Class 10 History 4th Chapter MCQ & SAQ

by - May 08, 2021

History 4th Chapter MCQ & SAQ 

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ & SAQ  




দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি পাঠ্য বই ( Text Book ) থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপার গুলি থেকেও প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে। তাছাড়া , নীচে আলোচিত প্রশ্নোত্তরগুলি ছাড়াও অন্য যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে। 

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ & SAQ  

( A ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি :- 

১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ? ফারুকশিয়ার / আলমগীর / দ্বিতীয় বাহাদুর শাহ / সুজা উদ দৌলা। 
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ। 

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন ? লর্ড ক্যানিং / লর্ড ডালহৌসি / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ক্লাইভ। 
উত্তর : লর্ড ক্যানিং। 

Eighteen Fifty Seven গ্রন্থটির লেখক কে ? বিনায়ক দামোদর সাভারকর / রমেশ চন্দ্র মজুমদার / সুরেন্দ্রনাথ সেন / শশীভূষণ চৌধুরী। 
উত্তর : ডক্টর সুরেন্দ্রনাথ সেন। 

অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেন কে ? নানা সাহেব / হজরত মহল / কুনওয়ার সিং / বাবা রামচন্দ্র।
উত্তর : হযরত মহল।  

কার্ল মার্কস মহাবিদ্রোহকে কী বলে অভিহিত করেছেন ?  সিপাহী বিদ্রোহ / সামন্ত বিদ্রোহ / ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ / জাতীয় বিদ্রোহ। 
উত্তর : জাতীয় বিদ্রোহ। 

কে ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ? সুভাষচন্দ্র বসু / জওহরলাল নেহেরু / বিনায়ক দামোদর সাভারকর / রাসবিহারী বসু। 
উত্তর : বিনায়ক দামোদর সাভারকর। 

কে ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে '' নৈরাজ্যবাদী '' বলে অভিহিত করেছেন ? সুরেন্দ্রনাথ সেন / রমেশ চন্দ্র মজুমদার / হরিশ চন্দ্র মুখোপাধ্যায় / রাজনারায়ণ বসু। 
উত্তর : রাজনারায়ণ বসু। 

The Sepoy Mutiny and the Revolt of 1857 - গ্রন্থটি কার রচনা ? আউট্রাম / ম্যালেসন / রমেশ চন্দ্র মজুমদার / সুরেন্দ্রনাথ সেন। 
উত্তর : ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। 

মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় ? ১৮৫৮ এর ১ নভেম্বর /  ১৮৫৭ এর ১ নভেম্বর /  ১৮৫৭ এর ৩১ মার্চ / ১৮৫৮ এর ১ ডিসেম্বর। 
উত্তর : ১৮৫৮ এর ১ নভেম্বর। 

মহারানীর ঘোষণাপত্র কোথা থেকে প্রকাশিত হয় ?  কলকাতা / বোম্বাই / মাদ্রাজ / এলাহাবাদ।
উত্তর : এলাহাবাদ।  

মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের শাসনভার গ্রহণ করেন - লর্ড ক্যানিং / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ডালহৌসি / লর্ড কার্জন। 
উত্তর : লর্ড ক্যানিং। 

'' ভাইসরয় '' কথাটির অর্থ কী ? রাজকর্মচারী /  ভারতের সর্বোচ্চ রাজকর্মচারী / রাজপ্রতিনিধি / মহারানীর সচিব। 
উত্তর : রাজপ্রতিনিধি। 

ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?   লর্ড ক্যানিং / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ডালহৌসি / লর্ড কার্জন। 
উত্তর : লর্ড ক্যানিং। 

ভারতে মহারানীর ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন কে ?    লর্ড ক্যানিং / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ডালহৌসি / লর্ড কার্জন। 
উত্তর : লর্ড ক্যানিং। 

কোন আইন বলে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?  মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৮৫৮ / ১৮১৩ এর সনদ আইন / চার্লস উডের নির্দেশনামা। 
উত্তর : ভারত শাসন আইন ১৮৫৮  । 

মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ? ঝাঁসির রানী লক্ষীবাঈ / নানা সাহেব / তাঁতিয়া টোপি / মঙ্গল পান্ডে।
উত্তর : মঙ্গল পান্ডে। 

মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন ? মঙ্গল পান্ডে / দ্বিতীয় বাহাদুর শাহ / ফারুকশিয়ার / দ্বিতীয় আকবর। 
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ। 

মহাবিদ্রোহের পর মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় ? আন্দামানে / রেঙ্গুনে / অযোধ্যায় / দিল্লিতে। 
উত্তর : রেঙ্গুনে। 

