Class VII History 9th chapter MCQ & SAQ

by - November 04, 2022

Class VII History 9th chapter MCQ & SAQ 

সপ্তম শ্রেণি : ইতিহাস : নবম অধ্যায় : আজকের ভারত : MCQ & SAQ 



সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের নবম অধ্যায়ের সমস্ত MCQ ও SAQ প্রকাশিত হল। পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রতিটি প্রশ্নোত্তর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের বিশেষভাবে কাজে আসবে। 

Class VII History 9th chapter MCQ & SAQ    


PAGE : 167 

১. সরকার শব্দটা এসেছে - আরবি / ফারসি / ইংরেজি / উর্দু - থেকে। 
উত্তর : ফারসি থেকে। 

২. ইংরেজি শব্দ Govern - এর অর্থ - সরকার / রাজা / রাজতন্ত্র / শাসন করা। 
উত্তর : শাসন করা। 

৩. গণতন্ত্র কাকে বলে ? 
উত্তর : নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। 

৪. তন্ত্র - কথাটির অর্থ - ব্যবস্থা / শাসন ব্যবস্থা / সরকারি শাসন / নিয়ম। 
উত্তর : ব্যবস্থা। 

৫. বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র কোন দেশ ? ভারত / আমেরিকা / চিন / রাশিয়া। 
উত্তর : ভারত। 

৬. ভারতে কোন ধরণের শাসন ব্যবস্থা প্রচলিত ? রাজতন্ত্র / গণতন্ত্র / স্বৈরতন্ত্র / সমাজতন্ত্র। 
উত্তর : গণতন্ত্র। 

৭. রাজা বা রানি আছেন - ভারতে / ইংল্যান্ডে / আমেরিকায় / চিনে। 
উত্তর : ইংল্যান্ডে। 

৮. দেশের নিয়ম কানুন ও বিধিব্যবস্থা কোথায় লিপিবদ্ধ থাকে ? নির্দেশনামা / লিপিমালা / ধর্মগ্রন্থ / সংবিধান। 
উত্তর : সংবিধান। 

৯. বিধান শব্দটির অর্থ - নিয়ম / আইন / শাসন / রীতিনীতি। 
উত্তর : নিয়ম। 

PAGE : 168

১০. পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান কোনটি ? আমেরিকা / চিন / রাশিয়া / ভারত - এর সংবিধান। 
উত্তর : ভারতের সংবিধান।   


১১. ভারতের সংবিধানের রূপকার কে ? মহাত্মা গান্ধী / জওহরলাল নেহেরু / ডক্টর বি আর আম্বেদকর / বল্লভ ভাই প্যাটেল। 
উত্তর : ডক্টর বি আর আম্বেদকর। 

১২. ভারতে নির্বাচন হয় - ৪ বছর / ৫ বছর / ৬ বছর / ১০ বছর অন্তর অন্তর। 
উত্তর : ৫ বছর। 

১৩. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ? ১৯৪৭ এর ১৫ই আগস্ট / ১৯৪৯ এর ২৬শে নভেম্বর / ১৯৫০ এর ২৬শে জানুয়ারি। 
উত্তর : ১৯৪৯ এর ২৬শে নভেম্বর। 

১৪. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ? ১৯৪৭ এর ১৫ই আগস্ট / ১৯৪৯ এর ২৬শে নভেম্বর / ১৯৫০ এর ২৬শে জানুয়ারি। 
উত্তর : ১৯৫০ এর ২৬শে জানুয়ারি । 

১৫. ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয় ? ১৫ ই আগস্ট / ২৬শে নভেম্বর / ২৬শে জানুয়ারি / ২৩শে জানুয়ারি। 
উত্তর : ২৬শে জানুয়ারি। 

১৬. ভারতে - শুধুমাত্র কেন্দ্রে একটি কেন্দ্রীয় সরকার আছে , রাজ্যে কোনো সরকার নেই / কেন্দ্রে কোনো সরকার নেই , কিন্তু প্রতিটি রাজ্যে রাজ্য সরকার আছে / কেন্দ্রে একটি কেন্দ্রীয় সরকার আছে এবং প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য সরকার আছে। 
উত্তর :  কেন্দ্রে একটি কেন্দ্রীয় সরকার আছে এবং প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য সরকার আছে। 

১৭. ভারতে প্রচলিত আছে - এককেন্দ্রিক ব্যবস্থা / যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা / উভয়ই / কোনোটিই নয়। 
উত্তর : যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 

১৮. সরকার কাজ করে - প্রথা মেনে / রীতিনীতি মেনে / প্রথা ও রীতিনীতি মেনে / সংবিধান মেনে। 
উত্তর : সংবিধান মেনে। 

১৯. সরকারের বিভাগ ক'টি ? একটি / দুটি / তিনটি / চারটি। 
উত্তর : তিনটি। 

২০. কোনটি সরকারের বিভাগ নয় ? আইন বিভাগ / শাসন বিভাগ / সামরিক বিভাগ / বিচার বিভাগ। 
উত্তর : সামরিক বিভাগ। 
[ সামরিক বিভাগ শাসন বিভাগের একটি দপ্তর , কিন্তু সরকারের বিভাগ নয়। সরকার বিভাগ হল তিনটি - আইন , শাসন ও বিচার। ]     


PAGE : 169 

২১. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে ? 
উত্তর : বিচার বিভাগকে সরকারের অপর দুটি বিভাগ শাসন ও আইন বিভাগ থেকে আলাদা রাখা হয়। এর উদ্দেশ্য হল সুবিচার প্রতিষ্ঠা করা। একেই বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 

২২. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ? 
উত্তর : ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু। 

২৩. স্বায়ত্তশাসন কাকে বলে ? 
উত্তর : শাসন ব্যবস্থায় জনগণের সরাসরি অংশগ্রহণকে বলে স্বায়ত্তশাসন। এখানে জনগণ নিজেই নিজের অধীন। 

২৪. পশ্চিমবঙ্গে কী ধরণের স্বায়ত্তশাসন দেখা যায় ? 
উত্তর : দুই ধরণের - শহরাঞ্চলের ক্ষেত্রে পৌর-প্রশাসন ও গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম - পঞ্চায়েত। 

২৫. '' পৌর '' শব্দটি কোথা থেকে এসেছে ? এর অর্থ কী ? 
উত্তর : পৌর কথাটা এসেছে সংস্কৃত শব্দ পুর থেকে। এর অর্থ নগর। 

২৬. পৌরপ্রতিনিধি কাদের বলে ? 
উত্তর : পৌরসভা পরিচালনার জন্য জনগণ ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করেন। এদের পৌরপ্রতিনিধি বলে। 

২৭. পৌরসভার প্রধান কে ? 
উত্তর : পৌরপ্রধান বা চেয়ারম্যান। 

PAGE : 170

২৮. পৌরসভার প্রদান কাজ কী কী ? 
উত্তর : নগরের জনসেবা , জনস্বাস্থ্য , উন্নয়ন , পানীয় জল ও নিকাশি , দূষণ প্রতিরোধ  - ইত্যাদি। 

২৯. গ্রামের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার নাম কী ? 
উত্তর : গ্রাম পঞ্চায়েত। 

৩০. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার ক'টি স্তর ও কী কী ? 
উত্তর : তিনটি - গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি , জেলা পরিষদ।      

৩১. গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলে ? 
উত্তর : প্রধান বা পঞ্চায়েত প্রধান। 

৩২. পঞ্চায়েত সমিতির প্রধানকে কী বলে ? 
উত্তর : সভাপতি। 

৩৩. জেলা পরিষদের প্রধানকে কী বলে ? 
উত্তর : সভাধিপতি। 

৩৪. গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলি কী কী ? 
উত্তর : গ্রামের সবরকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। পানীয় জল সরবরাহ , গ্রামের পরিচ্ছন্নতা , রাস্তা - পথ ও ঘাট নির্মাণ করা , চিকিৎসা কেন্দ্র স্থাপন , শিক্ষা বিস্তারের কাজ , বনসৃজন - ইত্যাদি। 

৩৫. অনেকগুলি গ্রাম নিয়ে একটি - পাড়া / জেলা / ব্লক / মহকুমা - তৈরী হয়। 
উত্তর : ব্লক। 

৩৬. কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় - জেলা / রাজ্য / দেশ / জেলা - পরিষদ। 
উত্তর : জেলা। 

৩৭. ব্লক স্তরের পঞ্চায়েত স্তরটি হল - গ্রাম পঞ্চায়েত / পঞ্চায়েত সমিতি / জেলা পরিষদ / জেলা। 
উত্তর : পঞ্চায়েত সমিতি। 

৩৮. জেলা স্তরের পঞ্চায়েত স্তরটি হল - গ্রাম পঞ্চায়েত / পঞ্চায়েত সমিতি / জেলা পরিষদ / জেলা। 
উত্তর : জেলা পরিষদ। 

৩৯. পৌরসভার সদস্যগণ নির্বাচিত হন - ৫বছর / ৬বছর  / ১০বছর / ১৫ বছর - এর জন্য। 
উত্তর : ৫বছরের জন্য। 

৪০. পঞ্চায়েতের সদস্যগণ নির্বাচিত হন - ৫বছর / ৬বছর  / ১০বছর / ১৫ বছর - এর জন্য। 
উত্তর : ৫বছরের জন্য।   

৪১. গণতন্ত্রের প্রথম প্রকাশ ঘটে কোন দেশে ? ভারত / ইংল্যান্ড / গ্রিস / মার্কিন যুক্তরাষ্ট্র। 
উত্তর : গ্রিস।    


You May Also Like

0 comments