Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

মাধ্যমিক ভূগোল : তৃতীয় অধ্যায় : বারিমন্ডল। সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


Topic A সমুদ্রস্রোত। 

2/3 Mark 

১. উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে - উদাহরণসহ লেখ। 
২. হিমশৈল কাকে বলে ? 
৩. মগ্নচড়া সৃষ্টির কারণগুলি লেখ [ নিউফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টির কারণ ] 
৪. গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের অনুকূল কেন ? 
৫. শৈবাল সাগর কাকে বলে ? উদাহরণ দাও।      
৬. সমুদ্রস্রোত কাকে বলে ? 
৭. সমুদ্রতরঙ্গ কাকে বলে ? 
৮. মগ্নচড়া কাকে বলে ? 
৯. হিমপ্রাচীর কাকে বলে ? 
১০. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন ?    

5 Mark 

১. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা কর। 
২. পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা কর। 
৩. সমুদ্রস্রোত বলে ? সমুদ্র তরঙ্গ কাকে বলে ? সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্যগুলো লেখ।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Topic B : জোয়ারভাটা। 

2/3 Mark 

১. তেজ কোটাল ও মরা কোটাল - চিত্রসহ বর্ণনা। 
২.  মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার - চিত্রসহ বর্ণনা। 
৩. অ্যাপোজি ও পেরিজি - চিত্রসহ বর্ণনা। 
৪. সিজিগি - চিত্রসহ বর্ণনা। 
৫. প্রতিযোগ ও সংযোগ। 
৬. অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয়  কেন ? 
৭. বানডাকা কাকে বলে ? 
৮. ষাঁড়াষাঁড়ির বান কাকে বলে ? 
৯. অ্যাপোজি ও পেরিজি - পার্থক্য। 
১০. ভরা কোটাল ও মরা কোটাল - পার্থক্য। 
১১. সমুদ্রস্রোত ও জোয়ারভাটা - পার্থক্য।    

5Mark 

১. জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি লেখ। 
২. মানবজীবনে জোয়ারভাটার ফলাফল আলোচনা কর।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : বাংলা : পথচলতি : MCQ পূর্ণমান : ২০ 


১. গল্পটি কার লেখা ? 
২. কথক - দিল্লি / দেহরাদুন / ডিব্রুগড় - এক্সপ্রেস ধরবেন। 
৩. কথকের কাছে ছিল - মধ্যম / প্রথম / দ্বিতীয় - শ্রেণীর টিকিট। 
৪. কাবুলিওয়ালার দখলে ছিল - প্রথম / মধ্যম / তৃতীয় - শ্রেণীর বগি। 
৫. আফগানিস্তানের শিক্ষিত লোকের ভাষা - পশতু / আরবি / ফারসি। 
৬. আফগানিস্তানের সরকারি ভাষা - পশতু / আরবি / ফারসি / উর্দু। 
৭. কাবুলিওয়ালারা জাতে - পাঠান / আফগান / মোগল। 
৮. কাবুলিওয়ালাদের মধ্যে একমাত্র ফারসি জানত - একজন বৃদ্ধ / দলের সর্দার / একজন ছোকরা। 
৯. কথক কোথায় যাচ্ছিলেন ? 
১০. কাবুলিওয়ালারা কতজন ছিল ? 
১১. আগা সাহেব মাতৃভাষার মত বলতে পারতেন - বাংলাদেশের / বরিশালের / হিন্দুস্থানের - ভাষা। 
১২. কাবুলিওয়ালারা কথককে - গায়কের / হিসাব রক্ষকের / নায়কের - মর্যাদা দিয়েছিল। 
১৩. গল্পে কোন গজল গায়কের উল্লেখ রয়েছে ? 
১৪. উল্লিখিত গজল গায়ক কোন মোগল সম্রাটের সমসাময়িক ? 
১৫. পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি কে ? 
১৬. জনৈক কাবুলিওয়ালার গজল গানকে কথক - বৃষ্টির বাজ / ঘোড়ার ডাক / ঢাকের বাদ্যি - র সঙ্গে তুলনা করেছেন। 
১৭. '' এ তো দিল ভাঙা কাহিনী '' - কার কাহিনী ? 
১৮. কথক কোন পত্রিকায় এক বাঙালি ভদ্রলোকের পাঠান সম্পর্কে অভিজ্ঞতার কথা পড়েছিলেন ? 
১৯. গল্পে উল্লিখিত সময়কালটি ছিল - রোজার / ঈদের / উৎসবের। 
২০. '' নব্বদ - ও - নও অসমা ই হাসানা '' হল আরবি ভাষায় ঈশ্বরের __________ টি পবিত্র ও সুন্দর নাম।     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX History 3rd chapter DAQ 

নবম শ্রেণী : ইতিহাস : তৃতীয় অধ্যায় : সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


