Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

Class VIII Geography 9th chapter : North America MCQ & SAQ  

অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ )   


                                      


অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ ) 


১. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি ? সুপিরিয়র। 

২. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি ? আটলান্টা। 

৩. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? গ্রিনল্যান্ড। 

৪. উত্তর আমেরিকায় অবস্থিত বিখ্যাত গিরিখাতটির নাম কী ? গ্র্যান্ড ক্যানিয়ন। 

৫. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবী বিখ্যাত জলপ্রপাতটির নাম কী ? নায়াগ্রা। 

৬. উত্তর আমেরিকা পৃথিবীর - উত্তর / দক্ষিণ - গোলার্ধে অবস্থিত।

৭. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন ভারতের - ৫ / ৬ / ১৬ / ৮ - গুন।

৮. কে , কবে - উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন ? আমেরিগো ভেসপুচি ১৫০১ খ্রিস্টাব্দে। 

৯. উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে ? বেরিং প্রণালী / পানামা খাল / লোহিত সাগর / পক প্রণালী।  

১০. উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কে ? বেরিং প্রণালী / পানামা খাল / লোহিত সাগর / পক প্রণালী।  

১১. উত্তর আমেরিকার প্রধান নদীটির নাম কী ? মিসিসিপি - মিসৌরি। 

১২. উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কী ? ম্যাককিনলে।  

১৩. উত্তর আমেরিকায় মোট দেশের সংখ্যা ক'টি ? ২৩ / ৩৩ / ২৬ / ৩৫ টি। 

১৪. উত্তর আমেরিকার দুটি বিখ্যাত শহরের নাম কর। ওয়াসিংটন , নিউইয়র্ক , ক্যালিফোর্নিয়া , মেক্সিকো সিটি , শিকাগো , টরেন্টো। 

১৫. কত সালে পানামা খাল কাটা হয় ? ১৯০৪ / ১৯০৬ / ১৯১৪ / ১৯১৬ সালে। 

১৬. উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল হলো - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত।

১৭. কর্ডিলেরা - শব্দের অর্থ কী ? শৃঙ্খল। 

১৮. উত্তর আমেরিকায় মৃত্যু উপত্যকা অবস্থিত - পশ্চিমের পার্বত্য অঞ্চলে / মধ্যভাগের সমভূমি অঞ্চলে / পূর্বের উচ্চ ভূমিতে।

১৯. পঞ্চহ্রদের নামগুলি লেখ।
মিশিগান , হুরন , ইরি , অন্টারিও , সুপিরিয়র।  

২০. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সিয় মালভূমিকে পৃথক করেছে কে ? সেন্ট লরেন্স নদীর অববাহিকা / লরেন্সিয় মালভূমি / পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা।    

২২. সেন্ট লরেন্স নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৩. মিসিসিপি - মিসৌরি নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৪. কলোরাডো নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৫. মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কী ? মিসৌরি। 

২৬. উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কী ? মিসিসিপি - মিসৌরি। 

২৭. কোন নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ? সেন্ট লরেন্স। 

২৮. কোন নদীর শুস্ক প্রবাহপথে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে ? কলোরাডো। 

২৯. কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে ? টেনেসি। 

৩০. মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী ?
কলোরাডো। 

৩১. উত্তর আমেরিকার কোন জলবায়ু অঞ্চলে নরম কাঠের অরণ্য দেখা যায় ?
তৈগা জলবায়ু অঞ্চলে। 

৩২. কোন রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ? ডাকোটা। 

৩৩. কোন অঞ্চলকে '' পৃথিবীর রুটির ঝুড়ি '' বলা হয় ? প্রেইরি তৃণভূমি অঞ্চল। 

৩৪. কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে ? ইরি ও অন্টারিও। 

৩৫. উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ - ইস্পাত কেন্দ্র কোনটি ? শিকাগো - গ্যারি। 

৩৬. উত্তর আমেরিকার বৃহত্তম মোটরগাড়ি নির্মানকেন্দ্র কোনটি ? ডেট্রয়েট। 

৩৭. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ? শিকাগো। 

৩৮. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি ? বাফেলো। 

৩৯. পৃথিবীর রবার রাজধানী কাকে বলে ? অ্যাক্রন।   

৪০. শস্যাবর্তন পদ্ধতি কাকে বলে ? 
একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে বিভিন্ন ফসলের চাষ পর্যায়ক্রমে করা হল শস্যাবর্তন।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৪১. শিকাগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? মিশিগান। 

৪২. কানাডার শিল্ড অঞ্চলটির আকৃতি কীরূপ ? V

৪৩. কানাডার শিল্ড অঞ্চলটি কোন শিলা দ্বারা গঠিত ? গ্রানাইট ও ফেল্ডসপার / চুনাপাথর ও বেলেপাথর / গ্রানাইট ও নিস।  

৪৪. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ? সাডবেরি। 

৪৫. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি ? টিমিনিস। 

৪৬. উত্তর আমেরিকার কোন দেশ নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে ?
কানাডা। 

৪৭. কানাডার শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই চামড়া বা ফার শিল্প গড়ে উঠেছে।  সত্য / মিথ্যা।

৪৮. উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয়।  সত্য / মিথ্যা।

৪৯. উত্তর আমেরিকার উত্তরে অবস্থিত আটলান্টিক মহাসাগর।  সত্য / মিথ্যা।

৫০. উত্তর আমেরিকার পূর্বদিকের উচ্চভূমিকে লরেন্সিয় মালভূমিও বলা হয়।  সত্য / মিথ্যা।  

৫১. কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান উপাদান - গাছ / পাতা / কাঠ / কার্পাস। 

৫২. কোনটি কানাডার শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ নয় ? বনভূমির পর্যাপ্ত কাঠ / উন্নত কৃষি উৎপাদন / উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা / সমৃদ্ধ খনিজ সম্পদ। 

৫৩. কানাডার শিল্ড অঞ্চল হল - নবীন পার্বত্য অঞ্চল / প্রাচীন পার্বত্য অঞ্চল / ক্ষয়প্রাপ্ত মালভূমি। 