( B ) সভাসমিতির যুগ : বৈশিষ্ট ও বিশ্লেষণ :-  

বঙ্গভাষা প্রকাশিকা সভা - কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৩৫ / ১৮৩৬ / ১৯৩৬ / ১৮৫৮ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৩৬ খ্রিস্টাব্দে। 

ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান - ভারতসভা / ভারতের জাতীয় কংগ্রেস / বঙ্গভাষা প্রকাশিকা সভা / জমিদার সভা। 
উত্তর : বঙ্গভাষা প্রকাশিকা সভা। 

জমিদার সভার সভাপতি কে ছিলেন ? দ্বারকানাথ ঠাকুর / রাধাকান্ত দেব / জমিদার কৃষ্ণদেব রায় / জমিদার জগন্নাথ সিংহ। 
উত্তর : রাধাকান্ত দেব। 

হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৭৬ / ১৮৬৭ / ১৯৬৭ / ১৯০২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৬৭ খ্রিস্টাব্দে। 

কার উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয় ? আনন্দমোহন বসু / দয়ানন্দ সরস্বতী / আনন্দমোহন বসু / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯৭৬ / ১৮৭৬ / ১৮৭০ / ১৮৮৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে। 

ভারতসভার প্রাণপুরুষ ছিলেন - আনন্দমোহন বসু / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / শিবনাথ শাস্ত্রী / দ্বারকানাথ বিদ্যাভূষণ। 
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন ? রাজনারায়ণ বসু / শিবনাথ শাস্ত্রী / কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় / মনমোহন ঘোষ। 
উত্তর : কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়।  


কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয় ? অষ্টাদশ / ঊনবিংশ / বিংশ / একবিংশ - শতককে। 
উত্তর : ঊনবিংশ শতক। 

হিন্দু মেলার অপর নাম - পৌষমেলা / ঋতুমেলা / হিন্দু সভা / চৈত্র মেলা। 
উত্তর : চৈত্রমেলা। 

হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন - নবগোপাল মিত্র / জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর / দ্বারকানাথ ঠাকুর / রাজনারায়ণ বসু। 
উত্তর : জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।   

জাতীয় কংগ্রেস কোন বছর প্রতিষ্ঠিত হয় ? ১৭৭৫ / ১৮৮৫ / ১৯০৫ / ১৯০২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৮৫ খ্রিস্টাব্দে। 

ভারত সভার অপর নাম কী ? Indian Freedom Association / Indian Freedom Movement / Indian National Movement / Indian Association 
উত্তর : Indian Association 

পুণা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৬৭ / ১৮৮৫ / ১৯০৫ / ১৯০২ 
উত্তর : ১৮৬৭ খ্রিস্টাব্দে। 

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে প্রবর্তিত হয় ? ১৯৭৬ / ১৮৭৬ / ১৮৮৫ / ১৮৫৮ 
উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে। 

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয় ? ১৮৭৮ / ১৮৫৭ / ১৯১৯ / ১৯১৭ 
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

অস্ত্র আইন কবে প্রবর্তিত হয় ? ১৮৭৮ / ১৮৭৬ / ১৮৮৫ / ১৮১৭ 
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

সারেন্ডার নট নামে কে পরিচিত ছিলেন ? বাল গঙ্গাধর তিলক / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / অরবিন্দ ঘোষ / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

ইলবার্ট বিল আন্দোলনের সাথে যুক্ত সংগঠনটির নাম কী ? Indian Association /  জাতীয় কংগ্রেস / অনুশীলন সমিতি / বঙ্গভাষা প্রকাশিকা সভা। 
উত্তর :  Indian Association বা ভারতসভা।     


( C ) লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ , বৈশিষ্ট ও বিশ্লেষণ :- 

আনন্দমঠ - উপন্যাসটি কে রচনা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রনাথ ঠাকুর / সরলাদেবী চৌধুরানী / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
 
আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে ? ১৮৮১ / ১৮৮২ / ১৮৮৩ / ১৮৮৪ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৮২ খ্রিস্টাব্দে। 

বন্দেমাতরম কার রচনা ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / দ্বিজেন্দ্রলাল রায় / রবীন্দ্রনাথ ঠাকুর / অতুলপ্রসাদ সেন। 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

বন্দেমাতরম - সংগীতটিতে সুর প্রদান করেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / রবীন্দ্রনাথ ঠাকুর / ভীমসেন যোশি / যদু ভট্ট। 
উত্তর : যদু ভট্ট। 

মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত - উক্তিটি কার ? নেতাজি সুভাষ চন্দ্র বসু / অরবিন্দ ঘোষ / স্বামী বিবেকানন্দ / মহাদেব গোবিন্দ রাণাডে। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 


বর্তমান ভারত কার লেখা ? স্বামী বিবেকানন্দ / অমর্ত্য সেন / ডিরোজিও / রবীন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

গোরা উপন্যাসটি কার রচনা ? স্বামী বিবেকানন্দ / রবীন্দ্রনাথ ঠাকুর / রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

খল ব্রাহ্মণ - এই ব্যাঙ্গচিত্রটি কার সৃষ্টি ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / নন্দলাল বসু / রামকিঙ্কর বেইজ। 
উত্তর : গগনেন্দ্রনাথ ঠাকুর। 

ভারতমাতা চিত্রটি কার সৃষ্টি ?  অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / নন্দলাল বসু / রামকিঙ্কর বেইজ।    
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর। 

আলাদা কোনটি ? ভারতমাতা / বর্তমান ভারত / গোরা / আনন্দমঠ। 
উত্তর : ভারতমাতা। [ এটি একটি চিত্র ; অন্যান্যগুলি উপন্যাস। ] 

আনন্দমঠ উপন্যাসটির ইংরেজি অনুবাদটির নাম কী ? The Play Ground /  Happy Playground / The Abbey of Bliss / The Bliss of Freedom 
উত্তর : The Abbey of Bliss 

আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয় ? রাজনারায়ণ বসু / অরবিন্দ ঘোষ / বিপ্লবী রাসবিহারী বোস / দীনবন্ধু মিত্র।  
উত্তর : রাজনারায়ণ বসু। 

কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের উল্লেখ পাওয়া যায় ? আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত / জীবনস্মৃতি। 
উত্তর : আনন্দমঠ। 


কোন গ্রন্থে সন্ন্যাসী - ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ?   আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত / জীবনস্মৃতি। 
উত্তর : আনন্দমঠ। 

কোন গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত ? আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত / জীবনস্মৃতি। 
উত্তর : আনন্দমঠ। 

কোন হিন্দু দেবীর অনুকরণে ভারতমাতা চিত্রটি অঙ্কিত হয়েছে ? দেবী দূর্গা / দেবী লক্ষী / দেবী সরস্বতী / সকলকেই। 
উত্তর : দেবী লক্ষী। 

বর্তমান ভারত কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ? ১৯০২ / ১৯০৭ / ১৮১৭ / ১৯০৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে। [ এর আগে ১৮৯৯ খ্রিস্টাব্দে বর্তমান ভারত প্রবন্ধাকারে প্রকাশিত হয়। ] 

কোন ঘটনার পরিপ্রেক্ষিতে '' ভারতমাতা '' চিত্রটি আঁকা হয় ? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন / অসহযোগ আন্দোলন / আইন অমান্য আন্দোলন / ভারত ছাড়ো আন্দোলন। 
উত্তর : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 

গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ? প্রবাসী / দেশ / নবকল্লোল / হিন্দু প্যাট্রিয়ট।
উত্তর : প্রবাসী পত্রিকায়। 

কে বন্দেমাতরম এর ইংরেজি অনুবাদ করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / অরবিন্দ ঘোষ / মাইকেল মধুসূদন দত্ত। 
উত্তর : অরবিন্দ ঘোষ ১৯০৯ খ্রিস্টাব্দে। 


বন্দেমাতরম এর ইংরেজি অনুবাদ কোনটি ? The Abbey of Bliss / The Nation is My Mother / I pray for my mother / Mother , I bow to thee 
উত্তর : Mother , I bow to thee 

রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৯৩ / ১৮৯৭ / ১৮৯৮ / ১৮৯২ 
উত্তর : ১৮৯৭ খ্রিস্টাব্দে। 

রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ? শ্রীরামকৃষ্ণ / স্বামী বিবেকানন্দ / মা সারদাদেবী / সকলেই। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

রামকৃষ্ণ মিশনের মুখপত্রের নাম কী ? বর্তমান ভারত / পথে প্রবাসে / উদ্বোধন / পরিব্রাজক।
উত্তর : উদ্বোধন। 

ভারতমাতার হাতে কোন কোন অস্ত্র রয়েছে ? তীর ধনুক / তলোয়ার / ত্রিশুল / কোনো অস্ত্র নেই। 
উত্তর : কোনো অস্ত্র নেই। 

You May Also Like

0 comments