তৃতীয় অধ্যায় : ঊনবিংশ শতকের ইউরোপ। 

4 Mark 

১. ভিয়েনা সম্মেলনে বিজয়ী শক্তিবর্গের উদ্দেশ্যগুলি কী কী ছিল ? 
২. ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা কর। 
৩. ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির পরিচয় দাও। 
৪. ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি সম্পর্কে আলোচনা কর। 
৫. ভিয়েনা সম্মেলনের শক্তি - সাম্য নীতির পরিচয় দাও। 
৬. টীকা লেখ : মেটারনিখ ব্যবস্থা। 
৭. মেটারনিখ ব্যবস্থার বৈশিষ্টগুলি আলোচনা কর। 
৮. মেটারনিখের সাফল্যের কারণগুলি আলোচনা কর। 
৯. মেটারনিখের ব্যর্থতার কারণগুলি কী কী ? 
১০. জুলাই বিপ্লবের কারণ। 
১১. জুলাই বিপ্লবের ফলাফল। 
১২. টীকা লেখ : জুলাই রাজতন্ত্র। 
১৩. ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। 
১৪. ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল। 
১৫. ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা। 
১৬. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির অবদান। 
১৭. জার্মানির ঐক্যের পথে প্রধান প্রতিবন্ধকতাগুলো কী কী ছিল ? 
১৮. টীকা লেখ : সর্বজার্মানবাদ। 
১৯. টীকা লেখ : জোলভেরাইন। 
২০. জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের ভূমিকা। 
২১. ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি কী কী ? 
২২. ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। 
২৩. টীকা লেখ - মুক্তির ঘোষণাপত্র।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

2 Mark 

১. জাতি রাষ্ট্র বলতে কী বোঝ ? 
২. জাতি ও রাষ্ট্রের দুটি পার্থক্য লেখ। 
৩. মেটারনিখ কে ছিলেন ? 
৪. ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলি কী ছিল ? 
৫. ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কী ছিল ? 
৬. মেটারনিখ ব্যবস্থা কাকে বলে ? 
৭. ইউরোপীয় শক্তি সমবায় কাকে বলে ? 
৮. ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য কী ছিল ? 
৯. কার্লসবাড ডিক্রি কী ? 
১০. জুলাই রাজতন্ত্র কাকে বলে ? 
১১. কোন বছরকে , কেন বিপ্লবের বছর বলা হয় ? 
১২. রিসর্জিমেন্টো কী ? 
১৩. কার্বোনারি আন্দোলন কী ? 
১৪. ম্যাৎসিনি কে ছিলেন ? 
১৫. ক্যাভুর কে ছিলেন ? 
১৬. ইয়ং ইতালি কী ? 
১৭. কনফেডারেশন অব রাইন কী ? 
১৮. জোলভেরাইন কী ? 
১৯. বিসমার্ক কে ছিলেন ? 
২০. রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝ ? 
২১. কুলটুর ক্যামফ কী ? 
২২. প্যানজার্মানিজম বা সর্বজার্মানবাদ কী ? 
২৩. বলকান সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যা কাকে বলে ? 
২৪. হেটাইরিয়া ফিলিকে কী ? 
২৫. কোন দেশকে , কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হত ? 
২৬. কে , কবে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ?
২৭. মুক্তির ঘোষণাপত্র কী ? 
২৮. কাকে , কেন মুক্তিদাতা জার বলা হয় ?      

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX History 6th chapter MCQ & SAQ 

নবম শ্রেণী : ইতিহাস : ষষ্ঠ অধ্যায় : MCQ & SAQ 


১. কোন সন্ধিকে জার্মানির বিরুদ্ধে '' জুলুম সন্ধি '' বলা হয় ? 
উত্তর : ভার্সাই সন্ধিকে। 

২. কোন দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ? 
উত্তর : ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর। 

৩. কোনদিন হিটলার পোল্যান্ড আক্রমণ করেন ? 
উত্তর : ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর। 

৪. লেবেনশ্রম ( Lebensraum ) কথাটির অর্থ কী ? 
উত্তর : এটি একটি জার্মান শব্দ ; এর অর্থ বাসযোগ্য স্থান। 

৫. কারা , কবে কমিন্টার্ন বিরোধী চুক্তি সাক্ষর করে ? 
উত্তর : ১৯৩৬ , জার্মানি ও জাপান। 

৬. কবে রোম - বার্লিন - টোকিও জোট গঠিত হয় ? 
উত্তর : ১৯৩৬ এর অক্টোবরে। 

৭. হিটলারের বিরুদ্ধে কারা তোষণনীতি প্রয়োগ করে ? 
উত্তর : ফ্রান্স ও ইংল্যান্ড। 

৮. কবে , কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৯৩৮ এর ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ড , ফ্রান্স , ইতালি ও জার্মানির মধ্যে। 

৯. হিটলার কবে মিউনিখ চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ? 
উত্তর : ১৯৩৯ এর ১৬ই মার্চ হিটলার মিউনিখ চুক্তি অগ্রাহ্য করে চেকোশ্লাভাকিয়া অধিকার করেন। 

১০. রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৯৩৯ সালের ২৩শে অগাস্ট।      

১১. অপারেশন বারবারোসা কী ? 
উত্তর : ১৯৪১ সালে হিটলার সোভিয়েত রাশিয়া আক্রমণ করার সিদ্ধান্ত নেন ; যা জার্মানির সামরিক কোডে অপারেশন বারবারোসা নামে পরিচিত। 

১২. হিটলার কবে রাশিয়া আক্রমণ করেন ?   
উত্তর : ১৯৪১ এর ২২ শে জুন। 

১৩. রুশ সেনারা হিটলারের বিরুদ্ধে কোন নীতি গ্রহণ করেছিল ? 
উত্তর : পোড়ামাটির নীতি। 

১৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কারা করফু দ্বীপটি দখল করেছিল ? 
উত্তর : ইতালি। 

১৫. তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন ? 
উত্তর : নেভিল চেম্বারলেন। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১৬. ম্যাজিনো লাইন কী ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সুইটজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত ফ্রান্স যে নিরাপত্তা বলয় গড়ে তোলে তা ম্যাজিনো লাইন নামে পরিচিত। 