৫৪. শিল্ড কথার অর্থ - শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখন্ড / শক্ত পাথুরে অনুর্বর ভূখন্ড / নদী তীরবর্তী শিল্পাঞ্চল। 

৫৫. পৃথিবীতে মোট - ৯ / ১০ / ১১ / ১৫ - টি শিল্ড অঞ্চল রয়েছে। 

৫৬. পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল হল - কানাডিয়ান শিল্ড / অস্ট্রেলিয়ান শিল্ড / আরবীয় শিল্ড। 

৫৭. কানাডীয় শিল্ডের অপর নাম - কানাডীয় শিল্পাঞ্চল / লোরেন্সিয় মালভূমি / প্রেইরি সমভূমি। 

৫৮. কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর - নবীনতম / প্রাচীনতম - ভূখন্ডের অন্তর্গত। 

৫৯. কানাডার শিল্ড অঞ্চলের উত্তর অংশটি কোন জলবায়ুর অন্তর্গত ? অতি শীতল তুন্দ্রা জলবায়ু / শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু  / নিরক্ষীয় জলবায়ু। 

৬০. উত্তর আমেরিকার কোন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় ? শিকাগো / মিশিগান / উইসকনসিন। 

৬১. কে উত্তর আমেরিকার পাঁচটি হ্রদকে যুক্ত করেছে ? সেন্ট লরেন্স / সুপিরিয়র / ওহিও / মিশিগান। 

৬২. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির ? অতি শীতল তুন্দ্রা জলবায়ু / শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু  / নিরক্ষীয় জলবায়ু।  

৬৩. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি - মিশিগান / ইন্ডিয়ানা / মেসাবি / ওহিও। 

৬৪. স্বাভাবিক উদ্ভিদ এলাকায় '' বৃহৎ চাঁদোয়া '' দেখা যায় - তুন্দ্রা / তৈগা / লরেন্সিয় / শীতল নাতিশীতোষ্ণ - জলবায়ু অঞ্চলে। ******

৬৫. কোন জলবায়ু অঞ্চলে মিশ্র অরণ্য দেখা যায় ? তুন্দ্রা / তৈগা / লরেন্সিয় / শীতল নাতিশীতোষ্ণ - জলবায়ু অঞ্চলে। 

৬৬. উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি - ত্রিভুজের মত / ওল্টানো সরার মত / ওল্টানো ত্রিভুজের মত। 

৬৭. কর্ডিলেরা সৃষ্টি হয়েছে কতকগুলো সমান্তরাল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা নিয়ে। 

৬৮. কোন অঞ্চল বৃহৎ সমভূমি বা Great Plain নামে পরিচিত ? কর্ডিলেরা / মধ্যভাগের সমভূমি / লরেন্সিয় উচ্চভূমি। 

৬৯. কানাডীয় শিল্ড অঞ্চলে বৃষ্টিপাত হয় - গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে। 

৭০. উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা হল - হ্রদ অঞ্চল / কানাডার শিল্ড অঞ্চল / প্রেইরি তৃণভূমি অঞ্চল / লরেন্সিয় উচ্চভূমি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।    
Share
Tweet
Pin
Share
No comments

Class 10 History 6th Chapter MCQ, Short Questions.  

মাধ্যমিক ইতিহাস : ষষ্ঠ অধ্যায়। MCQ type questions. 




মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। প্রশ্নগুলি MCQ, শূন্যস্থান পূরণ , স্তম্ভের মিল , ব্যাখ্যা - বিবৃতি , সত্য - মিথ্যা , এক কথায় উত্তর - ইত্যাদি সকল বিভাগের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

১. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে ঘোষণা করেন ? বড়লাট লর্ড কার্জন। 

২. কোন দিন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ? ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই। 

৩. কোন দিন বঙ্গভঙ্গ হবে বলে ঘোষণা করা হয় ? [ কোন দিন বঙ্গভঙ্গের দিন ধার্য হয় ? ] 
১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর। 

৪. বঙ্গভঙ্গ কবে রদ হয় ? ১৯১১ খ্রিস্টাব্দের ১২ই ডিসেম্বর। 

৫. কে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন ? ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ। 

৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান দুটি ধারা কী কী ছিল ? স্বদেশি ও বয়কট। 

৭. কে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে '' এক গভীর জাতীয় বিপর্যয় '' বলে অভিহিত করেছেন ? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

৮. কবে অসহযোগ আন্দোলন শুরু হয় ? ১৯২০ খ্রিস্টাব্দের ১লা অগাস্ট। 

৯. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ? চম্পারণ সত্যাগ্রহ। 

১০. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি ? অহিংস অসহযোগ আন্দোলন। 

১১. কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় ? চৌরিচৌরা ঘটনা। 

১২. চৌরিচৌরা কোথায় অবস্থিত ? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। 

১৩. কার নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলাকালে মেদিনীপুরে কৃষক আন্দোলন শক্তিশালী হয় ? বীরেন্দ্রনাথ শাসমল। 

১৪. বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র। 

১৫. মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? দক্ষিণ ভারতের মালাবার উপকূল অঞ্চলে। 

১৬. মাদারি পাশী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? একা আন্দোলন। 

১৭. বাবা গরীবদাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? একা আন্দোলন। 

১৮. গুজরাটের নিম্নবর্গের কৃষকদের কী বলা হত ? কুনবি। 

১৯. হালিপ্রথা কোথায় প্রচলিত ছিল ? গুজরাটের বারদৌলি তালুকে। 

২০. বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন ? সর্দার বল্লভ ভাই প্যাটেল। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. কোন শতকে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনগুলি সক্রিয় হয়ে ওঠে ? বিংশ শতকে।
 
২২. কোন পরিস্থিতিতে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয় ? ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। 

২৩. এক কথায় স্বদেশী আন্দোলন কী ? বিলাতি দ্রব্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার। 

২৪. এক কথায় বয়কট আন্দোলন কী ? বিলাতি দ্রব্য বর্জন করা। 

২৫. স্বদেশী ও বয়কট আন্দোলন ছিল একে অপরের পরিপূরক। ঠিক / ভুল।  ঠিক। 

২৬. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের নেতা হিসাবে কার আবির্ভাব ঘটে ? মহাত্মা গান্ধী।

