ভারতের জলসম্পদ MCQ & SAQ

by - June 12, 2022

ভারতের প্রাকৃতিক ভূগোল ( C ) ভারতের জলসম্পদ। MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের জলসম্পদ MCQ & SAQ 




ভারতের জলসম্পদ ভারতের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত একটি অংশ। প্রায় প্রতিটি পাঠ্যবই , টেস্ট পেপার - ইত্যাদি থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংযোজন করা হয়েছে। MCQ , SAQ আলোচনা অংশে যে প্রশ্নগুলি নীচে আলোচনা করা হয়েছে , সেগুলি ছাড়াও অন্য কোনো প্রশ্নের সন্ধান পাওয়ামাত্র এখানে সংযোজন করা হবে। 
 
১. ভারতের জলসম্পদ সবচেয়ে বেশি ব্যয় হয় - শিল্পক্ষেত্রে / গৃহস্থালির কাজে / জলসেচে / পৌর এলাকায় জল পরিবেশনে। 
উত্তর : জলসেচে। 

২. গঙ্গার উৎস - গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গ / K2 পর্বত শৃঙ্গ / মহাকাল পর্বত। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। 

৩. উৎস স্থলে গঙ্গার নাম - অলকানন্দা / ভাগীরথী / হুগলি / গঙ্গা। 
উত্তর : ভাগীরথী। 

৪. গঙ্গার উচ্চগতি হল - হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় / রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 

৫. গঙ্গার মধ্যগতি হল -  হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় / রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 
উত্তর : হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়। 

৬. গঙ্গার নিম্নগতি হল - হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় / রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 
উত্তর : রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা। 

৭. মুর্শিদাবাদের ভগবানগোলায় গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর প্রধান শাখাটি - গঙ্গা / যমুনা / ভাগীরথী / পদ্মা - নামে বাংলাদেশে প্রবেশ করেছে। 
উত্তর : পদ্মা। 

৮. ____________ ও ____________ নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা। 
উত্তর : ভাগীরথী ও অলকানন্দা।   

৯. ভারতের জাতীয় নদী হল - সিন্ধু / গঙ্গা / ব্রহ্মপুত্র / গোদাবরী। 
উত্তর : গঙ্গা। 

১০. ভারতের দীর্ঘতম নদী হল - সিন্ধু / গঙ্গা / ব্রহ্মপুত্র / গোদাবরী। 
উত্তর : গঙ্গা। 


১১. গঙ্গার প্রধান উপনদী হল - যমুনা / বেতোয়া / পদ্মা / শতদ্রু। 
উত্তর : যমুনা। 

১২. যমুনা এলাহাবাদের কাছে / হায়দ্রাবাদের কাছে / কেদারনাথের কাছে / হরিদ্বারের কাছে - গঙ্গার সাথে মিলিত হয়েছে। 
উত্তর : এলাহাবাদের কাছে। 

১৩. কোনটি যমুনার উপনদী নয় ? চম্বল / বেতোয়া / কেন / বিতস্তা। 
উত্তর : বিতস্তা। 

১৪. গঙ্গার ডানতীরের দুটি উপনদীর নাম কর। 
উত্তর : যমুনা ও শোন। 

১৫. গঙ্গার মোহনা হল - আরব সাগর / ভারত মহাসাগর / মান্নার উপসাগর / বঙ্গোপসাগর। 
উত্তর : বঙ্গোপসাগর। 

১৬. সিন্ধু নদের উৎস হল - গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / অমরকণ্টক শৃঙ্গ / চেমায়ুঙ - দুং হিমবাহ / সিঙ্গখাবাব। 
উত্তর :  সিঙ্গখাবাব।    

১৭. সিন্ধুর মোহনা হল - আরব সাগর / ভারত মহাসাগর / মান্নার উপসাগর / বঙ্গোপসাগর। 
উত্তর : আরবসাগর।  

১৮. কোনটি সিন্ধুর উপনদী নয় ? শতদ্রু / বিপাশা / ইরাবতী / চন্দ্রভাগা / বিতস্তা / যমুনা। 
উত্তর : যমুনা। 

১৯. ব্রহ্মপুত্র নদের উৎস হল - গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / অমরকণ্টক শৃঙ্গ / তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ - দুং হিমবাহ / মহাবালেশ্বর শৃঙ্গ। 
উত্তর : তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ - দুং হিমবাহ। 

২০. উৎসস্থলে বা তিব্বতে ব্রহ্মপুত্রের নাম - সাংপো / দিংপো / ডিহং / মানস। 
উত্তর : সাংপো। 