১৭. কে আলবেনিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : আহম্মদ জগু। 

১৮. কোন অঞ্চল গণভোট দ্বারা জার্মানির সঙ্গে যুক্ত হয় ? 
উত্তর : সার অঞ্চল। 

১৯. করফু দ্বীপের ঘটনাটি কী ? 
উত্তর : গ্রিস ও আলবেনিয়ার মধ্যে সীমানা নির্ধারণের কাজে নিযুক্ত কয়েকজন ইতালীয় প্রতিনিধি ১৯২৩ সালে নিহত হন। এই ঘটনার জন্য মুসোলিনি গ্রিসকে দায়ী করে গ্রিসের করফু দ্বীপটি দখল করে নেন। অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় প্রচুর ক্ষতিপূরণ দিয়ে গ্রিস ওই দ্বীপটি ফিরে পায়। 

২০. ওয়াল - ওয়াল ঘটনাটি কী ? 
উত্তর : আবিসিনিয়া ও সোমালিল্যান্ড সীমান্তের ওয়াল - ওয়াল গ্রামে ইতালীয় ও আবিসিনিয় সেনাদের মধ্যে এক খন্ডযুদ্ধে ( ৫ই ডিসেম্বর ১৯৩৪ ) কিছু ইতালীয় সেনা নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে মুসোলিনি আবিসিনিয়ার কাছে ক্ষমাপ্রার্থনা ও ক্ষতিপূরণ দাবী করে এবং তারপর ৩ রা অক্টোবর ১৯৩৫ এ আবিসিনিয়া আক্রমণ করেন।    

২১. ইঙ্গ - ফরাসি তোষণনীতি বলতে কী বোঝ ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মুসোলিনি ও হিটলার আগ্রাসী নীতি গ্রহণ করলেও ইঙ্গ - ফরাসি শক্তি তা প্রতিরোধের কোনো সক্রিয় উদ্যোগ না নিয়ে তারা ইতালি ও জার্মানির প্রতি উদাসীন থাকার নীতি গ্রহণ করে। একেই ইঙ্গ - ফরাসি তোষণনীতি বলা হয়। 

২২. কবে , কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ? এই চুক্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয় ? 
উত্তর : ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন , ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের , জার্মান শাসক হিটলার , ইতালির শাসক মুসোলিনির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এতে স্থির হয় - (ক ) চেকোশ্লোভাকিয়ার অধীনস্থ সুদেতান অঞ্চল জার্মানিকে হস্তান্তর করা হবে। 
(খ ) অবশিষ্ট চেকোশ্লোভাকিয়ার স্বাধীনতা হিটলার মেনে নেবেন। 

২৩. আনশ্লুস কী ? 
উত্তর : হিটলারের নাৎসি বাহিনী অস্ট্রিয়া আক্রমণ করে সেখানকার পার্লামেন্ট ভেঙে দেন এবং প্রহসনমূলক গণভোটের দ্বারা অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন। এই ঘটনা না নীতি আনশ্লুস নামে পরিচিত। 

২৪. কে , কোন ঘটনাকে গণতন্ত্রের মড়ক বলেছেন ? 
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালি , জার্মানি , অস্ট্রিয়া , পোল্যান্ড , গ্রিস , স্পেন , পর্তুগাল , হাঙ্গেরি , বুলগেরিয়া - ইত্যাদি দেশে গণতন্ত্রের পতন ঘটে এবং স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক গ্যাথন হার্ডি এই ঘটনাকে গণতন্ত্রের মড়ক বলেছেন। 

২৫. জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? 
উত্তর : ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির সামরিক শক্তি হ্রাস করা হয়েছিল। জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলনে (১৯৩৩) হিটলার দাবী করেন যে - জার্মানিকেও সমান সামরিক শক্তি রাখার সুযোগ দিতে হবে। জার্মানির এই দাবী অগ্রাহ্য হলে হিটলার জেনেভা সম্মেলন এবং জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। 

২৬. রোম - বার্লিন - টোকিও চুক্তি কবে , কেন স্বাক্ষরিত হয়েছিল ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটেন , ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে মিত্রশক্তি জোট গঠিত হলে তার পালটা প্রতিপক্ষ ইটালি , জার্মানি ও জাপান রোম - বার্লিন - টোকিও অক্ষচুক্তি সাক্ষর করে ৬ই নভেম্বর ১৯৩৭ খ্রিস্টাব্দে। 

২৭. হেরেনভেক তত্ত্ব কী ? 
উত্তর : হিটলার মনে করতেন - একমাত্র জার্মানরাই বিশুদ্ধ আর্যরক্তের অধিকারী। এই কারণে অন্যান্য জাতির ওপর শাসন প্রতিষ্ঠা বা প্রভুত্ব স্থাপনের অধিকার রয়েছে জার্মানদের। হিটলারের এই জাতিবিদ্বেষী চিন্তাই হেরেনভেক তত্ত্ব নামে পরিচিত। 

২৮. পোলিশ করিডর কী ? 
উত্তর : পোলিশ করিডর হল পোল্যান্ডের রাষ্ট্রসীমার মধ্যে দিয়ে ড্যানজিগ অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য একটি সংযোগভূমি। 