২৭. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম তিনটি সত্যাগ্রহ আন্দোলনগুলি কী কী ছিল ?  চম্পারণ , খেদা ও আমেদাবাদ। 

২৮. কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় ? লালা লাজপৎ রায়ের সভাপতিত্বে কলকাতা অধিবেশনে ১৯২০ সালে। 

২৯. কবে , কোথায় কিষান সভা গড়ে ওঠে ? ১৯১৮ খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে [ বর্তমান উত্তরপ্রদেশ ] 

৩০. কিষান সভার প্রধান নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র।  

৩১. কোথায় , কাদের নেতৃত্বে '' পতিদার যুবক মন্ডল '' গড়ে ওঠে ? বারদৌলিতে। সত্যাগ্রহী নেতা কল্যানজি মেহেতা , দয়ালজি দেশাই - প্রমুখের নেতৃত্বে। 

৩২. বারদৌলি সত্যাগ্রহে অংশগ্রহণকারী কয়েকজন মহিলা নেতৃবৃন্দের নাম লেখ। মিঠুবেন প্যাটেল , মনিবেন প্যাটেল , সারদা মেহেতা - প্রমুখ। 

৩৩. বারদৌলি সত্যাগ্রহের সমর্থনে কারা বোম্বে আইনসভা থেকে পদত্যাগ করেন ? 
কে এম মুন্সি ও লালজি নারানজি। 

৩৪. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ? ১৯২৯ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। 

৩৫. কারা , কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করে ? কংগ্রেস , ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি। 

৩৬. কোন দিন আইন অমান্য আন্দোলন শুরু হয় ? ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল। 

৩৭. আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? মহাত্মা গান্ধী। 

৩৮. আইন অমান্য আন্দোলন কোথায় তীব্র আকার ধারণ করে ? যুক্তপ্রদেশে। [বর্তমান উত্তরপ্রদেশ ] 

৩৯. আইন অমান্য আন্দোলন চলাকালীন গুজরাটে কে গ্রেপ্তার হন ? সর্দার বল্লভ ভাই প্যাটেল। 

৪০. Modern India - গ্রন্থটি কার লেখা ? সুমিত সরকার।   

৪১. কবে , কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ খ্রিস্টাব্দে , রাশিয়ার তাসখন্দে। 

৪২. ভারতে কবে , কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে। 

৪৩. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কারা , কবে প্রতিষ্ঠা করেন ? 
কাজী নজরুল ইসলাম , হেমন্ত কুমার সরকার , সামসুদ্দিন হুসেন প্রমুখেরা ১৯২৫ খ্রিস্টাব্দে লেবার স্বরাজ পার্টি গঠন করেন। ১৯২৬ সালে তার নাম হয় - ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 

৪৪. সর্বভারতীয় কিষাণ সভা কবে , কোথায় প্রতিষ্ঠিত হয় ? ১৯৩৬ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের লখনৌ শহরে। 

৪৫. সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন ? স্বামী সহজানন্দ। 

৪৬. শের - ই - বঙ্গাল - নামে কে পরিচিত ? ফজলুল হক। 

৪৭. ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয় ? ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ ই অগাস্ট। 

৪৮. করেঙ্গে ইয়া মরেঙ্গে - এই ধ্বনিটি কার ? মহাত্মা গান্ধী। 

৪৯. করেঙ্গে ইয়া মরেঙ্গে - ধ্বনিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২

৫০. AITUC - এর পুরো কথাটি কী ? All India Trade Union Congress  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৫১. AITUC কবে গঠিত হয় ? ১৯২০ সালে। 

৫২. AITUC - এর প্রথম সভাপতি কে ছিলেন ? লালা লাজপৎ রায়। 

৫৩. AITUC - এর প্রথম সম্পাদক কে ছিলেন ? দেওয়ান চমনলাল। 

৫৪. লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ? নজরুল ইসলাম। 

৫৫. গণবাণী পত্রিকার সম্পাদক কে ? মুজাফের আহমেদ। 

৫৬. সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ? এস এ ডাঙ্গে। 

৫৭. লেবার কিষাণ গেজেট পত্রিকার সম্পাদক কে ? সিঙ্গারভেল্লু চেট্টিয়ার। 

৫৮. কার নেতৃত্বে যুব কমরেড লিগ গড়ে ওঠে ? পি সি যোশি। 

৫৯. সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি- র বামপন্থী নেতৃবৃন্দকে সরকার কোন মামলায় গ্রেপ্তার করে ? ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায়। 

৬০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ? ১৯৩৯ সালের ৩ রা সেপ্টেম্বর।  
  
৬১. ১৯২০ খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে ? লালা লাজপৎ রায়। 

৬২. দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন ? বীরেন্দ্রনাথ শাসমল। 

৬৩. দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন ? চিত্তরঞ্জন দাস। 

৬৪. চম্পারণ কৃষি বিল কবে পাস হয় ? ১৯১৭ খ্রিস্টাব্দে। 

৬৫. '' খুদা - ই - খিদমদগার '' - কে প্রতিষ্ঠা করেন ? খান আবদুল গফ্ফর খান। 

৬৬. ১৯২৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ? জওহরলাল নেহেরু। 

৬৭. স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন ? চিত্তরঞ্জন দাস। 

৬৮. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 

৬৯. লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কী নাম রাখা হয় ? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 

৭০. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

৭১. রাশিয়ার তাসখন্দে কে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ? মানবেন্দ্রনাথ রায়।
 
৭২. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন ? মানবেন্দ্রনাথ রায়। 

৭৩. কোন বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা যায় ? ১৯২৯ খ্রিস্টাব্দে। 

৭৪. কে , কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন ? ১৯৩৯ , নেতাজি সুভাষ চন্দ্র বসু। 

৭৫. কার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয় ? সিঙ্গারভেল্লু চেট্টিয়ার। 

