মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা।

by - January 18, 2023

Class 10 Geography 4th Chapter 

মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা। 

বর্জ্য ব্যবস্থাপনা : ২০২০ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্ন সংকলন। উত্তর সহ। 



 

মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা। 

বর্জ্য ব্যবস্থাপনা : ২০২০ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্ন সংকলন। উত্তর সহ। 

১. গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হল - ভরাটকরণ / কম্পোস্টিং / স্ক্র্যাবার / বিশুদ্ধকরণ। 
উত্তর : স্ক্র্যাবার। 

২. জমা বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় , তা হল - ওজোন / কার্বন ডাই অক্সাইড / ফ্রেয়ন / মিথেন। 
উত্তর : মিথেন। 

৩. চিকিৎসা সংক্রান্ত একটি বর্জ্যের উদাহরণ হল - সবজির খোসা / ইনজেকশন সিরিঞ্জ / খাবার প্যাকেট / সাবান ধোয়া জল। 
উত্তর : ইনজেকশন সিরিঞ্জ। 

৪. বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্য জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে বলে - কম্পোস্টিং / কম্পাউন্ডিং / ল্যান্ডফিলিং / স্ক্র্যাবার। 
উত্তর : কম্পোস্টিং। 

৫. একটি জৈব অভঙ্গুর বর্জ্য হল - ভাঙা কাঁচ / ডিমের খোসা / ছেঁড়া কাগজ / পরিত্যক্ত ফুল। 
উত্তর : ভাঙা কাঁচ। 

৬. তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হল - কয়লা শিল্প / কাগজ শিল্প / জলশোধন প্রকল্প / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 
উত্তর : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 

৭. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল - কম্পোস্টিং / কম্পাউন্ডিং / ল্যান্ডফিলিং / স্ক্র্যাবার। 
উত্তর : কম্পোস্টিং। 

৮. ' নমামী গঙ্গে ' - প্রকল্পটির প্রধান উদ্দেশ্য - গঙ্গার জলের আন্তর্জাতিক বন্টন / গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ / গঙ্গার গতিপথ পরিবর্তন / গঙ্গার মৎস্য আহরণ। 
উত্তর : গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ। 

৯. জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় -  কম্পোস্টিং / কম্পাউন্ডিং / ল্যান্ডফিলিং / স্ক্র্যাবার। 
উত্তর : কম্পোস্টিং। 


১. প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজনকে _________________ বলে। 
উত্তর : সবাত কম্পোস্টিং। 

২. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম প্রক্রিয়াটি হল _____________________ । 
উত্তর : পৃথকীকরণ। 

৩. জৈব অভঙ্গুর একটি বর্জ্যের উদাহরণ হল ____________________ । 
উত্তর : ভাঙা কাঁচ। 

৪. কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহনকে ______________________ বলে। 
উত্তর : অবাত কম্পোস্টিং। 

৫. পরিত্যক্ত জিনিস থেকে বিভিন্ন উপকরণ সৃষ্টিকে ___________________ বলে। 
উত্তর : পুনর্নবীকরণ।   

৬. সীসার বিষক্রিয়ায় মানবদেহে ______________________ রোগ হয়। 
উত্তর : ডিসলেক্সিয়া। 

৭. আর্সেনিক দূষণে মানুষের ___________________ রোগ হয়। 
উত্তর : ব্ল্যাকফুট।  

৮. কৃষিজাত বর্জ্য একপ্রকার _______________________ বর্জ্য। 
উত্তর : জৈবভঙ্গুর।  

৯. বায়ুর অনুপস্থিতিতে জীবাণুর দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ হল ________________ । 
উত্তর : অবাত কম্পোস্টিং।  

১০. নিকাশি নিষ্কাশন ________________ বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি। 
উত্তর : তরল। 

১১. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল ___________________ । 
উত্তর : মিথেন। 

১২. একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ হল ___________________ । 
উত্তর : ইনজেকশন সিরিঞ্জ। 

১৩. যে প্রক্রিয়ায় কঠিন বর্জ্য দ্বারা নীচু জমি ভরাট করা হয় , তাকে ______________ বলে। 
উত্তর : ভরাটকরণ।  

১৪. বায়ু পরিশোধনের উদ্দেশ্যে ___________________ পদ্ধতি ব্যবহৃত হয়। 
উত্তর : স্ক্র্যাবার। 

১৫. ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে __________________ বলে। 
উত্তর : লিচেট। 

১৬. বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসকে ______________ বলে। 
উত্তর : মিথেন। 


১. বর্জ্য পৃথকীকরণ করে তার ব্যবস্থাপনা করা অধিক বিজ্ঞানসম্মত। 
উত্তর : শুদ্ধ।  

২. স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। 
উত্তর : শুদ্ধ। 

৩. বর্জ্য পুনর্ব্যবহারে বর্জ্যের পরিমাণ কমে। 
উত্তর : শুদ্ধ।  

৪. একটি জৈব গ্রিন হাউস গ্যাস হল - CH4 বা মিথেন। 
উত্তর : শুদ্ধ। 

৫. পারদ একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ। 
উত্তর : শুদ্ধ। 

৬. কম্পোস্টিং গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ পদ্ধতি। 
উত্তর : অশুদ্ধ। 

৭. বর্জ্য পদার্থ মানেই তা পরিবেশের পক্ষে ক্ষতিকর। 
উত্তর : অশুদ্ধ। 

১. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও। 
উত্তর : সবজি বা ফলের খোসা। 

২. Ganga Action Plan কবে গৃহীত হয় ? 
উত্তর : 1985 সালে। 

৩. কীটনাশক কী ধরণের বর্জ্য ? 
উত্তর : বিষাক্ত বর্জ্য। 

৪. দুটি ই - বর্জ্যের নাম লেখ। 
উত্তর : কমপিউটারের ভাঙা যন্ত্রাংশ , অব্যবহৃত সিডি , ডিভিডি - ইত্যাদি।    

৫. পারদ কী ধরণের বর্জ্য ? 
উত্তর : কঠিন বিষাক্ত বর্জ্য। 

৬. ব্ল্যাকফুট রোগ কোন পদার্থের বিষক্রিয়ায় হয় ? 
উত্তর : আর্সেনিক। 

৭. Reduce , Reuse ছাড়া আর কোন বিষয়টি 3R এর সঙ্গে যুক্ত ? 
উত্তর : Recycle 



You May Also Like

0 comments