২৯. পোড়ামাটির নীতি বলতে কী বোঝ ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের বাহিনীকে প্রতিহত করতে রুশ বাহিনী সমস্ত সেতু , বাড়িঘর ধ্বংস করে ফেলে ও শস্যক্ষেত্র পুড়িয়ে দিতে দিতে পিছু হটতে থাকে। ফলে খাদ্য ও পানীয়ের অভাবে নাৎসি বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়। রুশদের এই নীতিই পোড়ামাটির নীতি নামে পরিচিত। 

৩০. লেন্ড - লিজ আইন কী ? 
উত্তর : ১৯৪১ খ্রিস্টাব্দের মার্চে মার্কিন কংগ্রেসে সিদ্ধান্ত নেওয়া হয় - মিত্রশক্তি জোটকে যুদ্ধবিমান , যুদ্ধজাহাজ ও বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করা হবে। মিত্রশক্তি জোটকে যুদ্ধে সাহায্য করার এই মার্কিন নীতি '' লেন্ড লিজ আইন '' নামে পরিচিত। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. পার্ল - হারবার ঘটনাটি কী ছিল ? 
উত্তর : পার্ল হারবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌ - ঘাঁটি ছিল। ১৯৪১ এর ৭ই ডিসেম্বর রবিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাপানি সেনারা ভাইস অ্যাডমিরাল নোগুচির নেতৃত্বে পার্ল হারবারে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এতে পার্ল হারবারে মার্কিন নৌ - ঘাঁটি ধ্বংস হয়। ২০টি মার্কিন জাহাজ , ১২০টি বিমান ধ্বংস হয় ও প্রায় ২৫০০ মার্কিনবাসী প্রাণ হারান। 

৩২. ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমি গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্র সহ নানা ধরণের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যবস্থা করে। যুদ্ধাস্ত্র সরবরাহের এই নীতি '' ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি '' নামে পরিচিত। 

৩৩. D - Day বলতে কী বোঝ ? 
উত্তর : ১৯৪৪ এর ৬ই জুন মিত্রপক্ষীয় সেনা ফ্রান্সে অবতরণ করে পশ্চিম ইউরোপে তার দ্বিতীয় রণাঙ্গনের সূচনা করে। এই দিনটি D - Day বা মুক্তিদিবস নামে পরিচিত। এতে অক্ষশক্তির হাত থেকে ফ্রান্স মুক্ত হয়। 

৩৪. বিজয় উৎসব দিবস বা , Victory in Europe Day কোনদিন , কেন পালিত হয় ? 
উত্তর : ১৯৪৫ এর ৭ই ও ৮ই মে ইউরোপ জুড়ে বিজয় দিবস বা Victory in Europe Day হিসাবে পালন করা হয়। 
১৯৪৪ এর ৬ই জুন মিত্রপক্ষীয় সেনা ফ্রান্সে অবতরণ করে পশ্চিম ইউরোপে তার দ্বিতীয় রণাঙ্গনের সূচনা করে। এই দিনটি D - Day বা মুক্তিদিবস নামে পরিচিত। এতে অক্ষশক্তির হাত থেকে ফ্রান্স মুক্ত হয়। এরপর তিনদিক থেকে মিত্রপক্ষ জার্মানিকে আক্রমণ করে। হিটলার ও তাঁর স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করেন। জার্মানি আত্মসমর্পণ করে এবং মিত্রশক্তি জয়লাভ করে। তাই ঐদিনটিতে ইউরোপ জুড়ে বিজয় দিবস পালিত হয়। 

৩৫. ট্রুম্যান নীতি ( Truman Policy ) বলতে কী বোঝ ? 
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ১৯৪৭ এর ১২ই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তিনি তুরস্ক , গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি প্রদান করেন। এই ঘটনা ট্রুম্যান নীতি ( Truman Policy ) নামে পরিচিত। 

৩৬. মার্শাল পরিকল্পনা কাকে বলে ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল ১৯৪৭ এর ৫ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে পরিকল্পনা পেশ করেন - তা মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। 

৩৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকালে কোন দুটি মহাশক্তিধর রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া। ( মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। )  

৩৮. তৃতীয় বিশ্ব কাকে বলে ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এশিয়া , আফ্রিকা , লাতিন আমেরিকার অন্তর্গত ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীদের হাত থেকে মুক্তিপ্রাপ্ত দেশগুলি একত্রে তৃতীয় বিশ্ব হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে আলজেরিয়ার সাহিত্যিক ফ্রানজ ফ্যানন '' তৃতীয় বিশ্ব '' কথাটি প্রথম ব্যবহার করেন। 

৩৯. জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝ ? 
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গড়ে ওঠা মার্কিন নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের বাইরে থাকার নীতিই হল জোট নিরপেক্ষ নীতি। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 

৪০. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রসারের লক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনগুলো কী কী ? 
উত্তর : বান্দুঙ সম্মেলন , কায়রো সম্মেলন , বেলগ্রেড সম্মেলন - ইত্যাদি। 

৪১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠনটির নাম কী ? 
উত্তর : United Nations Organisation ( UNO ) বা সম্মিলিত জাতিপুঞ্জ। 

৪২. UNO বা সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : ২৪শে অক্টোবর ১৯৪৫ খ্রিস্টাব্দে। 

৪৩. কোন দিনটিকে UNO দিবস বা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বলা হয় ? 
উত্তর : ২৪শে অক্টোবর। 

৪৪.  UNO বা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ? 
উত্তর : তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দূর করে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও আলাপ - আলোচনার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান। 

৪৫. হিরোশিমা ও নাগাসাকি - তে কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় ? 
উত্তর : ১৯৪৫ সালের ৬ই অগাস্ট হিরোশিমাতে ( হিরোশিমা দিবস ) ও ৯ই অগাস্ট নাগাসাকিতে (নাগাসাকি দিবস ) । 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৪৬. হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত বোমা দুটির নাম কী ছিল ? 
উত্তর : লিট্ল বয় ও ফ্যাট ম্যান। 

৪৭. DUKW কী ? 
উত্তর : DUKW হল ২টন ক্ষমতাসম্পন্ন ছয় চাকার ট্রাক যা স্থলে ও জলে সঞ্চরণে সক্ষম। 

৪৮. V- 2 কী ? 
উত্তর : জার্মানির তৈরী রকেট। 

৪৯. '' সভ্যতার সংকট '' প্রবন্ধটি কার লেখা ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫০. কে , কোন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদকে '' সভ্যতার ভয়াবহ বিপদ '' বলে অভিহিত করেছেন ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ; সভ্যতার সংকট প্রবন্ধে। 

৫১. কারা , কাদের বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল ? 
উত্তর : রাশিয়া , জার্মানির বিরুদ্ধে। 

৫২. ফ্রান্স পুনরুদ্ধারে মিত্রবাহিনীর অভিযান কী নামে পরিচিত ? 
উত্তর : অপারেশন ওভারলর্ড। 

৫৩. কোন দেশের সেনাদের লালফৌজ বলা হত ? 
উত্তর : রাশিয়া। 

৫৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগ দেয় ? 
উত্তর : সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

৫৫. রুশ - জার্মান যুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রের নাম কর। 
উত্তর : লেনিনগ্রাড ও স্ট্যালিনগ্রাড। 

৫৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হত ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র। 

৫৭. ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি ( Cash and Carry ) কোন দেশ গ্রহণ করে ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র। 

৫৮. পার্ল হারবার ঘটনাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
উত্তর : হিদেকি তোজো। 

৫৯. ফালটন ( ফুলটন ) - এ কে বক্তৃতা দিয়েছিলেন ? 
উত্তর : উইনস্টন চার্চিল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। 

৬০. কোন বিমানে নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণ করা হয় ? 
উত্তর : B - 29 বিমানে।    

৬১. নাৎসি বাইবেল কাকে বলে ? এটি কার লেখা ? 
উত্তর : হিটলারের লেখা '' মেইন ক্যাম্ফ '' গ্রন্থ। 

৬২. ১৯৩৯ সালে সংগঠিত রুশ জার্মান অনাক্রমণ চুক্তির শর্তগুলি লেখ। 
উত্তর : (ক ) আগামী দশ বছরের জন্য জার্মানি ও রাশিয়া পরস্পরকে আক্রমণ করবে না। 
(খ ) শান্তিপূর্ণ আলাপ - আলোচনার মাধ্যমে তারা পারস্পরিক সমস্যার সমাধান করবে। 
(গ ) জার্মানি ও রাশিয়াকে কোনো তৃতীয় শক্তি আক্রমণ করলে উভয়ের কেউই তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। 
(ঘ ) এছাড়াও এই চুক্তির একটি গোপন অংশ ছিল এবং তা হল - পোল্যান্ড দখল করে তারা পরস্পরের মধ্যে ভাগ করে নেবে। 

৬৩. আনশ্লুস কী ? 
উত্তর : ১৯৩৮ খ্রিস্টাব্দে হিটলার অস্ট্রিয়া আক্রমণ করে পার্লামেন্ট ভেঙে দেন এবং প্রহসনমূলক গণভোটের দ্বারা অস্ট্রিয়াকে জার্মান সাম্রাজ্যভুক্ত করেন। অস্ট্রিয়ার প্রতি হিটলারের এই নীতি আনশ্লুস নামে পরিচিত। 

৬৪. ইতালি কেন আবিসিনিয়া আক্রমণ করে ? 
উত্তর : ক্রমবর্ধমান জনসংখ্যার সুরাহা , শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা , আবিসিনিয়াকে কেন্দ্র করে পূর্ব আফ্রিকায় উপনিবেশ স্থাপন করা - ইত্যাদি কারণে। 

৬৫. হিটলারের বৈদেশিক নীতির প্রধান লক্ষ্যগুলি কী ছিল ? 
(ক ) জার্মান সাম্রাজ্যবাদের বিস্তার ঘটানো। 
(খ ) জার্মানিকে ইউরোপের মূল নিয়ন্ত্রক হিসাবে গড়ে তোলা। 
(গ ) সাম্যবাদকে প্রতিরোধ করা। 

৬৬. অক্ষশক্তি জোটে কোন কোন রাষ্ট্র যোগদান করেছিল ? 
উত্তর : জার্মানি , ইটালি , জাপান। 

৬৭. ১৯৩৯ সালে সংগঠিত রুশ জার্মান অনাক্রমণ চুক্তির মাধ্যমে ইঙ্গ - ফরাসি শক্তির বিরুদ্ধে জার্মানির শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে এক অনাক্রমণ চুক্তি করে। এর শর্তগুলি ছিল - 
(ক ) আগামী দশ বছরের জন্য জার্মানি ও রাশিয়া পরস্পরকে আক্রমণ করবে না। 
(খ ) শান্তিপূর্ণ আলাপ - আলোচনার মাধ্যমে তারা পারস্পরিক সমস্যার সমাধান করবে। 
(গ ) জার্মানি ও রাশিয়াকে কোনো তৃতীয় শক্তি আক্রমণ করলে উভয়ের কেউই তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। 

৬৮. কবে , কোন ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ? 
উত্তর : ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। এর প্রতিক্রিয়া হিসাবে জার্মানির পক্ষে ও বিপক্ষে অক্ষশক্তি ও মিত্রশক্তি যুদ্ধ ঘোষণা করে। ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। 

৬৯. কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি জোট গঠিত হয় ? 
উত্তর : ইংল্যান্ড , ফ্রান্স ও রাশিয়া। পরে আমেরিকাও মিত্রশক্তিতে যোগদান করে। 

৭০. কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন ? ফুয়েরার কথাটির অর্থ কী ? 
উত্তর : হিটলার। ফুয়েরার কথার অর্থ প্রধান নেতা বা একচ্ছত্র অধিপতি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX History 1st chapter DAQ 

নবম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 


গুরুত্বপূর্ণ ২০টি ২ মার্কের প্রশ্ন। 

১. ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণ। 
২. ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হত কেন ? 
৩. থার্ড এস্টেট। 
৪. বাস্তিলের পতন। 
৫. টেনিস কোর্টের শপথ। 
৬. ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 
৭. সেপ্টেম্বর হত্যাকান্ড। 
৮. সন্ত্রাসের রাজত্ব। 
৯. থার্মিডোরিয় প্রতিক্রিয়া। 
১০. রোবসপিয়র কে ছিলেন ? 
১১. ডাইরেক্টরীর শাসন কী ? 
১২. দ্বিতীয় ফরাসি বিপ্লব কাকে বলে ? 
১৩. অঁসিয়া রেজিম। 
১৪. দৈব রাজতন্ত্র। 
১৫. বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত কয়েকটি করের নাম। 
১৬. ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় ? 
১৭. ব্রান্সউইক ঘোষণা। 
১৮. মহাতঙ্ক। 
১৯. গিলোটিন কী ? 
২০. শ্বেত সন্ত্রাস ও লাল সন্ত্রাস কী ?          

গুরুত্বপূর্ণ ৪ মার্কের প্রশ্ন। 

১. ফরাসি বিপ্লবের অর্থনতিক কারণগুলি আলোচনা কর। 
২. ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা কর। 
৩. অঁসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র সম্পর্কে লেখ। 
৪. বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। 
৫. থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। 
৬. টেনিস কোর্টের শপথ সম্পর্কে আলোচনা কর। 
৭. ফরাসি বিপ্লবের ফলাফল বা প্রভাব আলোচনা কর। 
৮. বাস্তিল দূর্গের পতন সম্পর্কে আলোচনা কর। 
৯. ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা কর। 
১০. ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।  

গুরুত্বপূর্ণ ৮ মার্কের প্রশ্ন। 

১. ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা কর।   
২. সন্ত্রাসের রাজত্ব কাকে বলে ? এর গুরুত্ব কী ছিল ?  
৩. ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX Geography 1st chapter DAQ 

নবম শ্রেণী : ভূগোল প্রথম অধ্যায়। সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 


৫ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

১. পৃথিবীর অভিগত গোলকের সপক্ষে বিভিন্ন প্রমাণ দাও। 
২. কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে কেন ? 
৩. GPS কী ? GPS - এর ব্যাবহারগুলি আলোচনা কর।    

২ / ৩ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

১. Geoid কী ? 
২. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন ? 
৩. অন্তঃস্থ গ্রহগুলির পরিচয় দাও। 
৪. বহিঃস্থ গ্রহগুলির পরিচয় দাও। 
৫. কাকে , কেন বামন গ্রহ বলে ? 
৬. দিগন্তরেখা কাকে বলে ? 
৭. নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন ? 
৮. কুলীন গ্রহ ও বামন গ্রহের দুটি পার্থক্য লেখ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX Geography 1st chapter MCQ 

নবম শ্রেণি : ভূগোল : প্রথম অধ্যায়। MCQ


১. কে প্রথম ঘোষণা করেছিলেন পৃথিবী চ্যাপ্টা নয় , গোল ? 
উত্তর : পিথাগোরাস। 

২. কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ? 
উত্তর : এরাটোস্থিনিস। 

৩. কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর মানচিত্র তৈরী করেন ? 
উত্তর : টলেমি। 
৪. কে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ? 
উত্তর : আলফ্রেড রাসেল। 

৫. কত খ্রিস্টাব্দে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করা হয় ? 
উত্তর : ১৮৭০

৬. উত্তর গোলার্ধে সমকোণে ( ৯০ ডিগ্রি ) কোন নক্ষত্র দেখা যায় ? 
উত্তর : ধ্রুবতারা। 

৭. দক্ষিণ গোলার্ধে সমকোণে ( ৯০ ডিগ্রি ) কোন নক্ষত্র দেখা যায় ? 
উত্তর : হ্যাডলির অকট্যান্ট। 

৮. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ? 
উত্তর : ১২৭৫৭ কিমি। 

৯. পৃথিবীর মেরু ব্যাস কত ? 
উত্তর : ১২৭১৪ কিমি। 

১০. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত ? 
উত্তর : ৪৩ কিমি। 

১১. পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্য কত ? 
উত্তর : ৫১ কিমি। 

১২. পৃথিবীর আকৃতি হল ______________ গোলক। 
উত্তর : অভিগত। 

১৩. যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় , অভিকর্ষজ বল তত - বেড়ে / কমে - যায়। 
উত্তর : বেড়ে যায়। 

১৪. পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে দোলক ঘড়ির পরীক্ষাটি কে করেছিলেন ? 
উত্তর : জাঁ রিচার। 

১৫. দোলক ঘড়ির পরীক্ষাটি কবে করা হয় ? 
উত্তর : ১৬৭১ 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১৬. দোলক ঘড়ির পরীক্ষাটি কোথায় করা হয় ? 
উত্তর : দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপ ও প্যারিসে। 

১৭. পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি ? 
উত্তর : মাউন্ট এভারেস্ট। 

১৮. পৃথিবীর সর্বোচ্চ স্থানের উচ্চতা কত ? 
উত্তর : ৮৮৪৮ মিটার। 

১৯. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি ? 
উত্তর : মারিয়ানা খাত। 

২০. পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানের পার্থক্য কত ? 
উত্তর : প্রায় ২০ কিমি। 

২১. পৃথিবীর আকৃতি পৃথিবীর মতই। এই ধারণাকে বলা হয় ____________________ 
উত্তর : জিয়ড 

২২. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ? 
উত্তর : বুধ। 

২৩. সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে পৃথিবীর অবস্থান - তৃতীয় / পঞ্চম / ষষ্ঠ / দ্বিতীয়। 
উত্তর : তৃতীয় 

২৪. পৃথিবীর উপগ্রহের সংখ্যা ক'টি ? 
উত্তর : ১টি।  
 
২৫. পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কী ? 
উত্তর : চাঁদ। 

২৬. বৃহস্পতির ক'টি উপগ্রহ ? 
উত্তর : ৬৭ টি। 

২৭. মঙ্গলের ক'টি উপগ্রহ ? 
উত্তর : ২টি। 

২৮. সৌর জগতে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক ? 
উত্তর : বৃহঃস্পতি। 

২৯. সৌর জগতে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই ? 
উত্তর : বুধ ও শুক্র। 

৩০. সৌর জগতে কোন গ্রহ বৃহত্তম ? 
উত্তর : বৃহঃস্পতি।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবী - অভিগত গোলাকার / চৌকো / সমতল / বক্রাকার। 
উত্তর : সমতল। 

৩২. কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন ? ফ্রান্স / জাপান / আমেরিকা / স্পেন। 
উত্তর : স্পেন। 

৩৩. পিথাগোরাস ছিলেন - গ্রিক / রোমান / জার্মান / ভারতীয় - দার্শনিক। 
উত্তর : গ্রিক। 

৩৪. কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ? 
উত্তর : শুক্র। 

৩৫. পৃথিবী সমতল হলে বেলফোর্ড খালের পরীক্ষাতে তিনটি লাঠিকে কীরকম দেখাত ? সমান দৈর্ঘ্যের / একটু লম্বা দৈর্ঘ্যের / লাঠিগুলি বেঁকে থাকবে / লাঠিগুলিকে দেখা যাবে না। 
উত্তর : সমান দৈর্ঘ্যের। 

৩৬. সৌরজগতের একমাত্র কোন গ্রহে ঋতু পরিবর্তন দেখা যায় ? 
উত্তর : পৃথিবী। 

৩৭. কত কিমি বেগে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ?  
উত্তর : ৩০কিমি /সেকেন্ড। 

৩৮. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম - সেরেস / ডিমোস / ফেবোস / ইরিস। 
উত্তর : সেরেস। 

৩৯. ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় , দিগন্ত রেখার বিস্তার তত - কমে / বাড়ে / একই থাকে। 
উত্তর : বাড়ে। 

৪০. কে প্রথম পৃথিবীর ব্যাস সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন ? 
উত্তর : এরাটোস্থিনিস। 

৪১. পৃথিবীর মেরুদ্বয় কিঞ্চিৎ ( চাপা / স্ফীত ) ও নিরক্ষীয় প্রদেশ কিঞ্চিৎ ( চাপা / স্ফীত ) । 
উত্তর : চাপা , স্ফীত। 

৪২. কোনো বস্তুর ওজন নিরক্ষরেখার সংলগ্ন অঞ্চলে ক্রমশ - কমে / বাড়ে। 
উত্তর : কমে। 

৪৩. ১ স্টেডিও = কত মিটার ? 
উত্তর : ১৮৫ মিটার। 

৪৪. GPS এর সাহায্যে কোনো স্থানের যেকোনো সময়ের - একমাত্রিক / দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক / চতুর্মাত্রিক - অবস্থান জানতে পারি।
উত্তর : ত্রিমাত্রিক। 

৪৫.  Geoid কথার অর্থ কী ? 
উত্তর : পৃথিবী সদৃশ। 

৪৬. পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় ? 
উত্তর : কেন্দ্রাতিগ বল। 

৪৭. নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে কোন মেরুতে দেখা যায় ? 
উত্তর : উত্তর মেরুতে। 

৪৮. দিগন্তরেখার আকৃতি - গোলাকার / লম্বা / বাঁকা / বক্রাকার। 
উত্তর : গোলাকার। 

৪৯. GPS এর পুরো কথাটি কী ? 
উত্তর : Global Positioning System 

৫০. GIS এর পুরো কথাটি কী ? 
উত্তর : Geographical Information System 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৫১. পৃথিবী - পূর্ব থেকে পশ্চিমে / পশ্চিম থেকে পূর্বে / উত্তর থেকে দক্ষিণে - সূর্যকে প্রদক্ষিণ করে। উত্তর : পশ্চিম থেকে পূর্বে। 