৭৬. তেলেঙ্গানা আন্দোলন কোথায় সংগঠিত হয় ? হায়দ্রাবাদ। 

৭৭. নৌ - বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? বোম্বাই। 

৭৮. কোন বছর নৌ - বিদ্রোহ সংগঠিত হয় ? ১৯৪৬ 

৭৯. কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা ঘটে ? তলোয়ার। 

৮০. সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কে ? সর্দার বল্লভ ভাই প্যাটেল।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৮১. রাওলাট সত্যাগ্রহের মূল কেন্দ্র ছিল - বোম্বাই। 

৮২. কোথায় স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় ? বরিশালে। 

৮৩. পূর্ববঙ্গে অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় ? ঢাকা। 

৮৪. ১৯২০ সালে শুধুমাত্র বাংলাতেই ক'টি শ্রমিক ধর্মঘট হয় ? ১১০ টি। 

৮৫. স্বদেশ ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর। 

৮৬. গীতারহস্য কার লেখা ? বালগঙ্গাধর তিলক। 

৮৭. হোমরুল কথার অর্থ কী ? স্বায়ত্তশাসন। 

৮৮. জালিয়ানওলাবাগ কোথায় অবস্থিত ? পাঞ্জাবের অমৃতসরে। 

৮৯. পুনা চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? ১৯৩২, গান্ধী ও আম্বেদকর। 

৯০. সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন ? গান্ধীজি। 

৯১. হিন্দ স্বরাজ - গ্রন্থটি কার লেখা ? গান্ধীজি। 

৯২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর। 

৯৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংগঠিত হয় ? ১৯১৯ এর ১৩ এপ্রিল। 

৯৪. কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগে গুলি চলেছিল ? জেনারেল ও' ডায়ার। 

৯৫. কোথায় গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ? দক্ষিণ আফ্রিকায়। 

৯৬. খান আবদুল গফর খানের অনুগামীদের কী বলা হত ? লাল কোর্তা বাহিনী। 

৯৭. লাঙ্গল যার জমি তার - স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ? তেভাগা আন্দোলন। 

৯৮. তেভাগা আন্দোলনের একজন নেত্রীর নাম উল্লেখ কর। সুদীপা সেন। 

৯৯. তেভাগা আন্দোলন চলাকালীন কোন কমিশন গঠন করা হয় ? ফ্লাইড কমিশন। 

১০০. হায়দ্রাবাদের শাসককে কী বলা হত ? নিজাম। 

১০১. ভারতে বামপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয় ? মানবেন্দ্রনাথ রায়। 

১০২. মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন ? বি পি ওয়াদিয়া। 

১০৩. ইন্ডিয়া ইন ট্রানজিশন - গ্রন্থটি কার লেখা ? মানবেন্দ্রনাথ রায়। 

১০৪. কবে ভারতের প্রথম ফ্যাক্টরি আইন পাস হয় ? ১৮৯১ খ্রিস্টাব্দে। 

১০৫. দ্বিতীয় ফ্যাক্টরি আইন কবে চালু হয় ? ১৯১১ খ্রিস্টাব্দে। 

১০৬. খাজনা বন্ধ আন্দোলনের নেতা কে ছিলেন ? বাবা রামচন্দ্র। 

১০৭. কে , কোন আন্দোলনকে '' সামাজিক দস্যুতা '' বলেছেন ? একা আন্দোলনকে - হবসবম। 

১০৮. দীনবন্ধু নামক পত্রিকার প্রকাশক কে ? জ্যোতিবা ফুলে। 

১০৯. ১৯৩৩ খ্রিস্টাব্দে ভারতে ক'টি শ্রমিক ধর্মঘট পালিত হয় ? ১৪৬ টি। 

১১০. কোন বছর মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ? ১৯২৯ খ্রিস্টাব্দে। 

১১১. রশিদ আলি দিবস কোন দিন পালিত হয় ? ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি। 

১১২. বিহারের দ্বারভাঙা অঞ্চলে কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন ? বিদ্যানন্দ। 

১১৩. তিন কাঠিয়া ব্যবস্থা কোন চাষের সঙ্গে যুক্ত ? নীল। 

১১৪. রাওলাট আইনের প্রতিবাদে কবে সারা ভারত ধর্মঘট পালিত হয় ? ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল। 

১১৫. কোন বছর রাওলাট আইন পাস হয় ? ১৯১৯ 

১১৬. কার নেতৃত্বে রাওলাট কমিশন গঠিত হয় ? স্যার সিডনি রাওলাট। 

১১৭. আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড আরউইন। 

১১৮. কোন বছর সাইমন কমিশন গঠন করা হয় ? ১৯২৭ খ্রিস্টাব্দে। 

১১৯. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? বাল গঙ্গাধর তিলক। 

১২০. কোন বছর ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে ? ১৯৩৪ খ্রিস্টাব্দে।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।  
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : আমরা। MCQ


১. কবিতাটির কবি কে ? 

২. মুক্তবেণীর গঙ্গা কী বিতরণ করে ? পবিত্রতা / জল / শক্তি / মুক্তি। 

৩. মধুক মালা - কথাটির অর্থ - মধু / মৌমাছির চাক / মহুয়া গাছ / ঝিনুক - মালা। 

৪. কমলার ফুল - ডান হাতে / বাম হাতে / দুই হাতে / মাথায়। 

৫. বঙ্গভূমির কপালে শোভা পায় - সোনার মুকুট / হিমালয় / কাঞ্চন - শৃঙ্গ / মহুয়ার বন। 

৬. আমরা কাদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি - বাঘ / সিংহ / নেকড়ে / ভল্লুক - এর সঙ্গে।  
  
৭.  দশানন জয়ী কে ? রাম / রাবন / কুম্ভকর্ণ / শ্রীকৃষ্ণ। 

৮.  দশানন কে ? রাম / রাবন / কুম্ভকর্ণ / শ্রীকৃষ্ণ। 

৯. সাংখ্যকার কে ? কপিল / অতীশ দীপঙ্কর / বিজয়সিংহ / জয়দেব। 

১০. তিব্বতে জ্ঞানের আলো জ্বেলেছিলেন -  কপিল / অতীশ দীপঙ্কর / বিজয়সিংহ / জয়দেব। 
১১. কান্ত - কোমল পদের স্রষ্টা - কপিল / অতীশ দীপঙ্কর / বিজয়সিংহ / জয়দেব। 