২১. ব্রহ্মপুত্র কোন নামে ভারতে প্রবেশ করেছে ?  সাংপো / দিংপো / ডিহং / মানস। 
উত্তর : ডিহং। 

২২. ব্রহ্মপুত্র কোন প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে ? মেঘালয় / আসাম / নাগাল্যান্ড / অরুণাচলপ্রদেশ। 
উত্তর : অরুণাচলপ্রদেশ। 

২৩. আসামে ডিহং নদী - দিবং / সাংপো / ব্রহ্মপুত্র / দিব্যং - নামে পরিচিত। 
উত্তর : ব্রহ্মপুত্র। 

২৪. আসাম অতিক্রম করে ব্রহ্মপুত্র - যমুনা / মেঘনা / পদ্মা / সাংপো - নাম নিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। 
উত্তর : যমুনা। 

২৫. পদ্মা , মেঘনার সাথে মিলিত হয়ে _____________ নাম নিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পদ্মা / মেঘনা / যমুনা / গঙ্গা। 
উত্তর : মেঘনা। 

২৬. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল - সুন্দরবন / গঙ্গা - ব্রহ্মপুত্র ব - দ্বীপ / উলার হ্রদ / মাজুলি দ্বীপ। 
উত্তর : মাজুলি দ্বীপ। 

২৭. মাজুলি দ্বীপ কোন নদ / নদীর উপর অবস্থিত ? গঙ্গা / সিন্ধু / ব্রহ্মপুত্র / গোদাবরী। 
উত্তর : ব্রহ্মপুত্র। 

২৮. কোনটি পূর্ববাহিনী নদী নয় ? মহানদী / কৃষ্ণা / নর্মদা / কাবেরী। 
উত্তর : নর্মদা। 

২৯. কোন দুটি পশ্চিম বাহিনী নদী ? মহানদী ও কৃষ্ণা / গোদাবরী ও কাবেরী / কৃষ্ণা ও গোদাবরী / নর্মদা ও তাপ্তী। 
উত্তর : নর্মদা ও তাপ্তী। 

৩০. নর্মদার উৎপত্তি -  গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / অমরকণ্টক শৃঙ্গ / তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ - দুং হিমবাহ / মহাবালেশ্বর শৃঙ্গ।   
উত্তর : অমরকণ্টক শৃঙ্গ। 


৩১. নর্মদার মোহনা - মান্নার উপসাগর / খাম্বাত উপসাগর / বঙ্গোপসাগর / আরব সাগর। 
উত্তর : খাম্বাত উপসাগর। 

৩২. নর্মদার উপর কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে ? শিবসমুদ্রম জলপ্রপাত / ধুঁয়াধার জলপ্রপাত / যোগ জলপ্রপাত। 
উত্তর : ধুঁয়াধার জলপ্রপাত। 

৩৩. কোন দুটি নদীর মোহনায় কোনো ব - দ্বীপ নেই ?  মহানদী ও কৃষ্ণা / গোদাবরী ও কাবেরী / গঙ্গা ও যমুনা  / নর্মদা ও তাপ্তী। 
উত্তর : নর্মদা ও তাপ্তী।     

৩৪. কোন দুটি যদি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত ?  মহানদী ও কৃষ্ণা / গোদাবরী ও কাবেরী / গঙ্গা ও যমুনা  / নর্মদা ও তাপ্তী। 
উত্তর : নর্মদা ও তাপ্তী।     

৩৫. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে ? গোদাবরী / কৃষ্ণা / কাবেরী / নর্মদা। 
উত্তর : গোদাবরী। 

৩৬. কাবেরী নদীর উপর কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?  শিবসমুদ্রম জলপ্রপাত / ধুঁয়াধার জলপ্রপাত / যোগ জলপ্রপাত। 
উত্তর : শিবসমুদ্রম জলপ্রপাত। 

৩৭. দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী হল -  গোদাবরী / কৃষ্ণা / কাবেরী / নর্মদা। 
উত্তর : গোদাবরী। 

৩৮. কোন দুটি নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলে ? কৃষ্ণা ও কাবেরী / নর্মদা ও তাপ্তী / গোদাবরী ও কাবেরী / নর্মদা ও গোদাবরী। 
উত্তর : গোদাবরী ও কাবেরী। 

৩৯. কোন দুটি নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?  কৃষ্ণা ও কাবেরী / নর্মদা ও তাপ্তী / গোদাবরী ও কাবেরী / নর্মদা ও গোদাবরী। 
উত্তর : গোদাবরী ও কাবেরী। 

৪০. কাবেরী নদীর ব - দ্বীপকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয়। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক।  

৪১. চন্ডিগড়ের শুকনা হ্রদ হল একটি - প্রাকৃতিক হ্রদ / স্বাভাবিক হ্রদ / মনুষ্য সৃষ্ট হ্রদ / ভূমিরূপের পরিবর্তনের ফলে সৃষ্ট হ্রদ। 
উত্তর : মনুষ্যসৃষ্ট হ্রদ। 

৪২. পশ্চিমবঙ্গের একটি মনুষ্য সৃষ্ট হ্রদের উদাহরণ হল - সাগরদিঘি / মোতিঝিল পার্ক / রবীন্দ্র সরোবর / গোলপার্ক দীঘি। 
উত্তর : রবীন্দ্র সরোবর। 

৪৩. স্তম্ভের মিল :- 
প্যাংগং - ওড়িশা  
কালিভেলি - রাজস্থান 
ভেম্বনাদ - কাশ্মীর 
সম্বর - কেরল 
চিল্কা - তামিলনাড়ু।   

উত্তর :- 
প্যাংগং - কাশ্মীর 
কালিভেলি - তামিলনাড়ু 
ভেম্বনাদ - কেরল 
সম্বর - রাজস্থান 
চিল্কা - ওড়িশা। 

৪৪. স্তম্ভের মিল :- 
ডাল - অন্ধ্রপ্রদেশ 
লোকটাক - শ্রীনগর 
কোলেরু - মণিপুর। 

উত্তর : 
ডাল - শ্রীনগর 
লোকটাক - মণিপুর  
কোলেরু - অন্ধ্রপ্রদেশ। 

৪৫. কোনগুলি লবনাক্ত জলের হ্রদ ? প্যাংগং , কালিভেলি , ভেম্বনাদ , সম্বর , চিল্কা , ডাল , লোকটাক , কোলেরু। 
উত্তর : লবনাক্ত জলের হ্রদগুলি হল -  প্যাংগং , কালিভেলি , ভেম্বনাদ , সম্বর , চিল্কা। 


৪৬. কোনগুলি মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ ?  প্যাংগং , কালিভেলি , ভেম্বনাদ , সম্বর , চিল্কা , ডাল , লোকটাক , কোলেরু। 
উত্তর : মিষ্টি বা স্বাদু জলের হ্রদগুলি হল -  ডাল , লোকটাক , কোলেরু। 

৪৭. তাল শব্দের অর্থ কী ? জলাময় দেশ / হ্রদ / মিষ্টি জলের হ্রদ / লবনাক্ত জলের হ্রদ। 
উত্তর : হ্রদ। 

৪৮. হিমালয়ে অবস্থিত কয়েকটি তাল - এর নাম কর। 
উত্তর : সাততাল , ভীমতাল , পুনতাল - ইত্যাদি। 

৪৯. ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি ? চিল্কা / ভেম্বনাদ / ডাল / উলার। 
উত্তর : চিল্কা। 

৫০. ভারতের বৃহত্তম কয়াল হল - চিল্কা / ভেম্বনাদ / ডাল / উলার। 
উত্তর : ভেম্বনাদ।      

৫১. ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ - সম্বর / ভেম্বনাদ / প্যাংগং / ডাল। 
উত্তর : সম্বর। 

৫২. ভারতের বৃহত্তম মিষ্টি জল বা স্বাদু জলের হ্রদ হল -  সম্বর / ভেম্বনাদ / প্যাংগং / ডাল। 
উত্তর : ডাল। 

৫৩. ভারতের বৃহত্তম সেচখাল হল - নর্মদা খাল / দামোদর খাল / শতদ্রু খাল / ইন্দিরা গান্ধী ক্যানেল। 
উত্তর : ইন্দিরা গান্ধী ক্যানেল। 

৫৪. পশ্চিমবঙ্গের দুটি সেচখালের নাম কর। 
উত্তর : দামোদর খাল ও মেদিনীপুর খাল। 

৫৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচখাল কোনটি ? 
উত্তর : মেদিনীপুর খাল। 

৫৬. উচ্চগঙ্গা খাল , নিম্নগঙ্গা খাল ও সারদা খাল কোন রাজ্যে অবস্থিত ? উত্তরপ্রদেশ / উত্তরাখন্ড / কাশ্মীর / পাঞ্জাব। 
উত্তর : উত্তরপ্রদেশ। 

৫৭. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি ? নাগার্জুন সাগর / সর্দার সরোবর প্রজেক্ট / ভাকরা নাঙ্গাল / দামোদর উপত্যকা পরিকল্পনা। 
উত্তর : ভাকরা - নাঙ্গাল পরিকল্পনা ( পাঞ্জাবের বিপাশা ও শতদ্রু নদীর উপর নির্মিত ) । 

৫৮.  স্তম্ভের মিল। 
দামোদর উপত্যকা পরিকল্পনা - তেলেঙ্গানা 
হিরাকুঁদ পরিকল্পনা - রাজস্থান ও মধ্যপ্রদেশ 
ভাকরা নাঙ্গাল - গুজরাট 
কোশী পরিকল্পনা - পশ্চিমবঙ্গ
নাগার্জুন সাগর পরিকল্পনা - পাঞ্জাব 
চম্বল উপত্যকা পরিকল্পনা - ওড়িশা 
সর্দার সরোবর প্রজেক্ট - বিহার 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড। 

উত্তর :- 
দামোদর উপত্যকা পরিকল্পনা - পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড  
হিরাকুঁদ পরিকল্পনা - ওড়িশা 
ভাকরা নাঙ্গাল - পাঞ্জাব 
কোশী পরিকল্পনা - বিহার 
নাগার্জুন সাগর পরিকল্পনা - তেলেঙ্গানা 
চম্বল উপত্যকা পরিকল্পনা - রাজস্থান ও মধ্যপ্রদেশ 
সর্দার সরোবর প্রজেক্ট - গুজরাট 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - পশ্চিমবঙ্গ। 

৫৯.  স্তম্ভের মিল। 
দামোদর উপত্যকা পরিকল্পনা - মহানদী 
হিরাকুঁদ পরিকল্পনা - বিপাশা ও শতদ্রু 
ভাকরা নাঙ্গাল - দামোদর 
কোশী পরিকল্পনা - কৃষ্ণা 
নাগার্জুন সাগর পরিকল্পনা - চম্বল নদী 
চম্বল উপত্যকা পরিকল্পনা - কোশী 
সর্দার সরোবর প্রজেক্ট - দামোদর 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - নর্মদা।  

উত্তর :- 
দামোদর উপত্যকা পরিকল্পনা - দামোদর 
হিরাকুঁদ পরিকল্পনা - মহানদী 
ভাকরা নাঙ্গাল - বিপাশা ও শতদ্রু 
কোশী পরিকল্পনা - কোশী 
নাগার্জুন সাগর পরিকল্পনা - কৃষ্ণা 
চম্বল উপত্যকা পরিকল্পনা - চম্বল নদী 
সর্দার সরোবর প্রজেক্ট - নর্মদা 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - দামোদর। 

৬০. কোন নদীকে বাংলার দুঃখ বলা হত ? গঙ্গা / তিস্তা / দামোদর / ব্রহ্মপুত্র। 
উত্তর : দামোদর। 

৬১. বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী ? গঙ্গা / মহানন্দা / কোশী / দামোদর। 
উত্তর : কোশী। 

৬২. দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) কত সালে গড়ে ওঠে ? ১৯৪২ / ১৯৪৮ / ১৯৯৬ / ১৯৭২ সালে। 
উত্তর : ১৯৪৮ সালে। 

৬৩. কোন পরিকল্পনার অনুকরণে দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) গড়ে ওঠে ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি - র অনুকরণে। 

৬৪. দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) অঞ্চলে গড়ে ওঠা জলবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম কী ? 
উত্তর : মাইথন , তিলাইয়া ও পাঞ্চেৎ। 

৬৫. দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) কাদের যৌথ পরিকল্পনা ? বিহার / পশ্চিমবঙ্গ / বিহার ও পশ্চিমবঙ্গ / বিহার ,পশ্চিমবঙ্গ ও ভারত সরকার। 
উত্তর : বিহার ,পশ্চিমবঙ্গ ও ভারত সরকার। 

৬৬. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম কী ? কর্ণাটক / কেরালা / অন্ধপ্রদেশ /তামিলনাড়ু। 
উত্তর : তামিলনাড়ু। 

৬৭. রেইন ওয়াটার হারভেস্টিং কোন সরকারের পরিকল্পনা ? ভারত সরকার / তামিলনাড়ু সরকার / ভারত সরকার ও তামিলনাড়ু সরকার / তামিলনাড়ু ও কেরালা সরকার। 
উত্তর : তামিলনাড়ু সরকার। 

৬৮. কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়েছে ? কর্ণাটক / কেরালা / অন্ধপ্রদেশ /তামিলনাড়ু। 
উত্তর : তামিলনাড়ু। 

  

You May Also Like

0 comments