নীতিগতভাবে আপত্তিকর ? 

৫৯. নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 

৬০. কার লেখা , কোন নাটকে নীলকরদের অত্যাচারের চিত্র ফুটে উঠেছে ? 

৬১. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ? 

৬২. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদে জড়িত থাকার জন্য কার জরিমানা হয় ? 

৬৩. রেভারেন্ড জেমস লং এর জরিমানার অর্থ কে প্রদান করেন ? 

৬৪. পঞ্চম আইন কি ? 

৬৫. কবে , কোথায় প্রথম নীল বিদ্রোহ সূচনা হয় ? 

৬৬. নদিয়ার চৌগাছা গ্রামে নীল চাষিরা কার নেতৃত্বে বিদ্রোহী হয় ? 

৬৭. কোন পত্রিকায় ধারাবাহিকভাবে নীল বিদ্রোহের সংবাদ প্রকাশিত হতে থাকে ? 

৬৮. '' বাংলার নানাসাহেব '' কাকে বলা হত ? 

৬৯. '' বাংলার ওয়াট টাইটেলর '' বলে কাদের অভিহিত করা হয়েছে ? 


৭০. কার বিরুদ্ধে নীলকররা মানহানির মামলা করে ? 

৭১. কবে নীল কমিশন গঠিত হয় ? 

৭২. কবে , কোন আইন দ্বারা '' নীলচুক্তি আইন '' রদ করা হয় ? 



৭৩. কারা , কি উদ্দেশ্যে '' রায়ত সমিতি '' গঠন করেন ? 

৭৪. কোন আইন দ্বারা রায়তদের দখলিস্বত্ব রক্ষিত হয় ? 


৭৫. পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ? 

৭৬. সন্দীপ বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৭৭. পলিগার বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৭৮. মোপলা বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৭৯. থাম্পি বিদ্রোহ কোথায় দেখা যায় ? 

৮০. '' অরণ্যের অধিকার '' গ্রন্থটি কার লেখা ? 

৮১. '' দাদন '' কথার অর্থ কী ? 

৮২. নীলকুঠিগুলি কী নামে পরিচিত ছিল ? 

৮৩. The Annals of Rural Bengal গ্রন্থটি কার লেখা ? 

৮৪. পাবনার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন ? 

৮৫. কবে রেন্টস কমিশন গঠিত হয় ? 

You May Also Like

0 comments