১২. কোকনদ বলতে বোঝায় - লাল পদ্ম / নীল পদ্ম / শ্বেত পদ্ম / সোনালী পদ্ম। 
 
১৩. বরভূধর হল একটি - হিন্দু মন্দির / বৌদ্ধ মঠ / বৈদিক শিক্ষালয় / সবগুলি। 

১৪. বরভূধর কোথায় অবস্থিত ? থাইল্যান্ড / ইন্দোনেশিয়া / শ্রীলঙ্কা / ভারত। 

১৫. ওঙ্কার ধাম কোথায় অবস্থিত ? থাইল্যান্ড / ইন্দোনেশিয়া / কম্বোডিয়া / ভারত। 

১৬. কবিতায় কোন দুজন স্থপতির নাম উল্লেখ করা হয়েছে ? 

১৭. পটুয়ার তুলিতে বাঙালির পট অক্ষয় হয়ে আছে - সিংহলে / অজন্তায় / বরভূধরে / ওঙ্কার ধামে। 

১৮. বাঙালি ঘর করে - দুর্যোগ নিয়ে / দুর্ভিক্ষ নিয়ে / মারী নিয়ে / সবগুলি। 

১৯. বাঙালির হিয়া অমিয় মথিয়া কে কায়ারূপ ধারণ করেছেন - বিবেকানন্দ / রামকৃষ্ণ / নিমাই। 

২০. বীর সন্যাসী কাকে বলা হয়েছে ? বিবেকানন্দ / রামকৃষ্ণ / নিমাই / রামমোহন। 
 
২১. কার বাণী জগৎময় ছুটেছে ? 

২২. বাংলার রবি কোন কবিকে বলা হয়েছে ? রবীন্দ্রনাথ ঠাকুর / জয়দেব / কালিদাস / মুকুন্দ দাস। 

২৩. কার মুখের প্রশ্ন বাঙালি কেড়ে নিয়েছে ? প্রশ্নকর্তার / বিক্রমের / বেতালের / জয়সিংহের। 

২৪. কোন কবি জগতে মহামিলনের বাণী শুনিয়েছেন ? রবীন্দ্রনাথ / কালিদাস / জয়দেব / বিবেকানন্দ। 

২৫. বেতাল নামটি কোন ঐতিহাসিক রাজার সঙ্গে সম্পর্কিত ? চন্দ্রগুপ্ত মৌর্য / অশোক / বিক্রমাদিত্য / সমুদ্রগুপ্ত। 

২৬. বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া - কোন বাঙালি সাধকের কথা বলা হয়েছে ? মেঘনাথ সাহা / জগদীশ্চন্দ্র বসু / সত্যেন্দ্রনাথ বসু / আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 

২৭. দেবতা হলেন আমাদের - বন্ধু / শত্রু / আত্মীয় / সহপাঠী। 

২৮. শ্যাম দেশের বর্তমান নাম - থাইল্যান্ড / মালয়েশিয়া / ইন্দোনেশিয়া / সুমাত্রা। 

২৯. কম্বোজ - এর বর্তমান নাম - থাইল্যান্ড / মালয়েশিয়া / ইন্দোনেশিয়া / সুমাত্রা। 
  
৩০. কে পক্ষধরের পক্ষশাতন কে করেছিলেন ? রামচন্দ্র / চৈতন্যদেব / রূপ গোস্বামী / রঘুনাথ শিরোমণি। 

৩১. পক্ষধর কোন শাস্ত্রে পন্ডিত ছিলেন - সাংখ্য দর্শন / বৌদ্ধ শাস্ত্র / ন্যায় শাস্ত্র / তন্ত্র বিদ্যা। 

৩২. কবিতায় কোন বাঙালির লঙ্কা জয়ের উল্লেখ রয়েছে ? 

৩৩. '' মগেরে রুখেছি '' - মগ হল - আরাকান / মুঘল / তুর্কি / পাল - বংশোদ্ভূত। 

৩৪. বিটপাল ও ধীমান কোন যুগের শিল্পী - পাল / সেন / গুপ্ত / মৌর্য। 

৩৫. কোন সংগীতে মনের দ্বার খুলে যায় ? রবীন্দ্রসংগীত / নজরুলগীতি / কীর্তন ও বাউল / ভাটিয়ালি।      

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।   
Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : বাংলা : ছন্নছাড়া MCQ 


১. একটা গাছ দাঁড়িয়ে - কোথায় ? রাস্তার মোড়ে / গলির ধারে / গলির মোড়ে / রাস্তার ধারে। 

২. ওই পথ দিয়ে যাচ্ছিলাম - বাসে / ট্যাক্সি / ট্রেন / অটো - করে। 

৩. ওই পথ দিয়ে যাচ্ছিলাম - জরুরি দরকারে / হাওয়া খেতে / গাছটিকে দেখতে। 

৪. ছন্নছাড়া কটা বেকার ছোকরা - গাছের পাসে  / গলির মোড়ে / রাস্তার মাঝে - দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। 

৫. ছন্নছাড়া ছোকরাদের প্যান্ট - চোঙা / বাঁকা / ছেঁড়া / চোখা। 

৬. ছন্নছাড়া ছোকরাদের জুতো  - চোঙা / বাঁকা / ছেঁড়া / চোখা।    

৭. ছন্নছাড়া ছোকরাদের মেজাজ - কড়া / চোখা / রোখা / বদমেজাজ। 

৮. ''বলবে হাওয়া খাওয়ান '' - কে বলবে ? ছন্নছাড়ারা / ড্রাইভার / কথক। 

৯. ওদের প্রতি সম্ভাষণে কারো - স্নেহ / দরদ / মায়া / মমতা - নেই। 

১০. একচিলতে ফালতু এক রক ছিল - দরিদ্র / মধ্যবিত্ত / ধণী - বাড়ির। 

১১. তাও দিয়েছে লোপাট করে - কী লোপাট করেছে ? একচিলতে রক / গাছ / গাড়ি। 

১২. '' না ওখান দিয়েই যাব '' - বক্তা কে ? ছন্নছাড়ারা / ড্রাইভার / কথক। 

১৩. বক্তা ওখান দিয়েই যাবেন কেন ? ওখানে রুগ্ন গাছটি আছে / ওখানে ছন্নছাড়ারা দাঁড়িয়ে আছে / ওটা শর্টকার্ট। 