৫২. সর্বপ্রথম Geoid কথাটি কে ব্যবহার করেন ? 
উত্তর : জোহান বেনডিক্ট লিসটিং। 

৫৩. এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট = কত কিমি ? 
উত্তর : ১৪.৯৬ কোটি কিমি। 

৫৪. কোন গ্রহকে লাল গ্রহ বলে ? 
উত্তর : মঙ্গল। 

৫৫. কোন গ্রহকে নীল গ্রহ বলে ? 
উত্তর : পৃথিবী। 

৫৬. নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতিকোণ - ০ ডিগ্রি / ১৫ ডিগ্রি  / ৬০ ডিগ্রি  / ৯০ ডিগ্রি। 
উত্তর : ০ ডিগ্রি। 

৫৭. পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? 
উত্তর : ইউরি গ্যাগারিন। 

৫৮. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ? 
উত্তর : ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 

৫৯. ভারতের প্রথম মহাকাশচারী ? 
উত্তর : রাকেশ শর্মা। 

৬০. মহাশুন্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কে ? 
উত্তর : সুনিতা উইলিয়ামস।     

৬১. কোন গ্রহ মিথেন গ্যাসে পরিপূর্ণ ? মঙ্গল / ইউরেনাস / নেপচুন / শুক্র। 
উত্তর : ইউরেনাস। 

৬২. কোন গ্রহকে ' গুরু গ্রহ ' বলে ? 
উত্তর : বৃহঃস্পতি। 

৬৩. মঙ্গল গ্রহের রং কেন লাল ? 
উত্তর : মাটিতে লোহার ভাগ বেশি থাকায়। 

৬৪. ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ। 
উত্তর : INSAT , IRS 

৬৫. সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কী ? 
উত্তর : পৃথিবী। 

৬৬. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ? 
উত্তর : স্যার আইজ্যাক নিউটন। 

৬৭. পৃথিবীর তুলনায় সূর্য কত বড় ? 
উত্তর : ১৩ লক্ষ গুন। 

৬৮. ২০০৬ সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয় ? 
উত্তর : প্লুটো। 

৬৯. পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কত ? 
উত্তর : ১৫ কোটি ২০ লক্ষ কিমি। 

৭০. সৌরজগতের কেন্দ্রে রয়েছে - সূর্য / বৃহঃস্পতি / পৃথিবী / চাঁদ। 
উত্তর : সূর্য। 

৭১. GPS নিয়ন্ত্রণকারী কেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে। 

৭২. GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যুনতম ক'টি উপগ্রহ প্রয়োজন ? 
উত্তর : ৩ টি। 

৭৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ? 
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড। 

৭৪. সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ - বুধ / শুক্র / বৃহঃস্পতি / পৃথিবী। 
উত্তর : বৃহঃস্পতি। 

৭৫. পৃথিবীর কক্ষপথের পরিধি কত ? 
উত্তর : ৯৬ কোটি কিমি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৭৬. পৃথিবীর কক্ষপথ - বৃত্তাকার / উপবৃত্তাকার / বক্রাকার / সরলরেখা বিশিষ্ট। 
উত্তর : উপবৃত্তাকার। 

৭৭. সৌরজগতের কোন গ্রহের বলয় আছে ? 
উত্তর : শনি। 

৭৮. পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে ? 
উত্তর : ২৭  ১/৩ দিন।   

৭৯. কেইন দ্বীপ কোথায় অবস্থিত ? উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / ব্রাজিল / দক্ষিণ আফ্রিকা। উত্তর : দক্ষিণ আমেরিকা। 

৮০. বেলফোর্ড খাল কোথায় অবস্থিত ? ইংল্যান্ড / ফ্রান্স / জার্মানি / ইতালি। 
উত্তর : ইংল্যান্ড। 

৮১. পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল সর্বাধিক হয় - নিরক্ষীয় অঞ্চলে / ক্রান্তীয় অঞ্চলে / মেরু অঞ্চলে / হিমমন্ডলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৮২. পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হয় - নিরক্ষীয় অঞ্চলে / সমুদ্র সমতলে / মেরু অঞ্চলে / সমুদ্রের তলদেশে। 
উত্তর : মেরু অঞ্চলে। 

৮৩. কোন গতির ফলে পৃথিবীর মধ্যভাগ স্ফীত ? পরিক্রমণ গতি / আবর্তন গতি। 
উত্তর : আবর্তন গতি। 

৮৪. পৃথিবীর গড় উষ্ণতা - ১৫ / ২৫ / ৩২ / ৪২ - ডিগ্রি সেলসিয়াস। 
উত্তর : ১৫ ডিগ্রি। 

৮৫. পৃথিবী একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : অন্তঃস্থ। 
 
৮৬. মঙ্গল একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : অন্তঃস্থ। 

৮৭. বৃহঃস্পতি একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : বহিঃস্থ। 
 
৮৮. সৌরজগৎ কোন ছায়াপথের ( Galaxy ) অন্তর্গত ? 
উত্তর : আকাশগঙ্গা বা Milky Way 

৮৯. মঙ্গলের দুটি উপগ্রহ কী কী ? 
উত্তর : ফোবোস ও ডাইমোস। 

৯০. প্রথম কোন মহাকাশযান মঙ্গল গ্রহে পৌঁছয় ? 
উত্তর : রোভার।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates