Class 10 History 5th Chapter MCQ & SAQ

by - May 08, 2021



Class 10 History 5th Chapter MCQ & SAQ 

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় MCQ & SAQ 

১. কে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেন ? অগাস্টাস হিকি / জোহানেস গুটেনবার্গ / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উইলিয়াম কেরি। 
উত্তর - জোহানেস গুটেনবার্গ। 

২. কাকে ছাপাখানার জনক বলা হয় ? অগাস্টাস হিকি / জোহানেস গুটেনবার্গ / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উইলিয়াম কেরি। 
উত্তর - জোহানেস গুটেনবার্গ। 

৩. ভারতে প্রথম কোথায় ছাপাখানা স্থাপিত হয় ? কলকাতা / গোয়া / শ্রীরামপুর / বরিশাল। 
উত্তর - গোয়া। 

৪. কলকাতায় কে প্রথম ছাপাখানা স্থাপন করেন ? অগাস্টাস হিকি / জোহানেস গুটেনবার্গ / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উইলিয়াম কেরি। 
উত্তর - জেমস অগাস্টাস হিকি। 

৫. পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা গড়ে ওঠে ? পাবনা / বেগুড়া / বরিশাল / রংপুর। 
উত্তর - রংপুর ( ১৮৪৭ খ্রিস্টাব্দে ) 

৬. শ্রীরামপুর প্রেস কবে গড়ে ওঠে ? ১৮০০ / ১৮০২ / ১৮১৭ / ১৮২০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮০০ খ্রিস্টাব্দে। 

৭. প্রতাপাদিত্য চরিত - গ্রন্থটির প্রকাশক কে ? রাজা রামমোহন রায় / রামরাম বসু / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / উইলিয়াম কেরি। 
উত্তর - রামরাম বসু। 

৮. দিগ্দর্শন পত্রিকার সম্পাদক কে ? উইলিয়াম কেরি /  মার্শম্যান / উইলিয়াম ওয়ার্ড / হিকি। 
উত্তর - মার্শম্যান।  

৯. প্রথম বাঙালি প্রকাশক কে ? গঙ্গাকিশোর ভট্টাচার্য / হিকি / মার্শম্যান / উইলিয়াম কেরি। 
উত্তর - গঙ্গাকিশোর ভট্টাচার্য। 

১০. সম্মাদ কৌমুদী - পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে ? রাজা রামমোহন রায় / ডিরোজিও / গঙ্গাকিশোর ভট্টাচার্য / বিপিন চন্দ্র পাল।  
উত্তর - রামমোহন রায়। 

১১. সম্বাদ প্রভাকর - এর সম্পাদক কে ? রাজা রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র গুপ্ত / দেবেন্দ্রনাথ ঠাকুর / মদনমোহন তর্কালঙ্কার। 
উত্তর - ঈশ্বরচন্দ্র গুপ্ত। 

১২. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮১৭ / ১৮১৮ / ১৮২০ / ১৮০০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮১৭ খ্রিস্টাব্দে। 

১৩. শিশুশিক্ষা গ্রন্থটির রচয়িতা কে ?  রাজা রামমোহন রায় / ঈশ্বরচন্দ্র গুপ্ত / দেবেন্দ্রনাথ ঠাকুর / মদনমোহন তর্কালঙ্কার। 
উত্তর - মদনমোহন তর্কালঙ্কার। 

১৪. বর্ণপরিচয় - এর প্রকাশক কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রাজা রামমোহন রায় / রবীন্দ্রনাথ ঠাকুর / মদনমোহন তর্কালঙ্কার। 
উত্তর - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

১৫. বাল্যশিক্ষা গ্রন্থের প্রকাশক কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রামসুন্দর বসাক / গোবিন্দ প্রসাদ দাস / প্রাণলাল চক্রবর্তী। 
উত্তর - রামসুন্দর বসাক। 

১৬. ব্যকরণ সার - এর রচয়িতা কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রামসুন্দর বসাক / গোবিন্দ প্রসাদ দাস / প্রাণলাল চক্রবর্তী। 
উত্তর - গোবিন্দ প্রসাদ দাস। 

১৭. অঙ্কবোধ - এর রচয়িতা কে ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রামসুন্দর বসাক / গোবিন্দ প্রসাদ দাস / প্রাণলাল চক্রবর্তী। 
উত্তর - প্রাণলাল চক্রবর্তী।  

১৮. অন্নদামঙ্গল গ্রন্থের প্রকাশক কে ? রামচাঁদ রায় / গঙ্গাকিশোর ভট্টাচার্য / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 
উত্তর - গঙ্গাকিশোর ভট্টাচার্য। 

১৯. প্রথম সচিত্র বাংলা বই কোনটি ? অন্নদামঙ্গল / বর্ণপরিচয় / সন্দেশ / কথামালা। 
উত্তর - অন্নদামঙ্গল। 

২০. অন্নদামঙ্গলের ছবি এঁকেছিলেন কে ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / রামচাঁদ রায় / নন্দলাল বসু। 
উত্তর - রামচাঁদ রায়। 

২১. '' পাখি সব করে রব , রাতি পোহাইল '' - গানটি কার লেখা ? গঙ্গাকিশোর ভট্টাচার্য / মদনমোহন তর্কালঙ্কার / ভরতচন্দ্র / অতুল প্রসাদ সেন। 
`উত্তর - মদনমোহন তর্কালঙ্কার। 

২২. '' পাখি সব করে রব , রাতি পোহাইল ''- গানটি কোন গ্রন্থের অন্তর্গত ? বর্ণপরিচয় / অন্নদামঙ্গল / কথামালা / শিশুশিক্ষা। 
উত্তর - শিশুশিক্ষা। 

২৩. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কর্তৃক প্রকাশিত প্রথম পুস্তক কোনটি ? রামায়ণ / ছেলেদের রামায়ণ / সন্দেশ / গুপী গায়েন বাঘা বায়েন। 
উত্তর - ছেলেদের রামায়ণ। 

২৪. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কী ? সুকুমার রায় / সত্যজিৎ রায় / সন্দীপ রায় / বিশ্বজিৎ রায়। 
উত্তর - সুকুমার রায়। 

২৫. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কোন পত্রিকাতে রঙিন ছবি ছাপতে শুরু করেন ? শুকতারা / আনন্দমেলা / নবকল্লোল / সন্দেশ। 
উত্তর - সন্দেশ। 

২৬. সন্দেশ পত্রিকার প্রকাশক কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / অবনীন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

২৭. গুপী গায়েন বাঘা বায়েন - গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

২৮. টুনটুনির বই -   গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

২৯. ছেলেদের রামায়ণ -   গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।    
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

৩০. ছেলেদের মহাভারত -  গল্পের রচয়িতা কে ? সুকুমার রায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

৩১. ভারতে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোন শতকে ? উনিশ / অষ্টাদশ / বিংশ / একবিংশ - শতকে।
উত্তর - উনিশ শতকে।  

৩২. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ? ডেভিড হেয়ার / আলেকজান্ডার ডাফ / জোনাথন ডানকান / উইলিয়াম জোনস। 
উত্তর - স্যার উইলিয়াম জোনস। 

৩৩. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৭৮৪ / ১৮৭৪ / ১৮১৭ / ১৮২০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৭৮৪ খ্রিস্টাব্দে। 

৩৪. বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে ? আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / জগদীশ চন্দ্র বসু / সতীশ চন্দ্র বসু / আনন্দমোহন বসু। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু। 

৩৫. রুরুকির ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৪৪ / ১৮৭৪ / ১৮৪৭ / ১৮৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৪৭ খ্রিস্টাব্দে। 

৩৬. কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৫৬ / ১৮৭৪ / ১৮৪৭ / ১৮৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৫৬ খ্রিস্টাব্দে। 

৩৭. যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?  ১৯০৫ / ১৯০৭ / ১৯০৬ / ১৯২০ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দে। 

৩৮. IACS এর প্রথম অধিকর্তা কে ছিলেন ? প্যারিমোহন মুখোপাধ্যায় / জগদীশ চন্দ্র বোস / মহেন্দ্রলাল সরকার / নীলরতন সরকার। 
উত্তর - প্যারিমোহন মুখোপাধ্যায়। 

৩৯. IACS এর নিজস্ব পত্রিকাটির নাম কী ? ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স / ইন্ডিয়ান জার্নাল অব কেমিস্ট্রি / ইন্ডিয়ান জার্নাল অব সায়েন্স / ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল সায়েন্স। 
উত্তর - ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স। 

৪০. রমন ক্রিয়া বা রমন এফেক্ট - তত্ত্বের প্রবক্তা কে ? মেঘনাদ সাহা / চন্দ্রশেখর ভেঙ্কট রমন / উপেন্দ্রনাথ ব্রহ্মচারী / বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। 
উত্তর - চন্দ্রশেখর ভেঙ্কট রমন। 

৪১. চন্দ্রশেখর ভেঙ্কট রমন কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ? রসায়ন / মহাকাশবিদ্যা / পদার্থ বিদ্যা / আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা। 
উত্তর - পদার্থ বিদ্যা। 

৪২. চন্দ্রশেখর ভেঙ্কট রমন কবে নোবেল পুরস্কার লাভ করেন ? ১৯৩০ / ১৯১১ / ১৯০৫ / ১৯০৭ - খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯৩০ সালে। 

৪৩. কার উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় ? জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - আশুতোষ মুখোপাধ্যায়। 

৪৪. বেঙ্গল কেমিক্যাল - এর প্রতিষ্ঠাতা কে ?   জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 

৪৫. বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় ? ৩০ নভেম্বর - ১৯১৯ / ১৯১৭ / ১৯১৪ / ১৯২১ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯১৭ খ্রিস্টাব্দে। 

৪৬. অব্যক্ত কার লেখা ?  জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু। 

৪৭. ক্রেসকোগ্রাফ কে আবিষ্কার করেন ? জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু। 

৪৮. উদ্ভিদের প্রাণ আছে - একথা কে প্রমাণ করেন ?  জগদীশ্চন্দ্র বসু / স্যার আশুতোষ মুখোপাধ্যায় / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মহেন্দ্রলাল সরকার। 
উত্তর - জগদীশ চন্দ্র বসু।  

৪৯. কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণ আছে - একথা প্রমাণ করা হয় ? রেডিওগ্রাফ / ক্রেসকোগ্রাফ / হাইড্রোমিটার / স্টেথোস্কোপ।
উত্তর - ক্রেসকোগ্রাফ।  

৫০. কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদীঘির গোলামখানা বলা হত ? আশুতোষ কলেজ / কলকাতা বিশ্ববিদ্যালয় / রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় / বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 
উত্তর - কলকাতা বিশ্ববিদ্যালয়। 

৫১. জাতীয় শিক্ষা - কথাটি কে প্রথম ব্যবহার করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / প্রসন্নকুমার ঠাকুর / দ্বারকানাথ ঠাকুর / অরবিন্দ ঘোষ। 
উত্তর - প্রসন্নকুমার ঠাকুর। 

৫২. সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় কোথায় স্থাপিত হয় ? কলকাতা / বরিশাল / ঢাকা / রংপুর। 
উত্তর - রংপুর ( ১৯০৫ এর ৮ নভেম্বর ) ।  

৫৩. জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ? ১৯০৫ / ১৯০৬ / ১৯০৭ / ১৯১৯ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দের ১১ ই মার্চ ৯২ জন সদস্যকে নিয়ে। 

৫৪. কার নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে ? সত্যেন্দ্রনাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / অরবিন্দ ঘোষ। 
উত্তর - সত্যেন্দ্রনাথ ঠাকুর। 

৫৫. বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ - এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?   সত্যেন্দ্রনাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / অরবিন্দ ঘোষ। 
উত্তর - অরবিন্দ ঘোষ। 

৫৬. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে গঠিত হয় ? ১৯০৫ / ১৯০৬ / ১৯০৭ / ১৯০৯ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দের ২৫ জুলাই। 

৫৭. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কার উদ্যোগে গঠিত হয় ? মহেন্দ্রলাল সরকার / তারকনাথ পালিত / জগদীশ্চন্দ্র বোস / আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 
উত্তর - তারকনাথ পালিত। 

৫৮. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? দ্বারকানাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / লর্ড ক্যানিং / লর্ড ডালহৌসি। 
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫৯. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ? ১৯১৯ / ১৯২৩ / ১৯৩৫ / ১৯২১ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯২১ খ্রিস্টাব্দে। 

৬০. শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত ? বীরভূম / বাঁকুড়া / পুরুলিয়া / কলকাতা। 
উত্তর - বীরভূম। 

৬১. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীকার কে ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / প্রভাতকুমার মুখোপাধ্যায় / প্রসন্নকুমার চট্টোপাধ্যায়। 
উত্তর - প্রভাতকুমার মুখোপাধ্যায়। 

৬২. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / রথীন্দ্রনাথ ঠাকুর / অরবিন্দ ঘোষ / বারীণ চট্টোপাধ্যায়। 
উত্তর - কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। 

৬৩. কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে ? ১৯২১ / ১৯৩৫ / ১৯৪৭ / ১৯৫১ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৯৫১ খ্রিস্টাব্দে। 

৬৪. অরণ্যদেবতা কার লেখা ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / রবীন্দ্রনাথ ঠাকুর / সুকুমার রায়। 
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর। 

৬৫. রবীন্দ্রনাথের মৃত্যুদিন কোনটি ? ২২ শে বৈশাখ / ২২ শে অগ্রহায়ণ / ২২ শে শ্রাবন / ২২ শে পৌষ। 
উত্তর - ২২ শে শ্রাবন। 

৬৬. কোথায় মহর্ষি দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয় ? কলকাতায় / শান্তিনিকেতনে / শিলাইদহে / ভুবনডাঙায়। 
উত্তর - শিলাইদহে। 

৬৭. হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে কে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / পঞ্চানন কর্মকার / চার্লস উইলকিন্স / গুটেনবার্গ। 
উত্তর - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

৬৮. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরী করেন কে ?   উপেন্দ্রকিশোর রায়চৌধুরী / পঞ্চানন কর্মকার / চার্লস উইলকিন্স / গুটেনবার্গ।      
উত্তর - চার্লস উইলকিনস।     


   

 














You May Also Like

0 comments