১৪. ছন্নছাড়ারা ট্যাক্সি করে কোথায় যাবে ? কলকাতা / বেলঘরিয়া / গাছের কাছে। 

১৫. ক'টি ছোকরা গাড়িতে উঠে পড়ল ? ২টি / ৩টি / ৩-৪টি / ২-৩টি। 

১৬. ওই দেখতে পাচ্ছেন না ভিড় - ভিড় কেন ? ছন্নছাড়ারা দাঁড়িয়ে আছে তাই / ওখানে রুগ্ন গাছ আছে তাই / ওখানে হাসপাতাল আছে তাই / এক নিরীহ লোক চাপা পড়েছে তাই। 

১৭. গাড়ি চাপা পড়েছে কে ? গাছটি / এক ছন্নছাড়া ছোকরা / এক নিরীহ লোক / ড্রাইভার। 

১৮. প্রাণ আছে , এখনও প্রাণ আছে - বক্তা কে ? ছন্নছাড়ারা / কথক / ড্রাইভার / এক ভিখিরি। 

১৯. আমি নেমে পড়লুম তাড়াতাড়ি - বক্তা কেন নেমে পড়লেন ? গাড়ি চাপা পড়া লোকটিকে ধরাধরি করে গাড়িতে তোলার জন্য / রক্তের দাগ থেকে বাঁচার জন্য / হাসপাতালে যাওয়ার জন্য। 

২০. এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি - কী ? পেয়ে গেছি পেয়ে গেছি / প্রাণ আছে এখনও প্রাণ আছে / হাওয়া খাওয়ান। 

২১. কবি কবিতায় কাকে আশ্চর্য সম্পদ বলেছেন ? প্রাণকে / গাছকে / সবুজ পাতাকে / ছন্নছাড়াদেরকে। 

২২. মর্মরিত হচ্ছে বাতাসে  - কী মর্মরিত হচ্ছে ? ছন্নছাড়াদের উল্লাস / গাছের সোনালি কচি পাতা / ভিখিরিটির চিৎকার। 

২৩. শুরু করেছে কলকন্ঠের কাকলি - কারা ? পাখিরা / ছন্নছাড়ারা / ভিখিরিরা / পথের রুক্ষতা। 

২৪. ____________ থাকলেই স্থান আছে , মান আছে। প্রাণ / গাছ / টাকা  / মানুষ। 

২৫. কবিতার কবি - অচিন্ত্যকুমার সেনগুপ্ত / সলিল চৌধুরী / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : আকাশে সাতটি তারা। MCQ 


১. কবিতাটি কার লেখা ? 

২. আকাশে ফুটে উঠেছে - সাতটি তারা / কয়েকটি তারা / সাতটি উজ্জ্বল তারা / সাতটি নীল তারা। 

৩. আকাশে যখন তারা ফুটে ওঠে , কবি বসে থাকেন - মাঠে / রাস্তায় / ঘাসে / নির্জন অন্ধকার প্রান্তরে। 

৪. মেঘের রং - গঙ্গাসাগরের ঢেউয়ের মত লাল / কামরাঙার মত লাল / মৃত মনিয়ার মত লাল। 

৫. সন্ধ্যা সম্পর্কে কোন বিশেষণটি ব্যবহৃত হয়নি ? শান্ত / স্নিগ্ধ / অনুগত / নীল। 

৬. কেশবতী কন্যা যেন এসেছে - আকাশে / প্রকৃতির মাঝে / তারা উঠবার পর। 

৭. 'চুল তার ভাসে ' - কার চুল ভাসে ? রূপসীর / অন্ধকারের / সন্ধ্যার। 

৮. কবিতায় কোন গাছের উল্লেখ নেই ? হিজল / কাঁঠাল / আম / জাম। 

৯. স্নিগ্ধ গন্ধ ঝরে কোথা থেকে ? বট ফল / পুকুরের জল / রূপসীর চুল / ধান। 

১০. কবিতায় উল্লিখিত ধান হল - নরম / সুগন্ধিত / স্নিগ্ধতায় পরিপূর্ণ / ব্যাথিত গন্ধ যুক্ত। 

১১. কবিতায় উল্লিখিত দুটি মাছ হল - রুই ও চাঁদা / রুই ও কাতলা / সরপুঁটি ও চুনো মাছ / চাঁদা ও সরপুঁটি। 

১২. চালধোয়া ভিজে হাত - কিশোরের / কিশোরীর / কবির / রূপসীর। 

১৩. শীতল হাত -  কিশোরের / কিশোরীর / কবির / রূপসীর।

১৪. মুথা ঘাস পায়ে দলেছে কে ? কিশোর / কিশোরী / কবি / রূপসী। 

১৫. ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা কার ? বটের ফলের / ধানের / পুকুরের জলের / সন্ধ্যার। 

১৬. 'আমি পাই টের ' - কবি কী টের পান ? বাংলার সৌন্দর্য্য / বাংলার প্রাণ / সন্ধ্যার সৌন্দর্য্য। 

১৭. ' আমি পাই টের ' - কখন ? সন্ধ্যাবেলা / শীতকালে / আকাশে সাতটি তারা ফুটে উঠলে। 

১৮. বটের ফল - কামরাঙার মত লাল / লাল লাল / নরম লাল। 

১৯. সন্ধ্যার এই সৌন্দর্য্য কবি দেখেন নি - বাংলায় / গ্রামের পথে / পৃথিবীর কোনো পথে / আকাশে। 

২০. অজস্র চুলের চুমা ঝরে পড়ে - রূপসী বাংলায় / হিজলে কাঁঠালে জামে / সন্ধ্যার আকাশে। 

২১. কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? রূপসী বাংলা / বনলতা সেন / জীবনানন্দ কবিতা সংগ্রহ। 

২২. কামরাঙা হল এক ধরণের - ফল / ফুল / একটি নদীর নাম / এক ধরণের পতঙ্গ। 

২৩. গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে - মেঘ / মৃত মনিয়া / সন্ধ্যা / রূপসী। 

২৪. কিশোরের পায়ে দলা মুথা ঘাস - এখানে কোন ভাবনার প্রকাশ ঘটেছে ? সৌন্দর্যের / আনন্দের / বেদনার / সবগুলি। 

২৫. বটের ফলের ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা - এখানে কোন ভাবনার প্রকাশ ঘটেছে ? ঝরে যাওয়া বটের ফলের বেদনা / মৃত্যু / মৃত্যুর অনিবার্যতাজনিত বেদনা ও ক্লান্তি।        

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।  
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : আবহমান MCQ 


১. কবি কে ? 

২. উঠোনে দাঁড়াতে হবে - লাউমাচা / পুঁই মাচা / কুমড়োমাচা - র পাশে। 

৩. '' ফুল দুলছে , ফুল দুলছে , ফুল '' - ফুলটি - ছোট্ট / বড় / লাল / হলুদ। 

৪. ফুল দুলছে - সকালের / সাঁঝের / সন্ধ্যার / রাতের - বাতাসে। 

৫. কে এইখানে এসেছিল - দু এক বছর আগে / কয়েক বছর আগে / দু চার বছর আগে। 

৬. সে ঘর বেঁধেছিল - নিবিড় অনুরাগে / প্রচন্ড বিরক্তিতে / স্মৃতি আঁকড়ে ধরে। 

৭. '' কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে '' - কেন ? নিজের বাড়ির টানে / নিবিড় অনুরাগে / সন্ধ্যার বাতাস গায়ে মাখতে / এই মাটি ও হাওয়াকে ভালোবেসে।  

৮. বুড়িয়ে ওঠে , কিন্তু মুড়য় না - লাউগাছ / সজনে গাছ / নটে গাছ / কুমড়ো গাছ। 

৯. কার দুরন্ত পিপাসা ফুরয় না ? কবির / দুরন্ত বালকের / একগুঁয়েটার / সন্ধ্যার বাতাসের। 

১০. ''আপন মনে ঘাসের গন্ধ মাখে'' - কখন ? সারাটা দিন / সারাটা রাত / সারা সন্ধ্যা / সারা সকাল। 

১১. তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে - কখন ? সারাটা দিন / সারাটা রাত / সারা সন্ধ্যা / সারা সকাল। 

১২. তাঁর যন্ত্রণা - নেভেনা / বাসি হয়না / ফুরয় না। 

১৩. তাঁর দুঃখ - নেভেনা / বাসি হয়না / ফুরয় না। 

১৪. তাঁর বাগান থেকে কী হারিয়ে যায়না ? সন্ধ্যার বাতাস / কুন্দফুলের হাসি / সান্ধ্য নদীর হওয়া / লাউমাচা। 

১৫. নদীর হাওয়া ছুটে আসে কখন ? রাত নামলে / চাঁদ উঠলে / সকাল হলে / সন্ধ্যা নামলে। 

১৬. কবিতায় মোট স্তবক সংখ্যা - ৫ টি / ৬ টি / ৭ টি / ৮ টি। 

১৭. '' যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া '' - কথাটির অন্তর্নিহিত তাৎপর্য - বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে / শৈশবের স্মৃতিভূমিতে দাঁড়াতে বলা হয়েছে / উঠোনে দাঁড়িয়ে শৈশবের স্মৃতিচারণা করতে বলা হয়েছে। 

১৮. '' ফুল দুলছে , ফুল দুলছে , ফুল '' - কথাটির অন্তর্নিহিত অর্থ - সন্ধ্যার বাতাসে ফুল দুলছে / শৈশবের স্মৃতিভূমিতে ফুল দুলছে / শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে। 

১৯. ''ফুরয় না তার কিছুই ফুরয় না '' - কথাটির অন্তর্নিহিত অর্থ হল - সন্ধ্যার বাতাস ফুরিয়ে যায়না / বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও বেঁচে থাকে শৈশবের স্মৃতি / নটে গাছের দুলতে থাকা ফুরয় না। 

২০. '' নটে গাছটা বুড়িয়ে ওঠে , কিন্তু মুড়য় না '' - কথাটির অন্তর্নিহিত তাৎপর্য হল - মানুষের বয়স বাড়লেও শৈশবের স্মৃতি মানুষ কখনো ভোলে না / নটে গাছ বুড়িয়ে গেলেও বেঁচে থাকে / মানুষের জীবন নটে গাছের মত। 

২১. ''ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা '' - কথাটির অন্তর্নিহিত অর্থ হল - বিশ্বের নানা প্রান্তে মানুষের যাওয়া আসা লেগেই থাকে / মানুষের ধর্ম এমনটাই / মানুষ শৈশবের স্মৃতি ভুলতে না পেরে শৈশবের স্মৃতিভূমিতে ফিরে আসে। 

২২. '' আপন মনে ঘাসের গন্ধ মাখে '' - এর অন্তর্নিহিত অর্থ হল - নিজের খেয়ালে শৈশবের স্মৃতিভূমিতে বিচরণ করে / ঘাসের উপর খেলা করে / শৈশব ভুলতে না পেরে বারবার স্মৃতিভূমিতে ফিরে যায়। 

২৩. সারাটা রাত __________ স্বপ্ন এঁকে রাখে।  ঘাসে ঘাসে / নদীর হাওয়ায় / তারায় তারায়। 

২৪. '' দুঃখ হয়না বাসি '' - কথাটির অন্তর্নিহিত অর্থ - মানুষের জীবন দুঃখময় / মানুষ দুঃখ ভুলতে পারেনা / মানুষ সর্বদা আনন্দ পেতে চায় / শৈশব থেকে বিচ্যুত হওয়ার দুঃখ মানুষের চিরকাল থাকে। 

২৫. '' ছুটে আসে সান্ধ্য নদীর হওয়া '' - এর অন্তর্নিহিত অর্থ হল - সন্ধ্যার স্নিগ্ধ বাতাসের মতই শৈশবের স্মৃতি আমাদের প্রাণ জুড়িয়ে দেয় / সন্ধ্যার বাতাস মনোরম / সন্ধ্যা বেলা নদীর ধারে বাতাস বয়ে চলত শৈশবকালে।     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

নবম শ্রেণী : বাংলা : নোঙর। MCQ  


১. কবি কে ? 

২. পাড়ি দিতে হবে দূর - সমুদ্রপারে / সিন্ধুপারে / নদীর পারে / দূরদেশে। 

৩. নোঙর পড়ে গেছে - তটের কিনারে / নদীর কিনারে / বালুকাভূমিতে / সমুদ্রপারে। 

৪. কথক দাঁড় টানেন - সারাদিন / সারারাত / দিনরাত / সকাল - সন্ধ্যা। 

৫. '' এ তরীতে মাথা ঠুকে '' কোন দিকে ছোটে ? সমুদ্রের দিকে / নৌকার দিকে / তরীর দিকে / মাস্তুলের দিকে। 

৬. '' এ তরীতে মাথা ঠুকে '' - কে ? ভাটার শোষণ / জোয়ারের ঢেউ / নদীর স্রোত / সমুদ্রের তীব্র স্রোত। 

৭. স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে ? ভাটার শোষণ / জোয়ারের ঢেউ / নদীর স্রোত / নোঙর। 

৮. কবি দাঁড় টানাকে বলেছেন - অযথা / অসম্ভব / পন্ডশ্রম / মিছে। 

৯. জোয়ার - ভাঁটায় বাঁধা তটের কাছে কে বাঁধা পড়ে আছে ? কবি / কবির বাণিজ্য তরী / নোঙর। 

১০. কবি পাল বাঁধেন কোথায় ? জাহাজে / নৌকাতে / মাস্তুলে / তরীতে। 

১১. নোঙর করা আছে কী দিয়ে ? কাছি / দড়ি / শেকল / মাস্তুল। 

১২. নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে - জোয়ারের টানে / সাগর গর্জনে / ভাটার শোষণে / দাঁড়ের নিক্ষেপে। 

১৩. প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কী শোনেন ? সাগর গর্জন / স্রোতের বিদ্রুপ / তারার ডাক। 

১৪. কবি দিকের নিশানা ঠিক করেন - তারার দিকে চেয়ে / জোয়ারের ঢেউকে দেখে / দাঁড়ের নিক্ষেপে। 

১৫. কবি দাঁড় টানাকে বলেছেন - ক্লান্তিকর / অবিশ্রান্ত / বিরামহীন / অনন্ত। 

১৬. কবির ছিল - প্রমোদ তরী / বাণিজ্য তরী / যাত্রীবাহী তরী। 

১৭. কবি যখন জেনেছেন তাঁর তরী বাঁধা পড়ে গেছে তখন তিনি - দাঁড় টানা বন্ধ করেছেন / দাঁড় টেনে গেছেন / তারার দিকে চেয়ে দিকের নিশানা ঠিক করেছেন। 

১৮. কবির দাঁড় টানাকে মিছে বলে মনে হয়েছে কেন ? জোয়ার আছে বলে / নোঙর পড়ে গেছে বলে / ভাটার টান আছে বলে / কবির গন্তব্য লক্ষ্যহীন বলে। 

১৯. মিছে দাঁড় টানার অন্তর্নিহিত অর্থ হল - দাঁড় টানার পন্ডশ্রম করা / জোয়ারে দাঁড় টেনে লাভ নেই / ভাটাতে দাঁড় টেনে লাভ নেই / নিষ্ফল প্রচেষ্টা। 

২০. ঢেউগুলি ফুলে উঠেছে কেন ? জোয়ারের জন্য / ভাটার টানে / নোঙর পড়ে আছে বলে। 

২১. '' স্রোতের প্রবল প্রাণ করে আহরণ '' - এর অন্তর্নিহিত অর্থ হল - জোয়ারের ঢেউ অত্যন্ত তীব্র / জোয়ারের জলে তরী ছুটিয়ে নিয়ে যাওয়া উচিত / প্রতিকূল পরিস্থিতিতে জীবনীশক্তি হ্রাস পায়। 

২২. কবিতায় উল্লিখিত জোয়ার ভাটা কীসের প্রতীক ? সমুদ্রের জোয়ার ও ভাটা / দিন ও রাত / জীবনের উত্থান ও পতন / সমুদ্রের জলের হ্রাস বৃদ্ধি। 

২৩. অমিল চিহ্নিত কর। দাঁড় / কাছি / পাল / মাস্তুল। 

২৪. সারারাত তবু দাঁড় টানি। এখানে সারারাত শব্দের অন্তর্নিহিত অর্থ - দিন থেকে রাত / পুরো একটি দিন / সারা জীবন / অনন্তকাল। 

২৫. নোঙর পড়ে গেছে কবির - জ্ঞাতে / অজ্ঞাতে / ঘুমের মাঝে। 

২৬. সারারাত তবু দাঁড় টানি। এখানে তবু শব্দটি ব্যবহৃত হয়েছে - কর্তব্য বোঝাতে / লক্ষ্য পূরণের দুর্দমনীয় প্রচেষ্টাকে বোঝাতে / বৃথা প্রচেষ্টা বোঝাতে। 

২৭. কবিতায় উল্লিখিত নোঙর শব্দের অন্তর্নিহিত অর্থ - মানবজীবনের পিছুটান ও বন্ধন / জাহাজ ও নৌকায় ব্যবহৃত নোঙর / সমগ্র জীবনের ব্যার্থ প্রচেষ্টা। 

২৮. কবিতায় নোঙর শব্দটি কতবার আছে ? দুইবার / তিনবার / চারবার। 

২৯. কবি স্রোতের বিদ্রুপ শোনেন - প্রতিবার / বারবার / কয়েকবার। 

৩০. কবিতায় কোন চরণটি আগে আছে ? সারারাত মিছে দাঁড় টানি / সারারাত তবু দাঁড় টানি।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।   
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates